আকিকা দেওয়ার নিয়ম । আকিকা সম্পর্কিত সকল তথ্য জেনে নিন

Last Updated on 10 months by Shaikh Mainul Islam

প্রিয় পাঠক, স্বাগত আমাদের আজকের পোস্ট “আকিকা দেওয়ার নিয়ম এবং আকিকা সম্পর্কিত বিস্তারিত” এ। এই পোষ্টটি প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইসলাম ধর্ম অনুযায়ী সন্তান জন্মের পর সপ্তম দিনে আকিকা দেওয়া সুন্নত। তবে কোনো কারণ বশত সপ্তম দিনে আকিকা দেওয়া সম্ভব না হয় তাহলে পরবর্তীতে দেওয়ার বিধান আছে।

আজকের পোষ্টে আমরা আকিকা দেওয়ার নিয়ম জানবো।

জানবো আকিকার নিয়ম কানুন, ছেলেদের আকিকা দেওয়ার নিয়ম, মেয়েদের আকিকা দেওয়ার নিয়ম এবং আকিকার মাংশ বণ্টনের নিয়ম সহ বিস্তারিত। চলুন মূল পোষ্টে যাওয়া যাক।

আকিকা কি । আকিকার নিয়ম

আকিকা হচ্ছে মুসলমানদের মধ্যে একটি প্রবহমান রিতি যা তারা কোনো সন্তান জন্মের পর সতপম তম দিনে সাধারণত সুস্থ সবল হালাল কোনো পশু জবাইএর মধ্য দিয়ে করে থাকে।

ইসলামের দৃষ্টিতে সন্তান জন্মের পর পশু (গরু/ ছাগল/ ভেড়া) জবাই দিয়ে আকিকা করা, মাথার চুল ফেলা এবং সুন্দর একটি নাম রাখা সুন্নত।

নবীজি বলেন আকিকা সন্তানের জন্মের সপ্তম দিনে করতে। সম্ভব না হলে ১৪ তম দিনে বা ২১ তম দিনেও করা যায়।

তবে তাও যদি কোন ব্যক্তির পক্ষে সম্ভব না হয় তাহলে পরবর্তী সময়েও করা যাবে। এমনকি ব্যক্তি নিজের আকিকা নিজেও স্বাবলম্বী হয়ে আদায় করতে পারবেন।

আরও পড়ুনঃ কোরবানির দোয়া । কোরবানি সম্পর্কে হাদিস 

আকিকা দেওয়া সুন্নত। তবে, এটি না আদায় করলে পাপ বা সন্তানের অমঙ্গল হবে এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও উল্লেখ নাই। তাই এমন কিছু সব মানুষের সৃষ্টি ভিত্তিহীন কথা।

হ্যা, তবে, নবীজি বলেছেন, আকিকা দিয়ে সন্তানের জন্য দোয়া করতে হবে।

সকল অমঙ্গল খারাপ কিছু থেকে সন্তানের মুক্তি কামনা করতে হবে। এবং সবার কাছে দোয়া চাইতে হবে।

আশা করছি আকিকা কি এবং কেন করতে হয় তা বুঝতে পেরেছেন।

এবার চলুন জেনে নেওয়া যাক আকিকা দেওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

আকিকা দেওয়া নিয়ম

ইসলামে সবকিছুর মত আকিকা দেওয়ার বিষয়েও রয়েছে যথেষ্ট সুযোগ। কারণ, ইসলাম কখনো অযৌক্তিক কিছু নির্দেশ দেন নাই।

ইসলামিক মতে, একজন ছেলে সন্তানের জন্য দুইটি ছাগল এবং একজন মেয়ে সন্তানের জন্য একটি ছাগল আকিকা দেওয়া সুন্নত।

আরও পড়ুনঃ হজের নিয়ম কানুন । শুরু থেকে শেষ পর্যন্ত হজ্জ করার নিয়ম জেনে নিন

তবে, দুইটি ছাগল আকিকা দেওয়ার সামর্থ্য না থাকলে ছেলেদের ক্ষেত্রেও একটি ছাগল দিয়ে আকিকা করার বিধান আছে।

আর আপনি যদি আপনার সন্তানের জন্য আকিকা দেওয়ার ক্ষেত্রে পশু হিসেবে গরু দিতে চান তাহলে ছেলে সন্তানের জন্য অন্তত একটি গরুর ৭ ভাগের দুই ভাগ আকিকা দিতে হবে।

আর, আপনি যদি মেয়ে সন্তানের জন্য গরু দিয়ে আকিকা দিতে চান তাহলে একটি গরুর সার ভাগের ১ ভাগ দিয়ে আকিকা দিতে হবে।

তবে, আপনি চাইলে একটি গরু দিয়েও একজন সন্তানের আকিকা দিতে পারবেন। কারণ, এই বিষয়ে ইসলাম আপনাকে পুরনাঙ্গ স্বাধীনতা দিয়েছেন।

আরও পড়ুনঃ কুরবানির প্রশ্ন উত্তর । কুরবানির আলোচনা

মোটকথা হচ্ছে, একজন ছেলে সন্তানের জন্য ২ ভাগ আকিকা দিতে হবে অন্তত।

যদি ছাগল দিয়ে আকিকা দেন তাহলে ২ টি ছাগল দিতে হবে।

কারণ, একটি ছাগল সমান গরুর সাত ভাগের এক ভাগ ধরা হয়।

তবে, দুইটি ছাগলের সামর্থ্য না থাকলে ১ টি দিলেও হবে।

আর মেয়ে সন্তানের ক্ষেত্রে আপনাকে ছাগল হলে একটি ছাগল আর গরু হলে গরুর সাত ভাগের অন্তত একভাগদিয়ে আকিকা দিতে হবে।

আশা করছি আকিকা কি, আকিকা দেওয়ার নিয়ম, ছেলে বা মেয়েদের আকিকা দেওয়ার নিয়ম এবং আকিকা দেওয়ার নিয়ম এর এই পোস্ট থেকে ইতিমধ্যে ছেলে এবং মেয়ে সন্তানের জন্য আকিকা দেওয়ার পুরনাঙ্গ নিয়ম জেনেছেন।

আকিকার গোস্ত বন্টনের নিয়ম

প্রিয় পাঠক, আকিকার গোশত বণ্টনের সু নির্দিষ্ট কোনো দলিল নেই। এবং সুনির্দিষ্ট কোনো হাদিসে নেই যে এত ভাগ এত ভাগ এদের এদের দিতে হবে।

আকিকার বিষয়টি যখন এক ধরনের আনন্দের বিষয় তখন এর গোশত নিকটাত্মীয় এবং সবসময় ওঠাবসা করা ব্যক্তিদের মাঝে দিতে হবে। এবং নিজ পরিবারের খাওয়ার জন্য রাখতে হবে।

অনেকে সম্পূর্ণ গোশত রেখে দেয়। রেখে দেওয়া যাবে। তবে ফ্রিজে সংগ্রহ করে খাওয়া একদমই উচিত না।

তবে, আকিকার গোশতের পরিমাণ যদি কম হয় এবং বাড়িতে আত্মীয়দের সংখ্যা বেশি হলে পুরোটাই রান্না করে সবাইকে খাওয়ানোর বিধান আছে।

তবে, আকিকার গোস্ত বণ্টনের ক্ষেত্রে, কিছু গোশত নিকটাত্মীয়দের, কিছু গোশত প্রতিবেশীদের এবং কিছু পরিমাণ নিজ পরিবারের জন্য রাখা অতি উত্তম। যদি তা যথেষ্ট পরিমাণ হয়।

আরও পড়ুনঃ হজের নিয়ত আরবি ও বাংলা । হজ্জের নিয়ত নিয়ে বিস্তারিত

আশা করছি আকিকার গোস্ত বণ্টনের নিয়ম নিয়ে সঠিক বিষয়টি স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন।

প্রিয় পাঠক, আকিকা সম্পর্কে আমাদের মধ্যে অনেকের অনেক বিষয়ে প্রশ্ন থেকে থাকে। এই সকল প্রশ্নের সঠিক উত্তর খুজে পেতে সমস্যায় পড়ি।

তাই আকিকা সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর জানব পোষ্টের এই অংশে। এই প্রশ্নের মধ্যে আকিকা সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে।

চলুন আকিকা সম্পর্কিত প্রশ্ন উত্তর জেনে নেওয়া যাক।

আকিকা সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রশ্নঃ আকিকা কত দিনে করতে হয় ?

= আকিকা সন্তান জন্মের ৭/১৪ অথবা ২১ তম দিনে করতে হয়।

তবে, এই দিনের মধ্যে আকিকা করতে ব্যর্থ হলে কোনো সমস্যা নেই।

পরবর্তীতে সন্তান সাবালক হওয়ার আগে বা যেকোনো সময়ে সন্তানের আকিকা দেওয়া যাবে।

এমনকি বাবা মা ব্যর্থ হলে সন্তান নিজের আকিকা পরবর্তীতে স্বাবলম্বী হয়ে নিজের আকিকা নিজেই দিতে পারবেন।

প্রঃ আকিকা শব্দের অর্থ কি?

= আকিকা শব্দের অর্থ কাঁটা অথবা পৃথক করা। সন্তান জন্মের পর আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ সরূপ পশু কোরবানি করাকে আকিকা বলা হয়।

প্রঃ গরু দিয়ে আকিকা দেওয়ার নিয়ম কি?

= গরু দিয়ে কোরবানি/ আকিকা দেওয়ার বিধান আছে। কারণ এটি একটি হালাল এবং গ্রিহপালিত পশু।

গরু আকারে অনেক বড় হওয়ায় একটি গরুকে ৭ ভাগে কোরবানি বা আকিকা দেওয়ার বিধান আছে।

তবে, ব্যক্তি চাইলে ছেলে সন্তানের জন্য একটি গরুকে ২ ভাগ ধরে বা সাত ভাগের ২ ভাগ দিয়ে বা মেয়ে সন্তানের জন্য ১ ভাগ ধরে বা ৭ ভাগের এক ভাগ দিয়ে আকিকা করতে পারবেন।

প্রঃ আকিকার জন্য ছাগলের বয়স কত হতে হবে?

= আকিকার জন্য ছাগলের বয়স কমপক্ষে এক বছর বয়স হতে হবে। রবং সুস্থ, সবল, সাস্থবান এবং স্বাভাবিক ছাগল হতে হবে।

প্রঃ আকিকার গোস্ত খাওয়ার নিয়ম কি?

=আকিকার গোশত খাওয়ার নির্দিষ্ট কোন বিধি নিষেধ নাই।

যে সন্তানের নামে আকিকা দেওয়া হয় সেই সন্তান সহ তার বাবা-মা, পরিবার এবং আত্তিও স্বজন সহ সবাই আকিকার গোশত খেতে পারবেন।

প্রঃ আকিকার মাংস বন্টনের নিয়ম কি?

= আকিকার মাংস বণ্টনের নির্ধারিত কোন নিয়ম নেই। তবে অসবসময় যাদের সাথে ওঠাবসা এবং নিকটাত্মীয় সবার মধ্যে বিলিয়ে নিজ পরিবারের জন্য রাখা উত্তম।

তবে আকিকার গোশত ফ্রিজে সংগ্রহ করে না খাওয়া অতি উত্তম।

প্রঃ কোরবানির গরু দিয়ে কি আকিকা হয় ?

= হ্যা, কোরবানির গরু দিয়ে আকিকা করা যায়।

প্রঃ আকিকা করা কি ফরজ ইবাদত?

= না। আকিকা করা সুন্নত ইবাদত।

প্রঃ আকিকার মাংস কারা খেতে পারবে?

= সবাই আকিকার মাংস খেতে পারবেন। সন্তান নিজেও আকিকার গোশত খেতে পারবেন।

আকিকা নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক,আজকের পোস্ট থেকে আমরা আকিকা দেওয়ার নিয়ম সম্পর্কে জেনেছি। জেনেছি আকিকা সম্পর্কিত সকল তথ্য।

আশা করছি এই পোষ্টটি পড়ার পর আকিকা নিয়ে আর কোন জিজ্ঞাসা বা কোনো তথ্য অজানা থাকবে না।

এরপরেও আকিকা সম্পর্কিত কোনো প্রশ্ন বা জানতে চাওয়ার থাকলে কমেন্ট করে জানান।

এবং কোরবানি/ আকিকা/ হজ এবং ইসলাম সম্পর্কিত সকল পোস্ট পেতে আমাদের ইসলাম ক্যাটাগরি ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

1 thought on “আকিকা দেওয়ার নিয়ম । আকিকা সম্পর্কিত সকল তথ্য জেনে নিন”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.