প্রত্যেক মাসে সম্মান জনক পরিমাণ ইনকাম করার জন্য জনপ্রিয় ও অন্যতম উপায় হচ্ছে ব্লগিং। একজন ব্যক্তি ব্লগিং করার ক্ষেত্রে how to start blogging in bangla এমন বিষয়ের পরেই ব্লগিং করে আয় করার উপায় সম্পর্কে জানতে চায়।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “ব্লগিং করে আয় করার উপায় । বাংলা ব্লগে ইনকাম বৃদ্ধির উপায়” এ।
আজকের পোষ্টে আমার ৩ বছরের ব্লগিং অভিজ্ঞতা থেকে জানাবো আমরা ব্লগিং কি, ব্লগিং করে আয় করার উপায়, ব্লগিং করে কত টাকা আয় করা যায় এবং বাংলা ব্লগে ইনকাম বৃদ্ধির উপায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব।
ব্লগিং কি
আপনি এখন এই পোস্টটি পড়ছেন। এই পোস্টটি একটি ব্লগ পোস্ট। এটি আপনি গুগল থেকে পড়ছেন। ব্লগ বলতে সাধারণত বোঝায় কোনও বিষয়ে লেখার মাধ্যমে অন্যকে জানানো।
মনে করেন, আপনি লেখালেখি করতে ভালবাসেন। আপনি যেকোনো এক বা একাধিক বা যেকোনো বিষয়ে লেখার জন্য নিজেকে যোগ্য মনে করেন। এবার কোথায় লিখলে আপনার জন্য লেখালেখির পাশাপাশি বেনিফিট আসবে?
আপনি লেখালেখি করার জন্য গুগলে একটি ওয়েবসাইট নিলেন। এবং ওয়েবসাইট সেটআপের পর নিয়মিত লেখালেখি শুরু করলেন।
এবার গুগলে প্রতিদিন কোটি কোটি মানুষ বিভিন্ন বিষয়ে জানতে আসে। আপনি যে বিষয়ে ব্লগ লিখছেন সেই বিষয়ে যখন মানুষ গুগলে সার্চ দিবেন তখন আপনার লেখাটি তাদের সামনে আসবে।
সেই লেখাটি তারা ওপেন করে পড়বেন এবং উপকৃত হবেন। এটাই মূলত ব্লগিং।
ব্লগিং করে আয় করার উপায়
প্রফেশনাল ব্লগিং এর ক্ষেত্রে ব্লগিং করে আয় করার অনেক উপায় রয়েছে। যেমন, ব্লগের মাধ্যমে নিজের পণ্য প্রচার করে, অন্য কোম্পানির পণ্য বিক্রি করে কমিশন (affiliate marketing) অথবা মনিটাইজেশন।
তবে, যেহেতু বাংলা ব্লগ নিয়ে কথা বলছি সেক্ষেত্রে বাংলা ব্লগিং করে মনিটাইজেশন এর মাধ্যমেই ইনকাম করার বিষয়ে আলোচনা করি।
কারণ, বাংলা ব্লগ ওয়েবসাইটগুলির এখন পর্যন্ত ইনকামের অন্যতম উপায় হচ্ছে google adsense monetization.
আরও পড়ুনঃ গুগল এডসেন্স পাওয়ার উপায় জেনে নিন
গোটা বিশ্বে বেশ কিছু এডভারটাইজার কোম্পানি থাকলেও সবার সেরা মনিটাইজেশনের ক্ষেত্রে Google adssense সবার সেরা। কারণ, এটি গুগলের একটি নিজস্ব প্রডাক্ট। google adsense সোনার হরিণ বলা হয়।
এই যেমন আপনি এই লেখাটি পড়ছেন, এই লেখাটির মধ্যে কয়েক প্যারা পরপর কিছু এড দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমাদের ওয়েবসাইটে গুগল এডসেন্স থেকে ইনকাম করার জন্য মাধ্যম।
যেহেতু এই পোষ্টে আমরা ব্লগিং করে টাকা ইনকাম এবং বৃদ্ধি নিয়ে আলোচনা করব সেহেতু, ব্লগিং করে টাকা আয় করার উপায় যা আমাদের পূর্ববর্তী পোষ্টে বলেছি সেই পোস্ট থেকে দেখে নিন।
ব্লগিং করে কত টাকা আয় করা যায়
ব্লগিং এমন এক কাজ যেখানে কেউ ই বলতে পারবে না যে সে ব্লগিং করে কত টাকা আয় করতে পারবে। কারণ, ব্লগিং এর ইনকাম বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে।
একটি ব্লগ ওয়েবসাইট থেকে কত টাকা বা কি পরিমাণ ইনকাম করা যাবে তা ওই ব্লগ সাইটের যেসব বিষয়ের উপর নির্ভর করে তা হচ্ছেঃ
- ব্লগে ভিজিটরের পরিমাণ
- ব্লগের ভিজিটরের লোকেশন (visitors country)
- ব্লগে পোষ্টের ভাষা (post language)
- ব্লগে পোস্ট নিশ (best blog post niche)
- ব্লগ ওয়েবসাইট লোডিং স্পিড (website loading speed)
- ব্লগে ভিজিটর অভিজ্ঞতা (visitor experience)
- ব্লগ সাইট পরিচালনায় ধারাবাহিকতা (daily work blog website)
আরও পড়ুনঃ গুগল এডসেন্স থেকে টাকা আয়
উপরে উল্লেখিত ৭ টি বিষয়ে এবার আলোচনা করব। যেখানে আপনি বুঝতে পারবেন বাংলা ব্লগ থেকে বেশি ইনকাম করার জন্য এই ৭ টি বিষয় মেনে কাজ করা কতটা গুরুত্বপূর্ণ।
কোনো ওয়েবসাইটে এই ৭ টি বিষয় মেনে কাজ করা হয় নিশ্চিত ভাবে কয়েক মাসের মধ্যে ইনকাম বৃদ্ধির পরিবর্তন দেখা যাবে। চলুন জেনে নেওয়া যাক ব্লগিং করে ইনকাম বৃদ্ধির উপায় সমূহ।
ব্লগে ভিজিটরের পরিমাণ
ভিজিটরকে ব্লগের প্রাণ বলা হয়। হাজার হাজার ব্লগ পোস্ট লিখলেন কিন্তু যদি কেউ তা না পড়ে তাহলে সেই ব্লগ আপনার জন্য অর্থহীন হয়ে যাবে।
ব্লগে যত বেশি ভিজিটর তত বেশি ইনকাম। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ভিজিটর ব্লগ ভিজিট করতে এসে যেন তথ্য পুরোপুরি ভাবে পায়। তা না হলে ক্রমান্বয়ে আপনার ওয়েবসাইট ডাউন হয়ে যাবে।
আপনার ওয়েবসাইটে যত বেশি ভিজিটর আসবে সাইটে শো করা এড এ তত বেশি ক্লিক পরবে। আর এড এ যত বেশি ক্লিক তত বেশি ইনকাম।
ব্লগের ভিজিটরের Country
আপনার ব্লগে শুধু ভিজিটর আসলেই ইনকাম বেশি হবে বিষয়টা এমন না। ভিজিটর কোন দেশ থেকে আসছে তার উপরেও ইনকাম নির্ভর করে।
কারণ, সাধারণত আমেরিকার দেশগুলি গুগল এডসেন্স এর ক্ষেত্রে প্রায় সব বিষয়ে Google adsense CPC এবং Google adsense RPM বেশি দিয়ে থাকে। সেক্ষেত্রে ওইসব উন্নত দেশ থেকে ভিজিটর আসলে ইনকাম অনেক বেশি হয়ে থাকে।
আরও পড়ুনঃ ব্লগিং করে কত টাকা আয় করা যায়
এইদিক থেকে এশিয়ার দেশগুলি Adsense CPC এবং Adsense RPM রেট অনেক কম দিয়ে থাকে যা আমেরিকার দেশের থেকে ৫ ভাগেরও কম।
তবে, এক্ষেত্রে পোষ্টের শেষ দিকে কিছু ট্রিক্স বলে দিব যা থেকে আপনি বাংলা ব্লগিং করে বাংলাদেশি ভিজিটর থেকেও ভালো ইনকাম করতে পারবেন।
ব্লগে পোষ্টের ভাষা
স্বাভাবিক ভাবেই পৃথিবীতে ইংরেজি ন্যাশনাল ভাষা হওয়ায় তার ব্যবহার অনেক বেশি।
সেক্ষেত্রে আমেরিকা বা বিশ্বের উন্নত শিক্ষিত দেশের জনগন ইংরেজিতেই সবকিছু করে থাকে।
আর বাংলা ভাষাভাষী জনগণের সংখ্যাও অনেক কম। সেক্ষেত্রে আবার বাংলাদেশেই এর অবস্থান সবথেকে বেশি।
সাধারণত ইংরেজি ভাষায় পরিচালিত ব্লগে ইনকাম অনেক বেশি হয়। এর অনেকগুলি কারণ রয়েছে।
যেমন বাহিরের দেশের মানুষ ইংরেজি বেশি পড়ে। তাই আপনি ইংরেজিতে পোস্ট করলে বিদেশ থেকে বেশি পড়া হবে।
আর এর থেকেও বড় কারণ হচ্ছে High CPC Keyword এর ক্ষেত্রে সবই ইংরেজি কিওয়ার্ড ব্যবহার করা হয়। তবে বাংলা ব্লগেও নিয়ম মেনে করতে পারলে বেশ ভালো টাকা ইনকাম করা যায়।
ব্লগের নিশ
ব্লগের নিশ মানে হচ্ছে, কোন বিষয়ে আপনি ব্লগ লিখবেন। অর্থাৎ আপনি যেকোনো একটি বিষয়ে লিখতে পারেন। আবার চাইলে অনেকগুলি বিষয়েও লিখতে পারেন।
যেকোনো একটি বিষয়ে লেখালেখিকে বলা হয় মাইক্রো নিশ। আর একাধিক বিষয়ে লেখালেখিকে ম্যাক্রো নিশ বলা হয়ে থাকে।
আরও পড়ুনঃ কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব
মাইক্রো নিশের ব্লগ সাইটে বেশি ইনকাম। এবং এমন সাইট Google এ Rank করানো তুলনামূলক সহজ।
তবে ব্লগ থেকে ইনকামের ক্ষেত্রে নিশ যে ভুমিকা রাখে তা হচ্ছেঃ
ব্লগে সব ধরণের কন্টেন্ট লিখলেই দেখবেন CPC ভালো পাওয়া যায় না। কারণ, যেসব কোম্পানি google adsense এর মাধ্যমে তাদের কোম্পানির এড দিয়ে থাকে তাদের সবাই বেশি টাকা খরচ করে না।
এই মুহূর্তে বেশ কিছু নিশ আছে যাতে ভালো সিপিসি দেওয়া হয়। এইসব নিশে কোয়ালিটি সম্পন্ন ব্লগিং করতে পারলে অনেক ভালো করা সম্ভব।
এই মুহূর্তে বেশ কিছু হাই সিপিসি সম্পন্ন নিশ হচ্ছেঃ
- আইটি – IT
- ব্যাংক – bank
- স্বাস্থ্য – health
- ভ্রমন – travel
- টেলিকম – Telecom
- টেকনোলজি – Technology
- টিপস এন্ড ট্রিক্স – Tips and Tricks
- ডোমেইন হোস্টিং – Domain Hosting
উপরে উল্লেখিত বিষয়ে ব্লগিং করলে বা ব্লগ লিখলে অনেক ভালো পরিমাণে ইনকাম করা সম্ভব। কারণ, এই সব বিষয়ে সবসময় হাই সিপিসি কিওয়ার্ড থাকে।
তাই আপনি কোন বিষয়ে ব্লগ লিখবেন তার উপরেও ইনকামের পরিমাণ নির্ভর করে। এক্ষেত্রে আপনি একটি নিশ সিলেক্ট করার আগে ওই বিষয়ে ভালোভাবে জেনে নিতে হবে।
ব্লগ ওয়েবসাইট লোডিং স্পিড
আপনার কন্টেন্ট অনেক ভালো কিন্তু ভিজিটর ভিজিট করতে গেলে শুধু লোড হতে থাকে।
শান্তিতে পড়তে পারে না। অর্থাৎ ব্লগ পড়তে এসে ভিজিটরের অভিজ্ঞতা ভালো না। এজন্য আপনি ভিজিটর হারাবেন।
তাই সবসময় ব্লগ ওয়েবসাইটের লোডিং স্পিড ঠিক রাখতে হবে। যেন ভিজিটর প্রোপারলি ব্লগ পোস্ট ভিজিট করতে পারে।
ব্লগে ভিজিটর experience
একজন ভিজিটর যখন ব্লগ ভিজিট করবে তখন কত দ্রুত লোড ব্লগ পোস্ট লোড হয়েছে, ভিজিটর যে তথ্য জানতে এসেছে সেই তথ্য সু সজ্জিত ভাবে আছে কি না, একই পোস্ট বা ওয়েবসাইটে ভিজিটর তার প্রয়োজনীয় তথ্য পেয়েছে কি না এসব বিষয়ের উপর নির্ভর করে visitor experience নির্ভর করে।
তাই আপনাকে ব্লগে ভিজিটর অভিজ্ঞতার ব্যাপারে অত্যন্ত সজাগ থেকে নিয়মিত ব্লগ নিয়ে কাজ করতে হবে।
এতে করে আপনি আপনার ব্লগে ভিজিটর experience অনেক ভালো করতে পারবেন। আর এতে ব্লগের ইনকাম বাড়বে।
ব্লগ সাইট পরিচালনায় ধারাবাহিকতা
এখানে ধারাবাহিকতা বলতে বোঝানো হয়েছে প্রতি নির্দিষ্ট সময় পরপর নতুন ব্লগ পোস্ট করতে হবে। পূর্বের ব্লগ একেক করে আপডেট করতে হবে। প্রোপারলি white hat seo করতে হবে।
ব্লগ পোষ্টে প্রয়োজনীয় সকল ইনফরমেশন দিতে হবে। ব্লগিং করে কত টাকা আয় করা যায় সেই বিষয়ে চিন্তা না করে ব্লগ নিয়ে নিয়মিত কাজ করে যেতে হবে।
সঠিক ও নির্দিষ্ট টার্গেট নিয়ে কাজ করতে হবে। এতে করে বাংলা ব্লগেও অনেক টাকা ইনকাম করা যাবে সহজেই।
বাংলা ব্লগে ইনকাম বৃদ্ধির উপায়
গত প্রায় ৬ মাস বা তার কিছু বেশি সময় ধরে দেশের বাংলা ব্লগার রা ইনকামের দিকে তাকিয়ে হতাশ হয়ে আছে।
এর কারণ, গুগল অনেকগুলি আপডেট আনায় বেশ কিছু ব্লগ সাইট তাদের Rank হারিয়েছে। কিন্তু তাই বলে কি বাংলা ব্লগে ইনকাম করা সম্ভব না?
অবশ্যই সম্ভব। বাংলা ব্লগে ইনকাম বৃদ্ধির জন্য নিচের ট্রিক্সগুলি ফলো করুনঃ
- এই পোষ্টে উল্লেখিত নিশে ব্লগ লিখতে হবে।
- হাই সিপিসি সম্পন্ন নিশে যত বেশি সম্ভব পোস্ট লিখতে হবে।
- বাংলা পোষ্টের মধ্যে কিছু রিলেটেড ইংরেজি কিওয়ার্ড ব্যবহার করতে হবে
- কিছু পোস্ট ইংরেজিতে লিখতে হবে যাতে প্রতিদিন ওই পোষ্টগুলিতে অন্তত কিছু বিদেশি ভিজিটর আসে।
- কিওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে বিদেশে থেকে বাংলা কি কিওয়ার্ড সার্চ দেওয়া হয় তাই বের করে লিখতে হবে।
এই উপায়গুলি মেনে নিয়মিত কন্টেন্ট লিখতে এবং আপডেট করতে থাকলে ধিরে ধিরে আপনার পোষ্টের অনেক ভালো ভিজিট হবে, এড ক্লিক হবে। আর এতে আপনি অনেক বেশি ইনকাম করতে পারবেন।
ব্লগিং সম্পর্কিত FAQS
আপনি ব্লগিং করে কত টাকা আয় করতে পারবেন তা নির্ভর করে আপনার ব্লগের পোস্ট, ভিজিটর, নিশ, সিপিসি, আরপিএম ইত্যাদির উপর।
তবে ধারাবাহিক ভাবে কাজ করলে একটি বাংলা ব্লগ থেকেও মাসে ২০০ থেকে ৫০০ ডলার ইনকাম করা সম্ভব।
বাংলা ব্লগে কিছু ইংরেজি কিওয়ার্ড এবং কোয়ালিটি সম্পন্ন পোস্ট করলেই বাংলা ব্লগে ধিরে ধিরে ইনকাম বৃদ্ধি পাবে।
যেকোনো কাজের মতো ব্লগেও একভাব লেগে থাকলে ধারাবাহিক হলে আপ টু ডেট রাখলে ব্লগের সকল পোস্ট তাহলে অনেক ভালো করা অনেক সহজ।
ব্লগিং করে আয় করার হাজারো উপায় আছে। যেমন বিভিন্ন সার্ভিস বিক্রি, প্রডাক্ট বিক্রি, কোর্স বিক্রি ইত্যাদি।
তবে সবথেকে সহজ এবং জনপ্রিয় ব্লগিং করে আয় করার উপায় হচ্ছে গুগল এডসেন্স অর্থাৎ মনিটাইজেশন।
ব্লগিং করা আয় নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা ব্লগিং করে আয় করার উপায় অর্থাৎ how to earn in bangla blog সে সম্পর্কে বিস্তারিত সকল কিছু জেনেছি।
আপনি আপনার ব্লগে best niche blogging হোক তা বাংলায় ধারাবাহিক ভাবে করতে পারেন তাহলে দিন শেষে পকেটে শুধু ডলার আর ডলার পাইতে থাকবেন।
ব্লগিং এ প্রচুর ধৈর্য লাগে। ধৈর্য ধরে লেগে থাকলেই সম্ভব।
ব্লগিং সহ অনলাইন ইনকাম সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Online income category ভিজিট করুন।
সর্বশেষ আমাদের সকল আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।