Last Updated on 10 months by Shaikh Mainul Islam
প্রিয় পাঠক, আমাদের আজকের পোস্ট ঈদুল আযহা নামাজের নিয়ম ও নিয়ত এ স্বাগত। আজকের পোষ্টে আমরা কোরবানির ঈদ বা ঈদুল আযহা নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে বিস্তারিত জানবো।
মুসলমানদের সবথেকে বড় দুইটি ধর্মীয় উৎসবের মধ্যে একটি হচ্ছে ঈদুল আযহা বা কোরবানির ঈদ। কোরবানির দিন কোরবানির আগে অতিরিক্ত ৬ তাকবিরে ২ রাকাত ইদের নামাজ জাআমতের সাথে আদায় করতে হয়।
আরও পড়ুনঃ কোরবানি কাদের উপর ফরজ?
আজকের পোষ্টে কোরবানির ঈদের নামাজের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো। জানবো ঈদুল আযহা নামাজের দুই রাকাত ঈদের নামাজ পড়ার নিয়ম সম্পর্কে খুঁটিনাটি।
ঈদুল আযহা নামাজের নিয়ম
ঈদুল ফিতরের নামাজের মতো ঈদুল আযহার নামাজও ২ রাকাত। ঈদের নামাজে আজান এবং একামত দেওয়া লাগে না।
শুধু মাত্র ইমামের পিছনে জামাতের সাথে অতিরিক্ত ৬ তাকবির দিয়ে ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হয়।
কোরবানির ঈদ বা ঈদুল আযহা নামাজের নিয়ম সমূহঃ
আরও পড়ুনঃ কোরবানির দোয়া । কোরবানি সম্পর্কে হাদিস
- ইমামের পিছনে ২ রাকাত নামাজের নিয়তে ইমামের দেওয়া তাকবিরের “আল্লাহু আকবর” সাথে হাত বাধতে হবে।
- হাত বেধে ছানা দোয়াটি পাঠ করতে হবে।
- এবার ইমামের সাথে পর পর দুইটি তাকবির দিয়ে হাত ছেরে দিতে হবে।
- তৃতীয় তাকবির দিয়ে নাভি বরাবর হাত বাঁধতে হবে।
- এবার ইমাম সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়বেন, মুসল্লিরা নিরব ভাবে শুনবে।
- এবার অন্যান্য নামাজের মত স্বাভাবিক ভাবেই ইমামের সাথে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করতে হবে।
- দ্বিতীয় রাকাতের শুরুতে ইমাম সুরা ফাতিহার সাথে অন্যান্য সুরা মিলিয়ে পড়বেন।
- এরপর রুকুতে যাওয়ার আগে পর পর তিনটি তাকবির দিতে হবে।
- প্রত্যেক তাকবিরে হাত ছেরে দিতে হবে।
- এবং তৃতীয় তাকবির দিয়ে সোজাসুজি রুকুতে চলে যেতে হবে।
- এরপর রুকু সিজদাহ করে আখেরি বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করতে হবে।
এভাবে কোরবানির ঈদ তথা ঈদুল আযহা নামাজের নিয়ম অনুযায়ী জিলহজ মাসের দশ তারিখ কোরবানির দিন সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হবে।
আশা করছি কোরবানির ঈদের নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছি।
এবার আমরা ঈদুল আযহার নামাজের বাংলা নিয়ত এবং ঈদুল আযহা নামাজের আরবি নিয়ত জানবো।
ঈদুল আযহার নামাজের নিয়ত
প্রিয় পাঠক, আমরা আগে একাধিক পোস্টে জেনেছি যে, হজ ব্যতিত আর কোনও ইবাদতে নিয়ত করার কোনও প্রয়োজন নেই।
এর কারণ, নিয়ত মুখে পড়ার কোন বিষয় নয়। নিয়ত তখন সম্পন্ন হয় যখন আপনি নামাজের উদ্দেশ্য নিয়ে মসজিদে রওনা দেন।
এরপরেও অনেকে বিগত দিনের মতোই কোরবানির ঈদ তথা ঈদুল আযহার নামাজের নিয়ত করতে চান। এদের জন্য ঈদুল আযহার নিয়ত বাংলা এবং আরবিতে উল্লেখ করা হলো।
আরবি নিয়ত মনে রাখতে সমস্যা হলে বাংলা নিয়ত করা যাবে। যেকোনো ভাষায় নিয়ত করার বিধান আছে কারণ আল্লাহ সব ভাষা সম্পর্কে অবগত।
আরও পড়ুনঃ ভাগে কুরবানি দেওয়ার নিয়ম । কোরবানির নাম দেওয়ার নিয়ম জেনে নিন
ঈদুল আযহা নামাজের আরবি নিয়তঃ “নাওয়াইতু আন উছ ল্লিয়া লিল্লাহি তায়আলা রাকয়াতা ছালাতিট ঈদুল আযহা মাআছিত্তাতি তাক-বীরাতি ওয়াজিবুল্লাহি তা আলা ইক্বতাদাইতু বিহাজাল ইমাম, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
ঈদুল আযহার নামাজের বাংলা নিয়তঃ “হে আল্লাহ, আমি কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদুল আযহার দু’ রাকআত ওয়াজিব নামায আদায় করিতেছি, আল্লাহু আকবার”।
প্রিয় পাঠক এতক্ষণে ঈদুল আযহা নামাজের নিয়ম, ঈদুল আযহা নামাজের আরবি নিয়ত এবং ঈদুল আযহার নামাজের বাংলার নিয়ত সম্পর্কে বিস্তারিত জেনেছি।
আরও পড়ুনঃ কোরবানির পশুর বয়স এবং কোরবানির পশু নির্ধারণে লক্ষণীয়
এবার আমরা ঈদুল আযহা নামাজ সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর জানবো।
এই প্রশ্নগুলো সাধারণত এই বিষয়ে অধিক বেশি পরিমানে জিজ্ঞেসিত হয়ে থাকে।
ঈদুল আযহা সম্পর্কিত প্রশ্ন উত্তর
ঈদুল আযহার নামাজ ২ রাকাত। ইমামের পিছনে অতিরিক্ত ৬ তাকবির দিয়ে ২ রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হয়।
না। ঈদুল আযহার নামাজ জামাতে পড়তে হয়। কোনো কারনে জামাত ছুতে গেলে সমসস্যা নেই কারণ এই নামাজ না পরলে পাপ নেই তবে পড়া উত্তম।
আরবি জিলহজ মাসের ১০ তারিখ সকালে পার্শ্ববর্তী মসজিদ এলাকায় জামাতের সাথে ঈদুল আযহার নামাজ আদায় করতে হয়।
এই দিন পশু কোরবানি করা হয়। পশু কোরবানির আগে ইদের নামাজ আদায় করতে হয়।
না। ঈদুল আযহা নামাজের আগে কোরবানি করলে সেই কোরবানি বাতিল বলে গণ্য হবে।
৩ দিন। আরবি জিলহজ মাসের ১০ তারিখ প্রথম দিন। এবং এর পরবর্তী দুই দিন কোরবানি দেওয়া যায়।
আরও পড়ুনঃ কুরবানির প্রশ্ন উত্তর । কুরবানির আলোচনা
ঈদুল আযহার নামাজের নিয়ম নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা ঈদুল আযহা নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে বিস্তারিত জেনেছি।
ঈদুল আযহা নামাজের আরবি নিয়ত, ঈদুল আযহা নামাজের বাংলা নিয়ত এবং ঈদুল আযহা সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর জেনেছি।
আশা করছি এই পোস্ট থেকে ঈদুল আযহা নামাজের নিয়ম ও নিয়ত সহ বিস্তারিত খুব সুন্দর ভাবে বুঝতে পারছেন।
এরপরেও যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানান। এবং কোরবানি ও ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে ইসলাম ক্যাটাগরি ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়ার জন্য ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।