ভারতের সেভেন সিস্টার্স । সেভেন সিস্টার্স নিয়ে ভারতের দুর্বলতা

Last Updated on 5 months by Shaikh Mainul Islam

বাংলাদেশের নতুন সরকার প্রধানের বক্তব্যে উঠে এসেছে ভারতের সেভেন সিস্টার্স এর নাম। এরপর থেকেই সেভেন সিস্টার্স কাকে বলে এবং এ সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছেন।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “ভারতের সেভেন সিস্টার্স । সেভেন সিস্টার্স নিয়ে ভারতের দুর্বলতা” এ।

আজকের পোষ্টে আমরা ভারতের সেভেন সিস্টার কাকে বলে, সেভেন সিস্টার এর অঞ্চল ও প্রদেশ সমুহ, সেভেন সিস্টার্স নিয়ে ভারতের দুর্বলতা সহ বিস্তারিত জানবো।

ভারতের সেভেন সিস্টার কাকে বলে

ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত সাতটি (অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়) প্রদেশকে একত্রে সেভেন সিস্টার বা সপ্তভগিনী বলে।

সেভেন সিস্টার এ অন্তর্ভুক্তও সাতটি রাজ্যের ভাষা, ধর্ম, এবং সামাজিক বৈশিষ্ট্য আলাদা থাকলেও সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে এই প্রদেশকে একত্রে সেভেন সিস্টার বলা হয়।

আরও পড়ুনঃ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি ও কি কি

ত্রিপুরা সংবাদ দাতা জ্যোতিপ্রসাদ সাইকিয়া জানুয়ারি ১৯৭২ সালে একটি বেতার টকশো তে ভারতের নতুন রাজ্য প্রতিষ্ঠার সময়ে সপ্তভগিনী বা সেভেন সিস্টার বলে আখ্যা দেন।

পরবর্তী সময়ে জ্যোতিপ্রসাদ সাইকিয়া সেভেন সিস্টার্স এর সকল অঞ্চল সমূহের পারস্পরিক নির্ভরতা এবং মানুষের জীবন সম্পর্কে একটি বই লিখেন।

সেভেন সিস্টার এর রাজধানী, জনসংখ্যা, আয়তন

ভারতের ২৮ টি রাজ্যের ৭ টি অঞ্চল যা বাংলাদেশ ও চীনের সীমান্তে পূর্ব-উত্তর অঞ্চলে অবস্থিত। সেভেন সিস্টার্স এর সাতটি অঞ্চল হচ্ছে:

আরও পড়ুনঃ ইউরোপের সেনজেন দেশের তালিকা

  • আসাম – Assam,
  • ত্রিপুরা – Tripura,
  • নাগাল্যান্ড – Nagaland,
  • মণিপুর – Manipur,
  • মিজোরাম – Mizoram,
  • মেঘালয় – Meghalaya
  • অরুণাচল প্রদেশ – Arunachal Pradesh,
প্রদেশরাজধানীজনসংখ্যাআয়তন
অরুণাচল প্রদেশইটানগর১৩,৮২,৬১১৮৩,৭৪৩ বর্গ কি.মি
আসামদিসপুর৩,২৯,০০,০০০২,৪০,১১৮ বর্গকি.মি
ত্রিপুরাআগরতলা৪,১৪৭,০০০১০,৪৯১.৬৯ বর্গ কি.মি
নাগাল্যান্ডকোহিমা১.৯ মিলিয়ন16,579 বর্গ কি মি
মণিপুরইম্ফল২৮,৫৫,৭৯৪২২,৩৪৭ বর্গ কি মি
মিজোরামআইজল12.52 লক্ষ২১,০৮৭ বর্গ কি মি
মেঘালয়শিলং৩,২১১,৪৭৪২২,৪৩০ বর্গ কি মি
সেভেন সিস্টার্স এর সকল তথ্য একনজরে (তথ্যঃ উইকিপিডিয়া)

উপরের ছক থেকে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত ৭ টি রাজ্যের রাজধানী, জনসংখ্যা, আয়তন উল্লেখিত।

Seven Sister নিয়ে ভারতের দুর্বলতা

ইতিমধ্যে জেনেছি যে seven sister হচ্ছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত সাতটি রাজ্য। এই সাতটি রাজ্য মূল ভারত থেকে বেশ দূরে অবস্থিত।

ভারতের সেভেন সিস্টার্স ম্যাপ (ডানে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চল)

উপরের ছবির ম্যাপে দেখতে পাছেন সেভেন সিস্টার্স এবং মূল ভারত এর মদ্ধে মার্ক করাআ সরু জায়গা রয়েছে। যার দুই পাশে বাংলাদেশ এবং মায়ানমারের এড়িয়া।

অন্যদিকে নেপাল এবং ভুটান এর মধ্যে রয়েছে চিনের সীমানা যা সেভেন সিস্টার্স এর সাথে সংযুক্ত।

অপ্রকাশিত সেভেন সিস্টার্স নিয়ে ভারতের শঙ্কা/ দুর্বলতাঃ

  • সেভেন সিস্টার্স এর চারিদিকে বাংলাদেশ এবং চীনের আধিপত্য
  • মূল ভারত থেকে সেভেন সিস্টার্স এড় দূরত্ব অনেক বেশি
  • মূল ভারত থেকে সেভেন সিস্টার্স এ নিজ সীমানা দিয়ে যেতে কোনো স্থল পথ নেই।
  • চীন এবং বাংলাদেশ চাইলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করতে পারে

সেভেন সিস্টার্স তথা ভারতের সাতটি অঞ্চল বাংলাদেশ, চীন, নেপাল এবং ভুটানের সাথে সংযুক্ত। আর মূল ভারত সেভেন সিস্টারে যেতে হলে বংলাদেশের অভ্যন্তরীণ পথ অথবা সংযুক্ত অঞ্চল হয়ে যেতে হবে।

অন্যদিকে সেভেন সিস্টার্স এর বৃহৎ একটি অংশ চিনের সাথে সংযুক্ত।

অর্থাৎ বাংলাদেশ এবং চীন ভারতের থেকেও বেশি আধিপত্য বিস্তার করার ক্ষমতা রাখে seven sister অঞ্চলে। এক্ষেত্রে ভারতের কিছুই করার থাকবে না।

সেভেন সিস্টার্স সম্পর্কিত FAQS

সেভেন সিস্টার কি?

ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত সাতটি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার বা সপ্তভগিনী বলে।

১) অরুণাচল প্রদেশ,
২) আসাম,
৩) ত্রিপুরা,
৪) নাগাল্যান্ড,
৫) মণিপুর,
৬) মিজোরাম
৭) মেঘালয়)

সেভেন সিস্টার্স নামকরণ করেন কে?

ত্রিপুরা সংবাদ দাতা জ্যোতিপ্রসাদ সাইকিয়া জানুয়ারি ১৯৭২ সালে একটি বেতার টকশো তে ভারতের নতুন রাজ্য প্রতিষ্ঠার সময়ে সপ্তভগিনী বা সেভেন সিস্টার বলে আখ্যা দেন।

সেভেন সিস্টার্স এর আওতাভুক্ত ভারতের কোন রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী নয়?

নাগাল্যান্ড বাংলাদেশের সীমান্তবর্তী নয়।

সেভেন সিস্টার্স এর চারিদিকে কোন কোন দেশ অবস্থান করছে?

চীন, বাংলাদেশ, ভুটান, মিয়ানমার এই চারটি দেশ সেভেন সিস্টার্স কে ঘিরে রেখেছে। এর মধ্যে নেপাল এবং বাংলাদেশ এর মধ্যে খুব সংকুচিত নিজস্ব ভারতীয় সীমানা রয়েছে।

সেভেন সিস্টার্স সম্পর্কে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা সেভেন সিস্টার কাকে বলে, seven sister নিয়ে ভারতের দুর্বলতা সম্পর্কে জেনেছি।

জেনেছি সেভেন সিস্টার্স এর ভৌগলিক অবস্থান গত বিষয়ে। আশা করছি সেভেন সিস্টার্স সম্পর্কে একটি ধারণা পেয়েছেন।

Indian seven sister in Bangla সহ আন্তর্জাতিক সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে International Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ  Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.