বিজয় দিবসের বক্তব্য pdf । ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বক্তব্য

Last Updated on 11 months by Shaikh Mainul Islam

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি বিজয় অর্জন করেছিল। আর তাই আজ বিজয় দিবসের বক্তব্য pdf দেখবো।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোষ্ট “বিজয় দিবসের বক্তব্য pdf । ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বক্তব্য” এ।

আজকের পোষ্টে আমরা জানবো, বিজয় দিবসে বক্তব্য দেওয়ার জন্য কি কি করনীয়, কিভাবে ১৬ ডিসেম্বর বক্তব্য দিতে হবে এবং একটি বিজয় দিবসের বক্তব্য pdf সহ এই বিষয়ে বিস্তারিত জানবো।

বিজয় দিবসের বক্তব্য দেওয়ার নিয়ম

আপনি কোনো বিষয়ে মানুষের সামনে বলতে চাইলে আপনাকে অবশ্যই সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে এবং স্টেপ বাই স্টেপ গুছিয়ে বলতে হবে।

কোনো বিষয়ে বক্তব্য বলতে আপনাকে ৩ থেকে ৪ মিনিটের মধ্যে ওই বিষয়ে তারিখ এবং স্মরণীয় ঘটনা সহ আবেগ অনুভুতি দিয়ে সবার সামনে উপস্থাপন করতে হবে।

আপনি বক্তব্য দেওয়ার বেলায় উপরের এই বিষয়গুলি খেয়াল করে বক্তব্য দিতে পারলেই সবার মধ্যে আপনার ১৬ ই ডিসেম্বর এর বক্তব্য সেরা এবং দর্শকপ্রিয় হিসেবে বিবেচিত হবে।

বিজয় দিবসে বক্তব্যের ক্ষেত্রে করনীয়

শুরুতেই একটি বাণী দিয়ে শুরু করতে হবে। এরপর মহান সৃষ্টিকর্তার নামে শুরু করতে হবে। আপনাকে বিজয় দিবসের বক্তব্য দেওয়ার জন্য ৩ থেকে ৪ বা ৫ মিনিট দেওয়া হবে।

এর মধ্যে ১৯৪৭ সালের ভারত ভাগের পর থেকে ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৫৩ সালের যুক্তফ্রন্ট, ১৯৬৬ সালের ৬ দফাআ, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০ এর সাধারণ নির্বাচন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এর সবটা ই তুলে ধরতে হবে।

তবে, সবকিছু মানুষের কম বেশি জানা আছে। তাই আপনাকে সংক্ষেপে ২-১ বাক্যে পুরো বিষয়টা শেষ করতে হবে।

আরও পড়ুনঃ বিজয় দিবসের সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার নিয়ম (নমুনা বক্তব্য সহ)

আপনার খেয়াল রাখতে হবে যে, কোনোভাবেই আপনার সামনে থাকা দর্শকদের বিরক্তি না আসে। আর আপনার অবশ্যই তারিখগুলি ভালোভাবে উপস্থাপন করতে হবে।

সব তথ্য স্টেপ বাই স্টেপ সাজিয়ে আবেগ অনুভূতি মিশিয়ে আপনাকে সম্পূর্ণ বক্তব্য দিতে হবে।

এতে করে আপনার বক্তব্য মানুষ মনোযোগ সহকারে শুনবে।

আর একজন বক্তা হিসেবে আপনার বক্তব্য মানুষ মনোযোগ দিয়ে শুনবে এটাই আপনার সার্থকতা।

বিজয় দিবসের বক্তব্য pdf লিংক

অনেকের অনেক সভা সেমিনারে বিজয় দিবস উপলক্ষে বক্তব্য দিতে হয়। কিন্তু বক্তব্যের মধ্যে স্টেপ বা পয়েন্ট ভুলে যাওয়া বা মনে থাকে না।

ইনস্ট্যান্ট আপনি গুগল সার্চ করে দেখবেন কিন্তু বাসায় ওয়াইফাই থাকলেও মোবাইলেও নেট থাকে না।

তাই অনেকেই বিজয় দিবসের বক্তব্য pdf লিংক খুজে থাকেন। যাতে করে বিজয় দিবসের বক্তব্য pdf খুজে থাকেন অনেকেই।

আরও পড়ুনঃ ১৬ ই ডিসেম্বরের বক্তব্য দেওয়ার নিয়ম (নমুনা সহ)

আমরা পূর্ববর্তী পোষ্টে নিজয় দিবসের নমুনা বক্তব্য সহ বিজয় দিবসের বক্তব্য দেওয়ার নিয়ম দেওয়া আছে।

আপনি চাইলে আমাদের পূর্ববর্তী পোষ্টটি ভিজিট করে স্ক্রিনশট বা অফ্লাইনে পেজটি সেভ করেও যেকোনো সময়ে দেখতে পারেন।

তাই এই পোষ্টে শুধু মাত্র বিজয় দিবসের বক্তব্য pdf লিংক দিচ্ছি।

বিজয় দিবসের বক্তব্য পিডিএফ লিংকে ক্লিক করে pdf ফাইলটি আপনার ফোনে ডাউনলোড করে যেকোনো সময়ে দেখতে পারবেন।

বিজয় দিবসের বক্তব্য পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।

এছাড়াও আমাদের জাতীয় ক্যাটাগরিতে বিজয় দিবসে বক্তব্য দেওয়ার নিয়ম, নমুনা বক্তব্য সহ বিজয় দিবস সম্পর্কে আরও অসংখ্য পোষ্ট করা আছে। 

বিজয় দিবস সম্পর্কিত FAQS

বিজয় দিবস কবে?

প্রতিবছর ১৬ ই ডিসেম্বর বাঙালি জাতি জাতিওভাবে বিজয় দিবস পালন করে। দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাঙালি জাতি বিজয় অর্জন করে।

মুক্তিযুদ্ধে কত লক্ষ মানুষ মারা যায়?

সরকারি হিসাব অনুযায়ী স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ মানুষ মারা যায়। এবং ২ লক্ষ মা বোন ইজ্জত সম্ভ্রম হারায়।

বিজয় দিবসে বাংলাদেশে কি কি কর্মসূচীর আয়োজন করা হয়?

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশে সরকারি এবং বেসরকারি ভাবে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।

যেমনঃ শহীদের প্রতি শ্রদ্ধা, মিলাদ, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ আরও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিজয় দিবস নিয়ে ক্যাপশন লেখার উপায় কি?

হৃদয়ে যদি দেশ এবং দেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা থাকলে মনের ভিতর থেকেই দেশকে নিয়ে দেশের বিজয়কে নিয়ে দুই চার লাইন লেখা যাবে খুব সহজেই।

আরও পড়ুনঃ বিজয় দিবস নিয়ে ক্যাপশন

ক্যাপশন এমন হয়া উচিত যে, ক্যাপশনের মধ্যে দেশের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, দায়িত্ববোধ সবকিছু উপস্থিত থাকে।

আর তাছাড়া আমাদের পূর্ববর্তী পোষ্টে বিজয় দিবস নিয়ে ক্যাপশন লেখা আছে সেখান থেকেও দেখে নিতে পারেন।

বিজয় দিবসের বক্তব্য নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বক্তব্য দেওয়ার নিয়ম সহ বিজয় দিবসের বক্তব্য pdf পেয়েছি।

আশা করছি এই পোষ্ট থেকে বিজয় দিবসের বক্তব্য সম্পর্কিত সকল তথ্য জানতে পেরেছেন।

বিজয় দিবস সহ সকল জাতীয় দিবস সম্পর্কে জানতে আমাদের National Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোষ্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।
আমাদের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন  Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.