Last Updated on 6 months by Shaikh Mainul Islam
সৌদিতে অবস্থানরত অনেক বাঙালি প্রবাসি দেশে টাকা পাঠানোর সময়ে সৌদি রিয়াল আজকের রেট কত বাংলাদেশ এ তা জানতে চান। অনেকে সৌদি যাওয়ার আগে সৌদি আরবের টাকার মান কত তা জানতে চান।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোষ্ট “সৌদি রিয়াল আজকের রেট কত বাংলাদেশ । আজকের সৌদি রিয়াল রেট বাংলাদেশ” এ।
আরও পড়ুনঃ ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা । ওমানি রিয়াল বাংলা টাকা
আজকের পোষ্ট আমরা জানবো, সৌদি রিয়াল আজকের রেট কত বাংলাদেশ, সৌদি আরবের টাকার মান কত, বাংলাদেশ সৌদি এবং ইউএসএ এর টাকার মানের পার্থক্য সহ সৌদি রিয়াল নিয়ে বিস্তারিত।
সৌদি রিয়াল আজকের রেট কত বাংলাদেশ
সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল। সৌদি আরবের ১ রিয়াল সমান বাংলাদেশের ৩১ টাকা পয়সা।
অর্থাৎ, বাংলাদেশি টাকার ৩১ গুনের বেশি সৌদি আরবের টাকার বা রিয়ালের। সৌদি রিয়ালের রেট ৩১ টাকা ২৯ পয়সা।
সেই হিসেবে, সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের কত তাহলে তার জন্য (১০০*৩১.২৯)= ৩১২৯ টাকা।
আরও পড়ুনঃ কুয়েতের ১ দিনার বাংলাদেশের কত টাকা । কুয়েত বাংলাদেশ টাকার রেট
একজন সৌদি প্রবাসী যেদিন বাংলাদেশে টাকা পাঠায় তিনি ওইদিনের সৌদি রিয়াল রেট অনুযায়ী বাংলাদেশি টাকা পাঠান।
আরও সহজ ভাবে বললে, সৌদি রিয়াল আজকের রেট কত বাংলাদেশ এটি জানতে চায় রিয়ালের রেট জানার জন্য। যেদিন রিয়ালের রেট বেশি হয়ে থাকে সেদিন দেশে টাকা পাঠালে বেশি টাকা পাওয়া যায়।
সৌদি রিয়াল সহ বাংলাদেশ ও ইউএসএর আজকের রেট
প্রিয় পাঠক, বিশ্বের বেশিরভাগ দেশের টাকার মান হিসাব করা হয় ইউএস এর ডলার রেটের উপর নির্ভর করে।
চলুন এক নজরে সৌদি আরব, বাংলাদেশ এবং ইউএস এর মুদ্রার মান জেনে নেওয়া যাকঃ
- ইউএসএ ১ ডলার সমান সৌদি ৩.৭৫ রিয়াল।
- সৌদি ১ রিয়াল সমান বাংলাদেশি ৩১ টাকা ২৯ পয়সা।
- ইউএসএ ১ ডলার সমান বাংলাদেশি ১১৭ টাকা ৩৫ পয়সা।
আরও পড়ুনঃ ডলার রেট বাংলাদেশ । ডলার টু টাকা
ডলারের মানের উপর নির্ভর করে এর পরিমাণ প্রতিদিন সামান্য পরিবর্তিত হয়ে থাকে। এজন্য আমরা প্রত্যেকদিন আপডেট করে জানিয়ে দেই।
আশা করছি ইউএস ডলার, সৌদি রিয়াল এবং বাংলাদেশি টাকার মান সম্পর্কে স্পষ্ট জানতে পেরেছেন।
সৌদি বাংলাদেশি ইউএস মুদ্রা । FAQS
রিয়াল হচ্ছে সৌদি আরবের মুদ্রা বা টাকার নাম।
সৌদি আরবের ১ টাকা বাংলাদেশের ৩১ টাকা ২৯ পয়সা।
বাংলাদেশ থেকে সৌদি আরবের দূরত্ব ৫ হাজার ৪৮৪ কিলোমিটার।
বিশ্বের অন্যতম ধনী দেশ সৌদি আরব এশিয়া মহাদেশের দক্ষিন পশ্চিম অঞ্চলে অবস্থিত।
বাংলাদেশে সময়ের থেকে সৌদি আরবের সময় ৩ ঘণ্টা পিছিয়ে থাকে। অর্থাৎ এখন বাংলাদেশে যে কয়টা বাজে তার থেকে ৩ ঘণ্টা বাদ দিলেই সৌদি আরবের সময় পেয়ে যাবেন।
সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের ৩১২৯ টাকার সমান।
ইউএসএর এক ডলার সমান সৌদির ৩.৭৫ রিয়াল।
সৌদি রিয়াল রেট today নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোস্টে আমরা “সৌদি রিয়াল রেট today । আজকের সৌদি রিয়াল রেট বাংলাদেশ” সম্পর্কে বিস্তারিত জেনেছি।
আশা করছি এই পোস্ট থেকে সৌদি রিয়াল রেট বাংলাদেশ today এবং সৌদি আরবের রিয়াল, ইউএস এর ডলার এবং বাংলাদেশি টাকার মান সম্পর্কে বিস্তারিত জেনেছেন।
বিভিন্ন দেশের টাকার মান এবং এই সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে International Category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik kantha ভিজিট করুন। সরবসেশ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
3 thoughts on “সৌদি রিয়াল আজকের রেট কত বাংলাদেশ । সৌদি রিয়াল রেট today”