Last Updated on 3 months by Shaikh Mainul Islam
বর্তমানে ক্রমান্বয়ে বাড়ছে টেলিটক ইউজার। এক্ষেত্রে নতুন টেলিটক ইউজাররা নিজের টেলিটক নাম্বার চেক করার জন্য টেলিটক নাম্বার দেখার উপায় সম্পর্কে জানতে চান।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “টেলিটক নাম্বার দেখার উপায় । টেলিটক সিমের সকল কোড জেনে নিন” এ।
আজকের পোষ্টে আমরা সকল উপায়ে টেলিটক নাম্বার দেখার উপায়, how to checck teletalk balance এবং টেলিটক সিমের সকল কোড সম্পর্কে বিস্তারিত।
টেলিটক নাম্বার দেখার উপায়
প্রিয় পাঠক, অনেকেই নিজের টেলিটক নাম্বার দেখার উপায় সমুহ জানতে how to check teletalk number এমন লিখে সার্চ করে থাকেন।
আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বেশ কয়েকটি উপায়ে টেলিটক সিমের নাম্বার দেখা যায়।
Teletalk number check করার উপায় সমুহ হচ্ছেঃ
- টেলিটক নাম্বার দেখার দেখার কোড ডায়াল করে
- টেলিটক কাস্টমার কেয়ারে এসএমএস পাঠিয়ে
- টেলিটক কাস্টমার কেয়ারে কল করে
- সিমের প্যাকেটে থাকা ইস্টিকার দেখে
এবার চলুন টেলিটক নাম্বার দেখার এই চারটি উপায়ে Teletalk number check এর নিয়ম সমুহ জেনে নেওয়া যাকঃ
কোড ডায়াল করে টেলিটক সিমের নাম্বার চেকঃ
Teletalk sim এর নাম্বার চেক করার জন্য যে সিমের নাম্বার চেক করবেন বা বের করবেন সেই সিম থেকে *551# কোডটি ডায়াল করুন।
*551# কোডটি ডায়াল করার সাথে সাথে আপনার মবাইলে একটি পপআপ মেসেজের মাধ্যমে টেলিটক সিমের নাম্বার দেখানো হবে।
এই কাজটি আপনি আপনার বাটন বা স্মার্ট মোবাইল থেকেও করতে পারবেন। এবং স্মার্ট ফোন হলে স্ক্রিনশট দিয়ে ভবিষ্যৎ প্রয়োজনে রেখে দিতে পারবেন।
অনেক সময় নেটওয়ার্ক কিংবা সার্ভার জনিত কারণে কোড ডায়াল করলে টেলিটক সিমের নাম্বার দেখা যায় না। সেক্ষেত্রে উল্লেখিত অন্যান্য উপায়ে টেলিটক নাম্বার দেখতে পারবেন।
এসএমএস পাঠিয়ে টেলিটক নাম্বার দেখার উপায়ঃ
আপনি যদি এসএমএস এর মাধ্যমে আপনার Teletalk Sim এর নাম্বার দেখতে চান তাহলে একটি মেসেজ করতে হবে।
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টেলিটক সিম সিলেক্ট করে শুধু P লিখে পাঠিয়ে দিন 154 এই নাম্বারে।
মেসেজটি পাঠানোর কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে একটি ফিরতি এসএমএস এ আপনার টেলিটক সিমের নাম্বার দেখা পাঠিয়ে দেওয়া হবে।
কাস্টমার কেয়ারে কল করে টেলিটক নাম্বার দেখার উপায়ঃ
টেলিটক সিমের কাস্টমার কেয়ারের নাম্বার হচ্ছে 121. এই নাম্বারে কল করলে অনেকগুলি অপশন বলবে। সেখানে একটি অপশনে বলবে নাম্বার চেক করার জন্য নাম্বার ডায়াল করতে বলবে।
আপনি নাম্বার দেখতে চাইলে যে নাম্বার ডায়াল করতে বলবেন সেই নাম্বার ডায়াল করলেই আপনার নাম্বার বলে দিবে। আবার একটি এসএমএস করেও পাঠিয়ে দিবে।
আরও পড়ুনঃ রবিতে মিনিট চেক করে কিভাবে । রবি সিমের সকল কোড জেনে নিন
আশা করছি এতক্ষণে টেলিটক সিমের নাম্বার দেখার জন্য সবগুলি উপায় জানতে পেরেছেন।
সাধারণত এই চারটি উপায়ের মধ্যে প্রথম উপায় অর্থাৎ টেলিটক নাম্বার দেখার কোড ডায়াল করেই teletalk number check করা যায়।
যেকোনো কারণ বশত টেলিটক নাম্বার চেক করার কোড ডায়াল করে টেলিটক নাম্বার চেক করতে না পারলে উল্লেখিত অন্যান্য উপায়েও টেলিটক নাম্বার চেক করতে পারবেন।
টেলিটক সিমের সকল কোড সমূহ
প্রিয় পাঠক, আপনি যদি একজন Teletalk Sim User হয়ে থাকেন তাহলে শুধু Teletalk Sim এর নাম্বার চেক করার উপায় বা কোড জানলেই হবে না। আপনার আরও কিছু কোড জানা জরুরি।
যেমন, টেলিটক ব্যালেন্স চেক কোড, teletalk internet balance check code, টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স কোড সহ আরও বেশ কিছু জরুরি কোড।
চলুন টেলিটক নাম্বার দেখার উপায় জানার পরে এবার টেলিটক সিমের অন্যান্য সকল কোড সমূহ জেনে নেওয়া যাকঃ
- টেলিটক নাম্বার চেক করতে *551# ডায়াল করুন।
- টেলিটক ব্যালেন্স চেক করতে *551# ডায়াল করুন।
- টেলিটক এমবি চেক করার কোড হচ্ছে *551#.
- টেলিটক এসএমএস চেক করতে *551# ডায়াল করুন।
- টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স পেতে *1122# ডায়াল করুন।
আশা করছি এতক্ষণে টেলিটক সিমের সকল কোড সম্পর্কে বিস্তারিত জেনেছেন।
টেলিটক সিম সম্পর্কিত FAQS
To check Teletalk sim number, dial the code *551# from the sim you want to check or extract.
Dial *551# to check teletalk balance.
Teletalk Sim এ ইমারজেন্সি ব্যালেন্স নিতে *1122# ডায়াল করুন।
টেলিটক নাম্বার দেখার উপায় নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা টেলিটক সিমের নাম্বার দেখার সকল উপায় সম্পর্কে জেনেছি। এছাড়াও জেনেছি টেলিটক সিমের সকল কোড সম্পর্কে বিস্তারিত।
আশা করছি, এই পোস্টটি থেকে টেলিটক সিমের সকল প্রয়োজনীয় কোড সম্পর্কে জানতে পেরেছেন।
টেলিটক সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Teletalk Category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha ভিজিট করুন।