বিপিএল 2023 খেলোয়ার তালিকা ।All team squad bpl 2023 (আপডেট সহ)

Last Updated on 7 months by Shaikh Mainul Islam

৬ জানুয়ারি ২০২৩ থেকে শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে বিপিএল এর নবম আসর। এরই ধারাবাহিকতায় আজকে আমরা সকল দলের বিপিএল 2023 খেলোয়ার তালিকা দেখবো।

বিপিএল এর নবম আসরে মোট সাতটি দল অংশগ্রহণ করছে। দল সাতটির প্রত্যেকটি দলে দেশি এবং বিদেশি তারকা প্লেয়ার সহ দেশি প্লেয়ার আছে।

আজকের পোষ্টে আমরা বিপিএল 2023 খেলোয়াড় তালিকা দেখবো। সকল দলের প্রকাশিত এই পোষ্টে থাকবে দল সম্পর্কিত আর কিছু তথ্য। চলুন, জেনে নেওয়া যাক সকল দলের বিপিএল 2023 খেলোয়ার তালিকা সহ আর সকল বিষয়ে বিস্তারিত।

বিপিএল খুলনার খেলোয়াড় তালিকা 2023 । বিস্তারিত সহ

২০২৩ বিপিএল এর  নবম আসরে খুলনা টাইগার্স ৬ জন বিদেশি সহ মোট ১৭ জন নিএ দল সাজিয়েছে। র মধ্যে সরাসরি চুক্তিতে দেশীয় একজন এবং বিদেশি চার জন সহ ম ৫ জনকে সরাসরি যুক্ত করা হয়েছে।

এবং প্লেয়ার ড্রাফট থেকে দেশি প্লেয়ার ১০ জন এবং বিদেশি প্লেয়ার ২ জন নিয়ে খুলনা টাইগার্স বিপিএল এর নবম আসরে তাদের দল সাজিয়েছে।

চলুন দেখে নেওয়া যাক বিপিএল 2023 খেলোয়ার তালিকা য় খুলনা টাইগার্সদের শক্তিশালী স্কোয়াডে সকল প্লেয়ারদের নাম।

আর পড়ুনঃ বিপিএল সময়সূচী 2023 । BPL 2023 schedule (পয়েন্ট আপডেট সহ)

১) তামিম ইকবাল।(তারকা প্লেয়ার)।

২) আবিস্কা ফার্নেন্দো । (শ্রীলঙ্কা)।

৩) ওহাব রিয়াজ। (পাকিস্তান)।

৪) নাসিম শাহ।(পাকিস্তান)।

৫) আজম খান।(পাকিস্তান)।

৬) মোহাম্মদ সাইফুদ্দিন।

৭) ইয়াসির আলী চৌধুরী (অধিনায়ক)।

৮) নাসুম আহমেদ।

৯) নাহিদুল ইসলাম।

১০) মুনিম শাহরিয়ার।

১১) সাবির রহমান।

১২) শফিকুল ইসলাম।

১৩) প্রীতম কুমার।

১৪) হাবিবুর রহমান সোহান।

১৫) মাহমুদুল হাসান জয়।

১৬) দাসুন শানাকা। (শ্রীলঙ্কা)

১৭) পল মিক্রিন। ( শ্রীলঙ্কা)।

উপরের প্রথম পাচ জন ক্রিকেটার খুলনা টাইগার্সের সাথে সরাসরি চুক্তিতে দলে অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয় ১০ জন (৬ থেকে ১৫) প্লেয়ার ড্রাফট থেকে দেশি ক্রিকেটার হিসেবে খুলনা টাইগার্সে অন্তর্ভুক্ত হয়েছে। এবং তৃতীয় এবং সেশ দুই জন (১৬ থেকে ১৭) কে প্লেয়ার ড্রাফট থেকে বিদেশি প্লেয়ার হিসেবে নেওয়া হয়েছে।

khulna tigers squad bpl 2023 এ এই ১৭ জন প্লেয়ার এবারের বিপিএল মাতাবেন খুলনার হয়ে। সার্বিক দিক বিবেচনায় খুলনা টাইগার্স দলটি শক্ত অবস্থানে আছে। এবং খুলনা টাইগার্সের এবারের তারকা প্লেয়ার তামিম ইকবাল খান।

বিপিএল সিলেটের খেলোয়াড় তালিকা 2023

সিলেট স্ট্রাইকারস এর বিপিএল 2023 এর খেলোয়াড় তালিকায় সরাসরি চুক্তিতে দলে সাত জন প্লেয়ার অন্তর্ভুক্ত হয়েছে। এরপর প্লেয়ার ড্রাফট থেকে মোট ১৩ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে ১১ জন দেশি এবং ২ জন বিদেশি।

চলুন জেনে নেওয়া যাক sylhet bpl squad 2023 এর সকল প্লেয়ারের নাম।

১) মাশরাফি বিন মুর্তজা।

২) মোহাম্মদ আমির। (পাকিস্তান)।

৩) মোহাম্মদ হারিস। (পাকিস্তান)।

৪) রায়ারন বারল। (জিম্বাবুয়ে)।

৫) কামিন্দু মেন্ডিস। (শ্রীলঙ্কা)।

৬) ধনাঞ্জয়া ডি সিলভা। (শ্রীলঙ্কা)।

৭) থিসারা প্রেরা। (শ্রীলঙ্কা)।

৮) মুশফিকুর রহিম।

৯) নাজমুল হাসান শান্ত।

১০) রেজাউর রহমান রাজা।

১১) নাবিল সামাদ।

১২) তৌহিদ হৃদয়।

১৩) রুবেল হোসেন।

১৪) জাকির হাসান।

১৫) নাজমুল ইসলাম অপু।

১৬) আকবর আলী।

১৭) মোহাম্মদ সরিফুল্লাহ।

১৮) তাঞ্জিব হাসান সাকিব।

১৯) টম মুরস।

২০) গুলবাদিন নাইব। (আফগানিস্তান)।

উপরের প্রথম সাত জন প্লেয়ার সরাসরি চুক্তিতে সিলেট স্ট্রাইকারস এ অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয়  ১১ জন (৭ থেকে ৮ পর্যন্ত) প্লেয়ার ড্রাফট থেকে দেশি ক্রিকেটার দের দলে নিয়েছে সিলেট স্ট্রাইকারস। এবং তৃতীয় এবং সেশ দুইজন প্লেয়ার ড্রাফট থেকে বিদেশি খেলোয়াড় হিসেবে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকারস। সিলেতের তারকা খেলোয়াড় মাশরাফ বিন মুর্তজা।

বিপিএল চট্টগ্রাম খেলোয়াড় তালিকা 2023 ।  chattogram challengers squad 2023

সরাসরি চুক্তিতে চট্টগ্রাম চ্যালেঞ্জারস চারজন প্লেয়ারকে দলে নিয়েছে বিপিএল এর নবম আসর 2023 এ। চলুন দেখে নেওয়া যাক বিপিএল 2023 খেলোয়ার তালিকা থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জারস দলের প্লেয়ারদের নাম সমুহ।

১) আফিফ হোসেন ধ্রুব।

২) বিশ্ব ফার্নেন্দো। (শ্রীলঙ্কা)

৩) আশান প্রিয়ঞ্জন।  (শ্রীলঙ্কা)

৪) কার্টিস ক্যাম্পের। (আয়ারল্যান্ড)

৫) মৃত্যুঞ্জয় চৌধুরী।

৬) শোভাগত হোম চৌধুরী।

৭) মেহেদি হাসান রানা।

৮) ইরফান শুক্কুর।

৯) মেহেদি মারুফ।

১০) জিয়াউর রহমান।

১১) তাইজুল ইসলাম।

১২) আবু জায়েদ রাহী।

১৩) ফরহাদ রেজা।

১৪) তৌফিক খান তুষার।

১৫) ম্যাক্স ওডাউড।(নেদারল্যান্ড)

১৬) উন্মুক্ত চাঁদ। (ভারত/ যুক্ত রাষ্ট্র)

উপরের প্রথম চার জন প্লেয়ার সরাসরি চুক্তিতে চট্টগ্রাম চ্যালঞ্জারস এ অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয়  ১০ জন (৫ থেকে ১৪ পর্যন্ত) প্লেয়ার ড্রাফট থেকে দেশি ক্রিকেটার দের দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জারস। এবং তৃতীয় এবং সেশ দুইজন প্লেয়ার ড্রাফট থেকে বিদেশি খেলোয়াড় হিসেবে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জারস। চট্টগ্রাম এর তারকা খেলোয়াড় আফিফ হোসেন ধ্রুব।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর খেলোয়াড় তালিকা 2023

সরাসরি চুক্তিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এ সাতজন প্লেয়ারকে দলে নিয়েছী কুমিল্লা। এবং প্লেয়ার ড্রাফট থেকে দেশি ১০ জন এবং বিদেশি ২ জনকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল। চলুন দেখে নেওয়া যাক কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিপিএল 2023 খেলোয়ার তালিকা ।

আরও পড়ুনঃ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন লিস্ট

১) মোস্তাফিজুর রহমান।

২) মোহাম্মদ রিজয়ান। (পাকিস্তান)।

৩) শাহিন আফ্রিদি।

৪) হাসান আলী।

৫) খুশদিল সাহ।

৬) মোহাম্মদ নবী।

৭) আবরার আহমেদ।

৮) লিটন দাস।

৯) মোসাদ্দেক হোসেন সৈকত।

১০) তানভীর ইসলাম।

১১) ইমরুল কায়েস।

১২) আশিকুজ্জামান।

১৩) জাকের আলী অনিক।

১৪) সৈকত আলী।

১৫) আবু হায়েদার রনি।

১৬) নাইম হাসান।

১৭) মুকিদুল হাসান মুগ্ধ।

১৮) শনউইলিয়াম। (জিম্বাবুয়ে)।

১৯) চ্যাডউক অলটন।

উপরের প্রথম সাত জন প্লেয়ার সরাসরি চুক্তিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এ অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয়  ১০ জন (৮ থেকে ১৭ পর্যন্ত) প্লেয়ার ড্রাফট থেকে দেশি ক্রিকেটার দের দলে নিয়েছেকুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবং তৃতীয় এবং শেষ দুইজন প্লেয়ার ড্রাফট থেকে বিদেশি খেলোয়াড় হিসেবে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা এর তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমান।

রংপুর রাইডার্স এর খেলোয়াড় তালিকা 2023

সরাসরি চুক্তিতে রংপুর রাইডার্স এ সাতজন প্লেয়ারকে দলে নিয়েছে রংপুর। এবং প্লেয়ার ড্রাফট থেকে দেশি ১০ জন এবং বিদেশি ২ জনকে দলে নিয়েছে রংপুর রাইডার্স দল। চলুন দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স এর বিপিএল 2023 খেলোয়ার তালিকা .

আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

১) নুরুল হাসান সোহান। (অধিনায়ক)

২) শোয়েব মালিক। (পাকিস্তান)

৩) পাথুম নিশানকা। (শ্রীলঙ্কা)।

৪) হারিস রউফ। (পাকিস্তান)

৫) মোহাম্মাদ নাওয়াজ। (পাকিস্তান)

৬) জেফ্রি ভ্যান্ডারসি। (শ্রীলঙ্কা)

৭) সেকেন্দার রাজা। (জিম্বাবুয়ে)

৮) শেখ মেহেদি হাসান।

৯) হাসান মাহমুদ।

১০) নাইম শেখ রাকিবুল হাসান।

১১) শামীম পাটোয়ারি।

১২) রিপন মণ্ডল।

১৩) রনি তালুকদার।

১৪) পারবেজ হোসেন ইমন।

১৫) রবিউল হক।

১৬) আলাউদ্দিন বাবু।

১৭) আজমাতুল্লাহ ওমুরজাই। (আফগানিস্তান)

১৮) অ্যারন জোন্স। (যুক্তরাষ্ট্র)

উপরের প্রথম সাত জন প্লেয়ার সরাসরি চুক্তিতে রংপুর রাইডার্স এ অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয়  ১০ জন (৮ থেকে ১৭ পর্যন্ত) প্লেয়ার ড্রাফট থেকে দেশি ক্রিকেটার দের দলে নিয়েছে রংপুর রাইডার্স। এবং তৃতীয় এবং শেষ দুইজন প্লেয়ার ড্রাফট থেকে বিদেশি খেলোয়াড় হিসেবে দলে নিয়েছে রংপুর রাইডার্স।রংপুর রাইডার্স এর তারকা খেলোয়াড় নুরুল হাসান সোহান।

আরও পড়ুনঃ কে কতবার ফুটবল বিশ্বকাপ নিয়েছে

ঢাকা ডমিনেটরস বিপিএল 2023 খেলোয়াড় তালিকা

সরাসরি চুক্তিতে ঢাকা ডমিনেটরস এ তিন প্লেয়ারকে দলে নিয়েছে ঢাকা। এবং প্লেয়ার ড্রাফট থেকে দেশি ১০ জন এবং বিদেশি ২ জনকে দলে নিয়েছে ঢাকা ডমিনেটরস দল। চলুন দেখে নেওয়া যাক ঢাকা ডমিনেটরস এর বিপিএল 2023 খেলোয়ার তালিকা .

১) তাসকিন আহমেদ।

২) চামিকা করুনারত্নে। (শ্রীলঙ্কা)

৩) দিলশান মুনাওয়ারা। (শ্রীলঙ্কা)

৪) মোহাম্মদ মিঠুন।

৫) সৌম্য সরকার।

৬) শরিফুল ইসলাম।

৭) আরাফাত সানী।

৮) নাসির হোসেন।

৯) আলামিন হোসেন সিনিয়র।

১০) অলক কাপালি।

১১) মনির হোসেন।

১২) আরিফুল হক।

১৩) মুক্তার আলী।

১৪) মিজানুর রহমান।

১৫) দেলয়ার হোসেন।

১৬) শান মাসুদ। (পাকিস্তান)

১৭) আহমেদ শেহজাদ।

১৮) ইসমান ঘানী। (আজ্ঞানিস্তান)

১৯) শালমান এরশাদ।

উপরের প্রথম তিন জন প্লেয়ার সরাসরি চুক্তিতে ঢাকা ডমিনেটরস এ অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয়  ১২ জন (৪ থেকে ১৫ পর্যন্ত) প্লেয়ার ড্রাফট থেকে দেশি ক্রিকেটার দের দলে নিয়েছে ঢাকা ডমিনেটরস। এবং তৃতীয় এবং শেষ দুইজন প্লেয়ার ড্রাফট থেকে বিদেশি খেলোয়াড় হিসেবে দলে নিয়েছে ঢাকা ডমিনেটরস।

আরও পড়ুনঃ ব্যালন ডি অর কে কতবার পেয়েছে (আপডেট সহ)

ফরচুন বরিশাল বিপিএল 2023 খেলোয়াড় তালিকা

সরাসরি চুক্তিতে ফরচুন বরিশাল এ তিন প্লেয়ারকে দলে নিয়েছে ফরচুন বরিশাল। এবং প্লেয়ার ড্রাফট থেকে দেশি ১০ জন এবং বিদেশি ২ জনকে দলে নিয়েছেফরচুন বরিশাল দল। চলুন দেখে নেওয়া যাক ফরচুন বরিশাল এর বিপিএল খেলোয়াড় তালিকা 2023.

১) সাকিব আল হাসান

২) ইফতেখার আহমেদ। (পাকিস্তান)

৩) মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। (পাকিস্তান)

৪) ইব্রাহিম জাদরান। (আফগানিস্তান)

৫) করিম জানাত। (আফগানিস্তান)

৬) ওমর কাদির। (পাকিস্তান)

৭) রাহকিম কর্ণয়েল। (ওয়স্ট ইন্ডিজ)

৮) কেসরিক উইলিয়ামস। (ওয়েস্টইন্ডিজ)

৯) রমানুল্লাহ গুরবাজ। (আফগানিস্তান)

১০) মাহমুদুল্লাহ রিয়াদ।

১১) মেহেদি হাসান মিরাজ।

১২) এবাদত হোসেন।

১৩) এনামুল হোক বিজয়।

১৪) কামরুল ইসলাম রাব্বি।

১৫) ফজলে মাহমুদ রাব্বি।

১৬) সৈয়দ খালেদ আহমেদ।

১৭) সাইফ হাসান।

১৮) কাজী অনিক।

১৯) সানজামুল ইসলাম।

২০) সালাম হোসেন।

২১) হায়দার আলী। (পাকিস্তান)

২২) চতুরঙ্গ ডি সিলভা। (শ্রীলঙ্কা)

আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে (আপডেট সহ) 

উপরের প্রথম নয় জন প্লেয়ার সরাসরি চুক্তিতে ফরচুন বরিশাল এ অন্তর্ভুক্ত হয়েছে। দ্বিতীয়  ১১ জন (১০ থেকে ২০ পর্যন্ত) প্লেয়ার ড্রাফট থেকে দেশি ক্রিকেটার দের দলে নিয়েছে ফরচুন বরিশাল। এবং তৃতীয় এবং শেষ দুইজন প্লেয়ার ড্রাফট থেকে বিদেশি খেলোয়াড় হিসেবে দলে নিয়েছে ফরচুন বরিশাল।

বিপিএল 2023 খেলোয়াড় তালিকা নিয়ে সর্বশেষ

আজকের পোষ্টে আমরা বিপিএল 2023 খেলোয়ার তালিকা জেনেছি। জেনেছি বিপিএল এর নবম আসরের সাতটি দলের সকল দলের খেলোয়াড়ের নাম এবং দেশের নাম।

আশা করছি  সকল দলের সকল খেলোয়াড়ের নাম জানতে পেরেছেন (বিপিএল 2023 খেলোয়ার তালিকা) পোস্টটি থেকে। এছারাও বিপিএল সহ খেলাধুলা সংক্রান্ত যেকন বিষয়ে জানতে আমাদের খেলাধুলা ক্যাটাগরি ভিজিট করুন।

বিপিএল সংক্রান্ত আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানান। আপনার উত্তর দেওয়া হবে কমেন্টেই। নিওমিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

3 thoughts on “বিপিএল 2023 খেলোয়ার তালিকা ।All team squad bpl 2023 (আপডেট সহ)”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.