Last Updated on 12 months by Shaikh Mainul Islam
প্রিয় পাঠক, স্বাগত আমাদের আজকের পোস্ট “বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী বাংলাদেশ” এ। এই পোস্টটি বাংলা ভাষাভাষী বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট করা সকল ব্যক্তির জন্য জরুরি।
আগামী ৫ অক্টোবর ২০২৩ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ আসর। যেখানে সাতটি দল সরাসরি অংশগ্রহন করছে এবং তিনটি দল বাছাই পর্ব থেকে মত ১০ টি দল অংশগ্রহণ করছে।
Read more: One day world cup 2023 schedule time table, result and point table
এবারের ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ এর আয়োজক দেশ ভারত। তাই সবগুলি খেলা ভারতের মোট ১২ টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবেহ।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে প্রত্যেকটি দল প্রত্যেকটি দলের সাথে একবার মুখোমুখি হবে। সেই হিসেবে প্রত্যেকটি দল মোট ৯ টি করে ম্যাচ পাবে।
আরও পড়ুনঃ সাকিব আল হাসান জীবন কাহিনী
২০২৩ বিশ্বকাপ সরাসরি খেলার জন্য মনোনীত হওয়া বাংলাদেশ দলও ৯ টি ম্যাচ খেলার সুযোগ পাবে বিশ্বকাপের প্রথম পর্যায়ে।
আর আজকে আমরা জানবো, ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী বাংলাদেশ অর্থাৎ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সকল ম্যাচে সময়সূচী সম্পর্কে জানবো।
বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ সময়সূচী ২০২৩
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তান এর বিপক্ষে।
আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সময়সূচি (ফলাফল সহ বিস্তারিত)
বিশ্বকাপ এর প্রথম পর্যায়ে যে ৯ টি ম্যাচ খেলবে বাংলাদেশ তার তারিখ, সময়, স্টেডিয়াম এবং ম্যাচ শেষে ফলফাল আপডেট নিচে উল্লেখ করা হলঃ
BD vs প্রতিপক্ষ | তারিখ | সময় BD | স্টেডিয়াম | জয়ী দল |
BD vs আফগানিস্তান | ৭ অক্টোবর | সকাল ১১ | ধর্মশালা | বাংলাদেশ |
BD vs ইংল্যান্ড | ১০ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | ধর্মশালা | ইংল্যান্ড |
BD vs নিউজিল্যান্ড | ১৩ অক্টোবর | সকাল ১১ | চেন্নাই | নিউজিল্যান্ড |
BD vs ভারত | ১৯ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | পুনে | |
BD vs সাউথ আফ্রিকা | ২৪ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | মুম্বাই | |
BD vs নেদারল্যান্ড | ২৮ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | কলকাতা | |
BD vs পাকিস্তান | ৩১ অক্টোবর | দুপুর ২ঃ৩০ | কলকাতা | |
BD vs শ্রীলঙ্কা | ৬ নভেম্বর | দুপুর ২ঃ৩০ | দিল্লি | |
BD vs অস্ট্রেলিয়া | ১১ নভেম্বর | সকাল ১১ | পুনে |
বাংলাদেশ যদি এই ৯ টি ম্যাচের মধ্যে বেশ কিছু ম্যাচে জয় অর্জন করতে পারে তাহলে সেরা ৪ দল তথা সেমিফাইনালে খেলার সুযোগ পাবে।
আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
১৫ এবং ১৬ নভেম্বর সেমিফাইনালের ২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখান থেকে জয়ী ২ দল খেলবে এবারের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ । FAQS
প্রঃ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সময়সূচি কিভাবে পেতে পারি ?
= আমাদের খেলাধুলা ক্যাটাগরিতে গেলেই ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সময়সূচি পেয়ে যাবেন।
প্রত্যেক ম্যাচ শেষে সেখানে ফলফালও আপডেট করে জানানো হবেহ। এছারাও এই পোষ্টে লিংক উল্লেখ করা আছেহ।
প্রঃ ২০২৩ বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি?
= ভারত ২০২৩ বিশ্বকাপ এর আয়োজক দেশ।
প্রঃ ওয়ানডে সর্বোচ্চ রান কোন দলের?
= ইংল্যান্ডের। নেদ্যারল্যান্ড এর বিপক্ষে ৪৯৮ রান করেছিল দলটি।
প্রঃ বাংলাদেশ কত সালে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে?
= ২০৩১ সালের বিশ্বকাপ বাংলাদেশ এবং ভারত যৌথ ভাবে আয়োজন করবে।
প্রঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
= অস্ট্রেলিয়া ৫ বার, ওয়েস্টইন্ডিজ ও ভারত ২ বার, এবং ইংল্যান্ড পাকিস্তান ও শ্রীলঙ্কা ১ বার করে ওয়ানডে বিশ্বকাপ নিয়েছে।
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী বাংলাদেশ এর সম্পূর্ণ তথ্য জেনেছিহ।
আশা করছি এই পোস্ট থেকে ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সময়সূচী এবং খেলা শেষে ফলাফল সম্পর্কেও জেনেছেন।
আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে (আপডেট সহ)
এরপরেও এই বিষয়ে অ্যারও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।
এবং খেলাধুলা সম্পরকিত আমাদের সকল পোস্ট পড়তে খেলাধুলা ক্যাটাগরি ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চখ রাখুন আমাদের ফেসবুক পেজ Dainikkantha এ।
6 thoughts on “বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী বাংলাদেশ”