Last Updated on 12 months by Shaikh Mainul Islam
আপনি যেহেতু এই পোষ্টটি পড়ার জন্য এসেছেন তাতে আমি নিশ্চিত যে, আপনি how to open a bkash account এই সম্পর্কে জানতে চান। আর এই মুহূর্তে আপনার মনে প্রশ্ন জাগছে যে কিভাবে বিকাশ একাউন্ট খুলব?
প্রিয় পাঠক, স্বাগত Dainikkantha এর আজকের পোস্ট “how to open a bkash account । কিভাবে বিকাশ একাউন্ট খুলব” এ।
আজকের পোষ্টে আমরা জানবো, কয়ভাবে বিকাশ একাউন্ট খোলা যায়, how to open a bkash account, বিকাশ একাউন্ট খোলার জন্য কি কি দরকার সহ বিকাশ সম্পর্কিত অনেক বিষয়ে জানবো।
Bkash account open method
ইতিমধ্যে আমাদের আগের একটি পোষ্টে আমরা বিকাশ একাউন্ট খোলার নিয়ম নিয়ে লিখেছি। কিন্তু এই পোষ্টে তুলনামূলক বেশি তথ্যগত আকারে সহজ ভাবে বোঝানোর জন্য লিখছি।
আপনি সাধারণত ২ ভাবে বিকাশ একাউন্ট খুলতে পারবেন। তবে, আপনি ঘরে বসে শুধু মাত্র একভাবে bkash account খুলতে পারবেন।
আর ঘরে বসে bkash account create করার জন্য আপনার একটি Android mobile এবং ইন্টারনেট কানেকশন লাগবে।
যে দুই ভাবে বিকাশ একাউন্ট খোলা যায় তা হচ্ছেঃ
- Bkash App ব্যবহার করে বিকাশ একাউন্ট খুলতে পারবেন।
- Bkash Agent থেকে নগদ একাউন্ট খুলতে পারবেন।
আপনি উপরের দুইটি পদ্ধতিতে কিভাবে বিকাশ একাউন্ট খুলতে হয় তা জানলেন। এবার আপনার bkash account open করার জন্য কি কি লাগবে তা জেনে নেওয়া যাকঃ
Bkash app থেকে bkash account open step by step
আপনার স্মার্ট মোবাইল থাকলেই মুহূর্তের মধ্যে বিকাশ একাউন্ট খুলতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে।
Bkash app দিয়ে ঘরে বসে করে বিকাশ একাউন্ট খোলার জন্য যা যা দরকারঃ
- জাতীয় পরিচয় পত্র অর্থাৎ NID কপি।
- ইন্টারনেট সংযোগ সহ স্মার্ট মোবাইল।
- স্মার্ট মোবাইলের ক্যামেরা ক্লিয়ার থাকতে হবে।
- এর আগে বিকাশ একাউন্ট খোলা হয়নি এরকম একটি রেজিস্ট্রেশন কৃত সিম।
উপরোক্ত জিনিসগুলি আপনার হাতে থাকলে এবার আপনি বিকাশ একাউন্ট খোলার জন্য স্টেপ বাই স্টেপ আগাতে পারেন।
উপরের ছবি তে লক্ষ করুন এবং নিচের স্টেপগুলি দেখে দেখে এভাবে বিকাশ একাউন্ট খুলুন।
- স্টেপঃ bkash app ইন্সটল করে ওপেন করে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন।
- স্টেপঃ মোবাইলে থাকা যেই সিম থেকে ইন্সটল করবেন সেই নাম্বারটি বসিয়ে দিতে হবে।
- স্টেপঃ সিমটি কোন টেলিটক অপারেটরের সিম তা সিলেক্ট করতে হবে।
- স্টেপঃ সিমে একটি যাচাইকরণ কোড যাবে, কোডটি থেকে সিম যাচাই করতে হবে।
- স্টেপঃ সাথে থাকা জাতীয় পরিচয়পত্রের সামনের অংশের ছবি তুলতে হবে।
- স্টেপঃ সাথে থাকা জাতীয় পরিচয় পত্রের পিছনের অংশের ছবু তুলতে হবে।
- স্টেপঃ এবার আপনার ফেস ডিসপ্লেতে নির্দেশনা অনুযায়ী ঘুরে ঘুরে স্পষ্ট আলোতে ছবি তুলতে হবে।
- স্টেপঃ এরপর বিকাশ একাউন্ট এর যাবতীয় তথ্য দিয়ে Save Batton এ ক্লিক করতে হবে।
উপরের স্টেপগুলি দেখে দেখে একইভাবে আপনি মুহূর্তের মধ্যে bkash app থেকে বিকাশ একাউন্ট খুলতে পারেন।
প্রিয় পাঠক, আশা করছি এতক্ষণে how to open a bkash account তা বুঝতে পেরেছেন।
Bkash Agent থেকে Bkash account open
Bkash Agen হচ্ছে আমাদের আশপাশে বিকাশের দোকানগুলো। আগে বিকাশ এজেন্টরা অনেক বেশি একাউন্ট খুলত। কিন্তু, এখন বেশিরভাগ বিকাশ একাউন্ট ব্যক্তি নিজেরাই খুলে থাকে।
কিন্তু আপনি চাইলে বিকাশ এজেন্ট থেকে এখনো bkash account open করতে পারেন খুব সহজেই। এজন্য আপনার কিছু ডকুমেন্ট bkash agent এর কাছে জমা দিতে হবে।
চলুন, জেনে নেওয়া যাক bkash agent থেকে how to open a bkash account তার নিয়ম সম্পর্কে বিস্তারিত।
Bkash agent থেকে বিকাশ একাউন্ট খোলার জন্য যেসব বিষয় দরকারঃ
- জাতীয় পরিচয় পত্র বা NID Card এর ফটোকপি।
- Pasport সাইজের ২ কপি ছবি।
- একটি সচল মোবাইল নাম্বার।
- ৫০ থেকে ১৫০ টাকা। (আপনার একাউন্টে জমা দেওয়া হবে পুরো টকাটা তাই একাউয়ন্ট খোলা একদম ফ্রি বলা চলে)
উপরে উল্লেখিত ডকুমেন্ট সমূহ নিয়ে আপনার পার্শ্ববর্তী বিকাশ এজেন্ট/ bkash agent এর দোকানে গেলে পরবর্তী সকল পদক্ষেপ বিকাশ এজেন্ট এর ব্যক্তি নিবেন। এবং আপনার আর কোনো কাজ নেই।
আপনার বিকাশ একাউন্ট মুহূর্তেই উনি নিজে করে দিতে পারেন অথবা আপনাকে অপেক্ষা করতে হতে পারে ১ দিন।
আশা করছি bkash agent অথবা bkash app থেকে কিভাবে বিকাশ একাউন্ট খুলব তথা কিভাবে বিকাশ একাউন্ট খুলতে হয় সে সম্পর্কে বুঝতে পেরেছেন।
Bkash releted FAQS
দুই ভাবে বিকাশ একাউন্ট খোলা যায়। এর মধ্যে একটি হচ্ছে bkash app ব্যবহার করলে আপনি এই পোষ্টের উল্লেখিত নিয়ম অনুসারে বিকাশ একাউন্ট খুলতে পারবেন খুব সহজেই।
বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছেঃ ১৬২৪৭। হ্যা এই নাম্বারে কল করে বিকাশ সম্পর্কিত সকল বিষয়ে জানতে কিংবা আপনার সমস্যা জানাতে পারবেন।
Bkash সম্পর্কে সর্বশেষ কিছু কথা
প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা how to open a bkash account সম্পর্কে বিস্তারিত জেনেছি।
আশা করছি এই একটি পোস্ট থেকেই এই বিষয়ে সর্বশেষ সকল বিষয়ে সবকিছু জানতে পেরেছেন।
এরপরেও Bkash সম্পর্কিত আরও কিছু জানতে চাইলে আমাদের Mobile Banking Category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik Kantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ কানেক্ট থাকুন।