২০২৫ সালের রোজা কত তারিখে । ২০২৫ সালের রোজার ক্যালেন্ডার

আরবি রমজান মাস অনুযায়ী ২০২৫ সালের রোজা কত তারিখে এবং ২০২৫ সালের রোজার ক্যালেন্ডার তা প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানদের জন্য জানা জরুরি।  

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “২০২৫ সালের রোজা কত তারিখে । ২০২৫ সালের আরবি ক্যালেন্ডার” এ।

আজকের পোষ্টে আমরা ২০২৫ সালের রোজা কত তারিখে, ২০২৫ সালের রোজার ক্যালেন্ডার (বাংলাদেশ সময় অনুযায়ী) সম্পর্কে বিস্তারিত জানবো।

২০২৫ সালের রোজা কত তারিখ (সকল দেশ)

সাধারণত আরবি মাসগুলির শুরু এবং শেষ হয় আকাশের চাঁদ দেখার উপর নির্ভর করে। তাই রমজান মাস শুরুর অনেক আগে শতভাগ সঠিক ভাবে বলা সম্ভব না।

আরও পড়ুনঃ শবে বরাত ২০২৫ কত তারিখে

তবে, ধারণা করা যায় যে, ২০২৫ সালের পবিত্র রমজান মাস শুরু হবে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে।

২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ভোর বেলা সেহরি খাওয়ার মধ্য দিয়ে ২০২৫ সালের রমজান মাস শুরু হবে।

এবং ২৯ মার্চ সন্ধ্যায় ইফতারির মধ্য এবং ৩০ মার্চ রোজার ঈদের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের রমজান মাস।

চলুন, একনজরে দেখে নেওয়া যাক ২০২৫ সালের রোজা কোন দেশে কবে শুরু হয়ঃ

দেশরমজান শুরু
সৌদি আরব২৭ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ২৮ ফেব্রুয়ারি ২০২৫
কাতার২৮ ফেব্রুয়ারি ২০২৫
পাকিস্তান২৮ ফেব্রুয়ারি ২০২৫
ভারত২৮ ফেব্রুয়ারি ২০২৫
ইতালি২৮ ফেব্রুয়ারি ২০২৫
আরব আমিরাত২৭ ফেব্রুয়ারি ২০২৫

২০২৫ সালের রোজার ক্যালেন্ডার

সুবহে সাদিক থেকে শুরু করে ইফতারি এর পুরো সময় নির্ভর করে সূর্যোদয় এবং সূর্যাস্ত এর উপর।

তাই স্থান, দেশ অনুযায়ী এই সময়ের কিছুটা তারতম্য দেখা যায়। নিচে খুব সহজেই চার্ট আকারে বাংলাদেশ সময় অনুযায়ী ২০২৫ সালের রোজার সময়সূচী তুলে ধরা হয়েছেঃ

রোজাতারিখসেহরিইফতার
২৮/২/২৫ভোরঃসন্ধ্যাঃ
১ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
২ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
৩ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
৪ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
৫ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
৬ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
৭ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
৮ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
১০৯ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
১১১০ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
১২১১ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
১৩১২ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
১৪১৩ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
১৫১৪ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
১৬১৫ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
১৭১৬ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
১৮১৭ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
১৯১৮ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
২০১৯ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
২১২০ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
২২২১ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
২৩২২ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
২৪২৩ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
২৫২৪ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
২৬২৫ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
২৭২৬ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
২৮২৭ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
২৯২৮ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ
৩০২৯ মার্চ ২৫ভোরঃসন্ধ্যাঃ

বিশেষ দ্রষ্টব্যঃ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে সেহ্রি ইফতারির সময়সূচী ২০২৫ প্রকাশিত হওয়ার পরে এই পোষ্টে সঠিক সময় জানিয়ে দেওয়া হবে।

২০২৫ সালের রোজা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়

এই পোষ্টে ২০২৫ সালে রোজার সেহরি, ইফতারির সময়সূচী উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আপনার অবস্থান কৃত স্থানের সময়সূচী অনুযায়ী সতর্কতার সাথে যোগ/ বিয়োগ করে নিন।

আমাদের মনে রাখতে হবে যে, রোজা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আদায় করা একটি ফরজ ইবাদত।

আরও পড়ুনঃ রোজা ভঙ্গের কারণ, মাকরুহ, যখন রাখা লাগবে না

তাই, রমজান মাসে রোজা পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সাওয়াব অর্জনের কাজে যেন পাপ অর্জন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

আরও পড়ুনঃ তারাবি নামাজের নিয়ত

এক্ষেত্রে আপনি রোজার ভঙ্গের কারণ, রোজা মাক্রু এর কারণ এবং রোজা সম্পর্কিত সচেতনা মুলক নিম্নে বর্ণিত পোষ্টগুলি পড়তে পারেন।

রোজার নিয়ত ও ইফতারির দোয়া

কোনো ব্যক্তি যখন ঘুম থেকে উঠে সেহরি খাওয়ার জন্য বা সেহি খাওয়া শুরু করেন ঠিক তখন আপনা আপনি ভাবে রোজার নিয়ত আদায় হয়ে যায়।

তবে অনেকেই মুখে উচ্চারণ করে করে রোজার নিয়ত আদায় করেন। তাদের জানার সুবিধার্থে আরবি এবং বাংলায় রোজার নিয়ত জেনে নেওয়া যাকঃ

রোজার নিয়ত আরবিঃ নাওয়াইতু আন আছুম্মা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক, ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

রোজার নিয়ত বাংলাঃ হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ/নিয়ত করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইতারির দোয়াঃ আল্লাহুম্মা লা-কা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফ-তারতু বিরাহমতিকা ইয়া আরহামার রাহিমিন।

বাংলা অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।

রোজা সম্পর্কিত FAQS

২০২৫ সালের রোজা শুরু কত তারিখে?

২৮ ফেব্রুয়ারি ভোর বেলা সেহরি খাওয়ার মধ্য দিয়ে ২০২৫ সালের পবিত্র রোজা শুরু হবে।

এবছর কয়টি রোজা হবে?

আরবি মাস নির্ধারণ হয় চাঁদ দেখার উপর নির্ভর করে। তাই শতভাগ বলা কঠিন।

তবে ধারনা করা যাচ্ছে যে ২০২৫ সালে ৩০ টি রোজা পালিত হবে।

সেক্ষেত্রে ২০২৫ সালে ২৯ মার্চ* পর্যন্ত রোজা চলমান থাকবে।

রমজান ২০২৫ সম্পর্কিত সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা 2025 saler roja koto tarikh e এবং ২০২৫ সালের রোজার ক্যালেন্ডার সহ রোজার সেহরি ও ইতারির দোয়া আরবি এবং বাংলায় জেনেছি।

আশা করছি এই পোস্ট থেকে ২০২৫ সালের রোজা সম্পর্কে তথ্য পেয়ে উপকৃত হয়েছেন।

রমজান ও ইসলাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে ভিজিট করুন।

নিয়মিত আমাদের সর্বশেষ সকল আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.