Last Updated on 7 months by Shaikh Mainul Islam
অনলাইনের স্বর্ণযুগে সবকিছুর মতো এসএসসি রেজাল্ট ও দেখা যায় তাও আবার মার্কসীট সহ। তবে এর জন্য ঘরে বসে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম জানা জরুরি।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “এসএসসি রেজাল্ট দেখার নিয়ম 2024 (মার্কশিট সহ) এ।
আজকের পোস্টে আমরা ঘরে বসে এসএসসি রেজাল্ট দেখার সকল উপায় এবং আমাদের মাধ্যমে নাম্বার সহ এসএসসি রেজাল্ট দেখার উপায় সম্পর্কে বিস্তারিত জানবো।
এসএসসি রেজাল্ট দেখার উপায় সমূহ
অনলাইনে এবং অফলাইনে দুই ভাবেই সহজ সাবলীলভাবে এসএসসি রেজাল্ট চেক করা যায়। তবে এখন অনলাইনের মাধ্যমেই বেশিরভাগ শিক্ষার্থী এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখে তাহাকে।
এর কারণ সাথ সাথে মার্কসীট দেখা যায়। দেখা যায় নাম্বার পত্র। তবে হতাসার কোনো কারণ নেই, অফলাইনে এসএমএস এ জানিয়ে দেওয়া হয়।
আজকের পোষ্টে আমরা অনলাইনে এবং অফ্লাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো। জানবো কিভাবে একজন শিক্ষার্থী অনলাইনে এবং অফলাইনে ঘরে বসেই এসএসসি রেজাল্ট বের করতে পারে।
অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার জন্য করণীয়
মাত্র কয়েকটি ধাপে তুমি তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করে নিতে পারবে মুহূর্তের মধ্যেই। এসএসসি রেজাল্ট দেখার বা বের করার ধাপগুলি দেখে নেওয়া যাক। এরপর বিস্তারিত আলোচনা করবো।
১) প্রথমে তোমাকে educationboardresults ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইট লিংক পোষ্টের শেষের দিকে দিয়ে দিবো।
২) লিংকে প্রবেশ করার পর নিচের ছবির মতো একটি পেজ ভিউ আসবে।
৩) উপরের পেজ ভিউতে Examination অপশনে HSC? Alim অটোমেটিক দেওয়া থাকলেও ডান পাশে একটি এরও চিহ্নতে ক্লিক করে SSC/ Dakhil অপশন সিলেক্ট করতে হবে।
৪) দ্বিতীয় অপশনে Year নামের একটি অপশন দেখতে পাচ্ছ। Year এর ডান পাশে ক্লিক কর তোমার পরীক্ষা দেওয়ার সাল সিলেক্ট করতে হবে।
৫) Board এর অপশনে লেখা Select One এর উপর ক্লিক করলে সকল বোর্ডের নাম দেখতে পাবে। সেখান থেকে তোমার বোর্ডের নাম সিলেক্ট করে দিবে।
৬) এরপর Roll এর অপশনের ফাঁকা জায়গায় তোমার এসএসসি পরীক্ষার রল নাম্বার লিখবে। ইংরেজিতে লিখতে হবে।
৭) এরপর Reg: No অপশনের ফাঁকা জায়গায় তোমার এসএসসি পরীক্ষার সময় রেজিস্ট্রেশন/ এডমিট কার্ডে থাকা রেজিস্ট্রেশন নাম্বার বসাবে।
৮) এরপ নিচে যেকোনো দুইটি সংখ্যার যোগ/ বিয়োগ/ গুন/ ভাগ করতে বলবে। যা বলবে সেটি করলে যে উত্তর হয় সেই উত্তরটি ফাঁকা স্থানে ইংরেজিতে লিখবে।
বেশ। তোমার কাজ শেষ। এবার নিচে Submit অপশনে ক্লিক করবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরপরেই তোমার কাঙ্ক্ষিত এসএসসি ফলাফল তোমার চোখের সামনে দেখতে পাবে।
- Education Board Results
- Examination এ SSC/ Dakhil সিলেক্ট
- Year এ পরীক্ষার সাল সিলেক্
- Board এ বোর্ডের নাম সিলেক্ট
- Roll এপরীক্ষার রোল নাম্বার
- Reg: No এ পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার
- ক্যাপচা পুরন করবেন
- নিচে Submit অপশনে ক্লিক
- ফলাফল
তোমার বোঝার সুবিধার্থে নিচে একটি পেজ পূরণ করে বুঝিয়ে দিচ্ছি।
ঠিক উপরের ছবির মতো সকল বিষয়ে তথ্য দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই তোমার এসএসসি ফলাফল এসে যাবে।
উপরের সকল কার্যক্রম সম্পন্ন করতে ক্লিক করঃ Education Board Results
অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার সতর্কতা
নোটঃ ( রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই এই রেজাল্ট দেখতে পাবে। রেজাল্ট পাবলিশ হওয়ার পর প্রথম কয়েক ঘণ্টা একই সময়ে অতিরিক্ত ভিজিটর প্রবেশের কারণে সার্ভার ডাউন থাকতে পারে।
এজন্য মন খারাপ করলে চলবে না। অপেক্ষা করে কিছুক্ষণ পর রিফ্রেশ দিয়ে আবার চেষ্টা করতে হবে। তুলনামূলক যেখানে ভালো ইন্টারনেট সংযোগ পায় সেখানে গিয়ে ট্রাই করতে হবে।)
এসএসসি রেজাল্ট মার্কসীট কিভাবে সেভ করবে
তোমার রেজাল্ট বের করা শেষ। এবার তোমার চখ্র সামনে তোমার অনেক সাধনার এসএসসি ফলাফল। এত সেভ করে প্রিন্টারের দোকানে গিয়ে প্রিন্ট করতে হলে তুমি নিজেও সেভ করে নিতে পারবে আবার দোকানদাড় ও বের করে দিতে পারবে।
আর তোমার ব্যক্তিগত প্রিন্টার থাকলে তুমি নিজেই পারবে। এজন্য তোমাকে তোমার রেজাল্টের উপরে ডান কার্সর থেকে ক্লিক করে Save As অপশনে ক্লিক করে সেভ করে নিতে হবে।
আর মোবাইল থেকে দেখলে তুমি চেপে ধরলে বা তিন ডট অপশনে গিয়ে Save As অপশন পেয়ে যাবে। সেখান থেকে সেভ করে নিতে পারবে।
sms এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম
মুঠোফোন থেকে অফলাইনে sms এর মাধ্যমে SSC রেজাল্ট বের করা একদম সহজ। এজন্য তোমাকে মাত্র কয়েকটি ধাপে একটি এসএমএস পাঠাতে হবে।
কিন্তু এসএসসি রেজাল্ট বের করার জন্য কোন নাম্বারে পাহাবেন এসএমএস? কি লিখবেন এসএমএস এ? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
এসএসসি রেজাল্ট দেখার অন্যতম একটি উপায় হচ্ছে এসএমএস উপায় বা sms system. তুমি যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবে সেহেতু তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে SSC.
এরপর স্পেস দিয়ে তোমার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখবে বড় হাতের অক্ষরে। এরপর স্পেস দিয়ে তোমার রোল নাম্বার লিখবে। এরপর স্পেস দিয়ে তুমি যে সালে পরীক্ষা দিয়েছ সেটি লিখবে।
এবার এই মেসেজটি পাঠিয়ে দিবে 16222 এই নাম্বারে। এরপর কিছু মুহূর্ত অপেক্ষা করতে হবে। একটু সময়ের মধ্যেই তোমাকে ফিরতি একটি মেসেজে তোমার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।
তুমি কত পয়েন্ট পেয়েছ কোন বিষয়ে কি গ্রেড পেয়েছ তার সব উল্লেখ করে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নিচে একটি উধারণ স্বরূপ একটি মেসেজ লিখে দিচ্ছি। এটি দেখলে আরও সহজ ভাবেই বুঝতে পারবে।
SSC<space>DHA <space>Your SSC Roll<space> 2022
= (SSC DHA 11111 2022)
উপরে ব্রাকেটের মধ্যের লেখাটির মতো একটি মেসেজ দিবা। 11111 এর জায়গায় তোমার রোল নাম্বার হবে। আর DHA হচ্ছে ঢাকা বোর্ডের জন্য। তুমি তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর দিবে। এরপর সেন্ড করে দিবে 16222 এই নাম্বারে।
নোটঃ এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার জন্য তুমি যে সিম থেকে মেসেজ পাথাবে সেই সিমে কিছু টাকা থাকতে হবে। ২-৫ টাকা থাকলেই হবে। তবে তুমি যদি বারবার এসএমএস পাঠাও প্রত্তেকবার টাকা কেটে নিবে। টাকা না থাকলে এসএমএস যাবে না।
এবং রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে সার্ভার সমস্যার কারণে কিছু সময় ফিরতি এসএমএস এ লেট হলে চিন্তার কিছু নাই। একটু পরে আবার ট্রাই করলে পেয়ে যাবে)
এসএসসি রেজাল্ট বের করতে সকল বোর্ডের শর্ট ফর্ম
বোর্ডের নাম | বোর্ডের প্রথম তিন অক্ষর |
---|---|
Dhaka Board | DHA |
Chittagong Board | CHI |
Rajshahi Board | RAJ |
Comilla Board | COM |
Sylhet Board | SYL |
Barisal Board | BAR |
Jessore Board | JES |
Dinajpur Board | DIN |
Madrasah Board (দাখিল পরীক্ষার বোর্ড) | MAD |
Technical Board (টেকনিক্যাল পরীক্ষার বোর্ড) | TEC |
উপরের টেবিল থেকে দেখে নাও তোমার বোর্ড কোনটি এবং তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর কি কি।
সেইভাবে মেসেজে লিখে মেসেজ সেন্ড করবে।
আরও পড়ুনঃ ছাত্রদের জন্য অনলাইনে আয় । কিভাবে অনলাইনে আয় করা যায়
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই এতক্ষণে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করার উপায় সম্পর্কে জেনে গেছ।
কিভাবে মোবাইল এসএমএস এবং অনলাইনে এসএসসি রেজাল্ট বের করতে হয়।
জেনেছ এসএসসি রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত। এবা এই সম্পর্কে আরও কিছু প্রশ্ন উত্তর জেনে নেওয়া যাক।
আমাদের থেকে এসএসসি রেজাল্ট বের করার উপায়
শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা শিক্ষার্থীর এসএসসি রেজাল্ট বের করে দিয়ে থাকি। আর এর পুরোটা আপনি অনলাইনে ঘরে বসে করতে পারবেন।
আমাদের মাধ্যমে এসএসসি রেজাল্ট বের করতে চাইলে নিচের যেকোনো একটি মাধ্যমে যোগাযোগ করুন।
আমাদের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখা এবং রেজাল্ট পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ করতে নিচে যোগাযোগ করুন
Facebook Page: Dainikkantha
Whatsapp: 01752808514 (Personal Bkash+Nagad)
আমাদের মাধ্যমে রেজাল্ট বের করতে হলে নিচের স্টেপগুলি ফলো করুনঃ
আপনার বোর্ড নাম, রোল, রেজিষ্ট্রেশন নাম্বার এবং পরীক্ষা সাল লিখে মেসেজ করুন। এবং উপরোক্ত নাম্বারে ২০ টাকা সেন্ড মানি করে লাস্ট ৪ সংখ্যা বলুন।
উল্লেখ্য যে আমাদের মাধ্যমে নাম্বার সহ মার্কশিট বের করার জন্য ২০ টাকা এবং বোর্ড চ্যালেঞ্জ করার জন্য সাবজেক্ট প্রতি ৫০ টাকা চার্জ প্রযোজ্য।
এসএসসি রেজাল্ট সম্পর্কিত FAQS
এসএসসি পরিখার রেজাল্ট বের করতে educationboardresults নামের একটি সরকারি ওয়েবসাইটে যেতে হবে। লিংক সহ বিস্তারিত তথ্য পোষ্টের মধ্যে দেওয়া আছে।
SSC DHA 11111 202৪ এইভাবে একটি মেসেজ লিখে পাঠাতে হবে 16222 নাম্বারে। বিস্তারিত জানতে উপরের সম্পূর্ণ ব্লগটি পরুন।
এসএসসি রেজাল্ট প্রস্তুত সম্পন্ন হয়েছে। মে মাসের ১২ তারিখ ২০২৪ তারিখ দুপুর ১১ টায় এসএসসি রেজাল্ট ২০২২৪ প্রকাশ করা হবে।
এই ব্লগটি সম্পূর্ণ পড়লেই বুঝতে পারবেন কিভাবে ssc sms result বের করতে হয়। সম্পূর্ণ বুঝিয়ে লেখা আছে।
এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা এসএসসি রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জেনেছি। জেনেছি এসএমএস এর মাধ্যমে ssc sms result চেক করার উপায় সম্পর্কে।
কারোর পরীক্ষা খারাপ হলে হতাস হওয়া যাবে না। কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না। মনে রাখবে একটি পাবলিক পরীক্ষা কখনোই তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারবে না।
একটি পাবলিক পরীক্ষা কখনো জীবনের থেকে মূল্যবান না। লাইফে সফল ব্যক্তিদের জিবনিতে দেখবা তারা পরিক্ষায় খারাপ করছে। এই বিষয়ে পরবর্তীতে আরও বিস্তারিত লেখব।
তোমাদের সবার এসএসসি রেজাল্ট ভালো হোক। সবার জন্য শুভকামনা।
আমাদের প্রতিদিনের আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করো। চোখ রাখো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ
12 thoughts on “এসএসসি রেজাল্ট দেখার নিয়ম 2024 (মার্কশিট সহ)”