Last Updated on 5 months by Shaikh Mainul Islam
২০২৩ সালে এসে মোটামুটি নিশ্চিত যে সবাই ডলারের সাথে পরিচিত। তবুও বলছি, ডলার হচ্ছে প্রায় ২০ টিরও বেশি দেশের মুদ্রার নাম। এবং এই মুদ্রার মান বাংলাদেশি টাকায় ১০০ গুণেরও বেশি। তাই আজকে আমরা ডলার রেট বাংলাদেশ এবং ডলার সম্পর্কে আদ্দপান্থ জানবো।
বাংলাদেশের অনেক মানুষ বিদেশ যায় টাকা রোজগার করতে। এসব মানুষ কি দেশে টাকা আয় করতে পারে না? এমন প্রশ্ন যাদের মনে তাদের জানা উচিত বিদেশি ১ টাকার মান আমাদের দেশে ১০০ টাকারও বেশি। অর্থাৎ ক্যু বিদেশি ৫০০ টাকা আয় করলে বাংলাদেশি টাকায় তার মাসিক আয় ৫০ হাজার টাকারও বেশি।
আরও পড়ুনঃ ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা । ওমানি রিয়াল বাংলা টাকা
এত বিস্তারিত না করে আজকের পোস্ট শুধু ডলার সম্পর্কে জানবো। এবং ডলারের মান সম্পর্কে জানবো। সর্বশেষ জানবো কত দলারে কত টাকা এমন কিছু প্রশ্ন উত্তর।
তাহলে চলুন আজকের পোস্ট থেকে ডলার রেট বাংলাদেশ নিয়ে বিস্তারিত একেএকে জেনে নেওয়া যাক।
ডলার মানে কি ?
প্রায় ২০ টির বেশি দেশের মুদ্রাকে ডলার বলা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হচ্ছে, অস্ট্রেলীয়া, ব্রুনাই, কানাডা, হংকং, জ্যামাইকা, লাইবেরিয়া, নামিবিয়া, নিউ তাইওয়ান, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও কয়েকটি দেশ।
এইসব দেশের বিভিন্ন নামের মুদ্রা পরিচালিত থাকলেও এর সবগুলোকেই ডলার বলে বিবেচনা করা হয়।
তবে দেশ ভেদে এই দেশের ডলারগুলোর মানে পার্থক্য রয়েছে।
ডলার রেট
এই মুহূর্তে প্রতি এক ডলার সমান বাংলাদেশি ১০৫ টাকার উপরে রেট অয়েছে।
তবে বিদেশ থেকে ব্যাঙ্কের মাধ্যমে টাকা আনলে এর মান একটু কম পাওয়া যায়।
তবে সবসময় ১০০ টাকার উপরে থাকে। নিয়ম অনুযায়ী প্রতিদিন ডলারের মান চেঞ্জ হতে পারে।
সেক্ষেত্রে আপ্ন গুগল থেকে যেদিনের ডলারের রেট সেদিন জেনে নিতে পারেন।
সাধারন্ত হিসাবের সুবিধার জন্য ডলারের মান যদি আপনি ১০০ টাকা করে ধরেন তাহলে ৫০ ডলার বাংলাদেশি টাকায় ৫ হাজার টাকা এবং তার কিছু বেশি।
আরও পড়ুনঃ কুয়েতের ১ দিনার বাংলাদেশের কত টাকা । কুয়েত বাংলাদেশ টাকার রেট
ব্যাংক হিসাব অনুযায়ী আপনই স্বাভাবিকভাবে প্রতি ডলারের মূল্য ১০২ টাকার মতো পাবেন।
এবার আপনি কত ডলারকে টাকায় কনভার্ট করবেন সেই পরিমাঙ্ক ১০০ দিয়ে গুন করলে যেটি আসবে সেটি হবে বাংলাদেশি টাকা।
ডলার রেট নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে ডলার রেট বাংলাদেশ অর্থাৎ এক ডলার সমান বাংলাদেশি কত টাকা তা জেনেছি।
জেনেছি ডলার মানে কি এবং কোন কোন দেশের মুদ্রাকে ডলার বলা হয়।
আশা করছি এই পোস্ট থেকে ডলার রেট বাংলাদেশ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে পেরেছি।
এই পোস্ট আপডেট করে ডলার সম্পর্কিত সকল বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
আমাদের সকল পোস্ট পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
4 thoughts on “ডলার রেট বাংলাদেশ । ডলার টু টাকা”