ডোমেইন নেম সিস্টেম কি ।  domain name system এর কাজ কি

Last Updated on 2 months by Shaikh Mainul Islam

ইতিমধ্যে আমরা ডোমেইন কি এবং ডোমেইন এর কাজ কি সে বিষয়ে জেনেছি। এবার আমাদের জানা জরুরি যে ডোমেইন নেম সিস্টেম কি এবং domain name system এর কাজ কি।

প্রিয় পাথক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “ডোমেইন নেম সিস্টেম । domain name system এর কাজ কি” এ।

আজকের পোষ্টে আমরা জানব ডোমেইন নেম সিস্টেম কি, domain name system কিসের উপর নির্ভর করে হয়ে থাকে এবং domin name system এর কাজ কি সেসব বিষয়ে বিস্তারিত।

Domain Name System কি

DNS হচ্ছে একটি ডেটাবেস। ডিএনএস ডাটাবেসে সংরক্ষিত রয়েছে ইন্টারনেটে ব্যবহৃত  সকল ডোমেইন নেইম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য। যেমনঃ IP address, Domain Name System ইত্যাদি। 

মনে করেন আপনি dainikkantha.com ওয়েবসাইট থেকে এই ব্লগটি পড়ছেন। এবার গুগলে গিয়ে dainikkantha.com লিখে সার্চ করলে ব্রাউজার আপনাকে 345.0.6.7.90 এরকম একটি আইপি এড্রেসে নিয়ে যাবে।

আরও পড়ুনঃ ডোমেইন হোস্টিং কি । ওয়েব হোস্টিং কেন প্রয়োজন

আর এই আইপি এড্রেসটি শুধু মাত্র dainikkantha.com ডোমেইন এর জন্য নির্দিষ্ট করে সেইভ করা আছে Domain Name System এর ডাটাবেসে।

ডোমেইন এর এই IP Address টি কেউ বানাতে পারে না। এটি ডোমেইন ক্রয়ের সময় ইন্টারনেট অটোমেটিক ভাবে তৈরি করে দেয়। এবং এই ডোমেইন এর সকল তথ্য এই আইপি এড্রেসেই সংরক্ষিত থাকে।

Domain Name System এর কাজ কি

আমরা জানি যে কম্পিউটারের সব কাজ হয় বাইনারি সংখ্যা ০ এবং ১ এর উপর নির্ভর করে।

যখন কেউ ডোমেইন নেইম ব্রাউজারে লিখে তখন তা কম্পিউটার Domain Name System এ থাকা ডোমেইন এর আইপি এড্রেস নিয়ে এই ডোমেইন এর সকল তথ্য ব্যবহার করে।

প্রত্যেক ডোমেইন এর সাথে IP address এর একটা সম্পর্ক থাকে সেই জায়গা থেকেই ডোমেইন নেইমকে IP Address এ রূপান্তর করে DNS. আর সাথে সাথেই কম্পিউটার তার কাজ করতে পারে।

আরও পড়ুনঃ ভিপিএন ব্যবহারের নিয়ম । ভিপিএন কি নিরাপদ

ডিএনএস সার্ভারের মূল কাজ হচ্ছে ইউআরএল এবং ডোমেন নামকে IP Address এ কনভার্ট করা এবং ডোমেইন নামের পরিবর্তে আইপি এড্রেস এ সেভ থাকা তথ্য প্রদর্শন করা।

সাধারণত ডিএনএস সার্ভার অনেক বেশি শক্তিশালী প্রকৃতির হয়। এর মধ্যে ডোমেইন এর IP address, HTML Code, অডিও এবং ভিডিও ফাইলও সেভ করা থাকে।

আরও সহজ ভাবে বললে, DNS ব্যবহারকারী ও কম্পিউটার এর মধ্যে যোগাযোগ বজায় রাখে।

এর মূল কাজ IP address গুলোকে ডোমেইন নেইম এর সাথে ম্যাচ করে ব্রাউজারে কানেক্ট করা।

DNS এর কারণেই ব্যবহারকারীরা দ্রুত একটি ওয়েব সাইট খুঁজে পায়।

আবার যদি একটি ওয়েবসাইট ব্যবহারকারী আগে একবার ওপেন  করে থাকেন তাহলে তা খুঁজে পেতে আরো কম সময় লাগে এর কল্যাণে।

কোনো ডোমেইন নেইম লিখে ওয়েব সাইট সার্চ  করার সাথে সাথে এই তথ্য চলে যায় সরাসরি DNS সার্ভারে। একে DNS Request বলা হয়।

DNS রিকোয়েস্ট পেয়ে রেজিস্টারকৃত সব IP address গুলোর মধ্যে এই নামের ডোমেইন এর IP address টি সার্চ করতে শুরু করে।

DNS Resolver এর সাহায্যে DNs দেখে ডোমেইন নেইমটি স্থানীয়ভাবে সংরক্ষিত হয়েছে নাকি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরের cache-এ আছে।

এভাবে DNS Record খুব অল্প সময়ের মধ্যে একেকটি ডোমেইন এর IP address এর সাথে ডোমেইন নেইম ম্যাচ করে ফেলে। 

অনেক সময় cache-এ থাকে না। তখন DNS request যায়  DNS Servers Name নামের জায়গায়। 

নিশ্চয়ই এতক্ষণে ডিএনএস কি এবং domain name sysetem বা DNS এর আজ কি স্পষ্ট ভাবে জানতে পেরেছেন।

DNS Server এর প্রকারভেদ

সাধারণত ৪ প্রকার DNS Server কাজ করে। এগুলো হচ্ছেঃ

  • DNS resolver
  • Root name servers
  • Top Level Domain nameservers
  • Authoritative nameservers

এই প্রত্যেকটি ডোমেইন নেম সিস্টেম বা domain name sarver অনেক ভালো সেবা দিয়ে থাকে।

ডোমেইন নেম সিস্টেম সম্পর্কিত সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা ডোমেইন নেম সিস্টেম কি, domain name system কি ভাবে কাজ করে এসব বিষয়ে জেনেছেন।

ডোমেইন এবং অনলাইন সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোষ্ট পড়তে Online tips and tricks ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.