ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত । ইদুল ফিতরের নামাজের নিয়ম

Last Updated on 11 months by Shaikh Mainul Islam

প্রিয় পাঠক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট “ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত অর্থাৎ রোজার ঈদের নামাজের নিয়ত ও নিয়ম” এ। প্রত্যেক মুসলমানের জন্য এই পস্ততি অত্তন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ এ বছর ফিতরা কত টাকা ২০২৩ । ফিতরা দেওয়ার নিয়ম

বছরে দুটি ঈদের নামাজ থাকায় মদ্ধে অনেক সময় গ্যাপ থাকার কারনে আমরা অনেকেই ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত ভুলে যাই। ভুলে যাই রোজার ঈদের নামাজের নিয়ত।

তাই আসন্ন ইদুল ফিতরকে সামনে রেখে ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

আরও পড়ুনঃ বাংলাদেশে ঈদুল ফিতর কবে । রোজার ঈদ কবে

আজকের পোষ্টে আমরা জানবো, ইদুল ফিতরের নামাজের নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত। অর্থাৎ কিভাবে রোজার ঈদের নামাজ পরা শুরু করে কি কি পড়ে শেষ করবেন সে সম্পর্কে বিস্তারিত।

সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়লে এই বিষয়ে কিছু অজানা থাকবে না।

রোজার ঈদের নামাজের নিয়ম

প্রিয় পাঠক, দীর্ঘ এক মাস রোজার পড়ে ইদুল ফিতরের মধ্য দিয়ে পবিত্র রমজান শেষ হয়।

ইসলামের বিধান অনুজাই ঈদের দিন অতিরিক্ত ৬ তাকবির দিয়ে ২ রাকাত ওয়াজিব নামাজ পড়তে হয়। এই নামাজকে ঈদের নামাজ বলা হয়।

ঈদের নামাজ একা পড়া যায় না। ইমামের পিছনে ঈদের নামাজ পড়তে হয়।

এর আগে ইদুল ফিতরের নামাজের নিয়ম ও নিয়ত নিয়ে আমাদের একাধিক পোস্ট আছে।

তবে এই পোষ্টে আর সহজ করে বুঝানোর চেষ্টা করছি।

ইদুল ফিতরের নামাজ পড়ার নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত নিচে কিছু পয়েন্ট দিয়ে উল্লেখ করা হলো।

এই পয়েন্ট আকারে ঈদের নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের নিয়ম অনুযায়ী আমাদের ঈদের নামাজ পড়তে হবে।

ঈদের নামাজ পড়ার নিয়ম

  1. ইমামের পিছনে ঈদের নামাজের উদ্দেশ্য নিয়ে দাড়াতে হবে।
  2. ইমামের সাথে প্রথম তাকবির দিয়ে হাত বাধতে হবে। এরপর ছানা পড়তে হবে।
  3. ছানা পড়ার পর অতিরিক্ত ৩ টি তাকবির দিতে হবে। প্রথম ২টি তাকবির দিয়ে হাত  ছেরে দিতে হবে।
  4. তৃতীয় তাকবির দিয় হাত বাধতে হবে, এবং ইমাম সুরা ফাতিহার সাথে মিলিয়ে অন্য একটি সুরা পরবেন।
  5. ইমামের তিলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপর রুকু সিজদাহ করে প্রথম রাকাত শেষ করত হবে।
  6. দ্বিতীয় রাকাতে প্রথমে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে ইম্মাম তিলাওয়াত করবেন। মুসল্লিরা শুনবে।
  7. এবার অতিরিক্ত ৩ টি তাকবির দিতে হবে। এর মদ্ধে প্রথম দুই তাকবিরে হাত ছেরে দিতে হবে।
  8. তৃতীয় তাকবিরে হাত বাধতে হবে।
  9. এরপর রুকুর জন্য আবার তাকবির দিয়ে রুকু সিজদাহ করা।
  10. এবং অন্যান্য স্বাভাবিক নামাজের মত আখেরি বৈঠক করে নামাজ শেষ করা।

আরও পড়ুনঃ ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম । ঈদুল ফিতরের নামাজের নিয়ম

এভাবেই ঈদের নামাজের নিয়ম অনুযায়ী ঈদুল ফিতরের নামাজ পড়তে হবে।

আশা করছি ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত সম্পর্কিত এই পোস্ট থেকে এতক্ষণে ঈদের নামাজের নিয়ম জানতে পেরেছেন।

এবার আমরা ঈদের নামাজের নিয়ত জানব। অর্থাৎ ঈদের নামাজ পড়তে কন নিয়ত করতে হয় তা জানব।

ঈদের নামাজের নিয়ত

বরাবরের মতো এই পোস্টেও আমাদের গ্রাহকদের উদ্দেশ্য করে জানাতে চাই যে, ঈদের নামাজ সহ কোনো ধরনের নামাজের ই নিয়ত করতে হয় না।

নিয়ত করার কোন বিধান নেই। কারন নিয়ত মুখে উচ্চারন করে পাঠ করার কোন বিষয় নয়।

একমাত্র হজ্জ এবং উমরাহ হজ ব্যতিত আপনাকে আর কোন ইবাদতেই নিয়ত করার কোন দরকার নেই। কিন্তু এরপরেও একদল মানুষ সব নামাজের মত ঈদের নামাজের নিয়ত ও মুখে পাঠ করতে চান।

চলুন নিচে ঈদের নামাজের নিয়ত বাংলায় এবং আরবিতে দেখে নেওয়া যাক।

ঈদুল ফিতরের নামাজের নিয়ত আরবিতেঃ  نَوَيْتُ أنْ أصَلِّي, للهِ تَعَالىَ رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتِّ التَكْبِيْرَ.اتِ وَاجِبُ اللهِ تَعَالَى اِقْتَضَيْتُ بِهَذَا .الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى. جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

ইদুল ফিতরের নামাজের বাংলা নিয়ত: “ হে আল্লাহ, আমি ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ৬ তাকবিরের সঙ্গে এই ইমামের পেছনে কেবলা মুখী হয়ে আপনার জন্য আদায় করছি –  আল্লাহু আকবার”।

ঈদুল ফিতরে অন্যান্য আমল

ওয়াক্তের নামাজ এবং ঈদের নামাজ ছাড়াও আর কিছু আমল আছে যে ঈদের দিন করা যেতে পারে।

যেমন একটু পরপর বিসেশ করে ফরজ নামাজের শেষে তাকবির “আল্লাহু আকবর আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবর অলিল্লাহিল হামদ” দেওয়া।

এছারা আত্মীয় সজন, পারা প্রতিবেশিদের সাথে শান্তি সম্রিদ্ধি বজায় রেখে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া। ঈদের নামাজের আগেই ফিতরার টাকা পরিশোধ করা।

ঈদের নামাজ পড়ার নিয়ম, নিয়ত নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা জেনেছি ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত এবং ঈদের তাকবির সম্পর্কে।

আশা করছি এই পোস্টটি সম্পূর্ণ পড়ার পর আপনি এখন ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত সম্পর্কে খুঁটিনাটি সব বিষয়ে জেনেছেন।

এরপরেও ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত সম্পর্কে কিছু জানতে চান কমেন্ট করে জানান। কমেন্টে আপনার উত্তর দিয়ে প্রশ্নের উত্তর দেওয়া হবে।

আরও পড়ুনঃ ইতিকাফ করার নিয়ম । মহিলাদের ইতিকাফের নিয়ম সহ সবকিছু জেনে নিন

ঈদ এবং ইসলাম সম্পর্কিত সকল পোস্ট পড়তে আমাদের ইসলাম ক্যাটাগরিতে ভিজিট করুন।

এছারাও নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করে সর্বশেষ পোস্ট পড়ুন। সর্বশেষ আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।

2 thoughts on “ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত । ইদুল ফিতরের নামাজের নিয়ম”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.