Last Updated on 4 months by Shaikh Mainul Islam
গ্রাহকদের সব ধরনের আধুনিক সেবা নিশ্চিতকারী অন্যতম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ এ নতুন গ্রাহকদের ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জানা জরুরি।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকেট পোস্ট “ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম” এ।
শুরু থেকে এই পর্যন্ত ইসলামী ব্যাংক গ্রাহকদের যে ধরনের সেবা দিয়ে আসছে তা ছুয়ে গেছে গ্রাহকদের মনে। যার প্রেক্ষিতে প্রতিদিন হাজার হাজার নতুন একাউন্ট খুলে থাকে ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংক একাউনট খোলা এখন একদম সহজ।
আজকে আমরা জানবো ইসলামী ব্যাংকে সাধারণত কয় ধরনের একাউন্ট খোলা যায় এবং কি কি একাউন্ট খোলা যায়। কোন ধরনের একাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় এবং কত টাকা দিতে হয়। কোন প্রসেসে খুলতে হয় ইসলামী ব্যাংক একাউন্ট। চলুন জেনে নেওয়া যাক সব ভাবে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার ?
ইসলামী ব্যাংকে সাধারণত ৩ ধরনের একাউন্ট খোলা যায়। এই তিন ধরনের একাউন্টের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় একাউন্ট খুলতে পারবেন খুব সহজে। জেনে নেওয়া যাক তিন ধরনের একাউন্টের নাম যা ইসলামী ব্যাংকে খোলা যায়।
১) সেভিংস একাউন্ট।
২) কারেন্ট/ নিয়মিত একাউন্ট।
৩) স্টুডেন্ট একাউন্ট।
এর যেকোনো একটি একাউন্ট খুলতে আপনাকে আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক শাখা থেকে ফর্ম সংগ্রহ করে নিতে হবে। এছাড়াও অনলাইন থেকে এই ফর্ম ডাউনলোড করে নিতে পারেন। এই পোষ্টের শেষে ফর্ম ডাউনলোড লিংক দেওয়া থাকবে।
এই তিন ধরনের একাউন্ট খুলতে প্রায় একই ডকুমেন্ট দরকার হয়। চলুন দেখে নেওয়া যাক কোন ধরনের একাউন্টে কি কি ডকুমেন্ট দরকার হয়।
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম
সেভিংস একাউন্ট ইসলামী ব্যাংকের সব চেয়ে জনপ্রিয় একাউন্ট হিসেবে পরিচিত। এর অন্যতম কারণ এই একাউন্টে মানুষ টাকা জমা রেখে রেখে লাভ করে। ব্যক্তিগত সেভিংস বা সঞ্চয়ী একাউন্ট খোলার জন্য ব্যক্তির বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। দেখে নেওয়া যাক সেভিং একাউন্টের জন্য কি কি একাউন্ট দরকার।
১) ব্যক্তির ২ কপি সদ্য তোলা সত্যায়িত করা পাসপোর্ট সাইজের ছবি।
২) ব্যক্তির জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্টের ফটোকপি এর যেকোনো একটি।
৩) নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৪) একাউন্ট করতে চাওয়া ব্যক্তির দ্বারা নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত কপি।
৫) মিনিমাম ১০০০ টাকা জমা করা।(একাউন্ট সচল হওয়ার জন্য দিতে হবে। এই টাকা আপনার একাউন্টে জমা হবে)
৬) যে ব্যক্তি একাউন্ট করবেন তার সিগনেচার বা স্বাক্ষর দিতে হবে।
এই ডকুমেন্টস নিয়ে আপনা নিকটস্থ যেকোনো ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে ফর্ম নিয়্যে ফর্ম এবং এই ডকুমেন্ট জমা দিলে কর্মরত অফিসার আপনার ফর্মটি পূরণ করে দিবেন। এবং আপনার আরও তথ্য লাগলে আপনার কাছ থেকে চেয়ে নেবেন।
তব, আপনি চাইলে এই ফর্মটি আপনি নিজেও পূরণ করতে পারবেন। এরপর আপনার থেকে ফর্মটির বেশ কয়েক জায়গায় কয়েকটি স্বাক্ষর নিবে। এরপর ফিঙ্গারপ্রিন্ট নিবে। বেশ, এরপর আপনি ১০০০ টাকা জমা দিলে আপনার একাউন্ট সচল হয়ে যাবে। এবং আপনাকে চেক বই প্রদান করবে। চেক এ আপনার একাউন্ট নাম্বার উল্লেখ করা থাকবে।
প্রাতিষ্ঠানিক সেভিংস একাউন্ট খুলতে হলে
আপনা প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী আপনি যদি আপনার প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে চান তাহলে আরও কিছু ডকুমেন্ট লাগবে। তা হচ্ছেঃ
১) শিক্ষাপ্রতিষ্ঠান হলে ম্যানেজিং কমিতি দ্বারা রেজুলেশন থাকতে হবে সাথে।
২) কোম্পানি হলে মেমোরেন্ডাম আর্টিকেল অব এসোসিয়েশন দ্বারা সত্যায়িত অনুলিপি থাকতে হবে সাথে।
বিঃ দ্রঃ কত টাকা জমা রাখলে কত পারসেন্ট লাভ পাবেন তা ব্যাংক থেকে জেনে নিবেন।
ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট খোলার নিয়ম
ইসলামী ব্যাংক কারেন্ট একাউন্ট মূলত ব্যবসায়ীদের জন্য বেশি দরকারি। কারণ এই একাউন্ট থেকে কোনো লাভ পাওয়া যায় না। শুধু মাত্র প্রতিদিন আনলিমিটেড টাকা আনা নেওয়া করা যায় বিনামূল্যে।
আরও পড়ুনঃ অগ্রণী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম ২০২২
কারেন্ট একাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই নিকটস্থ ইসলামী ব্যাংকের যেকোনো একটি শাখায় যেতে হবে। সাথে যেসব ডকুমেন্ট লাগবে তা হচ্ছেঃ
- জাতীয় পরিচয় পত্রের/ পাসপোর্টের ফটোকপি।
- ২ কপি সদ্য তোলা সত্যায়িত করা পাসপোর্ট সাইজের ছবি।
- নমিনির এক কপি জাতীয় পরিচয়পত্রের ছবি।
- একাউন্ট ধারী দ্বারা নমিনির পাসপোর্ট সাইজের ১ কপি সত্যায়িত করা ছবি।
- একাউন্ট হোল্ডারের স্বাক্ষর, ফিঙ্গার প্রিন্টা।
- মিনিমাম ১ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিপোজিট।
আরও পড়ুনঃ ইসলামী ব্যাংক লোন নেওয়ার পদ্ধতি
এই ডকুমেন্ট নিয়ে ব্যাংকে দিলে ব্যাংক কর্মকর্তা আপনার একাউন্ট করার জন্য পরবর্তী কাজ সম্পন্ন করবেন এবং ব্যাংকের দেওয়া চেক বই গ্রহণ করবেন। চেক এ আপনার একাউন্ট নাম্বার পেয়ে যাবেন।
বিঃ দ্রঃ ব্যবসায়ী নামে একাউন্ট হলে ব্যবসার টিন সার্টিফিকেট প্রযোজ্য।
ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
ইসলামী ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট খোলা যায়। এজন্য শিক্ষার্থীর কিছু ডকুমেন্ট লাগে।
জেনে নেওয়া যাক ইসলামী ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্ট লাগবে।
আরও পড়ুনঃ জনতা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম সহ বিস্তারিত
১) ২ কপি পাসপোর্ট সাইজের ছবি। (শিক্ষার্থীর ১৮ বছর না হলে সাথে অভিভাবকের ২ কপি ছবি লাগবে।
২) শিক্ষার্থীর জাতীয় পরিচয় পত্র/ পাসপোর্ট/ চেয়ারম্যান সার্টিফিকেট/ স্কুল অথরিটি থেকে সার্টিফিকেট এর যেকোনো একটি হলেই হবে।
আরও পড়ুনঃ যৌথ ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
৩) একাউন্ট করতে চাওয়া ব্যক্তির দারা নমিনির এক কপি সত্যায়িত ছবি।
৪) ইনস্ট্যান্ট ১০০ টাকা ডিপোজিট।
৫) একাউন্ট করতে চাওয়া ব্যক্তির স্বাক্ষর এবং আঙ্গুলের ছাপ নেওয়া হবে।
১৮ বছরের কম বয়স হলে এবং উপরের সব ডকুমেন্ট থাকলে শিক্ষার্থী তার অভিভাবককে সাথে করে ব্যাংকের শাখায় গিয়ে ৩০ মিনিটের মধ্যে একটি ইসলামী ব্যাক স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন।
আরও পড়ুনঃ সোনালী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম
এই ডকুমেন্ট নিয়ে ব্যাংকে দিলে ব্যাংক কর্মকর্তা আপনার একাউন্ট করার জন্য পরবর্তী কাজ সম্পন্ন করবেন এবং ব্যাংকের দেওয়া চেক বই গ্রহণ করবেন।
চেক এ আপনার ইসলামী ব্যাংক একাউন্ট নাম্বার পেয়ে যাবেন।
ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে কি কি লাগে
এই পোস্টটি প্রথম থেকে শেষ পর্যন্ত পরে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে কি কি লাগে সেই বিষয়ে বিস্তারিত।
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য ফর্ম ডাউনলোড লিংক
আশা করছি ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে আর কোনো অজানা তথ্য নেই।
ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম
ব্যাংক একাউন্ট খোলার পরে ব্যাংক থেকে টাকা তোলার সময়ে চেক লিখে জমা দিয়ে টাকা তুলতে হয়।
আর ব্যাংকের চেক লেখা খুবই সুক্ষ একটি কাজ। কিন্তু চিন্তার কোনো কারণ নেই।
ইসলামী ব্যাংকের চেক লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Islami Bank account releted FAQS
মূলত ইসলামী ব্যাংক ডিপিএস লাভ নির্ভর করে আপনি কয় বছরের ডিপিএস করছেন কয় টাকা করে রাখছেন তার উপর। এই বিষয়ে ইসলামী ব্যাংকের অফিসিয়াল সাইটে তথ্য পেয়ে যাবেন।
হ্যাঁ। অন্যান্য ব্যাংকের মতো ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং চালু রেখেছে।
অন্যান্য ব্যাংকে দেওয়া সকল সেবা ইসলামী ব্যাংক দিয়ে থাকে।
একই সাথে স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে ইসলামী ব্যাংক লিমিটেড।
হ্যাঁ। সেলফিন নামের একটি মোবাইল অ্যাপ থেকে ইসলামী ব্যাংকের একাউন্ট ঘরে বসেই খোলা যায়।
Islami ব্যাংকের মূল প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী।
এবং সাথে আছেন ১৯জন বাংলাদেশি ব্যক্তিত্ব, ৪টি বাংলাদেশি প্রতিষ্ঠান ও আইডিবিসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের ১১টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা এবং সৌদি আরবের দু’জন বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় ভুমিকা রাখেন।
ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে সর্বশেষ
আশা করছি এই বিষয়ে আর কিছু অজানা নেই। এরপরে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম নিয়ে জানার থাকলে কমেন্ট করে জানান। কমেন্টের উত্তর দিয়ে জানিয়ে দিবো।
আজকের পোষ্টে আমরা ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম জেনেছি, জেনেছি ইসলামী ব্যাংক একাউন্ট কত প্রকার এবং ইসলামী ব্যাংকে একাউন্ট খুলতে কি কি লাগে এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য।
এছাড়াও আপনি সবধরনের ব্যাংক সম্পর্কে সকল তথ্য জানতে চাইলে আমাদের Finance and Banking Category তে ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainikkantha ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
আমি ইসলামি ব্যাংকে একাউন্ট খুলতে চাই কি বাবে খুলবো
এজন্য আপনার এবং যাকে নমিনি রাখবেন তার জাতীয় পরিচয় পত্রের ১ কপি করে ফটোকপি লাগবে। এবং আপনার এবং নমিনির এক কপি করে ছবি লাগবে। এছারা ১০০০ তাকা লাগবে। ১০০০ তাকার মধ্য থেকে ৫০ টাকা চেকের জন্য কাটবে। বাকি টাকা আপনার একাউন্টে জমা হবে।
উপরের ডকুমেন্ট নিয়ে আপনার নিকটস্থ ইসলামী ব্যাংক বা ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় যোগাযোগ করলে পরবর্তী সকল পদক্ষেপ ব্যাক কত্রিপক্ষ গ্রহণ করবেন।
ধন্যবাদ।