Last Updated on 12 months by Shaikh Mainul Islam
স্মার্ট ইনকামের যুগে গুগল এডসেন্স থেকে টাকা আয় করার কথা অনেকেই শুনে থাকবেন। আর সহজ এবং লাইফ টাইম গ্যারান্টি অনলাইন ইনকামের অন্যতম উপায় হচ্ছে google adsense account.
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “google adsense account । গুগল এডসেন্স থেকে টাকা আয় করার উপায়” এ।
আজকে আমরা জানবো, গুগল এডসেন্স কি, গুগল এডসেন্স এর কাজ কি, গুগল এডসেন্স থেকে আয় করার উপায়, make google adsense account, google adsense youtube সহ গুগল এডসেন্স সম্পর্কে বিস্তারিত।
গুগল এডসেন্স কি । গুগল এডসেন্স এর কাজ কি
পৃথিবী সেরা এক নাম্বার এড নেটওয়ার্ক হচ্ছে গুগল এডসেন্স। আরও সহজ ভাবে বললে, এডসেন্স হচ্ছে গুগলের বিজ্ঞাপন প্রচারের মাধ্যম।
ধরুন, আপনার একটি ওয়েবসাইট কিংবা একটি ইউটিউব চ্যানেল আছে। এখন এখানে আপনি আপনার কন্টেন্ট এর বিপরীতে মনিটাইজেশন করে টাকা ইনকাম করছেন।
গুগল এডসেন্স এর কাজ হচ্ছে এখানে মনিটাইজেশন করার জন্য আপনার যেকোনো এডনেটওয়ার্ক ব্যবহার করতে হবে। তো, বিশ্ব সেরা এডনেটওয়ার্ক হচ্ছে গুগল এডসেন্স।
আরও পড়ুনঃ গুগল এডসেন্স পাওয়ার উপায় । গুগল এডসেন্স একাউন্ট
যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে চান তারা গুগল এডসেন্স এর মাধ্যমে এই বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে।
গুগল এডসেন্স তৃতীয় পক্ষ হিসেবে এই এডগুলো পাবলিশার্স দের কন্টেন্ট এ শো করিয়ে থাকে।
এই লেখাটি আপনি পড়ছেন। এই লেখাটির মধ্যে কিছু গুগল এড দেখতে পাচ্ছেন। এই এডগুলোই গুগল এডসেন্স থেকে দেওয়া হয়ে থাকে।
গুগল এডসেন্স থেকে গুগল পাবলিশার্স বা গুগল ওয়েব মাস্টার রা টাকা ইনকাম করে থাকে তাদের কন্টেন্ট এর বিপরীতে এড দেখিয়ে।
গুগলের একটি সার্ভিস হচ্ছে গুগল এডসেন্স। এর মাধ্যমে এড প্রোভাইডার এবং পাবলিশার্স সবাই লাভবান হয়। আর মধ্যস্থকারী হিসেবে গুগল এডসেন্স ও লাভবান হয়।
আশা করছি গুগল এডসেন্স কি, how to google adsense এবং গুগল এডসেন্স এর কাজ কি তা বুঝতে পেরেছেন।
গুগল এডসেন্স থেকে আয় করার উপায়
প্রথমেই বলে রাখি গুগল এডসেন্স থেকে আয় করার উপায় হচ্ছে একমাত্র ওয়েবসাইট এবং ইউটিউব ব্যবহার করে।
অর্থাৎ এই দুই প্লাটফর্মে থাকা নিজের কন্টেন্ট এর বিপরীতে আপনি গুগল এডসেন্স থেকে ইনকাম করতে পারবেন।
তবে, google adsense থেকে ইনকাম করা তুলনামূলক সহজ হলেও আপনাকে কিছু নিয়ম এবং শর্ত মানতে হবে।
যেমন ধরুনঃ আপনি যদি একটি ওয়েবসাইট থেকে google adsense ব্যবহার করে টাকা আয় করতে চান তাহলে আপনার যেসব বিষয় থাকতে হবেঃ
আরও পড়ুনঃ গুগল এডসেন্স একাউন্ট নিরাপদ রাখতে করনীয় । Google Adsense Account
- একটি ফ্রেশ জিমেইল একাউন্ট।
- একটি ফ্রেশ ওয়েবসাইট
- নির্দিষ্ট পরিমাণ ইউনিক এবং তথ্যপূর্ণ হেল্পফুল কন্টেন্ট।
- ওয়েবসাইটে কিছু ইউনিক ভিজিটর নিয়মিত ভিজিট করা।
- ওয়েবসাইট সম্পর্কিত পেজ। (About us, privacy policy, terms and condition)
এই বিষয়গুলি থাকলে আপনি আবেদন করার পরেই গুগল এডসেন্স থেকে এপ্রুভ পেয়ে যাবেন।
আর একবার গুগল এডসেন্স থেকে এপুভ পেয়ে গেলে টাকা আয় শুরু হয়ে যাবে।
এবার মনে করুন আপনার একটি ইউটিউব চ্যানেল আছে। বা আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে মনিটাইজেশন করে আয় করতে চান।
ইউটিউব থেকে google adsense account ব্যবহার করে আয় করতে চান সেক্ষেত্রে আপনার আবেদন যোগ্যতা অর্জন করতেই বেশ কিছু নিয়ম এবং শর্ত পালন করতে হবে। ইউটিউবে গুগল এডসেন্স পেতে যা লাগেঃ
- একটি ফ্রেশ জিমেইল একাউন্ট
- ফ্রেশ ইউটিউব চ্যানেল।
- চ্যানেলে লাস্ট ১ বছরে ১ হাজার সাবস্ক্রাইবার
- চ্যানেলে লাস্ট এক বছরে মিনিমাম ৪ হাজার ঘণ্টা ওয়াচ টাইম
- সকল কন্টেন্ট নিজের ইউনিক, হেল্পফুল এবং তথ্যপূর্ণ হতে হবে।
উপরের শর্ত পূরণ করতে পারলে আপনি sign up for google adsense করে google adsense account approve পেয়ে যাবেন।
এবং google adsense approve পাওয়ার পরে আপনি গুগল এডসেন্স থেকে টাকা আয় করা শুরু করবেন।
Google adsense account থেকে শুধুমাত্র এড দেখিয়েই টাকা ইনকাম করা যায়।
তবে, google adsense এর এড এর মধ্যে বেশ কিছু এড আছে। যেমন video ad, article ad, image ad ইত্যাদি।
আশা করছি google adsense account থেকে কিভাবে আয় করতে পারবেন সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন।
Google adsense approve technique
অনেক ক্ষেত্রে google adsense account কে সোনার হরিণ বলা হয়। এর কারণ, একটি গুগল এডসেন্স একাউন্ট থেকে আপনি সঠিক ভাবে কাজ করলে প্রত্যেক মাসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন।
অবিশ্বাস্য হলেও সত্য যে, দেশ কিংবা দেশের বাহিরে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান আচে যারা একটি google adsense account থেকে প্রত্যেক মাসে লাখ টাকা থেকে কোটি টাকা আয় করে থাকে।
টাকা আপনাকে কেউ এমনি এমনি দিবে না। অর্থাৎ সম্ভব তবে খুব একতা সহজ না। আবার আসলেই সহজ। এর কারণ, গুগল এডসেন্স এর ইনকাম হচ্ছে প্যাসিভ ইনকাম।
প্যাসিভ ইনকাম বলতে, আপনি একটি কন্টেন্ট লিখে একবার প্রকাশ করলেন।
ওই কন্টেন্ট যতিদিন প্রকাশিত থাকবে ততদিন আপনি টাকা পাবেন কন্টেন্ট ভিউ এর মাধ্যমে। শুধু মাত্র মাঝেমধ্যে কন্টেন্টগুলি আপডেট করতে হবে।
এবার আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাকে কিছু টিপস দিচ্ছি। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এগুলি আপনার গুগল এডসেন্স একাউন্ট এপ্রুভ পেতে সাহায্য করবে।
আপনি যদি নতুন google adsense account approve পেতে চান তাহলে নিচের টিপসগুলি ফলো করুনঃ
আরও পড়ুনঃ গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম । গুগল এডসেন্স এর আয় বৃদ্ধি করার উপায়
- সবধরনের কন্টেন্ট তথ্যবহুল এবং দীর্ঘ হতে হবে।
- একটি অক্ষর কপি পেস্ট করার মানসিকতা রাখা যাবে না।
- নিজের স্টাইলে লিখতে হবে। আর তাই অন্যান্য ব্লগ পড়তে হবে।
- কিওয়ার্ড রিসার্চ এ খেয়াল রাখতে হবে।
- কম প্রতিযোগিতা পূর্ণ কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে।
- ধারাবাহিক থাকতে হবে।
- প্রতিদিন অন্তত একটি কন্টেন্ট আপলোড করতে হবে।
- কন্টেন্ট এর বিষয় সম্প্রিক্ত সকল বিষয়ে উল্লেখ রাখতে হবে।
আশা করছি উপরের টিপসগুলি মেনে আপনি google adsense account এর জন্য আবেদন করলে প্রথম বারেই এপ্রুভ পেয়ে যাবেন, ইনশা আল্লাহ।
আপনার কোনো সমসস্যার জন্য এডসেন্স এপ্রুভ না হলে গুগল সেটি জানাবে। এবং আপনি সেটি ঠিক করে আবার আবেদন করতে পারবেন। এই নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। তবে, প্রথমেই সব গুছিয়ে আবেদন করবেন।
create account in google adsense
গুগল এডসেন্স একাউন্ট খোলা খুবই সহজ একটি কাজ। গুগল এডসেন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে sign up for google adsense অপশনে ক্লিক করে আপনি আপনার ইমেইল একাউন্ট ব্যবহার করে মুহূর্তের মধ্যে google adsense account খুলতে পারবেন।
গুগল এডসেন্স একাউন্ট খোলার জন্য প্রথমে create google adsense account এ ক্লিক করুন।
উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই গুগল এডসেন্স একাউন্ট খুলতে পারবেন।
গুগল এডসেন্স একাউন্ট খোলার সম্পূর্ণ বিষয়টি দেখতে আমাদের গুগল এডসেন্স একাউন্ট খোলার নিয়ম পোষ্টটি পড়ুন।
Google adsense related FAQS
আপনার ব্লগে গুগল এডসেন্স আবেদনের জন্য কয়টি ব্লগ কন্টেন্ট থাকা লাগবে এর কোনো অফিসিয়ালি উল্লেখ করা সংখ্যা নাই।
তবে, আপনি যতগুলি ক্যাটাগরি তৈরি করবেন সব ক্যাটাগরিতে ৪ থেকে ৫ টি করে মোট ২০-২৫ টি কন্টেন্ট প্রকাশের পর সব চেক করে গুগল এডসেন্স থেকে টাকা আয় করার জন্য গুগল এডসেন্স আবেদন করতে পারেন।
একটি গুগল এডসেন্স একাউন্টে আপনি অসংখ্য পরিমাণ ওয়েবসাইট এড করতে পারবেন।
তবে আপনার যদি ৪ থেকে ৫ টি ওয়েবসাইট থেকে থাকে তাহলে ২ টি এডসেন্সে একাউন্ট রাখা অধিক নিরাপদ।
শুরু থেকে নিয়মিত নিয়ম মেনে কাজ করলেই সহজে গুগল এডসেন্স একাউন্ট পাবেন। গুগল এদসেন্স এপ্রুভ করার ক্ষেত্রে সবথেকে বেশি আপনার কন্টেন্ট এ নজর দেয়। তাই , কোয়ালিটি কন্টেন্ট এর কোনো বিকল্প নেই।
দেখুন, আমি মোটামুটি প্রতিদিন ২ থেকে ৩ ঘণ্টা কাজ করে প্রত্যেক মাসে ২০০ ডলারের বেশি অর্থাৎ ২০ হাজার টাকার বেশি ইনকাম করি বাংলা ব্লগ ওয়েবসাইট থেকে।
অনেকে আছেন এক টাকাও আয় করতে পারে না। আবার অনেকে আছেন যে লাখ টাকা আয় করে একটি গুগল এডসেন্স একাউন্ট থেকে।
গুগল এডসেন্স এর আয় নির্ভর করে আপনি কোন ভাষায় কন্টেন্ট তৈরি করেন, কোন দেশ থেকে বেশি মানুষ দেখে, কোন ধরণের কন্টেন্ট লিখেন তার উপর।
এ সম্পর্কে আমাদের অন্যান্য ব্লগে স্পষ্ট ভাবে লেখা আছে সেখান থেকে দেখে নিন।
দেখুন, ইতিমধ্যে বলেছি যে, গুগল এডসেন্স এপ্রুভ পাওয়ার জন্য আপনার কন্টেন্ট ই আসল ভূমিকা রাখে।
আর আপনি নিয়ম মেনে কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট লিখলে ১০-২০ টি কন্টেন্ট লিখলে ততদিনে ২-৫ জন করে ভিজিটর অর্গানিক ভাবেই আসবে আপনার সাইটে।
তবে, এডসেন্স এপ্রুভ পাওয়ার জন্য সাইটে ভিজিটর আসা গুরুত্বপূর্ণ নয়। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনার কন্টেন্ট। আর কন্টেন্ট ভালো হলে ভিজিটর অবশ্যই আসবে।
Google adsense নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, Dainik Kantha এর আজকের পোস্ট “google adsense account । গুগল এডসেন্স থেকে টাকা আয় করার উপায়” থেকে এই সম্পর্কে বিস্তারিত জেনেছি।
আশা করছি এই পোস্ট থেকে গুগল এডসেন্স একাউন্ট থেকে টাকা আয় করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
এরপরেও Google Adsense Account সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমাদের Online income category তে ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল ব্লগ পড়তে Dainik kantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
7 thoughts on “google adsense account ।গুগল এডসেন্স থেকে টাকা আয় করার উপায়”