Last Updated on 10 months by Shaikh Mainul Islam
প্রিয় পাঠক, আমাদের আজকের কোরবানির পশু জবাই করার দোয়া ও নিয়ম পোস্ট এ আপনাকে স্বাগত। এই পোষ্টে আমরা কোরবানির পশু জবাই করার দোয়া সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত জানবো।
মুসলিমদের বছরের অন্যতম দুটি ধর্মীয় উৎসবের একটি হচ্ছে ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এই ঈদ হয় আরবি মাসের জিলহজ মাসের ১০ তারিখ। এই ঈদের দিনে বিশ্বব্যাপী কোরবানির জন্য বৈধ এবং নির্দেশিত পশু দিয়ে কোরবানির পশু জবাই করা হয়।
আরও পড়ুনঃ কোরবানির পশুর বয়স এবং কোরবানির পশু নির্ধারণে লক্ষণীয়
কিন্তু, অনেকেই জানেন না যে, কোরবানির পশু জবাই করার দোয়া কি এবং কখন পড়তে হয়, কোরবানির পশু জবাই করার নিয়মাবলী কি, পশু কোরবানির সময় কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এই পোষ্টে এই সব বিষয়ে বিস্তারিত জানবো।
কোরবানির পশু জবাই করার দোয়া
কোরবানির পশু জবাই করার উদ্দেশ্য নিয়ে শোয়ানোর পরে দোয়া পড়তে হয়। এম্নিতে কোরবানি দেওয়ার সময় দোয়া পড়ার জন্য প্রচলিত বেশ কিছু দোয়া আছে।
সাধারণত কোরবানির দেওয়ার সময় পশু শোয়ানোর পরে এই দোয়াটি পড়তে হয়। অবশ্য এই দোয়াটির ব্যাপারে অনেক আলেমদের মতানৈক্য আছে।
এবার চলুন ক্রমান্বয়ে কোরবানির সবগুলি দোয়া জেনে নেই।
আরও পড়ুনঃ কোরবানির দোয়া । কোরবানি সম্পর্কে হাদিস
কোরবানির পশু শোয়ানোর পরের দোয়াঃ اَللَّهُمَّ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ اِبْرَاهِيْمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ – إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ – لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ .الْمُسْلِمِينَ – بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ
কোরবানির পশু শোয়ানোর পরের দোয়ার বাংলা উচ্চারণঃ ইন্নি ওয়াঝ ঝাহতু ওয়াঝ হিয়া লিল্লাজি ফাতারাস সামা ওয়াতি ওয়াল আরদ, আলামিল্লাতি ইবরহিমা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। লা শারিকা লাহু ওয়া বিজালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ও লাকা।
তবে, যদি কেউ এত বড় এই দোয়াটি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ না করেন বা মনে রাখতে সমস্যা হয় তিনি নিচে উল্লেখিত দোয়াটি পড়তে পারেন।
بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر- – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ
উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ হুম্মা মিনকা ওয়া লাকা।
যদি কোনও ব্যক্তি কোরবানি দেন এবং নিজের কোরবানির পশু নিজে জবাই করতে চান তাহলে নিচের দোয়াটি পড়বেন।
নিজের কোরবানির পশু নিজে জবাই করার দোয়াঃ اَللهُمَّ تَقَبَّلْ لَهُ مِنِّى كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ مَحَمّدٍ وَّ خَلِيْلِكِ اِبْرَاهِيْم
ব্যক্তির নিজের পশু নিজের কোরবানির দোয়ার বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা তাকা ব্বালহু মিন্নি কামা তাকা ব্বালতা মিন হাবি বিকা মুহাম্মা দিও ওয়া খালি লিকা ইবরাহিম।
উপরোক্ত কোরবানির পশু জবাইয়ের দোয়াগুলি পশু শোয়ানোর পরে পড়তে হবে।
তবে আপনি যে দোয়া পরেন বা না পড়েন বিসমিল্লাহ আল্লাহু আকবর এই দোয়াটুকু আপনাকে অবশ্যই পড়তে হবে। এবং পশু শোয়ানোর পরে পশু বা কাতে শোয়াতে হবে এবং পা গুলি পশ্চিম দিকে থাকবে।
কোরবানির পশু জবাই করার নিয়ম
করবানি দেওয়ার সময় আমাদের কিছু বিষয় অনেক গুরুত্ত সহকারে মাথায় রাখতে হবে।
যেমন, কার নাম নিয়ে করবানি দিতে হবে, করবানি দেওয়ার সময় পশু কিভাবে শোয়াবো, একজায়গায় অনেকগুলি পশু করবানি দেওয়া যাবে কি না এইসব বিষয়ে।
আরও পড়ুনঃ ঈদুল আযহা কত তারিখে তা জেনে নিন
চলুন, সব ধরনের পশু কোরবানির নিয়ম জেনে নেওয়া যাক।
- কোরবানির পশুর সাথে কোনো রকম নির্মম ব্যবহার করা যাবে না।
- পশু জবাই দেওয়ার অস্ত্র ধারালো হতে হবে যাতে পজবাইয়ের সময় পশুর কষ্ট না হয়।
- পশু জবাইয়ের সময়ে শুধু মাত্র আল্লাহর নামে করবানি করা। মুখে শুধু বিসমিল্লাহ বলে ছুরি চালাতে হবে।
- পশুর খাদ্যনালী, শ্বাসনালী এবং দুই পাশে থাকা দুটি নালী কাটা নিশ্চিত করা।
- এক পশুর সামনে অন্য পশুকে কোরবানি দেওয়া যাবে না। পশুর সামনে অস্ত্রে ধার দেওয়া যাবে না।
এছাড়াও সার্বিক বিষয়গুলির দিকে খেয়াল রাখতে হবে। তবেই কোরবানির সকল নিয়ম কানুন সঠিক ভাবে মানা সম্ভব হবে।
আরও পড়ুনঃ ভাগে কুরবানি দেওয়ার নিয়ম । কোরবানির নাম দেওয়ার নিয়ম জেনে নিন
আশা করছি এতক্ষণে কোরবানির গরু জবাই করার দোয়া আরবি বাংলা এবং নিয়ম সম্পর্কে জেনেছেন।
এবার আমরা কোরবানির পশু জবাই সংক্রান্ত অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্ন উত্তর জানবো।
কোরবানি সংক্রান্ত প্রশ্ন উত্তর । FAQS
প্রঃ কোরবানির গরু জবাই করার সময় পশুর পা কোন দিকে থাকবে?
= কোরবানির গরু জবাইয়ের সময়ে পশুর পা পশ্চিম দিকে থাকবে।
প্রঃ কোরবানির পশু জবাই করার আগে কোরবানির নাম পড়া জরুরি?
= না। অনেকে পড়েন আবার অনেকে পড়েন না। তবে পরলে অসুবিধা নাই। দোয়া উপরে দেওয়া আছে।
প্রঃ একটি গরু দিয়ে কয় ভাগ কোরবানি দেওয়া যায়?
= একটি গরু দিয়ে সর্বাধিক ৭ টি পূর্ণ ভাগে কোরবানি দেওয়া যায়।
প্রঃ কোন নবির আমল থেকে কোরবানি প্রথা চালু হয়েছে?
= হজরত ইব্রাহিম আঃ থেকে কোরবানি প্রথা চালু হয়েছে।
প্রঃ গরু ছাগল জবাই করার দোয়া কি?
= গরু বা ছাগল তথা যেকোনো পশু জবাই করার জন্য দোয়া পড়তে হ্য়। এই পোস্ট এর উপরের দিকে কোরবানির দোয়া উল্লেখ করা আছে।
প্রঃ ছাগল দিয়ে কোরবানি হবে?
= অবশ্যই ছাগল দিয়ে কোরবানি হবে। তবে একটি ছাগল দিয়ে একজন ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে।
প্রিয় পাঠক, এছাড়াও কোরবানি সংক্রান্ত সকল প্রশ্ন উত্তর আমাদের একটি পোষ্টে উল্লেখিত আছে। এখানে ক্লিক করে কোরবানির সকল প্রশ্ন উত্তরের সেই পোষ্টটি দেখে নিন।
কোরবানির পশু সংক্রান্ত সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা ঈদুল আযহা তথা কোরবানির পশু জবাই করার দোয়া ও নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনেছি।
এছাড়াও কোরবানির নিয়ম সহ কোরবানি সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন উত্তর পেয়েছি।
আরও পড়ুনঃ কোরবানি কাদের উপর ফরজ । কত টাকা থাকলে কোরবানি দিতে হবে
আশা করছি এই পোস্ট থেকে এই সম্পর্কে সকল তথ্য সঠিক ভাবে জানতে পেরেছেন। এরপরে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।
কোরবানি, হজ এবং ইসলাম সম্পর্কিত আমাদের সকল পোস্ট পড়তে ইসলাম ক্যাটাগরিতে ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন।সর্বশেষ আপডেট পেটে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ Dainikkantha এ।
6 thoughts on “কোরবানির পশু জবাই করার দোয়া ও নিয়ম জেনে নিন”