ঈদুল আযহা ২০২৩ কত তারিখে তা জেনে নিন

প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট “ঈদুল আযহা ২০২৩ কত তারিখে অর্থাৎ বাংলাদেশে কোরবানির ঈদ কবে” এ। এই পোষ্টটি সকল বাঙ্গালী মুসলমানদের জন্য অত্যন্ত জরুরি।

মুসলমানদের সবথেকে বড় ধর্মীয় উৎসব এর মধ্যে বছরের দুইটি ঈদ। যার একটি হচ্ছে ঈদুল আযহা। ঈদুল আযহা যাকে কোরবানির ঈদও বলা হয়।

আরও পড়ুনঃ কুরবানির প্রশ্ন উত্তর । কুরবানির আলোচনা

আজকের পোষ্টে আমরা জানবো, ঈদুল আযহা ২০২৩ কত তারিখে হতে পারে এবং কখন সঠিক ভাবে জানা যাবে য ঈদুল আযহা বা কোরবানির ঈদ কবে বাংলাদেশে সে সম্পর্কে বিস্তারিত জানবো।

ঈদুল আযহা 2023 কত তারিখে বাংলাদেশে

সাধারণত ঈদুল ফিতর বা রোজার ইদের ২ মাস ১০ দিন পর ঈদুল আযহা বা কোরবানির ঈদ অনুষ্ঠিত হয়।

তাই, ২ মাস ১০ দিনের হিসেব শতভাগ সঠিক না। শুধু মাত্র একটি ধারণা দেওয়ার জন্য মাত্র বলা যায় যে ঈদুল ফিতর বা রোজার ঈদের ২ মাস ১০ দিন পর ঈদুল আযহা বা কোরবানির ঈদ হয়ে থাকে।

২০২৩ সালে বাংলাদেশে ঈদুল আযহা বা কোরবানির ঈদ হচ্ছে ২৯ জুন। তবে এটি সঠিক ভাবে বলা যাবে জিল্কদ মাসের শেষ হয়ে যেদিন জিলহজ মাস শুরু হবে সেই দিন।

আরও পড়ুনঃ কোরবানির দোয়া । কোরবানি সম্পর্কে হাদিস

ঈদুল আযহা বা কোরবানির ঈদ হয়ে থাকে জিলহজ মাসের ১০ তারিখ। আর জিলহজ মাসের আগের মাস হচ্ছে জিল্কদ মাস।

আপডেটঃ ২০২৩ সালের কোরবানির ঈদ ২৯ জুন রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

সুতরাং চাঁদ অথার পরে জিল্কদ মাস শেষ হয়ে জিলহজ মাস শুরু হলেই বলা যাবে যে ঈদুল আযহা ২০২৩ কত তারিখে বাংলাদেশে।

জিলক্বদ মাসের শেষ হয়ে জিলহজ মাসের শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঈদুল আযহা ২০২৩ কত তারিখে তা জানার জন্য।

তবে, জিল্কদ মাস শেষ হওয়ার সাথে সাথে এই পোষ্টে আপডেট করে জানিয়ে দিবো।

আশা করছি ঈদুল আযহা ২০২৩ কত তারিখে তা এতক্ষণে বুঝতে পারছেন। একদম শতবভাগ নিশ্চিত ভাবে জানার জন্য সবাইকে জিল্কদ মাসের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ঈদুল আযহা নিয়ে কিছু প্রশ্ন উত্তর

প্রঃ ২০২৩ সালের ঈদুল আযহা কত তারিখে অনুষ্ঠিত হবে?

= ২০২৩ সালের ঈদুল আযহা ২৯ জুন তারিখে অনুষ্ঠিত হবে।

আরবি মাস চাঁদ দেখার উপর শুরু এবং শেষ হওয়ায় জিল্কদ মাসের শেষ দিন পর্যন্ত সঠিক দিন জানতে অপেক্ষা করতে হবে।

প্রঃ ঈদুল আযহার সরকারি ছুটি কয়দিন কবে থেকে কবে?

= ইদের দিন শতভাগ নির্ধারিত হওয়ার পরে ঈদুল আঝার সরকারি ছুটির দিন ঘোষিত হয়।

আর সাধারণত ৩ দিন পর্যন্ত ইদের ছুটি থেকে থাকে। তবে, ক্ষেত্র বিশেষে কম বেশি হয়ে থাকে এই ছুতির পরিমাণ।

প্রঃ ঈদুল আযহার সঠিক দিন জানার উপায় কি ?

= ২৯ জুন কোরবানির ঈদ উদযাপিত হবে।

প্রঃ ২০২৩ সালের ঈদ কি বার হবে?
= ২৯ জুন রোজ বৃহস্পতিবার ২০২৩ সালের কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে।

ঈদুল আযহা নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা কোরবানির ঈদ ২০২৩ কত তারিখে বা বাংলাদেশে কোরবানির ঈদ কত তারিখে সে সম্পর্কে জেনেছি।

আরও পড়ুনঃ হজের নিয়ত আরবি ও বাংলা । হজ্জের নিয়ত নিয়ে বিস্তারিত

আশা করছি এই পোষ্টটি থেকে ঈদুল আযহা কবে সে সম্পর্কিত সকল তথ্য খুব সহজ ভাবে জানতে পেরেছেন।

এরপরে এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

এছাড়াও কোরবানি, হজ এবং ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে ইসলাম ক্যাটাগরিতে ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়ার জন্য ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

1 thought on “ঈদুল আযহা ২০২৩ কত তারিখে তা জেনে নিন”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.