কিভাবে বিকাশ একাউন্ট খুলব

Last Updated on 4 months by Shaikh Mainul Islam

মোবাইল ব্যাংকিং এ রাজত্ব করা অন্যতম এবং অত্যন্ত পরিচিত একটি হচ্ছে বিকাশ মোবাইল ব্যাংকিং। তাই  এখনো যাদের বিকাশ একাউন্ট নাই তারা জানতে চেয়ে থাকেন যে কিভাবে বিকাশ একাউন্ট খুলব?

প্রিয় পাঠক, স্বাগত Dainikkantha এর আজকের পোস্ট “কিভাবে বিকাশ একাউন্ট খুলব” এ।

আজকের পোষ্টে আমরা জানবো, বিকাশ একাউন্ট খোলার উপায় সমূহ, ঘরে বসে bkash app থেকে bkash account খোলার উপায়, bkash cash out charge এর ধরণ এবং পরিমাণ, bkash customers care number এবং বিকাশ সম্পর্কিত সকল বিষয়ে জানবো।

Bkash account খোলার উপায় সমূহ

জনপ্রিয় মোবাইল ব্যাংকিং কোম্পানি বিকাশ এখন পর্যন্ত শুধু মাত্র ২ ভাবে bkash account খোলার সুযোগ রেখেছে।

যেসব উপায়ে bkash account খোলা যাবে তা হচ্ছেঃ

  • Bkash app ব্যবহার করে।
  • Bkash agent এর কাছে যাবতীয় তথ্য দিয়ে।

 এবার নিশ্চয়ই প্রশ্ন জাগছে বিকাশ একাউন্ট কি ঘরে বসে খোলা যাবে কি না? হ্যা, আপনি Bkash app ব্যবহার করে ঘরে বসেই bkash account খুলতে পারবেন।

আরও পড়ুনঃ How To Check Bkash Account Balance

এছাড়া bkash agent এর কাছ থেকে আপনার যাবতীয় তথ্য প্রদান করেও বিকাশ একাউন্ট খুলতে পারবেন। তবে বর্তমানে প্রায় সবাই ই ঘরে বসে স্মার্টফোন দিয়ে bkash account খুলে।

এবার তাহলে চলুন, ঘরে বসে কিভাবে bkash app ব্যবহার করে বিকাশ একাউন্ট খুলব সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Bkash app থেকে কিভাবে বিকাশ একাউন্ট খুলব

আপনি যদি স্মার্ট মোবাইল ব্যবহার করে থাকেন তাহলে আপনি মুহূর্তের মধ্যে বিকাশ একাউন্ট খুলতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে।

ঘরে বসে Bkash app ব্যবহার করে বিকাশ একাউন্ট খোলার জন্য যা যা দরকারঃ 

  • জাতীয় পরিচয় পত্রের হার্ড কপি।
  • ইন্টারনেট সংযোগ সহ স্মার্ট মোবাইল ফোন।
  • স্মার্ট মোবাইলের ক্যামেরা স্পষ্ট থাকতে হবে।
  • এর আগে বিকাশ একাউন্তট খোলা হয়নি এমন একটি রেজিস্ট্রেশন কৃত সিম।

Bkash app ব্যবহার করে বিকাশ একাউন্ট খোলার জন্য নিচের স্টেপগুলি ফলো করুনঃ

এই পোষ্টের ফিচার ছবিটি লক্ষ করুন এবং নিচের স্টেপগুলি দেখে দেখে এভাবে বিকাশ একাউন্ট খুলুন।

  1. bkash apps download করে ইন্সটল করে ওপেন করুন। এবং রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।
  2. আপনার মোবাইলে থাকা যেই সিম থেকে ইন্সটল করবেন সেই নাম্বারটি বসিয়ে দিন।
  3. আপনার সিমটি কোন টেলিটক অপারেটরের সিম তা সিলেক্ট করুন।
  4. আপনার সিমে একটি যাচাইকরণ কোড যাবে। সেই কোড থেকে সিম যাচাই করুন।
  5. সাথে থাকা জাতীয় পরিচয়পত্রের সামনের অংশের ছবি তুলুন।
  6. সাথে থাকা জাতীয় পরিচয় পত্রের পিছনের অংশের ছবু তুলুন।
  7. এবার আপনার ফেস ডিসপ্লেতে নির্দেশনা অনুযায়ী ঘুরে ঘুরে স্পষ্ট আলোতে ছবি তুলুন।
  8. এরপর আপনার বিকাশ একাউন্ট এর যাবতীয় তথ্য দিয়ে Save Batton এ ক্লিক করুন।

উপরের স্টেপগুলি ফলো করে মুহূর্তের মধ্যে আপনি মুহূর্তের মধ্যে bkash app থেকে বিকাশ একাউন্ট খুলতে পারেন।

আশা করছি এতক্ষণে কিভাবে বিকাশ একাউন্ট খুলব তা বুঝতে পেরেছেন। এবার চলুন bkash agent থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম জেনে নেওয়া যাক।

Bkash Agent থেকে বিকাশ একাউন্ট কিভাবে খুলব

বিকাশ এজেন্ট হচ্ছে আমাদের আশপাশে বিকাশের দোকানগুলো। আগে বিকাশ এজেন্টরা অনেক বেশি একাউন্ট খুলত। কিন্তু, এখন বেশিরভাগ বিকাশ একাউন্ট ব্যক্তি নিজেরাই খুলে থাকে।

কিন্তু আপনি চাইলে বিকাশ এজেন্ট থেকে এখনো bkash account খুলতে পারেন খুব সহজেই। এজন্য আপনার কিছু ডকুমেন্ট bkash agent এর কাছে জমা দিতে হবে।

চলুন, জেনে নেওয়া যাক bkash agent এর থেকে কিভাবে বিকাশ একাউন্ট খুলব তার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

Bkash agent থেকে বিকাশ একাউন্ট খোলার জন্য যা যা দরকারঃ

  • জাতীয় পরিচয় পত্রের একটি ফটোকপি।
  • পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
  • সচল মোবাইল নাম্বার।
  • ৫০ থেকে ১৫০ টাকা। (আপনার একাউন্টে জমা দেওয়া হবে পুরো টকাটা)

উপরে উল্লেখিত দকুমেন্ট গুলি নিয়ে আপনি বিকাশ এজেন্ট/ bkash agent এর দোকানে গেলে পরবর্তী সকল পদক্ষেপ বিকাশ এজেন্ট এর ব্যক্তি নিবেন। এবং আপনার এরপর তেমন কিছু করনীয় নাই।

আপনার একাউন্ট মুহূর্তেই উনি নিজে করে দিতে পারেন অথবা আপনাকে অপেক্ষা করতে হতে পারে ১ দিন।

আশা করছি bkash agent অথবা bkash app থেকে কিভাবে বিকাশ একাউন্ট খুলব তথা how to open bkash account সে সম্পর্কে সম্পূর্ণ জেনেছি।

bkash cash out charge এর ধরণ এবং পরিমাণ

Bkash mobile banking আমাদের এত এত সার্ভিস দিচ্ছে। কিন্তু এর জন্য আমাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা ফি বাবদ বিকাশ নিয়ে থাকে।

দুঃখজনক হলেও বিকাশ তুলনামূলক অনেক বেশি সার্ভিস চার্জ নিয়ে থাকে। তবে বিকাশ নাই এমন কোথাও নাই এজন্য অনেকেই বিকাশ cash out charge এর কথা বিবেচনা না করে বিকাশ ব্যবহার করে।

এখন কথা হচ্ছে, বিকাশ মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান কত টাকা চার্জ নিয়ে থাকে?

মুলত আপনার বিকাশ লেনদেন এবং কোন ধরনের আইডি থেকে কোন মাধ্যমে আপনি লেনদেন কিংবা ক্যাশ আউট করছেন তার উপর ভিত্তি করে বিকাশ ক্যাশ আউট বাবদ চার্জ করে থাকে।

এবার চলুন এই মুহূর্তে বিকাশ কোন ধরনের লেনদেন বা ক্যাশ আউটে কত টাকা চার্জ নিয়ে থাকে তা জেনে নেওয়া যাকঃ

  • বিকাশ অ্যাপ থেকে ক্যাশ আউট ফ্রম এজেন্ট নাম্বারঃ প্রতি হাজারে ১৪.৯০ টাকা।
  • যেকোনো নাম্বারে ১০০ টাকার কম সেন্ড মানি ফ্রি।
  • প্রিয় নাম্বার ছাড়া যেকোনো নাম্বারে প্রতিমাসে ১০০.০১ – ২৫,০০০ টাকা প্রতিবার সেন্ড মানিতে চার্জঃ ৫ টাকা।
  • প্রিয় নাম্বার ছাড়া যেকোনো নাম্বারে প্রতিমাসে ২৫,০০০ টাকার বেশি প্রতিবার সেন্ড মানিতে চার্জঃ ১০ টাকা।
  • এছাড়া কোনো লেনদেন একটি লিমিট অতিক্রম করলে, পরবর্তী লিমিট অনুযায়ী চার্জ কাঁটা হবে।
  • Bkash app ব্যতিত নাম্বার ডায়াল করে ক্যাশ আউট করলে প্রতি হাজারে চার্জঃ ১৮.৯০ টাকা।

এখন পর্যন্ত বিকাশ মোবাইল ব্যাংকিং থেকে অফিসিয়ালি এই পরিমাণ চার্জ কাঁটা হয়। এছাড়া অন্যান্য সার্ভিস ফ্রিতেই দিয়ে থাকে বিকাশ।

আশা করছি bkash cash out charge কত এবং কোন লেনদেনে কেমন চার্জ কাটে bkash তা জানতে পেরেছি।

bkash customers care number

প্রিয় পাঠক, অনেক সময় bkash ব্যবহারকারী অনেকেই বিকাশ সম্পর্কিত বিভিন্ন সমস্যায় পরে থাকেন। দেখা যায় জরুরি মুহূর্তে বিকাশে টাকা লক হয়ে যায়।

এমন সমস্যা কয়েকটি কারণে হতে পারে। যেমনঃ

  • বিকাশ একাউন্টের নিরাপত্তা জনিত সমস্যা হলে।
  • বিকাশ একাউন্ট খোলার সময়ে সঠিক তথ্য না দিলে।
  • বিকাশ একাউন্টকে সঠিক ভাবে ব্যবহার করতে না পারার জন্য।
  • বিকাশের লিমিট না মেনে একাধিকবার বেশি লেনদেন করার চেষ্টা করলে।

এমতাবস্থায় সমস্যা সমাধানে bkash customers care number এ অনেকে যোগাযোগ করতে চান। কিন্তু কিভাবে খুব সময়ের মধ্যে বিকাশ থেকে আপনার বিকাশ একাউন্ট সমস্যার সমাধান করতে পারবেন?

Bkash customers care number অনেকেই জানেন। সারা দেশ থেকে একই সময়ে অনেকে বিকাশ হেল্প সেন্টারে কল দেওয়ার ফলে মুহূর্তের মধ্যে সমস্যার সমাধান পাওয়া কঠিন।

আরও পড়ুনঃ  বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম । বিকাশ এজেন্ট কিভাবে নিতে হয় জেনে নিন

তবুও আমরা bkash customers care number জানবো। তবে এ ছাড়াও সরাসরি বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করার আরও কিছুয় উপায় দেখব।

এছাড়া আপনি যদি আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারে সরাসরি যোগাযোগ করতে চান তাহলে আপনার জেলার বা আপনার নিকটস্থ bkash customers care address খুজে পেতে বিকাশের লোকেটর এ ক্লিক করুন।

বিকাশ সম্পর্কিত যেকোনো প্রয়োজনে বিকাশের সাথে যোগাযোগ করতে নিচের যেকোনো একটি মাধ্যম ব্যবহার করতে পারেন।

বিকাশ কাস্টমার কেয়ার নাম্বারঃ ১৬২৪৭,

ফ্যাক্স করুনঃ ০০৮৮-০২-৯৮৯৪৯১৬

সরাসরি বিকাশ হেল্প সেন্টারে লাইভ চ্যাট করুনঃ Bkash Live chat

ইমেইলে বিকাশ হেল্প সেন্টারে যোগাযোগ করতে মেইল করুনঃ [email protected]

এছাড়াও সরাসরি বিকাশের হেড অফিসে যোগাযোগ করার জন্য নিচের ঠিকানা ব্যবহার করতে পারেনঃ

কর্পোরেট ঠিকানাঃ

স্বাধীনতা টাওয়ার, ১ বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট,

ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা -১২০৬

বাণিজ্যিক ভবন ঠিকানাঃ

এসকেএস টাওয়ার, ৭ ভি আই পি রোড,

মহাখালী, ঢাকা-১২০৬

বিকাশ একাউন্ট সম্পর্কিত FAQS

বিকাশ একাউন্ট খোলার নিয়ম কি?

Bkash একাউন্ট খোলার জন্য bkash app ব্যবহার করলে আপনি এই পোষ্টের উপরে উল্লেখিত নিয়ম অনুসারে বিকাশ ওকাউন্ট খুলতে পারবেন মুহূর্তের মধ্যেই।

bkash customers care number কি?

বিকাশ কাস্টমার কেয়ার নাম্বারঃ ১৬২৪৭

পার্শ্ববর্তী বিকাশ কাস্টমার কেয়ার ঠিকানা কিভাবে পাবো?

এই পোষ্টের উপরে বিকাশ কাস্টমার কেয়ারের সারা বাংলাদেশের বিকাশ কাস্টমার কেয়ার খুজে পাওয়ার জন্য লিংক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করে খুজে নিন আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার সার্ভিস পয়েন্ট।

বিকাশ অ্যাপস ডাউনলোড করব কিভাবে?

আপনার মোবাইলের Play Store এ গিয়ে bkash app লিখে সার্চ করুন। এরপর বিকাশ অ্যাপ ইন্সটল করে ওপেন করে লগইন কিংবা রেজিস্ট্রেশন করলেই আপনি bkash app ব্যবহার করতে পারবেন।

bkash cash out charge কত করে কেটে নেয় বিকাশ?

এই পোষ্টের উপরে bkash cash out charge সম্পর্কে বিস্তারিত আকারে লেখা আছে। সেখান থেকে দেখে নিন আপনার কোন ধরনের লেনদেনে বিকাশ কত টাকা চার্জ কাটবে।

বিকাশের সাথে সরাসরি লাইভ চ্যাট করা যায়?

হ্যা, বিকাশ এর ওয়েবসাইটে প্রবেশ করে লাইভ চ্যাট করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজেই। এই পোষ্টের মধ্যেও Bkash Live Chat এর লিংক দেওয়া আছে।সরাসরি সেখান থেকে বিকাশের সাথে লাইভ চ্যাট করতে পারেন।

কিভাবে বিকাশ একাউন্ট খুলব নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক আজকের পোস্ট “কিভাবে বিকাশ একাউন্ট খুলব । how to open bkash account” থেকে bkash account খোলা এবং এই সম্পর্কে অনেক কিছু জেনেছি।

আশা করছি কিভাবে বিকাশ একাউন্ট খুলব সহ বিকাশ সম্পর্কে সকল বিষয়ে আমাদের এই পোস্ট এবং বিকাশ সম্পর্কিত পূর্ববর্তী পোস্ট থেকে জেনেছি।

এরপরেও Bkash relted আরও কিছু জানার থাকলে আমাদের মোবাইল ব্যাংকিং ক্যাটাগরির অন্যান্য পোস্টগুলি পড়তে Bkash Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik Kantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.