এইচএসসি রেজাল্ট কিভাবে দেখব ২০২৪ (নাম্বার সহ)

Last Updated on 4 weeks by Shaikh Mainul Islam

প্রত্যেক বছর দেশের অসংখ্য ছাত্র ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। আর যখন ফলাফল দেয় তখন সবাই এইচএসসি রেজাল্ট কিভাবে দেখব ২০২৪ তা জানতে চান।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “এইচএসসি রেজাল্ট কিভাবে দেখব ২০২৪” এ। গোটা পোষ্ট জুড়ে থাকছি আমি মাইনুল ইসলাম।

আরও পড়ুন: বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম । খাতা পুন নিরীক্ষণ

আজকে আমরা দুই ভাবেই এইচএসসি রেজাল্ট কিভাবে দেখব তা জানবো। জানবো how to check hsc result 2023 অর্থাৎ এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

এসএমএস দিয়ে এইচএসসি রেজাল্ট কিভাবে দেখব

Mobile sms এর মাধ্যমে HSC Result 2023 বের করতে চান? আপনি এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য নিচের স্টেপগুলো ফলো করতে হবে।

তাহলে চলুন নিচের স্টেপগুলো থেকে দেখে নেওয়া যাক এইচএসসি রেজাল্ট দেখার জন্য করনীয়।

আরও পড়ুনঃ এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

  • মোবাইলের এসএমএস অপশনে গিয়ে Write SMS অপশনটি ওপেন করতে হবে।
  • আপনি যে পরীক্ষার রেজাল্ট বের করতে চান সেই পরীক্ষার সংক্ষিপ্ত রুপ লিখতে হবে। (যেমনঃ SSC, HSC)
  • এরপর স্পেস দিয়ে যে বোর্ড থেকে পরিক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম তিন অক্ষর ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে। (যেমনঃ Jessore= JES)
  • এরপর স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নাম্বার উল্লেখ করতে হবে। এরপর স্পেস দিতে হবে।
  • এরপর এক্সাম ইয়ার অর্থাৎ যে সালে পরিক্ষা দিয়েছেন সেই সাল লিখতে হবে। যেমনঃ 2021, 2022, 2023)

আরও পড়ুন: এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম

এইচএসসি রেজাল্ট বের করার জন্য আপনার এসএমএস লেখা শেষ। এখন একবার চেক দিয়ে নিবেন যাতে কোন তথ্য ভুল না থাকে।

এবার আপনার লেখা সকল তথ্য সঠিক থাকলে এবার এসএমএসটি পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

এরপর মুহূর্তের মধ্যে আপনাকে একটি ফিরতি এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।

এই এসএমএস পদ্ধতিতে রেজাল্ট বের করার জন্য আপনার সিম থেকে প্রত্যেক একবার এসএমএস করায় ২.৬৭ টাকা করে কাটবে।

আরও পড়ুনঃ কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় ? online board challange bd

অর্থাৎ ১০ টাকা মোবাইল ব্যালেন্সে আপনি প্রায় ৩- ৪ টি এসএমএস করতে পারবেন।

আপনি যে এসএমএসটি পাঠাবেন সেই এসএমএস টি দেখতে এভাবে হবে। (HSC JESS 130339 2023)

শুধু মাত্র আপনার বোর্ডের তিন অক্ষর বসাতে হবে বোর্ডের নামের জায়গায়। আর রোল নাম্বার এক্সাম সাল লিখে সেন্ড করতে হবে 16222 নাম্বারে।

বিঃদ্রঃ আমাদের মাধ্যমে মেসেজ এবং অনলাইন যেকোনো মাধ্যমে HSC Result 2024 with mark sheet দেখতে চাইলে এবং রেজাল্ট পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন করতে চাইলে Whatsapp: 01752808514 এ যোগাযোগ করুন।

আরও পড়ুনঃ এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম সহ সবকিছু জেনে নিন

এভাবে আপনি ঘরে বসে যেকোনো মোবাইলের সাহায্যে দেখে নিতে পারেন আপনার এইচএসসি বা যেকোনো বোর্ড রেজাল্ট।

অনলাইনে এইচএসসি রেজাল্ট কিভাবে দেখব

এইচএসসি রেজাল্ট  দেখব অথচ মার্কশিট দেখব না তা কিভাবে হয়। তাই মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখার জন্য অনলাইনের মাধ্যমে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

আরও পড়ুনঃ এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

তবে রেজাল্ট পাবলিশ হওয়ার পর পরই এইখান থেকে মার্কশিট দেখতে গিয়ে সাইট বিড়ম্বনায় পরতে হয়।

অনলাইনে এইচএসসি রেজাল্ট মার্কশিট সহ দেখার জন্য educationboardresults এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এরপর সেখানে নিচের ছবিটির মতো একটি পেজ আসবে। এখানে আপনাকে সকল তথ্য দিতে হবে।

এইচএসসি রেজাল্ট কিভাবে দেখব (নাম্বার সহ) hsc result marksheet
এইচএসসি রেজাল্ট কিভাবে দেখব
  • Examination এর ঘরে যে পরীক্ষার রেজাল্ট দেখতে চান সেই পরীক্ষা সিলেক্ট করুন।
  • Year এর ঘরে যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সাল সিলেক্ট করুন।
  • Board এর ঘরে আপনার শিক্ষা বোর্ড সিলেক্ট করুন।
  • Roll এর ঘরে আপনার এডমিট কার্ডে থাকা রোল নাম্বার বসান।
  • Reg: No এর ঘরে এডমিট কার্ডে থাকা রেজিস্ট্রেশন নাম্বার বসান।
  • ছবির মতো শেষ অপশনে যেকোনো সংখ্যা বা লেখা আসতে পারে।
  • তা জগ বিয়োগ করে ফাকা ঘরে বসান।
  • এবার ফলাফল দেখতে নিচের Submit অপশনে ক্লিক করুন।

আরও পড়ুনঃ বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম মাদ্রাসা । আলিম পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ

এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই আপনার মার্কশিট দেখতে পাবেন।

তবে রেজাল্ট পাব্লিশ হওয়ার পরপর এই সাইটটি স্টুডেন্ট এর অতিরিক্ত প্রবেশের ফলে ডাউন থাকে।

তাই একবারেই না পারলে কয়েকবার চেষ্টা করেই পেরে যাবেন। আপনার নেট কানেকশন ক্লিয়ার কি না তা চেক করে নিন।

education board results এর অফশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে এখানে ক্লিক করুন

Education board result এর বিকল্প লিংকঃ All education board result

এই লিংকে প্রবেশ করলেই উপরের ছবিটির মতো পেজ ভিউটি দেখতে পাবেন। এছাড়া মার্কশিট সহ রেজাল্ট বের করার আরও সুন্দর উপায় জানতে এখানে ক্লিক করুন

HSC Result with Number and marksheet 2024

নাম্বার সহ এইচএসসি রেজাল্ট দেখতে ভিজিট করুনঃ result এ।

এখানে ক্লিক করে নিচের সব একই নিয়ম ফলো করে আপনি আপনার মার্ক্স সহ ফলাফল দেখতে পাবেন।

যশোর শিক্ষাবোর্ডের নাম্বার সহ রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন

HSC Result releted FAQS

এইচএসসি রেজাল্ট 2023 published date?

hsc result 2023 published date is 26 november 2023.

এইচএসসি রেজাল্ট ২০২৩ কবে দিবে?

এইচএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশিত হবে অর্থাৎ এইচএসসি রেজাল্ট ২৬ শে নভেম্বর ২০২৩ এ দিবে।

ওই দিন সকাল ১১ টার দিকে রেজাল্ট প্রকাশিত হবে। এর কিছুক্ষণের মধ্যেই অনলাইন এবং এসএমএস এর মাধ্যমে রেজাল্ট পাওয়া যাবে।

নম্বর সহ hsc ফলাফল 2023 মার্কশিট দেখার উপায় কি?

নম্বর সহ hsc ফলাফল 2023 মার্কশিট দেখার জন্য আপনি education board results ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এই পোষ্টে বিস্তারিত নিয়ম উল্লেখ আছে।

এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের মাধ্যমে নাম মাত্র ফিস দিয়ে আপনার মার্কশীট সহ নাম্বার বের করে নিতে পারেন।

এইচএসসি রেজাল্ট দেখা নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা “এইচএসসি রেজাল্ট কিভাবে দেখব ২০২৩ (নাম্বার সহ) hsc result marksheet” সম্পর্কে বিস্তারিত জেনেছি।

এছাড়াও how to check hsc result with number, how to check hsc result 2023 from official website সম্পর্কে সকল তথ্য জেনেছি।

আশা করছি এই পোস্ট থেকে এইচএসসি রেজাল্ট দেখার সকল উপায় সম্পর্কে বিস্তারিত জেনেছি। এরপরেও এই বিষয়ে আরও কিছু জানার থাকলে আমাদের Education Category ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ  Dainikkantha এ।

14 thoughts on “এইচএসসি রেজাল্ট কিভাবে দেখব ২০২৪ (নাম্বার সহ)”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.