বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচী (একাদশ, ওয়ানডে, টি-টুয়েন্টি)

Last Updated on 1 year by Shaikh Mainul Islam

অবশেষে বাংলাদেশ এবং ইংল্যান্ডের দিপাক্ষিক সিরিজের চূড়ান্ত সূচী প্রকাশিত হয়েছে। পূর্ব নির্ধারিত সিরিজের সময়সূচী প্রকাশ করেছে বিসিবি। ২০২৩ সালের  ১লা মার্চ মিরপুরে ইংল্যান্ডের সাথে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে এই সিরিজ শুরু হবে। তাই আজকে আমরা বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানবো।

ইংল্যান্ড ক্রিকেট দল মূলত ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারির পরে বাংলাদেশে আসবে। এরপর ১ লা মার্চ মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১ম ওয়ানডে দিয়ে শুরু করবে বাংলাদেশের সাথে দিপাক্ষিক সিরিজ।

আরও পড়ুনঃ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড সিরিজের সময়সূচি ২০২৩ (ফলাফল সহ)

এই সফরে ইংল্যান্ড বাংলাদেশের সাথে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। এবং তিনটি টি টুয়েন্টি ম্যাচ খেলবে। মার্চের ১,৩ এবং ৬ তারিখে তিনটি ওয়ানডে খেলবে দলটি। এরপর ৯,১২ এবং ১৪ মার্চ তিনটি টি টুয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে ২০২৩ সালের দল দুইটির দিপাক্ষিক সিরিজ শেষ হবে।

আর পড়ুনঃ বিপিএল সময়সূচী 2023 । BPL 2023 schedule (পয়েন্ট আপডেট সহ)

চলুন, দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচী অনুযায়ী কখন কোথায় কোন কয়টায় কোন ম্যাচটি অনুষ্ঠিত হবে। নিচের চার্ট থেকে বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ এর সময়সূচী সম্পর্কিত সকল তথ্য জেনে নিতে পারবেন। এছারা প্রত্যেক ম্যাচ শেষে ফলাফল এই পোস্টের মাধ্যমে আপডেট করে জানিয়ে দেওয়া হবে।

বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওয়ানডে সময়সূচী ২০২৩

ম্যাচ তারিখফলাফলস্টেডিয়াম
Bd vs England১ লা মার্চইংল্যান্ড ৩ উইকেটে জয়ীমিরপুর
Bd vs England৩ মার্চইংল্যান্ড ১৩২ রানে বিজয়ীমিরপুর
Bd vs England৬ মার্চবাংলাদেশ ৫০ রানে জয়ীচট্টগ্রাম
বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচী – ওয়ানডে

বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ – ই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়। এবং ৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে শেষে দুই দলই তৃতীয় ওয়ানডে এবং প্রথম টি টুয়েন্টি ম্যাচ খেলার উদ্দেশ্যে চট্টগ্রামে উড়াল দিবে। চট্টগ্রামে ৯ মার্চ প্রথম টি টুয়েন্টি শেষে আবার বাকি দুইটি টি টুয়েন্টি ম্যাচ খেলার উদ্দেশ্যে ঢাকায় উড়াল দিবেন।

বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি টুয়েন্টি সময়সূচী 2023

ম্যাচতারিখসময়ফলাফলস্টেডিয়াম
Bd vs England৯ মার্চ দুপুর ৩ টাবাংলাদেশ ৬ উইকেটে জয়ীচট্টগ্রাম
Bd vs England১২ মার্চদুপুর ৩ টাবাংলাদেশ ৪ উইকেটে জয়ীমিরপুর
Bd vs England১৪ মার্চদুপুর ৩ টাবাংলাদেশ ১৬ রানে জয়ীমিরপুর
বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি টুয়েন্টি সময়সূচী ২০২৩

৩ টি ২০ ম্যাচের ১ম ম্যাচটি চট্টগ্রাম এবং দ্বিতীয় এবং শেষ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আর পড়ুনঃ বিপিএল 2023 খেলোয়ার তালিকা ।All team squad bpl 2023 (আপডেট সহ)

দৈনিক কণ্ঠ এ প্রকাশিত সকল খেলার সময়সূচী এর পোস্টের মতো ই পোষ্টেও প্রত্যেক ম্যাচের ফলাফল ম্যাচ শেষে আপডেট দিয়ে জানানো হবে।

বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ ২০২৩ একাদশ

বাংলাদেশ বনাম ইংল্যান্ড এর এর মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চলুন নিচে দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ এর প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য ঘোষিত ১৪ সদস্যের দলের তালিকা।

আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

দীর্ঘ দিন ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন ক্যাপ্টেন তামিম ইকবাল খান। এবং বিপিএল এ দারুন ফর্মে থাকা তৌহিদ হৃদয়য়ের অভিষেক হতে যাচ্ছে এই সিজের মধ্য দিয়ে।

  • তামিম ইকবাল, (অধিনায়ক)।
  • লিটন কুমার দাস।
  • নাজমুল হোসেন শান্ত।
  • সাকিব আল হাসান।
  • মুশফিকুর রহিম।
  • মাহমুদুল্লাহ রিয়াদ।
  • আফিফ হোসেন ধ্রুব।
  • তৌহিদ হৃদয়।
  • মেহেদি হাসান মিরাজ।
  • তাইজুল ইসলাম।
  • তাসকিন আহমেদ।
  • মুস্তাফিজুর রহমান।
  • এবাদত হোসেন।
  • হাসান মাহমুদ। 

দেখা যাচ্ছে সর্বশেষ ওয়ানডে ম্যাচ থেকে বাদ পড়ছেন এনামুল হক বিজয়, রাব্বি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ৩য় টি ২০ একাদশ ২০২৩

দেখে নিন বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজের ৩য় টি ২০ ম্যাচের দুই দলের একাদশে কে কে আছেন।

বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ৩য় টি ২০ একাদশ ২০২৩

কিভাবে দেখা যাবে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের সকল ম্যাচ

আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজের ম্যাচ গুলো অনলাইনে দেখতে পারবেন র‍্যাবিটহোল বিডি তে। এবং গাজী টিভিতে দেখতে পাবেন সরাসরি।

আর আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে আপনার ওয়াইফাই কোম্পানির সাথে কথা বলে আইপি সার্ভার নিয়ে সেখানে ফ্রিতে খেলা দেখতে পারেন।

BD vs England cricket 2023 নিয়ে সর্বশেষ

আজকের পোষ্টে আমরা বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচী সম্পর্কে জেনেছি। জেনেছি ওয়ানডে এবং টি টুয়েন্টি সিরিজ কখন কোথায় কয়টায় অনুষ্ঠিত হবে সে সম্পর্কে বিস্তারিত।

আশা করছি আজকের পোস্ট (বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচী (ওয়ানডে এবং টি-টুয়েন্টি) থেকে বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সম্পর্কে সকল তথ্য জানতে পেরেছেন।

বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচী সম্পর্কে আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানান, কমেন্তেই আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে।

আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে (আপডেট সহ) 

এছারাও প্রত্যেক ম্যাচ শেষে ম্যাচ ফলাফল আপডেট পেয়ে যাবেন। খেলাধুলা সম্পর্কিত আমাদের সকল আর্টিকেল পড়ার জন্য আমাদের খেলাধুলা ক্যাটাগরি ভিজিট করুন।

আরও পড়ুনঃ সাকিব আল হাসান জীবন কাহিনী 

এবং আমাদের সকল আর্টিকেল পড়তে নিয়মিত অয়েবসাই ভিজিট করুন। আমাদের সকল বিষয়ে আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ Dainikkantha এ।

4 thoughts on “বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ ২০২৩ সময়সূচী (একাদশ, ওয়ানডে, টি-টুয়েন্টি)”

  1. You are so awesome! I do not suppose I have read anything like this before.
    So wonderful to find another person with some genuine thoughts on this topic.
    Really.. many thanks for starting this up. This website is something that is needed on the web, someone with a little originality!

    Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.