Last Updated on 2 weeks by Shaikh Mainul Islam
চলতি মাসের ২ টি টেস্ট খেলতে পাকিস্তান সফরে গিয়েছে। যেখানে স্বাগতিক পাকিস্তান বনাম বাংলাদেশের দুইটি ম্যাচ হবে। আর তাই Pak vs Ban test series 2024 squad জানা দরকার।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “Pak vs Ban series 2024 squad .। বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট ম্যাচ” এ।
আজকের পোষ্টে আমরা Pak vs Bang test 2024 এর সময়সুচি, টেস্ট সিরিজ ২০২৪ এ দুই দলেরই স্কোয়াড সহ সব বিষয়ে বিস্তারিত জানব।
Pak vs Bang test 2024 সময়সুচি
২০২৪ সালের অক্টোবর মাসের ২১ তারিখ শুরু হবে পাকিস্তান বনাম বাংলাদেশ এর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। প্রথম এই ম্যাচটি চলবে ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত চলবে।
আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে (আপডেট সহ)
এরপর কয়েকদিন বিশ্রামের পরে দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ হবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে পাকিস্তানের Rawalpindi Cricket Stadium এ। এবং প্রত্যেকটি ম্যাচ স্থানীয় সময় সকাল ১০ টায় শুরু হবে।
নিচে একনজরে পাকিস্তান বনাম বাংলাদেশের ২০২৪ সালের দুই টেস্ট সিরিজের সময়সূচী দেখে নেওয়া যাকঃ
- ১ম টেস্ট – ২১ আগস্ট – ২৫ আগস্ট।
- ২য় টেস্ট – ৩০ আগস্ট – ৩ সেপ্টেম্বর।
Pak vs Ban test series squad 2024
পাকিস্তান ক্রিকেট দল ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশের সাথে টেস্ট ক্রিকেট খেলতে।
বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজের স্কোয়াড ২০২৪
- Shan Masood (c),
- Saud Shakeel (vc),
- Abdullah Shafique,
- Babar Azam,
- Khurram Shahzad,
- Mir Hamza,
- Mohammad Ali,
- Mohammad Huraira,
- Mohammad Rizwan (wk),
- Naseem Shah,
- Saim Ayub,
- Salman Ali Agha,
- Sarfaraz Ahmed (wk),
- Shaheen Afridi
পাকিস্তান টেস্ট সিরিজে বাংলাদেশের স্কোয়াড ২০২৪
আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে
- Najmul Hossain Shanto (C),
- Mahmudul Hasan Joy,
- Zakir Hasan,
- Shadman Islam,
- Mominul Haque,
- Mushfiqur Rahim,
- Shakib Al Hasan,
- Litton Kumer Das,
- Mehidy Hasan Miraz,
- Taijul Islam,
- Nayeem Hasan,
- Nahid Rana,
- Shoriful Islam,
- Hasan Mahmud,
- Taskin Ahmed,
- Syed Khaled Ahmed.
প্রত্যেকটি দল থেকে উপরের লিস্ট থেকে ১১ জন সরাসরি খেলার মাঠে অংশগ্রহণ করবে। আর মায়াচ শুরুর কয়েক মুহূর্ত আগে অফিসিয়ালি একাদশ প্রকাশিত হয়।
বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট আপডেট ২০২৪
প্রিয় পাঠক, টেস্ট ক্রিকেট ম্যাচ শুরু থেকে প্রতিদিনের আপডেট এবং ফাইনাল ফলাফল নিচের টেবিলে উল্লেখিত থাকবে।
প্রথম টেস্ট ম্যাচ ফলাফল আপডেট
টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ ১ | ফলাফল |
---|---|
১ম ইনিংস (পাকিস্তান) | পাকিস্তান ৪৪৮ রান করে ৬ উইকেট হারিয়ে |
১ম ইনিংস (বাংলাদেশ) | বাংলাদেশ ৫৬৫ রান করে ১০ উইকেট হারিয়ে |
২য় ইনিংস (পাকিস্তান) | পাকিস্তান ২৩ রান করে ১ উইকেট হারিয়ে (ইনিংস চলমান) |
দ্বিতীয় টেস্ট ম্যাচ ফলাফল আপডেট
ম্যাচ ২ | ফলাফল |
---|---|
পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্ট সম্পর্কিত FAQ
এখন পর্যন্ত বাংলাদেশ পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে ১৩ টি টেস্ট ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ ১৩ টি ম্যাচেই হেরেছে।
Pak vs Bang test 2024 নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা ২০২৪ সালে বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার টেস্ট ক্রিকেট এর সকল তথ্য জেনেছি।
আশা করছি Pak vs Ban test series 2024 squad সহ প্রতিদিনের আপডেট এবং ফলাফল দেখতে পাচ্ছেন এই পোস্ট থেকে।
ক্রিকেট সহ খেলাধুলা সম্পর্কিত আমাদের সকল পোস্ট পড়তে Sports Category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ভিজিট করুন অফিসিয়াল ফেসবুক Dainikkantha এ।