এসএসসি রেজাল্ট চেক 2024 (Number with marksheet)

Last Updated on 7 months by Shaikh Mainul Islam

শিক্ষাজীবনের দীর্ঘ দশ বছরের ফলাফল হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্ট। আর তাই সর্বশেষ এসএসসি ২০২৪ ব্যাচ এসএসসি রেজাল্ট চেক 2024 সম্পর্কে জানতে চেয়েছেন।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “এসএসসি রেজাল্ট চেক 2024 (Number with marksheet)” এ।

আজকের পোষ্টে আমরা জানবো এসএসসি রেজাল্ট চেক 2024 এর উপায় সমূহ, আমাদের থেকে নাম্বার সহ মার্কশিট বের করার উপায় সম্পর্কে বিস্তারিত।

এসএসসি রেজাল্ট চেক উপায় সমূহ

সহজেই এসএসসি রেজাল্ট চেক করার দুইটি উপায় রয়েছে। এর মধ্যে একটি করতে স্মার্ট মোবাইল ফোন লাগবে। দুই ভাবে এসএসসি রেজাল্ট দেখার উপায় হচ্ছেঃ

আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করার উপায়

  • মোবাইলের এসএমএস এর মাধ্যমে SSC রেজাল্ট চেক
  • অনলাইন থেকে SSC রেজাল্ট দেখা যায়

এখন জানবো কিভাবে দুই পদ্ধতিতে এসএসসি পরীক্ষার ফলাফল বের করার নিয়ম এবং আমাদের থেকে কিভাবে নাম্বার সহ এসএসসি রেজাল্ট বের করবেন সে সব বিষয়ে বিস্তারিত।

অনলাইনে এসএসসি রেজাল্ট চেক করার উপায়

প্রিয় শিক্ষার্থী, এই লেখাটি যখন পড়ছ নিশ্চয়ই তোমার হাতের স্মার্ট ফোনটি দিয়ে পড়ছ। অথবা ল্যাপটপ কম্পিউটার থেকে পড়ছ। এখন স্মার্ট ফোন থাকলেই এসএসসি রেজাল্ট বের করতে পারবে।

কয়েকটি ধাপে অনলাইনে একটি সরকারি ওয়েবসাইট যেখানে সকল পাবলিক পরীক্ষার ফলাফল আপলোড করা হয়। সেখান থেকে নির্দিষ্ট তথ্য দিয়ে যেকেউ যেকোনো সময়ে সকল পাবলিক পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন।

চলো অনলাইনে এসএসসি রেজাল্ট বের কয়ার ধাপ সমূহ দেখে নেওয়া যাক।

অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

১) প্রথমে educationboardresults নামের একটি ওয়েবসাইটে যেতে হবে।

ওয়েবসাইটটিতে প্রবেশের পর নিচের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখতে পাবে। (ওয়েবসাইটের লিংক এই পোষ্টে দেওয়া আছে)।

এসএসসি রেজাল্ট চেক 2024 – SSC Result 2024 with marksheet

২) উপরের পেজ ভিউ এর মতো একটি পেজ ভিউ দেখতে পাবে। সেখানে দেখবে কয়েকটি তথ্য দেওয়ার এবং অটোমেটিক সিলেক্ট করার অপশন দেওয়া আছে।

৩) উপরের পেজ ভিউতে Examination অপশনে HSC/ Alim অটোমেটিক দেওয়া থাকলেও ডান পাশে একটি এরো চিহ্নতে ক্লিক করে SSC/ Dakhil অপশন সিলেক্ট করতে হবে।

৪) দ্বিতীয় অপশনে Year নামের একটি অপশন দেখতে পাচ্ছ। Year এর ডান পাশে ক্লিক কর তোমার পরীক্ষা দেওয়ার সাল সিলেক্ট করতে হবে।

৫) Board এর অপশনে লেখা Select One এর উপর ক্লিক করলে সকল বোর্ডের নাম দেখতে পাবে। সেখান থেকে তোমার বোর্ডের নাম সিলেক্ট করতে হবে।

৬) এরপর Roll এর অপশনের ফাঁকা জায়গায় তোমার এসএসসি পরীক্ষার রোল নাম্বার লিখতে হবে।

তোমার রোল নাম্বার অবশ্যই ইংরেজিতে লিখতে হবে।

৭) এরপর Reg: No অপশনের ফাঁকা জায়গায় তোমার এসএসসি পরীক্ষার সময় রেজিস্ট্রেশন/ এডমিট কার্ডে থাকা রেজিস্ট্রেশন নাম্বারবসাতে হবে।

৮) এরপরে নিচে যেকোনো দুইটি সংখ্যার যোগ/ বিয়োগ/ গুন/ ভাগ করতে বলবে। যা বলবে সেটি করলে যে উত্তর হয় সেই উত্তরটি ফাঁকা স্থানে ইংরেজিতে লিখতে হবে।

বেশ, তোমার কাজ শেষ। এবার নিচে একটি Submit অপশন দেখতে পাবে। Submit অপশনে ক্লিক করলেই মুহূর্তের মধ্যে তোমাকে তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি দেখাবে।

মার্কশীট সহ তুমি তোমার সকল বিষয়ের গ্রেড পয়েন্ট দেখতে পাবে।

অনলাইনের মাধ্যমে এভাবে তুমি তোমারএসএসসি রেজাল্ট চেক 2024 করতে পারবে তোমার ব্যাচের এসএসসি রেজাল্ট প্রকাশ করার পর থেকে।

অনলাইনে SSC Result 2024 with marksheet দেখতে ক্লিক করোঃ Education Board Result

SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম

মোবাইল থেকে অফলাইনে sms এর মাধ্যমে SSC রেজাল্ট বের করা একদম সহজ।

এজন্য তোমাকে কয়েকটি ধাপে ধাপ অনুসারে এসএমএস পাঠাতে হবে। কিন্তু এসএসসি রেজাল্ট বের করার জন্য কোন নাম্বারে সেন্ড করবে এসএমএস? কি লিখবে এসএমএস এ? চলো জেনে নেওয়া যাক বিস্তারিত।

এসএসসি রেজাল্ট দেখার অন্যতম একটি উপায় হচ্ছে এসএমএস উপায় বা sms system. তুমি যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করবে সেহেতু তোমার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে SSC.

এরপর স্পেস দিয়ে তোমার বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখবে ইংরেজি বড় হাতের অক্ষরে।

এরপর স্পেস দিয়ে তোমার বোর্ড পরীক্ষার রোল নাম্বার লিখবে। এরপর স্পেস দিয়ে তুমি যে সালে পরীক্ষা দিয়েছ সেটি লিখবে। 

এবার এই মেসেজটি পাঠিয়ে দিবে 16222 এই নাম্বারে। এরপর কিছু মুহূর্ত অপেক্ষা করতে হবে।

একটু সময়ের মধ্যেই তোমাকে ফিরতি একটি মেসেজে তোমার রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।

তুমি কত পয়েন্ট পেয়েছ কোন বিষয়ে কি গ্রেড পেয়েছ তার সব উল্লেখ করে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

নিচে একটি উধারণ স্বরূপ একটি মেসেজ লিখে দিচ্ছি। এটি দেখলে আরও সহজ ভাবেই বুঝতে পারবে।

SSC<space>DHA <space>Your SSC Roll<space> 2024

= (SSC DHA 222222 2024)

উপরে ব্রাকেটের মধ্যের লেখাটির মতো একটি মেসেজ দিবা। 222222 এর জায়গায় তোমার রোল নাম্বার লিখবে।

আর DHA হচ্ছে ঢাকা বোর্ডের জন্য।

তুমি তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর দিয়ে দিবে। এরপর সেন্ড করবে 16222 এই নাম্বারে।

এসএসসি রেজাল্ট চেক করতে সতর্কতা

বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছ যে কিভাবে এসএসসি রেজাল্ট চেক করা যায় খুব সহজেই।

এবার এসএসসি রেজাল্ট চেক 2024 করার সময় যে বিষয় গুলোতে লক্ষ্য রাখতে হবে তা জেনে নেওয়া যাক।

যদি তুমি অনলাইন থেকে এসএসসি রেজাল্ট চেক করো তাহলে তুমি অবশ্যই রেজাল্ট পাবলিশ হওয়ার সাথে সাথে রেজাল্ট বের করতে গিয়ে সার্ভার জনিত সমস্যায় পরবে।

কারণ দেশের লাখ লাখ শিক্ষার্থী যখন একটি সার্ভার থেকে রেজাল্ট বের করতে যায় তখন সার্ভারটি অটোমেটিক ডাউন হয়ে যায়।

তাই বলে হতাশ হওয়া যবে না। চিন্তা করা যাবে না। অতিরিক্ত উত্তেজিত হওয়া যাবে না।

এমন অবস্থায় তোমরা সাময়িক সময় থেমে থেমে চেষ্টা করবে।

অবশ্যই বের করতে পারবে তোমার এসএসসি রেজাল্ট নাম্বার সহ পাবে। এক্ষেত্রে তোমার মসেজের মাধ্যমেও এমন সমস্যা হতে পারে।

যার ফলে তোমার ফিরতি এসএমএস এ রেজাল্ট না আসতে পারে। তবে হতাশার কিছু নেই। সবই সার্ভার জনিত সমস্যার কারণে হয়ে থাকে।

এছাড়াও তোমার ইন্টারনেট কানেকশন থাকতে হবে অনলাইনে এসএসসি রেজাল্ট বের করতে হলে।

এবং মেসেজের মাধ্যমে বের করতে হলে যে সিম থেকে মেসেজ দিবা ওই সিমে কিছু টাকা থাকতে হবে।

৫ থেকে ১০ টাকা হলেই কয়েকবার মেসেজ দিতে পারবা তুমি।

আমাদের থেকে এসএসসি রেজাল্ট বের করার উপায়

শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করে আমরা শিক্ষার্থীর এসএসসি রেজাল্ট বের করে দিয়ে থাকি। আর এর পুরোটা আপনি অনলাইনে ঘরে বসে করতে পারবেন।

আমাদের মাধ্যমে এসএসসি রেজাল্ট বের করতে চাইলে নিচের যেকোনো একটি মাধ্যমে যোগাযোগ করুন।

আমাদের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখা এবং রেজাল্ট পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ করতে নিচে যোগাযোগ করুন

Facebook Page: Dainikkantha
Whatsapp: 01752808514 (Personal Bkash+Nagad)

আমাদের মাধ্যমে রেজাল্ট বের করতে হলে নিচের স্টেপগুলি ফলো করুনঃ 

আপনার বোর্ড নাম, রোল, রেজিষ্ট্রেশন নাম্বার এবং পরীক্ষা সাল লিখে মেসেজ করুন। এবং উপরোক্ত নাম্বারে ২০ টাকা সেন্ড মানি করে লাস্ট ৪ সংখ্যা বলুন। 

উল্লেখ্য যে আমাদের মাধ্যমে নাম্বার সহ মার্কশিট বের করার জন্য ২০ টাকা এবং বোর্ড চ্যালেঞ্জ করার জন্য সাবজেক্ট প্রতি ৫০ টাকা চার্জ প্রযোজ্য।

এসএসসি রেজাল্ট সম্পর্কিত FAQS

এসএসসি রেজাল্ট কিভাবে দেখব?

অনলাইনে এবং মোবাইলে মেসেজের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখতে পাবে।

কিভাবে এসএসসি রেজাল্ট দেখবো ?

দুই ভাবেই এসএসসি রেজাল্ট দেখতে পারবে। এক্ষেত্রে তোমাকে সম্পূর্ণ পোস্টটি পড়তে হবে। তবেই একাধিক উপায় সম্পর্কে জানতে পারবে।

এসএসসি রেজাল্ট নাম্বার সহ দেখার উপায় কি?

অনলাইনের মাধ্যমেই শুধু তুমি এসএসসি রেজাল্ট মার্কশীট সহ দেখতে পারবে।

কবে দিবে এসএসসি রেজাল্ট ২০২৪?

এসএসসি রেজাল্ট প্রস্তুত সম্পন্ন হয়েছে। ১২ মে ২০২৪ তারিখ দুপুর ১১ টায় এসএসসি রেজাল্ট ২০২৪ প্রকাশ করা হবে।

Education Board Results দেখবো কিভাবে নিয়ে সর্বশেষ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে জানলাম এসএসসি রেজাল্ট চেক 2024 করার উপায়, এসএসসি রেজাল্ট কিভাবে দেখব তার সম্পূর্ণ নিয়ম, এসএসসি রেজাল্ট বের করার নিয়ম।

এবং ওয়েবসাইট নাম, কিভাবে এসএসসি রেজাল্ট দেখবো সেই বিষয়ে। 

জেনেছি, এসএসসি রেজাল্ট ঢাকা বোর্ড, এসএসসি রেজাল্ট মার্কশীট উইথ নম্বর কিভাবে দেখবো, এসএসসি রেজাল্ট কিভাবে দেখবো এসব বিষয়ে বিস্তারিত।

মনে রাখবে একই পাবলিক পরীক্ষার রেজাল্ট কখনোই তোমার জীবনের থেকে মূল্যবান না। নিজের লক্ষ্য এবং জীবনের মূল্য দিয়ে শিখতে হবে।

আশা করছি সকলের এসএসসি রেজাল্ট সুন্দর হবে। সবার জন্য শুভকামনা।

এই বিষয়ে কিছু বুঝতে সমস্যা হলে এই পোষ্টে কমেন্ট করো। অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাও।

আমরা তোমাদের সমস্যা সমাধানের পাশাপাশি রেজাল্ট বের করতে সহযোগিতা করবো।

আমাদের নিয়মিত আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট ভিজিট করো। চোখ রাখো আমাদের DK POST ফেসবুক পেজে।

10 thoughts on “এসএসসি রেজাল্ট চেক 2024 (Number with marksheet)”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.