Last Updated on 11 months by Shaikh Mainul Islam
প্রিয় পাঠক, আপনি জানতে চেয়েছেন কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব সে বিষয়ে। এর দ্বারা আমি বুঝে নিতে পারি আপনার একটি ইউটিউব চ্যানেল কিংবা ব্লগ ওয়েবসাইট আছে বা করতে চাচ্ছেন। তাই গুগল এডসেন্স একাউন্ট সম্পর্কিত সকল তথ্য আপনার জানা দরকার।
মূলত এখন গুগল এডসেন্স ব্যবহার করে ঘরে বসে টাকা আয় করার একটি অন্যতম সুযোগ। তাই অনেকে ওয়েবসাইট কিংবা চ্যানেল শুরু করার আগে কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব এটা জানতে চান।
আরও পড়ুনঃ google adsense account ।গুগল এডসেন্স থেকে টাকা আয় করার উপায়
গুগল এডসেন্স একাউন্ট কি, কেন এবং কিভাবে খুলতে হয় এই বিষয়ে যে কিছুই জানেন না সেও এই ব্লগটি পড়লে সুন্দরভাবে বুঝতে পারবেন।
আজকের ব্লগটি (কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব) মূলত বিগেনারদের কথা মাথায় রেখে লেখা হয়েছে।
তাই গুগল এডসেন্স নিয়ে কাজ করা প্রো কেউ চাইলে ব্লগটি স্কিপ করতে পারেন।
আরও পড়ুনঃ গুগল এডসেন্স পাওয়ার উপায় । গুগল এডসেন্স একাউন্ট
আজকের ব্লগে আমরা জানবো, গুগল এডসেন্স একাউন্ট কি, গুগল একাউন্ট এর কাজ কি, গুগল এডসেন্স খুলতে কি কি লাগে এবং কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব সেই বিষয়ে।
গুগল এডসেন্স একাউন্ট এর শুরু থেকে শেষ পর্যন্ত জানতে এই পোস্টটির প্রত্যেকটি লাইন আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ
তাহলে আর দেরি না করে চলুন Google Adsense Account সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
গুগল এডসেন্স একাউন্ট কি
Google Adsense হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। গুগল পাবলিশার্স রা গুগল এডসেন্স এর সার্ভিস থেকে তাদের কন্টেন্ট থেকে টাকা ইনকাম করে থাকে। আরও সহজ ভাবে বললে, গুগল এডসেন্স হচ্ছে গুগলের এড নেটওয়ার্ক সার্ভিস।
আরও ভালো ভাবে বুঝতে চাচ্ছেন ?
আপনি এই লেখাটি পড়তেছেন, এই লেখার মধ্যে নির্দিষ্ট লেখার পর পর বিভিন্ন কোম্পানির এড দেখতেছেন।
একজন গুগল পাবলিশার্স এই এড তাদের কন্টেন্টের মধ্যে যুক্ত করে টাকা আয় করে।
আর সকল গুগল পাবলিশার্স এর কন্টেন্টে এড প্রদর্শন করা হয় গুগলের প্রোডাক্ট গুগল এডসেন্স ব্যবহার করে।
আরও পড়ুনঃ ছাত্রদের জন্য অনলাইনে আয় । কিভাবে অনলাইনে আয় করা যায়
এক কথায়ত গুগল এডসেন্স একাউন্ট থেকে ইউটিউব কিংবা ওয়েবসাইট থেকে আয় করা সকল পাবলিশার্সদের সাইটের এডসেন্স সম্পর্কিত সকল সেটিংস এবং তথ্য পরিচালনা এবং সংরক্ষণ করা হয়।
আশা করছি বুঝতে পারছেন গুগল এডসেন্স একাউন্ট কি এবং গুগল একাউন্ট মূলত কি কাজে ব্যবহার হয়।
এবার চলুন জেনে নেওয়া যাক গুগল এডসেন্স একাউন্ট এর কাজ কি সে সম্পর্কে।
গুগল এডসেন্স একাউন্ট এর কাজ কি
গুগল এডসেন্স একাউন্ট এর কাজ হচ্ছে, সকল গুগল পাবলিশার্স দের গুগল দ্বারা এড সার্ভিস প্রদান করা এবং এর যাবতীয় সকল হিসাব বা রেকর্ড ধারণ করে রাখা।
আরও সহজভাবে বলে, গুগল এডসেন্স একাউন্ট থেকে দেখা যায়, গুগল এডসেন্স সিপিসি, পেজ আরপিএম, মত্ত ইনকামের পরিমাণ।
মাসিক ইনকামের পরিমাণ, পেমেন্ট সংক্রান্ত সকল তথ্য, গুগল এডসেন্স একাউন্ট দ্বারা অনুমোদন প্রাপ্ত সাইতে এড কোড কিংবা গুগল অটো এড সকল সেটিং এই গুগল এডসেন্স একাউন্ট থেকে করা হয়ে থাকে।
আরও সহজ ভাবে বললে,
যার একটি ইউটিউব চ্যানেল বা গুগল ওয়েবসাইট আছে এবং মনিটাইজেশন অনুমোদিত সেই সকল সাইটের মনিটাইজেশন সংক্রান্ত সকল তথ্য বহন করে গুগল এডসেন্স একাউন্ট।
একজন গুগল পাবলিশার্স এর গুগল এডসেন্স থেকে আয় করা সকল অর্থ, রেকর্ড এবং এডসেন্স সম্পর্কিত সকল তথ্য বহন করে।
এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন গুগল এডসেন্স এর কাজ কি এবং গুগল এডসেন্স একাউন্ট কি কি রেকর্ড ধারণ করে।
গুগল এডসেন্স খুলতে কি কি লাগে
গুগল এডসেন্স খুলতে শুধু মাত্র একটি ইমেইল লাগে। এবং গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে আপনার নিজের তৈরি ভিডিও কিংবা লিখিত কন্টেন্ট লাগে।
আপনি যদি জানতে চেয়ে থাকেন যে গুগল এডসেন্স খুলতে কি কি লাগে তাহলে আমি মনে করি আপনি অনলাইন থেকে ইনকাম করার জন্য কোনও জায়গায় জানতে পারছেন যে, গুগল এডসেন্স থেকে আয় করা যায়।
আর তা জানতেই আপনি গুগলে সার্চ করছেন গুগল এডসেন্স খুলতে কি কি লাগে সেই বিষয়ে।
এখন আমি আপনাকে বলছি, গুগল এডসেন্স একাউন্ট থেকে আয় করা যায় না।
আপনি ভাবছেন আমি আপনাকে মিত্থ্যা বলছি ?
না, একদমই না। কারণ, গুগল এডসেন্স একাউন্ট আপনি যত ইচ্ছা খুলতে পারেন।
কিন্তু আপনার যদি গুগল অথবা ইউটিউবে মনিটাইজেশন এর যোগ্য চ্যানেল বা ওয়েবসাইট না থাকে তাহলে গুগল এডসেন্স একাউন্ট থেকে এক পয়সাও আয় করতে পারবেন না।
আরও পড়ুনঃ ব্লগিং করে কত টাকা আয় করা যায় ? ব্লগিং সম্পর্কে বিস্তারিত জেনে নিন
হ্যাঁ। যা বলছি এটাই সত্য। আপনি যদি কখনো মনে করা থাকেন যে, গুগল এডসেন্স একাউন্ট খুলেই টাকা আয় করা যাবে তাহলে বলবো, এই বিষয়ে আপনার ধারণা ভুল।
তাহলে চলুন গুগল এডসেন্স একাউন্ট ব্যবহার করে টাকা আয় করার একদম ব্যাসিক একটা ধারণা নেওয়া যাক।
গুগলের একটি প্রোডাক্ট হচ্ছে গুগল এডসেন্স। এটি থেকে গুগল মূলত গুগল পাবলিশার্সদের টাকা পয়সা দিয়ে থাকে।
এখন কথা হচ্ছে, গুগল এডসেন্স একাউন্ট থেকে টাকা আয় করার জন্য আপনাকে অবশ্যই গুগলের শর্ত মানতে হবে।
ইউটিউব এবং গুগল ওয়েবসাইট, এই দুই প্লাটফর্ম থেকে টাকা আয় করা যাবে গুগল এডসেন্স একাউন্ট ব্যবহার করে।
কারণ ইউটিউব এবং গুগল গুগলের মালিকানা প্রতিষ্ঠান।
গুগল এডসেন্স থেকে টাকা আয় করার জন্য করনীয়
ইউটিউবে যদি গুগল এডসেন্স একাউন্ট অনুমোদন পেতে চান তাহলে আপনার চ্যানেলে লাস্ট এক বছরে ১ হাজার সাবক্রাইবার এবং ৪ হাজার ঘণ্টা ওয়াচ টাইম দরকার হবেহ।
অন্যদিকে গুগল ওয়েবসাইটে লেখা কন্টেন্ট থেকে এডসেন্স অনুমোদন বা এপ্রুভ পেতে হলে একটি ওয়েবসাইট সুন্দর করে সাজাতে হবে।
ওয়েবসাইটের কয়েকটি পেজ ঠিক ভাবে লিখতে হবে। এরপর নিয়মিত কিছু পোস্ট করতে হবে এসইও এবং কিওয়ার্ড বেজ করে।
কয়েক মাসের মধ্যে যখন ওয়েবসাইটে ট্রাফিক বা ভিজিটর আসা শুরু করবে তখন একটি এডসেন্স একাউন্ট খুলতে হবে।
গুগল এডসেন্স একাউন্ট খুলে সেখানে আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল এড করতে হবে।
এড করার পড় গুগল এডসেন্স থেকে এড রিকুয়েস্ট পেন্ডিং করে রাখবে এবং আপনার কাছ থেকে ১৪ দিনের সময় নিবে। অনেক সময় এর চেয়ে কম বেশী সময় হয়ে থাকে।
এই ১৪ দিনে এডসেন্স থেকে আপনার ইউটিউব কিংবা ওয়েবসাইট যাচাই বাচাই করবে যে আপনি গুগল এডসেন্স এর জন্য যোগ্য কি না।
সাধারণত ৭ থেকে ৯ দিনের মধ্যে এডসেন্স থেকে আপনাকে আপডেট জানানো হবে।
আপনার সাইট কিংবা ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন শর্ত পূর্ণ করে তাহলে আপনার গুগল এডসেন্স একাউন্টে ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল এড হয়ে যাবেহ।
আর যদি শর্ত পূরণ না করে বা আপনার কন্টেন্ট ইউনিক না হয় তাহলে এডসেন্স থেকে আপনাকে ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবেহ।
আপনি পুণরায় সমস্যা সমাধান করা আবার এডসেন্স একাউন্টে গিয়ে রিকোয়েস্ট রিভিউ করতে পারেন।
ওভাবে একাধিকবার আপনি করতে পারবেন। যখন সব ঠিকঠাক থাকবে তখন আপনাকে গুগল এডসেন্স একাউন্ট থেকে এপ্রুভ করা হবে।
এভাবে আপনি গুগল এডসেন্স একাউন্ট থেকে টাকা আয় করতে পারেন আপনার ভিডিও কিংবা ব্লগ কন্টেন্ট এর বিপরীতে।
প্রিয় পাঠক, আমাদের আজকের মূল বিষয় “ কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব ” সেই বিষয়ে।
এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, আপনার কখন গুগল এডসেন্স একাউন্ট খোলা উচিত।
এবং কখন গুগল এডসেন্স একাউন্ট থেকে টাকা আয় করতে পারবেন।
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব
ধরেন, আপনার একটি ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইট আছে। যা এডসেন্স এপ্রুভ করার মতো সকল শর্ত মেনে চলে।
এবার আপনি কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব বা খুলতে হবে তা জেনে নিন।
- প্রথমেই আপনাকে যেতে হবে গুগল এডসেন্স এর ওয়েবসাইট Google Adsense এ
- Google Adsense ওয়েবসাইটে প্রবেশ করার পড় নিচের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।
এরপর ছবিতে চিহ্ন দেওয়া জায়গায় Get Started অথবা শুরু করুন লেখা থাকবে সেখানে ক্লিক করুন।
আপনি চাইলে ছবির মধ্যে লেখার উপরেও ক্লিক করতে পারেন।
এবার আপনাকে একটি ইমেইল এড করতে পারবেন। ইমেইল সিলেক্ট করার সময় ভেবে চিন্তে সিলেক্ট করবেন।
- যে ইমেইল যুক্ত করবেন সেই ইমেইল এর বয়স ১৮ বছরের বেশী থাকতে হবে। এবং মোবাইল নাম্বার এড রাখবেন। মোট কথা ফ্রেশ একটি ইমেইল ব্যবহার করবেন।
- এরপর আপনাকে নিচের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখাবে।
- এবার আপনাকে উপরের ছবিটির মতো পেজ ভিউতে আপনার সাইটের নাম দিবেন (যদি থাকে)।
- সাইট না থাকলে নিচে ছোট করে লেখা ওয়েবসাইট নাই এ অপশন সিলেক্ট করুন।
- এরপর Adsense থেকে আরও পান অপশনের এক নাম্বার অপশনটি সিলেক্ট করে দিন।
- এবারে দেশ বা অঞ্চল থেকে আপনাকে আপনার নিজের দেশ সিলেক্ট করে দিতে হবে।
- সর্বশেষ এ Adsense ব্যবহার শুরু করুন অপশনে ক্লিক করে আপনার গুগল এডসেন্স একাউন্ট খোলা সম্পন্ন করুন।
- বেশ। এবার আপনাকে আপনার এডসেন্স এর হোম পেজ এ নিয়ে যাবে।
- সেখানে আপনি ওয়েবসাইট যুক্ত করার জন্য Add Site অপশন পাবেন।
আপনি যদি এডসেন্স একাউন্টে ইউটিউব চ্যানেল এড করতে চান তাহলে প্রথমে এভাবে একাউন্ট খুলতে হবে।
এরপর ইউটিউব এর মনিটাইজেশন অপশনে গিয়ে যে ইমেইল দিয়ে এডসেন্স একাউন্ট খুলছেন সেই ইমেইল ব্যবহার করে এই এডসেন্স একাউন্টে এড করতে হবে।
আশা করছি কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব অর্থাৎ আপনি খুলবেন সেই বিষয়ে স্পষ্ট বুঝতে পেরেছেন।
এবার আমরা গুগল এডসেন্স সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর জানবো।
গুগল এডসেন্স একাউন্ট সম্পর্কিত প্রশ্ন উত্তর
এই পোস্টের নিয়ম অনুযায়ী আপনি খুব সহজেই গুগল এডসেন্স একাউন্ট খুলতে পারেন এবং এডসেন্স একাউন্টে আপনার সাইট এড করতে পারেন।
বিস্তারিত জানতে পোস্টটি পড়ুন।
হ্যাঁ। যায়। আবার না যায়না। কারণ ইউটিউব চ্যানেল কিংবা ওয়েবসাইট থাকতে হবে।
যা গুগল এডসেন্স থেকে মনিটাইজেশন অনুমোদন যোগ্য হতে হবে।
আপনি যদি চান, আমাদের এই পোস্ট সহ গুগল এডসেন্স সম্পর্কিত আরও বেশ কিছু পোস্ট আছে সেখান থেকে জেনে নিতে পারেন।
গুগল এডসেন্স একাউন্ট খোলা নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব সেই বিষয়ে জানতে পেরেছি। এছাড়াও জেনেছি গুগল এডসেন্স একাউন্ট সম্পর্কিত অনেক তথ্য।
আশা করছি আজকের পোস্টটি থেকে এডসেন্স একাউন্ট সম্পর্কিত বিভিন্ন বিষয়ে শতভাগ ধারণা পেয়েছেন।
এডসেন্স একাউন্ট সম্পর্কিত সকল পোস্ট পড়তে আমাদের Online income category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়ার জন্য ওয়েবসাইট ভিজিট করুন।
নোটিফিকেশন বাটনটি Allow করে দিন। এবং চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
4 thoughts on “কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব । গুগল এডসেন্স একাউন্ট সম্পর্কে জেনে নিন”