Last Updated on 1 year by Shaikh Mainul Islam
Dear Visitor, স্বাগত সিডনির সেরা বন্ধকী দালাল সম্পর্কিত আজকের পোষ্টটিতে। অস্ট্রেলিয়ার অন্যতম বৃহত্তম এবং জনবহুল শহর সিডনি। সিডনির সেরা বন্ধকী দালালরা আপনাকে আপনার গৃহ ঋণ, ঋণ পুনঃঅর্থায়ন, বিনিয়োগ ঋণ, নির্মাণ ঋণ, বিল্ডিং/নির্মাণ ঋণ, সংস্কারের অর্থ, ব্রিজিং ঋণ, এসএমএসএফ ঋণ, ঋণ সুরক্ষা বীমা, ব্যক্তিগত ঋণ সহ আরও অনেক বিষয়ে সহযোগিতা করে থাকে।
আজকের পোস্ট থেকে সিডনির সেরা বন্ধকী দালাল পোস্ট থেকে আপনি এই সম্পর্কে খুব স্পষ্ট একটি ধারণা পাবেন। আপনি জানতে পারবেন সিডনিতে কাজ করার জন্য সেরা বন্ধকী দালাল সম্পর্কে। এবং সর্বশেষ জানতে পারবেন সিডনির সেরা কয়েকজন বন্ধকী দালালের নাম এবং তাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ও নাম্বার।
বন্ধকি দালাল কাকে বলে ? বন্ধকী দালালদের কাজ কি? সিডনি সেরা বন্ধকি দালালদের মধ্যে সেরা দালাল কারা?
বন্ধকী দালাল সম্পর্কে সর্বশেষ জানবো। তাহলে চলুন, সিডনির সেরা বন্ধকি দালালদের তালিকা এবং বন্ধকী দালাল সম্পর্কিত কিছু বিষয়ে জেনে নেওয়া যাক।
বন্ধকী দালাল কাকে বলে ? সেরা বন্ধকী দালাল কারা ?
বন্ধকী হচ্ছে কোনও কিছুর বিনিময়ে যদি আপনি আর্থিক সেবা গ্রহণ করেন তাহলে এই প্রসেসকে বন্ধকী বলে। আর বন্ধক রাখায় যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান সরারসি সহযোগিতা মুলক সেবা দিয়ে থাকে তাদেরকে বন্ধকী দালাল বলে।
মনে করেন, আপনি একটি বাড়ি ক্রয় করবেন। বাড়িটি ক্রয় করার জন্য ১০ লাখ ডলার দরকার। আপনার কাছে ২ লাখ বা ৩ লাখ ডলার পুজি আছে।
এবার যেকোনো ব্যাংক, ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠান থেকে আপনি বাকি ৭ লাখ বা ৮ লাখ ডলার আপনি ঋণ নিতে পারবেন। এজন্য আপনার ক্রয়ক্রিত বাড়িটির কাগজ পত্র আপনার নামে থাকবে তবে সেই কাগজপত্র ওই ব্যাংক কিংবা ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানের কাছে জমা থাকবে।
অনেক সময় প্রতিষ্ঠিত বন্ধকী দালাল ব্যক্তিদের এই সেবা নিজে বা নিজস্ব প্রতিষ্ঠিত কোনও কোম্পানি থেকে দিয়ে থাকেন।
এজন্য ব্যাংক বা অন্য কোনও ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানের দরকার হয় না। আর এটি দিনকে দিন বেড়েই চলছে।
আরও সহজ ভাবে বললে, আপনি আপনার বাড়িটি বন্ধক রেখে বাড়ি কেনার জন্য প্রয়োজন মতো লোণ নিতে পারবেন।
সেবা দানকারী প্রতিষ্ঠান ব্যাংক বা ফিন্যান্সিয়াল কোম্পানির নিয়ম অনুযায়ী আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার নেওয়া লোণ শোধ করে আপনার বাড়িটি বন্ধক মুক্ত করতে পারবেন।
আপনি যদি কোনও কারণে ব্যাঙ্কের পাওনা পরিশোধ করতে না পারেন তাহলে ওই বাড়িটি ব্যাংক জব্দ করে তাদের টাকা নিয়ে নিবে লাভ সহ।
আর আপনার এই কাজে সেরা পৃথিবী বা বিশ্বের উন্নত দেশগুলোতে আপনার এই কাজগুলো কোনও ব্যক্তি বা মালিকানা প্রতিষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করে দিবেন।
এই বন্ধক নেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত কমিটমেন্ট অনুযায়ী যদি কোনও বন্ধকী দালাল তার দায়িত্ব পালন করে তারা সেরা বন্ধকী দালাল।
বন্ধকি দালালদের কাজ কি ? সিডনির বন্ধকী দালাল কি কি সেবা দিয়ে থাকেন ?
আপনার কোনো প্রপাটি বা সম্পত্তি বন্ধক রেখে অর্থ বা অন্য কোনও সুবিধা নিতে চাইলে আপনার এই কাজকে খুব সহজে ঝামেলাহিন ভাবে করে দেওয়াই বন্ধকী দালালের কাজ।
বিশ্বের সকল দেশ সকল শহরে বন্ধকী বিষয়টা অত্যন্ত জনপ্রিয় একটি বিষয়।
তারই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার সিডনি শহরের সেরা বন্ধকী দালালরা আপনাকে সর্বপ্রকার সেবা দিয়ে থাকেন।
চলুন দেখে নেওয়া যাক সিডনির সেরা বন্ধকী দালাল -রা আপনাকে কি কি সেবা দিয়ে থাকেন।
সিডনির মর্টগেজ ব্রোকাররা আপনার জন্য একটি হোম লোন সুরক্ষিত করা থেকে শুরু করে অন্যান্য আর্থিক লেনদেন পর্যন্ত বিভিন্ন পরিষেবা প্রদান করে।
সিডনির একজন বন্ধকী দালাল আপনাকে সাহায্য করতে পারে টা হচ্ছেঃ
- গৃহ ঋণ।
- ঋণ পুনঃঅর্থায়ন।
- বিনিয়োগ ঋণ।
- নির্মাণ ঋণ।
- বিল্ডিং বা নির্মাণ ঋণ।
- সংস্কারের অর্থ।
- ব্রিজিং ঋণ।
- এসএমএসএফ ঋণ।
- ঋণ সুরক্ষা বীমা।
- ব্যক্তিগত ঋণ।
- গাড়ী এবং সম্পদ অর্থায়ন।
- ব্যবসা ঋণ।
- ব্যবসা সরঞ্জাম অর্থায়ন।
- বাণিজ্যিক সম্পত্তি অর্থায়ন।
- বিপরীত বন্ধক (তৃতীয় পক্ষের রেফারেল অনুযায়ী)।
- বীমা (তৃতীয় পক্ষের রেফারেল অনুযায়ী)।
আপনি যদি সিডনি শহরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি সিডনির সেরা বন্ধকী দালাল এর কাছ থেকে উপরের সেবা সহ সব রকমের সেবা পাবেন।
সিডনি সেরা বন্ধকী দালাল । ফিনান্স ব্রোকার সিডনি
প্রিয় পাঠক, এখন আমরা সিডনিতে সেরা বন্ধকী দালাল -দের মধ্য থেকে কয়েকজন সম্পর্কে জানবো।
এরা প্রত্যেকে সিডনি তথা অস্ট্রেলিয়ার প্রথম সাড়ির বন্ধকী দালাল হিসেবে স্বীকৃত প্রাপ্ত এবং অনুমোদিত।
শন বেটম্যান: সিডনি শহরের সেরা বন্ধকী দালালদের মধ্যে অন্যতম।
শন বেটম্যান 2004 সালে তার মর্টগেজ কোম্পানি, প্রিন্সিপাল মর্টগেজ এর যাত্রা শুরু করেন।
২০০৪ থেকে এখন ২০২৩ সালে এসেও শন বেটম্যান কোম্পানির নিয়মনীতি বজায় রেখে তিনি বিশেষজ্ঞ ব্রোকারদের একটি দলের নেতৃত্ব দিচ্ছেন যারা আপনাকে সবচেয়ে বেশি হার এবং শর্তাবলী সুরক্ষিত করার জন্য অক্লান্ত পরিশ্রম এবং মেধা দিয়ে আপনার জন্য কাজ করে আসছে।
Bettman শুধুমাত্র 40 টিরও বেশি ঋণদাতাদের একটি নেটওয়ার্ক ব্যবহার করে আন্ডার রাইটিংয়ের কাজ করার জন্য।
এছাড়া তারা সেই ঋণ এবং শর্তাবলীর একটি উন্নত সফ্টওয়্যার বিশ্লেষণও নিযুক্ত করে থাকে যাতে নিশ্চিত করা যায় যে তাদের এখানে কোনও ঘাটতি নেই।
প্রায় দুই-তৃতীয়াংশ তরুণ তরুণীরা ভাবছে যে তারা সিডনিতে একটি বাড়ি হয়ত কিনতে পারবে না।
তবে সেই বেলায় শন-এর মতো একজন উদ্ভাবনী ব্রোকার আপনার সেরা বাজি হতে পারে।
শন নিজে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে পড়াশোনা করা।
এবং শুধুমাত্র সংখ্যা দিয়েই নয়, গত দুই দশকে তার তৈরি করা নেটওয়ার্কগুলির সাথেও কাজ করে শন নিজেকে যেমন করেছেন পোক্ত তেমনই একটি দক্ষ নেটওয়ার্ক তৈরি করেছে।
সেই সুবিধার একটি অংশ যা আপনি তাদের থেকে আশা করতে পারেন।
আপনি আশা রাখতে পারেন যে, প্রিন্সিপ্যাল মর্টগেজগুলি আপনাকে সাধারণ জনগণের কাছে সহজ লভ্য নয় এমন ঋণ পেতে সাহায্য করবে শন বেটম্যান এর বন্ধকী কোম্পানি মর্টগেজ কোম্পানি প্রিন্সিপাল মর্টগেজ।
প্রিন্সিপাল মর্টগেজ সম্পর্কে আরও জানুন এখানে ভিজিট করে।
গ্রেগ ব্লুম: সিডনিতে অন্যতম, বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন একজন বন্ধকী দালাল
গ্রেগ ব্লুম বেশ কিছু বছর ধরে 1st Street Financial-এর সাথে আছেন।
কিন্তু ফিনান্স এবং রিয়েল এস্টেটে তার অভিজ্ঞতা 2008 থেকে ২০২৩ এখন পর্যন্ত চলমান।
1st street financial এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করেই আপনি গ্রেগ ব্লুম সম্পর্কে জানতে পারবেন।
আমি গ্রেগ ব্লুমকে সিডনির সেরা বন্ধকী দালাল দের মধ্যে অন্যতম একজন মনে করি।
ডানা ফ্রেজার: সবচেয়ে উদ্যোক্তা সিডনির সেরা বন্ধকী দালাল দের মধ্যে অন্যতম একজন।
নিজ ক্যারিয়ার শুরুর ৭ বছর পড়ে অভিজ্ঞতা সম্পন্ন ডানা ফ্লেজার নিজের ফিনান্সিয়াল কোম্পানি দ্য লেন্ডিং ক্লাব প্রতিষ্ঠা করেন।
বর্তমান সময়ে ডানা ফ্লেজার সিডনিতে নিজস্ব ফান্ডে পরিচালিত দ্য লেন্ডিং ক্লাবের কারণে একজন সেরা বন্ধকী দালাল হিসেবে সু পরিচিত।
দ্য লেন্ডিং ফিন্যান্সিয়াল এ ভিজিট করে ডানা ফ্লেজার সম্পর্কে জানতে পারবেন।
ক্রিশ্চিয়ান স্টিভেনস: একজন ব্যক্তিগত দালাল যিনি বন্ধকী সম্পর্কিত সকল বিষয়ে আপনাকে পরামর্শ এবং সেবা দিতে প্রস্তুত।
ক্রিস্টান প্রায় ছয় বছর ধরে শোর ফাইন্যান্সিয়ালের সাথে কাজ করছে। সেই সময়ে বেশ কয়েকটি পুরষ্কার অর্জন করেছে ক্রিশ্চিয়ান স্টিভেনস।
এছাড়াও তিনি অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বাড়ির ক্রেতাদের জন্য সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ শুরু করেছিলেন এবং তার লিঙ্কডইন প্রোফাইলটি সারা দেশে বন্ধকী দালালদের জন্য সবচেয়ে বেশি বার দেখা হয়।
শীর্ষ বন্ধকী দালাল সিডনি সম্পর্কে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা সিডনির সেরা বন্ধকী দালাল সম্পর্কে জেনেছি। জেনেছি সিডনিতে কাজ করার জন্য সেরা বন্ধকী দালাল সম্পর্কে অনেক কিছু।
এছাড়াও জেনেছি বন্ধকী দালাল কি, বন্ধকী দালাল কাকে বলে এবং বন্ধকী দালাল এর কাজ কি সে সম্পর্কে বিস্তারিত।
আশা করছি সিডনির সেরা বন্ধকী দালাল সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে পেরেছি।
কমেন্ট করে জানান, যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে।
নিয়মিত মর্টগেজ ব্রোকার সম্পর্কে আপডেট পেতে আমাদের মর্টগেজ ব্রোকার ক্যাটাগরি ভিজিট করুন। চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।