প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন নিব ?

Last Updated on 4 weeks by Shaikh Mainul Islam

স্বাভাবিক জীবন ধারা অব্বহত রেখে চলার পথে আমাদের বেশির ভাগ মানুষের ব্যাংক লোন নেওয়ার প্রয়োজন হয়। এক্ষেত্রে আমরা সুবিধা মতো বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে থাকি। এর মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নেওয়ার নেওয়া মানুষের সংখ্যা কম না। তাই আজকে জানবো প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন নিব সে বিষয়ে।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন নিব বা নেওয়া যায় এ বিষয়ে অনেকেই জানতে চান। লোন নেওয়ার আগে প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম সম্পর্কে জানা অনেক জরুরি।

আজকের পোষ্টে জানতে পারবো প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন নিবো সে বিষয়ে বিস্তারিত। জানবো প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার নিয়ম এবং উপায় সমূহ বিস্তারিত।আরও জানবো প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ সীমা। ঋণের পরিমাণ, ঋণ পরিশোধের মেয়াদ, ঋণের পরিশোধ সূচী সহ আরও কিছু তথ্য চলুন, জেনে নেওয়া যাক প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন নিব সে বিষয়ে বিস্তারিত।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নেওয়ার যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজ পত্র সমূহ

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পেতে যোগ্যতা থাকতে হবে তা নিচে উল্লেখ করা হলোঃ

১) ব্যক্তির ব্যবসায়ী কিংবা কর্মস্থান এলাকার প্রবাসী কল্যাণ ব্যাংক শাখায় ঋণের জন্য বা লোনের জন্য আবেদন করতে হবে।

২) ব্যাংক থেকে লোন/ ঋণ আবেদন ফর্মে আবেদন করতে হবে। আপনি যে ব্যাংকের শাখায় লোন করবেন সেখান থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।

৩) লোন/ ঋণ আবেদনকারীর সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে।

৪) আবেদনকারী ব্যক্তির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, বর্তমান এবং স্থায়ী ঠিকানা সংবলিত ইউনিয়ন/ পৌরসভা থেকে প্রদত্ত সনদ পত্র প্রয়োজন হবে।

৫) চাকরিজীবী বা ব্যবসায়ী/ আয় করে এমন এক সক্ষম ব্যক্তিকে গ্যারান্তর রাখতে হবে।

৬) গ্যারান্তরের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, উই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, বর্তমান এবং স্থায়ী ঠিকানা সংবলিত ইউনিয়ন/ পৌরসভা থেকে প্রদত্ত সনদ পত্র।

৭) ট্রেড লাইসেন্সের হালনাগাদ করাকপি।( যদি ব্যবসায়ী হন)।

৮) প্রকল্পের বিস্তারিত বর্ণনা সহ ঠিকানা উল্লেখ করতে হবে। ব্যক্তি/ প্রতিষ্ঠানের গত এক বছরের আয়- ব্যয় বিবরণী।

৯) দকান অথবা গোডাউন ভারা হলে তার কাগজ পত্র। নিজস্ব হলে দলিল পত্র দরকার হবে।

১০) ব্যক্তিগত অথবা প্রতিষ্ঠান হতে ঋণের ঘোষণা পত্র।( বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য)

১১) প্রশিক্ষন/ অভিজ্ঞতার সার্টিফিকেট সমূহ।( বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য)

অগ্রণী ব্যাংক লোন সম্পর্কে বিস্তারিত জেনে নিন

উপরে উল্লেখিত বিষয়গুলোতে আপনি যোগ্য হলে আপনিও পাবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সর্বাধিক ২০ লাখ টাকা লোন। এবার জেনে নেওয়া যাক প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ সীমা। ঋণের পরিমাণ, ঋণ পরিশোধের মেয়াদ, ঋণের পরিশোধ সূচী সহ আরও কিছু তথ্য।

কৃষি ব্যাংক একাউন্ট খোলার নিয়ম । কৃষি ব্যাংক লোন

প্রবাসী কল্যাণ ব্যাংক সর্বাধিক লোন সীমা । কত টাকা লোন পাবো প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে।

যেকোনো ব্যক্তি তার উপরোক্ত যোগ্যতা থাকলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সর্বাধিক ২০ লক্ষ টাকা লোন বা ঋণ নিতে পারবেন। প্রয়োজন মতো ২০ লাখ টাকার কম টাকাও নেওয়া যাবে। তবে যেকোনো পরিমাণ ঋণের জন্য জামানত কৃত সম্পত্তি রেজিস্ট্রি বন্ধক করতে হবে।

লাইফ ইন্সুরেন্স এর সুবিধা সমূহ জেনে নিন

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ/ লোন পাওয়ার পরিমাণ

এই প্রবাসী কল্যাণ ব্যাংক সর্বাধিক ২০ লাখ টাকা পর্যন্ত জামানত ঋণ দিয়ে থাকে। গ্রাহক বা ঋণ আবেদনকারীর প্রয়োজন মতো এর কম টাকাও ঋণ/ লোন নেওয়া সম্ভব।

সকল ব্যাংকের চেক লেখার নিয়ম জেনে নিন

ঋণ পরিশোধের মেয়াদ । প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ পরিশোধ সময়

আমরা নিশ্চয়ই জানি ঋণ নেওয়ার পর নির্দিষ্ট একটি সময়ের মধ্যে ঋণ সুদ সহ পরিশোধ করতে হয়। এক্ষেত্রে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার দোষ বছরের মধ্যে সুদ সহ ঋণ পরিশোধ করতেহ হবে।

প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন/ ঋণের ক্ষেত্রে সুদের হার

অন্য কয়েকটা ব্যাংকের মতো স্বাভাবিক ভাবেই ৯% সুদ নিয়ে থাকে প্রবাসী কল্যাণ ব্যাংক। তবে তাদের ঋণ শর্ত মাঝে মধ্যে চেঞ্জ করে থাকে। তাই সর্বশেষ তথ্য তাদের ওয়েবসাইট এবং ব্যাংক শাখার ম্যানেজারগণ নিশ্চিত করতে পারবেন।

প্রবাসী কল্যাণ ব্যাংক পরিশোধের নিয়ম

প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ বা লোন পরিশোধ সূচী হবে ঋণের ধরন অনুযায়ী। তবে এটি কিস্তিতে পরিশোধ যোগ্য।

সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জেনে নিন

এতক্ষণ আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন নিব সেই বিষয়ে জানতে পারলাম। জানতে পারলাম লোনের পরিমাণ, লোনের মাত্রা সীমা সবকিছু।

প্রবাসী লোণ সম্পৃক্ত FAQS

Probashi kolyan bank কত টাকা লোন দিয়ে থাকে? 

প্রবাসী ব্যাংক সর্বাধিক লোন দেয় হচ্ছে ২০ লাখ টাকা। গ্রাহক তার প্রয়োজন মতো কমও নিতে পারেন।

প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ পরিশোধ নিয়ম কি?

কিস্তিতে হচ্ছে প্রবাসী ব্যাংকের ঋণ পরিশোধ করতে হয়।

প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার সুবিধা কি?

এই ব্যাংক থেকে ঋণ নিলে অন্য ৫ টি ব্যাংকের মতোই সাধারণ সুবিধা পাবেন। বিশেষ কোনো সুবিধা নেই।

প্রবাসীরা কি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন?

না। দেশে অবস্থানরত ব্যক্তি ই একমাত্র এই ব্যাংকের লোন নিতে গণ্য বলে প্রাথমিক ভাবে বিবেচিত হবে।

ব্যাংক লোন সম্পর্কে সর্বশেষ

আজকের পোষ্টে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন নিব তা জানতে পেরেছি। কত টাকা লোণ নেওয়া যায়। আরও জানলাম দেশের বাহিরের কোনো ব্যক্তি প্রবাসী কল্যাণ ব্যাক থেকে লোন নিতে পারবে না।

আশা করছি এই বিষয়ে আর কিছু জানতে বাকি নেই।

তবুও আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

বিভিন্ন বিষয়ে নিয়মিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।

চোখ রাখুন আমাদের ব্লগ শেয়ারের অফিসিয়াল ফেসবুক পেজে

6 thoughts on “প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিভাবে লোন নিব ?”

    • আপনার নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করুন। সেখানে আপনার বিষয়ে বিস্তারিত জানালে করনীয় সম্পর্কে আপনাকে জানাবেন।

      ধন্যবাদ।

      Reply
  1. হয়রানি ছাড়া কুছু করা হয় না কোন লোকের ব্যবসাহি বা চাকরি জিবি না থাকে তাহলে কি ভাবে পবাসী লোন পাবে একজন লোকের কাছে টাকা নেই বলে ব্যাংকে যায় তাই বলে তাকে হয়রানি করতে হবে যেমন আামার সাথে হয়রানি করা হয়েছে

    Reply
    • আপনার সাথে যেটা করা হয়েছে এটা অন্যায় এবং দুঃখজনক।

      তবে ব্যাংকের এমন ব্যবহার করার কোনও রুলস বা অধিকার নেই।

      আপনি অন্য ব্যাংকে চেষ্টা করে দেখতে পারেন। ধন্যবাদ।

      Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.