Last Updated on 4 months by Shaikh Mainul Islam
চলতি বছরের ২২ মার্চ ২০২৪ থেকে উঠছে আইপিএল আইপিএল এর ১৭ তম আসর। তাই আজকে আমরা আইপিএল 2024 সময়সূচী বাংলা জানবো।
আরও পড়ুনঃ কলকাতা আইপিএল টিম ২০২৪
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “আইপিএল 2024 সময়সূচী বাংলা (আপডেট পয়েন্ট টেবিল সহ) এ।
আরও পড়ুনঃ সাকিব আল হাসান জীবন কাহিনী
আজকের পোষ্টে আমরা ২০২৪ আইপিএল এর দলসমূহ, আইপিএল 2024 সময়সূচী বাংলা, আইপিএল ২০২৪ পয়েন্ট টেবিল সহ আইপিএল ২০২৪ এর সকল আপডেট জানবো।
আইপিএল ২০২৪ এর ম্যাচ সংক্রান্ত তথ্য
আইপিএল এর ১৭ তম আসরে প্রথম পর্যায়ে ১৫ দিনে ২১ টি ম্যাচের সময়সূচী প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে
এবছর মাঝামাঝি সময়ে ভারতে জাতীয় নির্বাচনের কারণে সার্বিক দিক বিবেচনা করে একবারে আইপিল এর সময়সূচী করা হয়নি বলে জান যায়।
আরও পড়ুনঃ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন লিস্ট
এবারের আইপিএল 2024 আসরে যে দশটি দল খেলবে সেই দশটি দল হচ্ছেঃ
আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে (আপডেট সহ)
- Chennai Super Kings (CSK) – চেন্নাই সুপার কিংস।
- Royal Challengers Bangalore (RCB) – রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালুর।
- Delhi Capitals (DC) – দিল্লি ক্যাপিটালস।
- Gujarat Titans (GT) – গুজরাট টাইটানস।
- Kolkata Knight Riders (KKR) – কলকাতা নাইট রাইডারস।
- Lucknow Super Giants (LSG) – লখনউ সুপার জায়ান্টস।
- Mumbai Indians (MI) – মুম্বাই ইন্ডিয়ানস।
- Punjab Kings (PBKS) – পাঞ্জাব কিংস।
- Rajasthan Royals (RR) রাজস্থান রয়্যালস।
- Sunrisers Hyderabad (SRH) – সানরাইজ হায়দ্রাবাদ।
আইপিএল 2024 সময়সূচী
নিচের চার্ট থেকে আইপিএল 2024 সময়সূচী বাংলা দেখে নিতে পারেন। নিচের চার্টে দেখতে পাবেন কোন দলের খেলা কখন, কোথায়, কয়টায় এবং খেলা শেষে বিজয়ী দলের নাম এই পোষ্টে আপডেট করে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ আইপিএল পয়েন্ট টেবিল 2024 (আপডেট)
ম্যাচ | তারিখ | ফলাফল | সময় |
---|---|---|---|
CSK Vs RCB | ২২ মার্চ | চেন্নাই ৬ উইকেটে জয়ী | রাত ৮ টা |
PBKS Vs DC | ২৩ মার্চ | পাঞ্জাব সুপার কিংস ৪ উইকেটে জয়ী | বিকাল ৩ঃ৩০ |
KKR Vs SRH | ২৩ মার্চ | কলকাতা নাইট রাইডারস ৪ রান জয়ী | সন্ধ্যা ৭ঃ৩০ |
RR Vs LSG | ২৪ মার্চ | রাজস্থান রয়াল ২০ রানে জয়ী | বিকাল ৩ঃ৩০ |
GT Vs MI | ২৪ মার্চ | গুজরাট টাইটানস ৬ রানে জয়ী | সন্ধ্যা ৭ঃ৩০ |
RCB Vs PBKS | ২৫ মার্চ | রয়াল চ্যালেঞ্জারস ৪ উইকেটে জয়ী | সন্ধ্যা ৭ঃ৩০ |
CSK Vs GT | ২৬ মার্চ | চেন্নাই সুপার কিংস ৬৩ রানে জয়ী | সন্ধ্যা ৭ঃ৩০ |
SRH Vs MI | ২৭ মার্চ | সানরাইজ হায়দ্রাবাদ ৩১ রানে জয়ী | সন্ধ্যা ৭ঃ৩০ |
RR Vs DC | ২৮ মার্চ | রাজস্থান রয়াল ১২ রানে জয়ী | সন্ধ্যা ৭ঃ৩০ |
RCB Vs KKR | ২৯ মার্চ | কলকাতা নাইট রাইডারস ৭ উইকেটে জয়ী | সন্ধ্যা ৭ঃ৩০ |
LSG Vs PBKS | ৩০ মার্চ | লখনউ সুপার জায়ান্টস ২১ রানে জয়ী | সন্ধ্যা ৭ঃ৩০ |
GT Vs SRH | ৩১ মার্চ | বিকাল ৩ঃ৩০ | |
DC Vs CSK | ৩১ মার্চ | সন্ধ্যা ৭ঃ৩০ | |
MI Vs RR | ১ এপ্রিল | সন্ধ্যা ৭ঃ৩০ | |
RCB Vs LSG | ২ এপ্রিল | সন্ধ্যা ৭ঃ৩০ | |
DC Vs KKR | ৩ এপ্রিল | সন্ধ্যা ৭ঃ৩০ | |
GT Vs PBKS | ৪ এপ্রিল | সন্ধ্যা ৭ঃ৩০ | |
SRH Vs CSK | ৫ এপ্রিল | সন্ধ্যা ৭ঃ৩০ | |
RR Vs RCB | ৬ এপ্রিল | সন্ধ্যা ৭ঃ৩০ |
আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪
প্রিয় পাঠক, আইপিএল 2024 সময়সূচী বাংলা অনুযায়ী আইপিএল এর ১৭ তম আসর শুরু হবে চলতি বছরের ২২ মার্চ থেকে।
খেলে শুরুর পর থেকে আইপিএল 2024 সময়সূচী এবং আইপিএল পয়েন্ট টেবিল আপডেট এই পোষ্টের মাধ্যমে পেয়ে যাবেন।
দল | মোট ম্যাচ | জয় | পরাজয় | পয়েন্ট | রান রেট |
---|---|---|---|---|---|
সুপার কিংস (CSK) | 2 | 2 | 0 | 4 | +1.979 |
টাইটানস (GT) | 2 | 1 | 1 | 2 | -1.425 |
দিল্লি ক্যাপিটাল (DC) | 2 | 0 | 2 | 0 | -0.528 |
পাঞ্জাব কিংস (PBKS) | 3 | 1 | 2 | 2 | +0.337 |
কলকাতা নাইট রাইডার্স (KKR) | 2 | 2 | 0 | 4 | +1.047 |
লখনউ সুপার জায়ান্ট (LSG) | 2 | 1 | 1 | 0 | +0.025 |
মুম্বাই ইন্ডিয়ানস (MI) | 2 | 0 | 2 | 0 | -0.925 |
রয়েল চ্যালেঞ্জারস (RCB) | 3 | 1 | 2 | 0 | -0.771 |
রাজস্থান রয়ালস (RR) | 2 | 2 | 0 | 4 | +0.800 |
সানরাইজ হায়দ্রাবাদ (SRH) | 2 | 2 | 1 | 3 | +0.675 |
উপরের ছক থেকে আইপিএল সময়সূচী 2024 এবং এখানের টেবিল থেকে প্রত্যেক দল কয়টি ম্যাচ খেলছে জয়ি কয়টিতে পরাজয় হয়েছে কয়টিতে এবং কত পয়েন্ট ও রানরেট নিয়ে আছে তা দেখতে পারবেন।
আইপিএল সময় সূচি 2024 সম্পর্কে সর্বশেষ
প্রিয় পাঠক, এই পোস্ট থেকে আইপিএল 2024 সময়সূচী বাংলা দেখতে পেয়েছেন। এছাড়াও আইপিএল এর ১৭ তম আসরের যাবতীয় তথ্য জেনেছেন।
আশা করছি প্রত্যেক ম্যাচ শেষে এই পোস্টে এসে ম্যাচ ফলাফল দেখবেন। এতক্ষণে তাহলে নিশ্চয়ই জেনে গেছেন আইপিএল কবে শুরু হবে 2024 সেই বিষয়ে বিস্তারিত।
আইপিএল সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে IPL – india premier league Category ভিজিট করুন।
চোখ রাখুন আমাদের অফসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
2 thoughts on “আইপিএল 2024 সময়সূচী বাংলা (আপডেট পয়েন্ট টেবিল সহ)”