শবে বরাত ২০২৫ কত তারিখে । শবে বরাত পালনের নিয়ম

Last Updated on 3 weeks by Shaikh Mainul Islam

প্রিয় পাঠক, শবে বরাতের ঠিক ১৫ দিন পরেই শুরু হয় মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব মাহে রমজান। আর এই ২০২৫ সালে শবে বরাত খুব সন্নিকটে। কিন্তু শবে বরাত ২০২৫ কত তারিখে?

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “শবে বরাত ২০২৫ কত তারিখে জেনে নিন । শবে বরাত পালনের নিয়ম” এ।

আজকের পোষ্টে আমরা জানবো, শবে বরাত কি, শবে বরাত ২০২৫ কত তারিখ, শবে বরাত পালনের নিয়ম এবং শবে বরাতের নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

শবে বরাত কি

শবে বরাত শব্দটি ফারসি শব্দ। শবে অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি। সেই অর্থে শবে বরাতকে মুক্তির রাত বলা হয়।

আরবি বছরের শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে শবে বরাত পালন করা হয়। আর এই শবে বরাতের ঠিক ১৫ দিন পরেই শুরু হয় রমজান মাস।

আরও পড়ুনঃ শবে বরাতের নামাজের নিয়ম । শবে বরাতের আমল

শবে বরাতের রাতে আল্লাহ তার বান্দাদের বিশেষ ভাবে ক্ষমা করেন। বিশেষ ভাবে আল্লাহ তার বান্দাদের সব চাওয়া পূরণ করেন।

তাই শবে বরাতের রাত মানেই মুসলমান সম্প্রদায় সারা রাত নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে ক্ষমা ও করুণা কামনা করেন।

শবে বরাত কত তারিখে ২০২৫

আরবি শাবান মাসের ১৪ তারিখ রাতে শবে বরাত পালন করা হয়। শাবান মাসের ১৪ তারিখ রাতে এবং ১৫ তারিখের শুরুতে যে রাত সেই রাতে পবিত্র শবে কদর পালন করা হয়।

সেই হিসেবে ২০২৫ সালের শবে বরাত ১৩ ফেব্রুয়ারি রাতে অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি দিন শেষে রাত হলেই ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি নিয়ে যে রাত সেই রাতে শবে বরাত ২০২৫ অনুষ্ঠিত হবে।

আরও সহজ ভাবে বললে বোঝা যায় যে, ২০২৫ সালের শবে বরাত মার্চ মাসের ১৩ ফেব্রুয়ারি তারিখ দিনগত বা দিবাগত রাতে অনুষ্ঠিত হবে।

পড়ুনঃ  রোজার নিয়ত ও ইফতারের দোয়া (উচ্চারণ সহ বাংলা অর্থ)

অর্থাৎ ২০২৫ সালের শবে বরাত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনগত রাতে।

মানে ১৩ তারিখ দিনের শেষে যে রাত সেই রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

শবে বরাত ২০২৫ মূলত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ দিবাগত রাতে অনুষ্ঠিত হবে।

আশা করছি বুঝতে পারছেন যে শবে বরাত ২০২৫ কত তারিখে অনুষ্ঠিত হবে।

শবে বরাত পালনের নিয়ম

প্রিয় পাঠক, শবে বরাত সম্পর্কে আমাদের অনেকের মাঝে অনেক ভুল ধারণা আছে। যেমন অনেকে মনে করে শবে বরাত পালন করা বেদাত।

আবার অনেকে মনে করেন যে, শবে বরাত পালন না করলে পাপ হয়।

প্রকৃত অর্থে এটাই সত্য যে, শবে বরাত মুসলমানদের জন্য একটি স্পেশাল রাত।

শবে বরাতের রাতে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদের বলেন, “হে আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন আমাকে বলো। আমি আল্লাহর ধনবান্ডারে কিছুর অভাব নেই”।

এর কারণ, শবে বরাতের রাতে আল্লাহ তায়ালা তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দিয়ে থাকে। বান্দা ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন।

বান্দাদের সকল চাওয়া পূরণ করেন। শুধু মাত্র দুই শ্রেনির ব্যক্তি ব্যতিত (হিংসা, বিদ্বেষ পোষণকারী) এইদিন সবার দোয়া আল্লাহ কবুল করেন। 

শবে বরাত পালনের আসল নিয়ম হচ্ছে, এই দিন রাতে আল্লাহ তায়ালার কাছে বেশী বেশী ক্ষমা প্রার্থনা করতে হবে।

নফল ইবাদত করতে হবে। আল্লাহর কাছে রিজিকের ব্যবস্থা করতে দোয়া করতে হবে।

আরও পড়ুনঃ শবে বরাতের রোজা কয়টি । শবে বরাত সম্পর্কে বিস্তারিত

শবে বরাতের রাত যত বেশী ইবাদত করা হবে আল্লাহ তার বান্দাদের তত বেশী দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে রিজিকের জন্য সাহায্য চাইতে হবেহ।

জীবনের সকল গুনাহ মাফ করে দেওয়ার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে কান্না করতে হবে। এই রাতে এশার নামাজের পরে যত সম্ভব নফল ইবাদত করা উচিত।

তবে সারা রাত জেগে সকালে ফজর অর্থাৎ ফরজ নামাজ কাযা না হয় সেদিকে খেয়াল রাখতে হবেহ।

শবে বরাত উপলক্ষে কোনও প্রকার আতশবাজি ফুটানো যাবে না। ভালো ভালো রান্না করে খাওয়ার জন্য শবে বরাতকে উদ্দেশ্য করা যাবে না।

সহজ ভাবে বললে, শবে বরাত হচ্ছে আল্লাহর কাছে ইবাদতের মাধ্যমে কান্নাকাটি করে মাফ চাওয়ার রাত। রহমত চাওয়ার রাত।

সেই রাতে আল্লাহর ইবাদত ব্যতিত অন্য কোনকিছু করা মানেই না জায়েজ এবং পাপ।

তাই শবে বরাতের সময়ে নিজেরা সতর্ক থাকার পাশাপাশি বাচ্চাদের দেখে রাখতে হবে।

তারা যেন খারাপ সঙ্গের সাথে মিশে ইসলাম পরিপন্থী কাজ না করে।

শবে বরাতের নামাজ পড়ার নিয়ম

শবে বরাত উপলক্ষে যে আপনাকে নামাজই পড়তে হবে এমনটা না। নফল ইবাদত করলেই হবে।

তবে, একমাত্র নামাজের মাধ্যমে আল্লাহর খুব কাছে যাওয়া যায়। তাই নামাজ ইবাদত -ই সবথেকে সেরা ইবাদত।

আরও পড়ুনঃ  শবে বরাতের নামাজ সম্পর্কিত সকল তথ্য জেনে নিন

এদিন দিন এশার নামাজের পড়ে সুন্নত আদায়ের পরে দুই রাকাত করে যে কয় রাকাত ইচ্ছা নফল নামাজ পড়া উত্তম। তবে এটি বাধ্যতামূলক নয়।

এছাড়া জিকির, কোরআন তিলাওয়াত সহ অন্যান্য নফল ইবাদত করা যাব।

এই সম্পর্কে পূর্ণাঙ্গ লেখা আমাদের “শবে বরাতের নামাজের নিয়ম এবং নিয়ত বাংলা এবং আরবিতে” পোষ্ট থেকে জানতে পারবেন।

শবে বরাত সম্পর্কিত FAQS

শবে বরাত ২০২৫ কত তারিখে ?

১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ দিবাগত রাতে। বিস্তারিত উপরে উল্লেখ আছে সেখান থেকে দেখে নিন।

শবে বরাতের নামাজ কয় রাকাত?

শবে বরাতের নামাজ নিয়ে কোনও ধরাবাধা নিয়ম নেই।

অনেকে ৪ রাকাত বা ৮ রাকাত কিংবা ১২ রাকাত পড়ে থাকেন। তবে আপনি আপনার ইচ্ছামত পড়তে পারেন।

Shobe barat পালন করা কি জায়েজ?

অবশ্যই শবে বরাত পালন করা জায়েজ। তবে শবে বরাত সম্পর্কে কিছু বিধি নিষেধ আছে। সেগুলো মেনে চলতে হবেহ।

শবে বরাতের নামাজ পড়ার নিয়ম কিহ ?

শবে বরাতের নামাজ পড়ার নিয়ম আমাদের অন্য একটি পোষ্টে খুব বিস্তারিত ভাবে উল্লেখ করা আছে। সেখান থেকে দেখে নিন।

Shobe barat এ না জায়েজ কি কি?

শবে বরাতে খাওয়াদাওয়া, আতশবাজি ফুটানো, উদযাপনের উদ্দেশ্য নিয়ে অনেক লোক এক জায়গায় জটলা করে দুনিয়াবি কথা বার্তা বলা, ইত্যাদি।

শবে বরাত ২০২৫ নিয়ে সর্বশেষ

আজকের পোস্ট থেকে আমরা শবে বরাত ২০২৫ কত তারিখে টা জেনেছি। জেনেছি শবে বরাতের নামাজের নিয়ম।

শবে বরাত সহ ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Islamic info Category ভিজিট করুন।

চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

1 thought on “শবে বরাত ২০২৫ কত তারিখে । শবে বরাত পালনের নিয়ম”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.