জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক । How to check gp internet balance

Last Updated on 8 months by Shaikh Mainul Islam

Dear Visitor, স্বাগত গ্রামীণ সিম বা দেশি টেলি কমিউনেকেশন এর অন্যতম সিম জিপি সিম নিয়ে আরও একটি পোষ্টে। আজকে আমরা জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানবো।

আজকের পোস্টটি Grameen phone sim বা জিপি সিম ব্যবহারকারীদের জন্য অত্যন্ত জরুরি। তাই আপনি যদি জিপি সিম এবং জিপি সিম থেকে ইন্টারনেট ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। কারণ আজকের পোষ্টে আমরা গ্রামীণ সিম সম্পর্কিত অনেক গুরুত্ব পূর্ণ বিষয়ে জানবো।

আরও পড়ুনঃ জিপি ইন্টারনেট অফার । gp mb offer code । gp minute offer list দেখে নিন

যেমন, gp ইন্টারনেট ব্যালেন্স চেক করার একাধিক পদ্ধতি, জিপি ইন্টারনেট প্যাকেজ সম্পর্কিত তথ্য, জিপি ইন্টারনেট কোড সম্পর্কিত সকল তথ্য, জিপি ইন্টারনেট মেয়াদ সম্পর্কিত গোপন তথ্য এবং gp internet releted আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য। চলুন একেক করে বিস্তারিত জেনে নেওয়া যাক।

জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করার পদ্ধতি

Dear Gp user, আপনি জিপি সিমের ইন্টারনেট ব্যালেন্স অর্থাৎ আপনার জিপি সিমে কত এমবি বা জিবি আছে তা জেনে নিতে পারবেন দুইটি উপায়ে।

যে দুইটি উপায়ে আপনি জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন তা হচ্ছেঃ

  • কোড ডায়াল করে।
  • জিপি অ্যাপ ব্যবহার করে।

আপনি যদি কোড ডায়াল করে জিপি সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে চান তাহলে আপনাকে *121*1*4# কদতি ডায়াল করতে হবে।

এই কোডটি ডায়াল করলে আপনি আপনার জিপি সিমের ইন্টারনেট ব্যালেন্স দেখতে পারবেন একটি ক্ষুদ্র এসএমএস এর মাধ্যমে। এই এসএমএস এ আপনার ইন্টারনেট এর মেয়াদ সহ দেখা যাবেহ।

আরও পড়ুনঃ জিপি এমবি চেক করার কোড

এছাড়া আপনি যদি এন্দ্রয়েদ মোবাইল ব্যবহারকারী হন তাহলে আপনি প্লে ষ্টোর থেকে জিপি সিমের অফিসিয়াল মোবাইল অ্যাপ  MY GP অ্যাপটি নামিয়ে সেই অ্যাপে আপনার জিপি সিমটি লগইন করে সেই অ্যাপ থেকেও আপনার জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করে নিতে পারেন।

এজন্য আপনার ইন্টারনেট সংযোগ, এনড্রয়েড মোবাইল লাগবেহ।

এছাড়াও আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে মডেম এ সিম কানেকশন করে এবং জিপি সিমের অফিসিয়াল ওয়েবসাইটে লাই লগইন করে আপনার সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন খুব সহজেই।

কম টাকায় জিপি ইন্টারনেট প্যাকেজ কেনার উপায়

Dear gp sim user, আপনি যদি মাসের পড় মাস জিপি সিম থেকে ইন্টারনেট প্যাকেজ কিনে ডাটা ব্যবহার করেন তাহলে আপনি খুব ভালভাবেই জানেন যে, জিপি সিম থেকে ইন্টারনেট ব্যবহার করতে হলে কি পরিমাণ টাকা মাসে দরকার হয়।

এর কারণ, তুলনামুলক জিপি সিমের সার্ভিস কিছুটা ভালো হওয়ায় এই সিমের ইন্টারনেট প্যাকেজের মূল্য একটু বেশী হয়ে থাকে।

এক্ষেত্রে আপনি একটি নির্দিষ্ট সিম থেকে ইন্টারনেট প্যাকেজ ব্যবহার করতে থাকলে এবন জিপি সিমের অফিসিয়াল অ্যাপ My Gp অ্যাপ থেকে আপনার মাই অফার অপশনে কিছু অফার পাবেন।

এই অফারের মধ্যে আপনার যে প্যাকটি দরকার সেটি কিনে নিতে পারবেন।

এছাড়াও ক্যাশ ব্যাক অফার অপশনে গিয়ে দেখবেন নিয়মিত ইন্টারনেট প্যাকেজ ব্যতিত কিছু প্যাকেজ পাওয়া যায়।

আরও পড়ুনঃ  সব সিমের নাম্বার দেখার কোড । sim number check bd

ক্যাশ ব্যাক অপশনে গিয়ে ধরেন, আপি যদি ৪০০ টাকা রিসার্চ করেন আপনি ৩০ জিবি ইন্টারনেট পাবেন এক মাসের জন্য।

এটি থেকে ক্যাশব্যাক পেতে হলে আপনার বিকাশ বা নগদ থেকে ওই টাকা রিসারজ করতে হবেহ।

তখন ৩০ টাকা কিংবা ৫০ টাকা আপনার বিকাশ বা নগদ একাউন্টে ফেরত আসবে। এটাই ক্যাশব্যাক।

এছাড়াও অনেক ব্যক্তি দেখবেন ইন্টারনেট ব্যবসা করে থাকে। যাকে জিবি ব্যবসা বলে। এরা সাধারণত ফেসবুক গ্রুপ ব্যবহার করে বা ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপ ব্যবহার করে এই জিবি ব্যবসা করে বিভিন্ন সিম অপারেটর এর মিনিট এবং ইন্টারনেট এর।

এভাবে আপনি কম টাকায় জিপি ইন্টারনেট প্যাকেজ কিনতে পারেন। এতে করে মাসে আপনার অনেক টাকা বেঁচে যেতে পারে।

জিপি ইন্টারনেট কেনার কোড । how to buy gp internet

Dear Visitor, how to buy gp internet অর্থাৎ কিভাবে আপনি জিপি ইন্টারনেট কিনবেন ?

আপনি যদি জিপি ইন্টারনেট কিনতে চান তাহলে জিপি ইন্টারনেট কেনার কোড ডায়াল করতে হবে। জিপি ইন্টারনেট কেনার কোড হচ্ছে *121*3# এই কোডটি।

আরও পড়ুনঃ জিপি সিমের মালিকানা পরিবর্তন করুন – ঘরে বসে সহ একাধিক উপায়ে

সবথেকে সুন্দর ভাবে জিপি ইন্টারনেট কিনতে আপনি মাই জিপি অ্যাপ ব্যবহার করতে পারেন।

তবে এজন্য আপনার এন্দ্রয়েদ মোবাইল এবং ইন্টারনেট কানেকশন লাগবে।

জিপি ইন্টারনেট মেয়াদ সম্পর্কে

Dear Visitors, আপনি যদি নতুন নতুন জিপি ইন্টারনেট মেয়াদ সম্পর্কে একবার হলেও বিড়ম্বনায় পরেছেন।

কারণ বর্তমানে জিপি সিমের মেয়াদ সম্পর্কে কর্তৃপক্ষ এমনই কঠোর যে, এক মিনিট এপাশ ওপাশ করা হয় না।

আগেকার দিনে আপনি তিন দিনের জিপি ইন্টারনেট প্যাক কিনলে তিন দিন পেতেন। এখন তিন দিন হচ্ছে ৭২ ঘণ্টা।

আর আপনি যদি মেয়াদ থাকতেও ইন্টারনেট প্যাক কিনেন তাতেও মেয়াদ বাড়বে নাহ।

তাই, জিপি ইন্টারনেট মেয়াদ সম্পর্কে আপনার সচেতন থাকতে হবেহ।

জিপি সম্পর্কিত FAQS

জিপি ব্যালেন্স চেক কোড কি?

নিজ জিপি সিমের ব্যালেন্স চেক করতে *566# ডায়াল করুন।

জিপি সিমের মিনিট চেক কোড কি ?

জিপি সিমের মিনিট চেক করার জন্য ডায়াল করুন *121* 1*2#.

how to check gp internet balance by sms ?

If you want to check GP SIM internet balance by dialing the code then you need to dial *121*1*4#.

By dialing this number you can check your GP SIM internet balance via a small SMS. In this sms you will see your internet validity.

জিপি ইন্টারনেট চেক কোড কি?

জিপি ইন্টারনেট চেক করতে *121*1*4# ডায়াল করুন।

নিজের জিপি নাম্বার দেখার কোড কি?

জিপি সিমের নাম্বার দেখার কোড হচ্ছে *2#.

জিপি ইন্টারনেট ব্যালেন্স নিয়ে সর্বশেষ

Dear Visitor, আজকের পোষ্টে আমরা জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক করার উপায় সম্পর্কে জেনেছি। জেনেছি জিপি সিম ইন্টারনেট প্যাকেজ, জিপি কোড, জিপি ইন্টারনেট মেয়াদ, how to check gp internet balance by sms, grameenphone internet package সম্পর্কে বিস্তারিত।

আরও পড়ুনঃ রবি এমবি দেখে কিভাবে

আশা করছি জিপি সিম ব্যবহারকারীদের জন্য আজকের পোস্টটি থেকে অনেক উপকৃত হয়েছে। জিপি সিম সম্পর্কিত আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

Gp Sim সম্পর্কিত আরও কিছু জানতে চাইলে আমাদের Grameenphone category ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

1 thought on “জিপি ইন্টারনেট ব্যালেন্স চেক । How to check gp internet balance”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.