বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি ২০২৩ (ফলাফল সহ)

চলমান বিপিএল সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট দল ২০২৩ সালের প্রথম সিরিজ খেলবে ইংল্যান্ডের সাথে। ইংল্যান্ডের সাথে ৩ টি ওনডে এবং ৩ টি টি ২০ ম্যাচের সিরিজ খেলবে যা চলমান থাকবে ১লা মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত। এরপরেই বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি ২০২৩ অনুযায়ী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলবে।

আজকের পোষ্টে আমরা বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচী ২০২৩ সম্পর্কে। কখন কোথায় কয়টায় খেলা শুরু হবে। মোট কথা হচ্ছে আজকের পোস্টের মাধ্যমে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি ২০২৩ সহ বিস্তারিত জানবো।

এবং এই সিরিজের প্রত্যেকটি ম্যাচ শেষে বিজয়ী দলের নাম, ম্যাচ ফলাফল জানাবো। এজন্য প্রত্যেক ম্যাচ শেষে ফলাফল আপডেট পেতে এই পোস্টটি আপনার সোশ্যাল প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন। অথবা প্রত্যেক ম্যাচ শেষে ভিজিট করে দেখুন। 

২০২৩ সালে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজ

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড  সিরিজ ২০২৩ এ দুই দলের মধ্যে ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩ টি ওনডে এবং ৩ টি টি ২০ ম্যাচের মাধ্যমে শেষ হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজ ২০২৩।

প্রথম তিনটি ওনডে ম্যাচ অনুষ্ঠিত হবে।এবং দ্বিতীয় তিন্তিম্যাচ হবে তি২০ ম্যাচ। বংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের আয়োজক দেশ বাংলাদেশ।

আর পড়ুনঃ বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচী (ওয়ানডে এবং টি-টুয়েন্টি)

নিচের চার্ট থেকে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি ২০২৩ এবং স্টেডিয়াম খেলা শুরুর সময় সহ অন্যান্য তথ্য জেনে নেওয়া যাক।

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচী সহ বিস্তারিত তথ্য

নিচের চার্ট থেকে প্রত্যেকটি ম্যাচ শুরুর সময়, স্টেডিয়াম, ম্যাচের ফলাফল (ম্যাচ শেষে) সহ বিস্তারিত জেনে নিতে পারবেন। নিচের সকল সময় বাংলাদেশের স্থানীয় সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে।

চলুন বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচী ২০২৩ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ম্যাচসিরিজস্টেডিয়ামতারিখসময়ফলাফল
BD vs Irelandওয়ানডেসিলেট১৮ মার্চদুপুর ২টাবাংলাদেশ ১৮৩ রানে জয়ী
BD vs Irelandওয়ানডেসিলেট২০ মার্চদুপুর ২টাবৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়
BD vs Irelandওয়ানডেসিলেট২৩ মার্চদুপুর ২ঃ৩০বাংলাদেশ ১০ উইকেটে জয়ী
BD vs Irelandটি ২০মিরপুর২৭ মার্চদুপুর ২টাবাংলাদেশ ২২ রানে জয়ী
BD vs Irelandটি ২০মিরপুর২৯ মার্চদুপুর ২টাবাংলাদেশ ৭৭ রানে জয়ী
BD vs Irelandটি ২০মিরপুর৩১ মার্চদুপুর ২টাআয়ারল্যান্ড ৭ উইকেটে জয়ী
BD vs Irelandটেস্টমিরপুর৪-৮এপ্রিলসকাল ১০টাবাংলাদেশ ৭ উইকেটে জয়ী
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি ২০২৩

বিঃদ্রঃ সময়সূচি পরিবর্তনের কারণে এখানে আপডেট করে দেওয়া হয়েছে। বিলম্বে আপডেট করার জন্য দুঃখিত।

বাংলাদেশ বনাম ম্যাচ সংক্রান্ত আরও কিছু তথ্য

২০২৩ সালে আয়ারল্যান্ডের সাথে সিরিজের আগে বাংলাদেশ দল ইংল্যান্ডের সাথে ৩ টি ওনডে, ৩ টি টি ২০ এবং একটি টেস্ট ম্যাচ খেলবে। এই সিরিজটি ২০২৩ সালে বাংলাদেশ দলের দ্বিতীয় সিরিজ।

আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে (আপডেট সহ) 

সর্বশেষ

আজকের পোষ্টে আমরা বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজ সময়সূচি ২০২৩ সম্পর্কে জেনেছি। আশা করছি এই সিরিজ সম্পর্কে সকল তথ্য জেনেছেন।

আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

খেলাধুলা সম্পর্কে আরও তথ্য জানতে আমাদের খেলাধুলা ক্যাটাগরি ভিজিট করুন। একই সাথে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এবং চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

1 thought on “বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি ২০২৩ (ফলাফল সহ)”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.