Last Updated on 1 year by Shaikh Mainul Islam
দেশ সেরা Mobile Banking এর মধ্যে অন্যতম অবস্থানে আছে Nagad Mobile Banking প্রতিষ্ঠান। আর নগদের এত এত সুবিধা উপভোগ করতেই সবাই জানতে চাচ্ছে how to open nagad account?
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “how to open nagad account ? নগদ একাউন্ট খোলার নিয়ম” এ।
আজকের পোষ্টে আমরা নগদ একাউন্ট খোলার উপায় সমূহ, নগদ একাউন্ট খোলার সহজ উপায়, nagad account opening documents, nagad account login, নগদ একাউন্ট খুলে ইনকামের উপায় সহ Nagad সম্পর্কে বিস্তারিত জানবো।
nagad account opening method
নগদ একাউন্ট opening এর জন্য আপনি একাধিক উপায় অবলম্বন করতে পারেন। তবে আপনি যেভাবেই nagad account open করেন না কেন সব ভাবেই আপনি ঘরে বসে নিজেই নগদ একাউন্ট খুলতে পারবেন।
Nagad account open করার জন্য কি android mobile ই লাগবে? হ্যা। আপনার নগদ একাউন্ট খোলার জন্য android মোবাইল লাগবে। তবে android মোবাইল ছাড়াও আপনি নগদ একাউন্ট খুলতে পারবেন।
আরও পড়ুনঃ নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম
হ্যা, নগদের ক্ষেত্রে এটিই সুবিধা। নগদ একাউন্ট খোলার জন্য আপনি বাটন মোবাইল এবং android মোবাইল আপনার যে মোবাইল আছে সেই মোবাইল থেকেই nagad account open করতে পারবেন।
তাহলে চলুন nagad accont create করার উপায় সমূহ সম্পর্কে জেনে নেওয়া যায়ঃ
- বাটন মোবাইল থেকে কোড ডায়াল করে নগদ একাউন্ট খোলা যায়।
- android মোবাইল দিয়ে Nagad App ব্যবহার করে নগদ একাউন্ট খোলা যায়।
- নিকটস্থ Nagad Agent এ গিয়ে নির্ধারিত কাগজপত্র দিয়ে নগদ একাউন্ট খোলা যায়।
অর্থাৎ আমরা তিন ভাবে nagad account open করতে পারবো।
তবে এর মধ্যে প্রথম দুইটি উপায়ে আপনি ঘরে বসেই nagad account open করতে পারবেন।
আর তিন নাম্বার উপায়ে nagad account create করতে চাইলে আপনাকে নিকটস্থ nagad agent point এ যেতে হবে।
চলুন তিন ভাবেই nagad account openig এর উপায় এবং নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।
বাটন মোবাইল থেকে nagad account open
প্রথমে চলুন, বাটন মোবাইল থেকে nagad account কেন খোলা যায় যা অন্য কোনো মোবাইল ব্যাংকিং এ করা যায় না তা জেনে নেওয়া যাকঃ
মুলত, আপনি যে সিমে Nagad account খুলবেন সেই সিম কেনার সময় যে জাতীয় পরিচয় পত্র ব্যবহার করা হয়েছে নগদ কত্রিপক্ষ সেই তথ্যেড় এক্সেস নিয়ে নিয়েছে।
আরও পড়ুনঃ নগদ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম কি ? nagad agent account open
আপনি যদি নগদের এই অটোমেটিক একাউন্ট এক্সেস কার্যক্রম সহমত হয়ে থাকেন তবেই শুধু বাটন মোবাইল দিয়ে নগদ একাউন্ট খুলতে পারবেন।
বাটন মোবাইল থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম অনুযায়ী আপনাকে তিনটি স্টেপে কাজ করতে হবে।
চলুন Nagad account open with batton mobile এ নিচের স্টেপগুলি ফলো করুনঃ
Button mobile থেকে nagad account (step by step)
- নগদ একাউন্ট খোলা হয়নি এমন একটি সিম থেকে *167# ডায়াল করুন।
- যদি এই সিম থেকে আগে নগদ একাউন্টে প্রবেশের কোড ডায়াল করা না হয় তাহলে আপনি এই সিম থেকে নগদ একাউন্ট খুলতে পারবেন।
- কোডটি ডায়াল করার পর নিচের ছবির মতো একটি পেজ ভিউ দেখতে পাবেন।
- এবার উপরের পেজ ভিউ এর মতো দেখতে পাচ্ছেন।
- এখানে ৪ সংখ্যার আক্তি পাসওয়ার্ড বসান। এই পাসওয়ার্ডটি হবে আপনার nagad account এর পাসওয়ার্ড।
আরও পড়ুনঃ নগদে টাকা দেখার নিয়ম জেনে নিন
- পাসওয়ার্ড বসিয়ে নিচে দেখতে পাওয়া Send বা আপ্নারর বাটন মোবাইলের Ok বাটনে ক্লিক করুন।
- পরবর্তী স্টেপে যাওয়ার পর আপনাকে একই পাসওয়ার্ড আবার বসিয়ে কনফার্ম করতে বলবে। এবং একই সাথে যাবতীয় অনুমতি আপনার থেকে নিয়ে নিবে।
- ২ নাম্বার স্টেপে গিয়ে দেখুন একই পাসওয়ার্ড দ্বিতীয়বার চাচ্ছে।
- একই সাথে আপনাকে তাদের সকল বিষয়ে আপনার অত্থ ব্যবহার করার জন্য অনুমতি নিচ্ছে।
- আপনি একই পাসওয়ার্ড বসিয়ে আবার Send বা আপ্নারর বাটন মোবাইলের Ok বাটনে ক্লিক করুন।
- এরপর ৩ নাম্বার স্টেপে গেলে আপনার কাছে জানতে চাবে এই nagad account থেকে আপনি বেনিফিট/ প্রফিট অর্থাৎ এই একাউন্টে টাকা জমা রাখলে সেই জমা টাকার বিপরীতে লাভ চান কি না।
- আপনি যদি আপনার এই নগদ একাউন্টে টাকা থাকলেই মাস শেষে Profit বা benifit পেতে চান তাহলে খালি বক্সে 1. Yes আর Profit না পেতে চাইলে 2. No লিখে Send বা আপ্নারর বাটন মোবাইলের Ok বাটনে ক্লিক করুন।
- বেশ, শেষ আপনার বাটন মোবাইল থেকে কিংবা কোড ডায়াল করে nagad account open করা।
- আপনার নগদ একাউন্ট খোলা সাকসেস হলে নিচের ছবিটির মতো একটি পেজ ভিউ দেখাবে।
উপরের পপআপ মেসেজটি দেখার পর আপনি আপনার নগদ একাউন্টে প্রবেশ থেকে শুরু করে লেনদেন সহ সবকিছু করতে পারবেন নিরাপদে।
এজন্য আপনি চাইলেই নগদের কোড ডায়াল করেই পাসওয়ার্ড সেট করে আপনার নগদ একাউন্ট সচল করে ব্যবহার করতে পারেন।
Nagad App থেকে nagad account open
মোবাইলের Play Store এ গিয়ে নগদের অফিসিয়াল অ্যাপ Nagad অ্যাপটি ইন্সটল করতে হবে।
app টি ওপেন করার পড়ে Sign In এবং Sign UP নামে দুইটি অপশন দেখা যাবে সেখান থেকে আপনি Sign Up অপশনে ক্লিক করুন।
বিঃদ্রঃ এখানে লগইন এবং রেজিস্টিশন নামেও অপশন দুইটি দেখতে পারেন।
এবার যে সিমে Nagad account open করতে চান সেই মোবাইল নাম্বারটি দিতে হবে।
এক্ষেত্রে বলে রাখা ভালো যে, আপনার যদি NID CARD না থাকে তাহলে নিজ পরিবারের একান্ত আপনজন কারোর আইডি কার্ড থেকে কেনা সিমের নাম্বার দিতে পারেন।
আরও পড়ুনঃ নগদ একাউন্ট দেখার নিয়ম । নগদ সম্পর্কে বিস্তারিত জেনে নিন
এখন,, Sign Up এ ক্লিক করে মোবাইল নাম্বার প্রবেশ করান। এরপর Next – Next অপশনে ক্লিক করে নাম ঠিকানা সহ যা যা তথ্য দিতে বলে তাই দিবেন।
এরপর এনআইডি কার্ড এর দুই পাশের ছবি তুলে দিতে বলবে এবং তাই দিবে। এরপর আপনার নিজের ছবি তুলতে বলবে।
তাই ছবি তোলার অপশনে ক্লিক করে ছবি তুলে দিবেন। এখানে যেন আপনার ফেস স্পষ্ট দেখা যায় অর্থাৎ আলো সম্পন্ন জায়গা থাকে।
এভাবে নগদ একাউন্ট খোলার নিয়ম মেনে করতে পারবেন খুব অল্প সময়ে। আশা করছি নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন।
চলুন, উপরে উল্লেখিত স্টেপগুলি নিচে সহজ ভাবে দেখে নেওয়া যাকঃ
Nagad App দিয়ে nagad account open
- Download and install Nagad App.
- Click Sign Up or registration and go to the next button.
- Input your fresh and personal mobile number and go to next button.
- Select your mobile number telecom operator and go to next button.
- Input your KYC information (national identity card information, pic based) and go to next button
- Click selfie camera and capture your fresh image instruction to mobile display. And go to next button.
- Seat your Nagad Account pin or password in 4 digit. (don’t share anyone) and go to next button.
- Verify your Nagad account with mobile sms code number.
আর এভাবেই আপনি nagad app এর মাধ্যমে ঘরে বসে Nagad account open করতে পারবেন খুভ সহজে।
তবে অবশ্যই আপনাকে উপরের স্টেপগুলি সঠিক ভাবে ফলো করতে হবে। আশা করছি নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
Nagad app থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম
যতই সহজ হোক, সবাই সব বিষয় নিজে করতে পারেন না বা করতে চান না। তাই বলে কি কাজটি আটকে থাকবে?
আপনি নিজে যদি nagad account create করতে ভয় বা মনে করেন যে ভুল করে ফেলবেন তাহলে নিশ্চয়ই আপনি আপনার নিকটস্থ Nagad agent এর কাছে গেলেই তারা একাউন্ট খুলে দিবে।
এক্ষেত্রে আপনার যা যা লাগবে তা হচ্ছেঃ
- NID card এর photocopy.
- 2 copy picture in passport size.
- Active mobile sim number.
আপনি নগদের এজেন্ট এর কাছে গেলে আপনার nagad account create করার পরবর্তী সকল দায়িত্ব nagad agent এর।
সবথেকে বড় বিষয় হচ্ছে, Nagad account open totally free. অর্থাৎ আপনাকে কোনো ফি দিতে হবে নানগদ একাউন্ট খোলার জন্য।
শুধু মাত্র ৫০ বা ১০০ টাকা একাউন্টে ক্যাশ ইন করতে হবে যেটি ওই nagad agent person করে দিবেন। এবং সেই টাকাটা নিবেন। কিন্তু এই টাকা আপনার nagad account এ থাকবে।
Dear visitor, i hope আজকের এই পোষ্টে উল্লেখিত ৩ ভাবেই how to open nagad account অর্থাৎ নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে এবং বুঝতে পারছেন।
Nagad account related FAQS
নগদ একাউন্ট চেক করার কোড হচ্ছেঃ *167#.
Nagad account open করার উপায় তিনটি। যথাঃ
বাটন মোবাইল থেকে কোড ডায়াল করে নগদ একাউন্ট খোলা যায়।
android মোবাইল দিয়ে Nagad App ব্যবহার করে নগদ একাউন্ট খোলা যায়।
নিকটস্থ Nagad Agent এ গিয়ে নির্ধারিত কাগজপত্র দিয়ে নগদ একাউন্ট খোলা যায়।
কোন উপায়ে কিভাবে nagad account খোলা যায় সে বিষয়ে এই পোষ্টে বিস্তারিত জানতে পারবেন।
Nagad account open করার জন্য কোনও ফি প্রয়োজন হয় না। অর্থাৎ নগদ একাউন্ট খোলা যায় একদম ফ্রিতে।
নগদ অ্যাপ এর নাম Nagad. আপনার মোবাইলে থাকা গুগলের প্লে স্টোরে গিয়ে Nagad লিখে সার্চ করলেই প্রথমে nagad app দেখতে পাবেন।
You can open a Nagad account at home from the official Nagad app My Nagad using your mobile internet.
নগদ একাউন্ট খোলার নিয়ম নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আশা করছ ইয়াজকের পোস্ট থেকে সকল উপায়ে নগদ একাউন্ট খোলার নিয়ম জেনেছেন।
এরপরেও নগদ একাউন্ট খোলা কিংবা nagad agent account open সম্পর্কে জানতে চান তাহলে আমাদের Nagad Category ভিজিট করে nagad rleted সকল পোস্ট পড়ুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik Kantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
4 thoughts on “How to open nagad account ? নগদ একাউন্ট খোলার নিয়ম জেনে নিন”