হার্ডওয়ার ও সফটওয়ার এর মধ্যে পার্থক্য

আইটির এই যুগে হার্ডওয়ার ও সফটওয়ার নিয়ে অনেকেই পড়াশোনা কিংবা কাজ করেন। আর এর আগে তারা হার্ডওয়ার ও সফটওয়ার এর মধ্যে পার্থক্য জানতে চান।

প্রিয় পাথক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “হার্ডওয়ার ও সফটওয়ার এর মধ্যে পার্থক্য” এ। সম্পূর্ণ পোস্ট জুড়ে আছি আমি মাইনুল ইসলাম।

আজকের পোষ্টে আমরা হার্ডওয়ার কি, সফটওয়ার কি, হার্ডওয়ার ও সফটওয়ার এর সম্পর্ক এবং হার্ডওয়ার ও সফটওয়ার এর মধ্যে পার্থক্য সম্পূর্ণ জানবো।

হার্ডওয়্যার কাকে বলে

সাধারণত হার্ডওয়ার বলতে কম্পিউটারের যেসব যন্ত্রাংশ স্পর্শ করা যায় এবং দেখা যায় তাকে হার্ডওয়ার বলে।

হার্ডওয়ার এর সবথেকে বড় উদাহরণ হচ্ছে মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, রম, সিডি, ডিভিডি, ইত্যাদি। এসব ই কম্পিউটারের হার্ডওয়ার যন্ত্রাংশ।

আর কম্পিউটার এসকল হার্ডওয়ার একত্রিত করে এক্তি পূর্ণ কম্পিউটার তৈরি বা রুপ দেওয়া হয়।

সফটওয়ার কাকে বলে

নির্দেশাবলীর একটি সেট যা একটি কম্পিউটারের হার্ডওয়্যারকে নির্দিষ্ট কাজ করার নির্দেশ দেয় তাকে সফ্টওয়্যার বলে।

সফটওয়্যার প্রধান দুই ধরনের হয়। দুই ধরনের সফটওয়্যার হচ্ছেঃ

  • সিস্টেম সফ্টওয়্যার যেমন (macOS, Linux, Android, এবং Microsoft Windows)
  • অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার (মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ফায়ারফক্স, বা গুগল ক্রোম)

সফটওয়্যার ব্যতিত যেকোনো হার্ডওয়্যার বা কম্পিউটার অথবা যেকোনো ডিভাইস সবই প্রাণহীন দেহের মতো। অর্থাৎ, হার্ডওয়ার চলমান রাখতে সফটওয়্যার অবশ্যই প্রয়োজন।

হার্ডওয়ার ও সফটওয়ার এর সম্পর্ক

খুব সহজ ভাবে বললে, হার্ডওয়ার এবং সফটওয়্যার দুইটি পার্টের কাজ ভিন্ন ভিন্ন। কিন্তু একটির সহায়তা ছাড়া অন্যটি কাজ করতে পারে না।

আরও পড়ুনঃ মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার নিয়ম

কারণ, সফটওয়্যার যদি কাজ করতে চায় তাহলে সফটওয়্যার এর কমান্ড হার্ডওয়্যার কে দিতে হবে। এবং সেই অনুযায়ী হার্ডওয়্যার কাজটি সম্পন্ন করবে ইনপুট, আউটপুট কিংবা ডাটা বিশ্লেষণের মাধ্যমে।

আবার হার্ডওয়্যার যদি কাজ করতে চায় সফটওয়্যার ছাড়া কোনো ভাবেই কাজের চিন্তাও করতে পারবে না। অর্থাৎ এখেত্রেও হার্ডওয়্যার সফটওয়ারের উপর নির্ভরশীল।

অর্থাৎ, হার্ডওয়্যার কিংবা সফটওয়্যার এর সম্পর্ক বললে বলতে হবে হার্ডওয়্যার ও সফটওয়্যার একে অন্যের উপর সরাসরি নির্ভরশীল।

হার্ডওয়ার ও সফটওয়ার এর মধ্যে পার্থক্য

ইতিমধ্যে আমরা জেনেছি যে হার্ডওয়ার এবং সফটওয়্যার একে অপরের পরিপূরক। অর্থাৎ এর যেকোনো একটি দিয়ে কম্পিউটার চলবে না। তার জন্য দুইটি ই দরকার।

আরও পড়ুনঃ ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কিসের প্রয়োজন

হার্ডওয়ার এবং সফটওয়্যার কি তা থেকেই আমরা স্পষ্ট জেনেছি হার্ডওয়ার এবং সফটওয়্যার এর কাজের পার্থক্য রয়েছে।

চলুন দেখে নেওয়া যাক difference hardware and software সমূহঃ

হার্ডওয়ারসফটওয়ার
কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো সম্পন্ন সকল যন্ত্র বা ডিভাইসকে হার্ডওয়্যার বলে।সফটওয়্যার হচ্ছে অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যার এর সমন্বয়ে কাজ পরিচালনা করাকে বোঝায়।
হার্ডওয়ার দ্বারা কম্পিউটারের যন্ত্র সামগ্রীকে বোঝায়সফটওয়্যার দ্বারা প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টিকে বোঝায়
হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার সম্পূর্ণ মূল্যহীনসফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার পরিচালনা করা সম্ভব না
হার্ডওয়্যার তৈরির অবশ্যই সফটওয়্যার সম্বন্ধে ভালো ধারণা থাকতে হয়সফটওয়্যার তৈরির সময় হার্ডওয়্যার সম্বন্ধে খুব ভাল ধারণা না থাকলেও চলে।
কী-বোর্ড, মাউস, মনিটর, সিপিইউ ইত্যাদি হচ্ছে হার্ডওয়্যারের উদাহরণ।DOS, Windows, MS-Word, MS- Excel ইত্যাদি হচ্ছে সফটওয়্যার এর উদাহরণ।
হার্ডওয়ার ও সফটওয়ার এর পার্থক্য

হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কিত FAQS

কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করে না?

সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার কাজ করে না। কম্পিউটারের কাজ করাতে হার্ডওয়্যার ও সফটওয়্যার দুইটি ই প্রয়োজন।

হার্ডওয়্যার ও সফটওয়্যার কাকে বলে?

সাধারণত হার্ডওয়ার বলতে কম্পিউটারের যেসব যন্ত্রাংশ স্পর্শ করা যায় এবং দেখা যায় তাকে হার্ডওয়ার বলে।

নির্দেশাবলীর একটি সেট যা একটি কম্পিউটারের হার্ডওয়্যারকে নির্দিষ্ট কাজ করার নির্দেশ দেয় তাকে সফ্টওয়্যার বলে।

১০ টি হার্ডওয়্যার যন্ত্রের নাম কি?

১) মাউস,
২) কিবোর্ড,
৩) মনিটর,
৪) সাউন্ড বক্স,
৫) মাদারবোর্ড,
৬) প্রসেসর,
৭)র‍্যাম,
৮) হার্ড ডিস্ক,
৯) ডিভিডি,
১০) কুলিং ফ্যান

হার্ডওয়ার ও সফটওয়ার এর মধ্যে পার্থক্য কি?

হার্ডওয়্যার ও সফটওয়্যার দুইটির কাজ ভিন্ন। তাই, স্বাভাবিক ভাবে এর মধ্যে কিছু পার্থক্য থাকবেই।

তবে, হার্ডওয়্যার ও সফটওয়্যার একটি ছাড়া অন্যটি অচল। হার্ডওয়্যার ও সফটওয়্যার এর পার্থক্য সমুহ মুল পোষ্টে উল্লেখিত।

হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা হার্ডওয়্যার ও সফটওয়্যার কি, কাকে বলে এবং difference hardware and software in bangla সম্পর্কে জেনেছি।

আশা করছি এই বিষয়ে স্পষ্ট জানতে পেরেছেন। পরবর্তীতে একেক করে হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে সকল বিষয়ে লেখা হবে।

হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Online tips and tricks ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল আপডেট পেতে অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.