বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার নিয়ম

Last Updated on 1 month by Shaikh Mainul Islam

জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান Bkash এবং Nagad. অনেকেই এই দুইটি সেবা ই ব্যবহার করি। আর মাঝেমধ্যে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার প্রয়োজন হয়।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করার নিয়ম । how to send money from bkash to nagad” এ।

আজকের পোষ্টে আমরা বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার এর উপায় সমূহ, নিয়ম এবং বিকাশ নগদ সম্পর্কে বিস্তারিত জানবো।

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার এর উপায়

প্রকৃত অর্থে বিকাশ থেকে নগদে সরাসরি টাকা ট্রান্সফার করা যায় না। তবে কয়েকটি উপায় রয়েছে যার যেকোনো ব্যবহার করে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করা যায়।

আরও পড়ুনঃ  মোবাইল ব্যাংকিং কি ? সুবিধা অসুবিধা সমূহ

Bkash to Nagad taka transfer করার উপায় সমূহঃ

  • বিকাশ সমর্থিত যেকোনো ব্যাংক ব্যবহার করে
  • ভিসা/ ডেবিড কার্ড ব্যবহার করে
  • বিকাশ ও নগদ এজেন্টের মাধ্যমে

সরাসরি bkash to nagad money transfer করতে না পারলেও উপরে উল্লেখিত এই তিন ভাবেই আপনি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন।

ব্যাংক থেকে বিকাশ টু নগদে টাকা ট্রান্সফার

বর্তমান সময়ে প্রায় সকল ব্যাংকেই Bkash App ব্যবহার করে বিকাশ থেকে ব্যাংকে টাকা আদানপ্রদান করা যায়। আর সকল ব্যাংক থেকে আবার নগদে টাকা আদান প্রদান করা যায়।

আরও পড়ুনঃ বিকাশ একাউন্ট খোলার নিয়ম

আর এই সুযোগেই আপনি আপনার যেকোনো ব্যাংকের (নিচে উল্লেখিত ১৬ ব্যাংক) একাউন্ট ব্যবহার করে বিকাশ থেকে প্রথমে ব্যাংকে এরপর ব্যাংক থেকে nagad এ taka transfer করতে পারবেন।

তবে এজন্য আপনার ব্যাংক অনুমোদিত ব্যাংকিং অ্যাপ মোবাইলে থাকতে হবে। এবং আপনার ব্যাংক একাউন্ট লগইন থাকতে হবে।

বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্র্যান্সফার

বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্র্যান্সফার করতে নিচের স্টেপগুলি অনুসরণ করুণঃ

আরও পড়ুনঃ নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম

  • বিকাশ অ্যাপে লগইন করে প্রবেশ করুন
  • বিকাশ টু ব্যাংক বাটনে ক্লিক করুন
  • যে ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে চান সেই ব্যাংকটি সিলেক্ট করুন
  • ব্যাংক একাউন্টের প্রয়োজনীয় তথ্যগুলো পুরণ করুন
  • যে পরিমাণ টাকা পাঠাতে চান সেই টাকার পরিমাণ উল্লেখ করুন
  • লেনদেনের একটি রেফারেন্স লিখুন (যেকোনো কিছু)
  • সর্বশেষ বিকাশ পাসওয়ার্ড বসিয়ে লেনদেনটি সম্পন্ন করুন

এভাবে আপনি নিচে উল্লেখিত ব্যাংক সমূহ থেকে সরাসরি বিকাশ থেকে টাকা ট্র্যান্সফার করতে পারবেন। তাই নিচের ব্যাংক সমূহের যেকোনো একটি ব্যাংক একাউন্ট থাকলেই আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্র্যান্সফার করতে পারবেন।

  1. ব্র্যাক ব্যাংক,
  2. সিটি ব্যাংক,
  3. ঢাকা ব্যাংক,
  4. ইস্টার্ণ ব্যাংক,
  5. পূবালী ব্যাংক,
  6. প্রিমিয়ার ব্যাংক,
  7. কমিউনিটি ব্যাংক,
  8. এবি ব্যাংক পিএলসি,
  9. অগ্রণী ব্যাংক পিএলসি,
  10. সোনালী ব্যাংক পিএলসি,
  11. সাউথইস্ট ব্যাংক পিএলসি
  12. মিডল্যান্ড ব্যাংক লিমিটেড,
  13. এনআরবি কমার্শিয়াল ব্যাংক,
  14. আইএফআইসি ব্যাংক পিএলসি,
  15. মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি,
  16. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি,

বেশ, বিকাশ থেকে আপনি আপনার ব্যাংকে টাকা ট্র্যান্সফার করলেন। এবার ব্যাংক থেকে নগদে টাকা ট্র্যান্সফার করতে হবে। ব্যাংক থেকে নগদে টাকা ট্রান্সফারের উপায় সমূহ দেখে নিন।

ব্যাংক থেকে নগদে টাকা ট্র্যান্সফার

নগদ অ্যাপ ব্যবহার করে দেশের ৩৬ টি ব্যাংক থেকে নগদে টাকা ট্র্যান্সফার করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক নগদ অ্যাপ দিয়ে ব্যাংক থেকে নগদে টাকা ট্র্যান্সফার করার নিয়ম দেখে নেওয়া যাকঃ

আরও পড়ুনঃ বিকাশ কাস্টমার কেয়ার নাম্বার

  • Nagad App এ Login করে প্রবেশ করতে হবে
  • এবার নগদের হোম পেজ থেকে ‘Add Money’ অপশনে ট্যাপ করুন।
Add Money
  • পরবর্তী পেজে এবার ‘Bank to Nagad’ অপশনটি সিলেক্ট করে দিন।
Bank to Nagad
  • আপনার ব্যাংক সিলেক্ট করুন। এবার আপনাকে আপনার ব্যাংকের ওয়েব বা অ্যাপে নিয়ে যাবে আপনাকে নগদ।
Bank List
  • এবার ব্যাংকের অ্যাপ বা ওয়েবে লগইন করে সেখান থেকে ‘Add Beneficiary’ অপশনটি খুঁজে বের করুন।

Beneficiary অ্যাড করার পর ব্যাংক থেকে Nagad অ্যাকাউন্টে সরাসরি ব্যাংকের অ্যাপ বা ওয়েব থেকেই ফান্ড ট্রান্সফার করতে পারবেন।

ব্যাংক থেকে ফান্ড ট্রান্সফার করার জন্য নিচের নির্দেশনা অনুসরণ করুনঃ

  • ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ব্যাংকের ওয়েব/ অ্যাপে লগইন করুন
  • ফান্ড ট্রান্সফার অপশনটিতে ক্লিক করুন
  • ফান্ড ট্রান্সফারের জন্য টাকার পরিমাণ সহ যাবতীয় তথ্য পুরণ করুন
  • বেনিফিশিয়ারি লিস্ট থেকে নগদ অ্যাকাউন্ট নম্বর টাকা পাঠানোর জন্য সিলেক্ট করুন
  • ব্যাংক থেকে আপনার মোবাইলে/ ইমেইলে ওটিপি পাঠাবে এই ট্রান্সফার নিশ্চিত করবার জন্য। সঠিক ওটিপি প্রদান করুন
  • নগদ অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাওয়া মাত্র ই মোবাইলে মেসেজের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।

এভাবে আপনি প্রথমে বিকাশ থেকে ব্যাংকে এবং পরবর্তীতে ব্যাংক থেকে নগদে টাকা ট্র্যান্সফার করতে পারবেন।

আবারো বলছি সরাসরি বিকাশ থেকে নগদে টাকা ট্র্যান্সফার করা যায় না, তবে ব্যাংক ব্যবহার করে বিকাশ থেকে নগদে টাকা ট্র্যান্সফার করা যায়।

ভিসা/ ডেবিড কার্ড দিয়ে বিকাশ টু নগদ ট্র্যান্সফার

যেহেতু সুরাসরি বিকাশ থেকে নগদে টাকা ট্র্যান্সফার করা যায় না তাই আমরা তিনটি ভিন্ন উপায়ে bkash to nagad money transfer এর উপায় বের করেছি।

এর মধ্যে ভিসা বা ডেবিড কার্ড দিয়ে বিকাশ টু নগদ ট্র্যান্সফার করার উপায় হচ্ছে জনপ্রিয় দ্বিতীয় একটি মাধ্যম।

এউ উপায়ে bkash to nagad money transfer করকার জন্য যেভাবে বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্র্যান্সফার করেছেন সেভাবেই প্রথমে ভিসা বা ডেবিড কার্ডে ট্র্যান্সফার করতে হবে।

এরপর Nagad App ব্যবহার করে ভিসা বা ডেবিড কার্ডে টাকা ট্র্যান্সফার করতে হবে।

বিকাশ থেকে ডেবিড কার্ড এবং ডেবি ড কার্ড থেকে নগদে টাকা ট্র্যান্সফার করার জন্য উপরে উল্লেখিত ব্যাংক টু বিকাশ এবং ব্যাংক টু নগদ পদ্ধতি অবলম্বন করুন।

(উল্লেখ্য যে শুধু মাত্র ব্যাংক সিলেক্ট এর জায়গায় কার্ড সিলেক্ট করে কার্ড নাম্বার দিতে হবে। এবং নগদ অ্যাপ এ কার্ড নাম্বার ও কার্ড পাসওয়ার্ড দিতে হবে)

বিকাশ/ নগদ এজেন্ট থেকে টাকা ট্র্যান্সফার

এতক্ষণে নিশ্চয়ই ব্যাংক বা কার্ড ব্যবহার করে বিকাশ থেকে নগদে টাকা ট্র্যান্সফার করতে পারছেন। তবে ব্যাংক বা কার্ড না থাকলে কি বিকাশ থেকে নগদে টাকা নিতে পারবেন না?

অবশ্যই পারবেন। বিকাশ থেকে নগদে টাকা ট্র্যান্সফার করার অন্যতম মাধ্যম হচ্ছে নগদ বিকাশ এজেন্ট। বিশেষ করে যাদের ব্যাংক বা কার্ড নাই তারা কিভাবে bkash to nagad taka transfer করবেন?

আরও পড়ুনঃ নগদে ক্যাশ আউট চার্জ কত

যাদের ব্যাংক বা ব্যাংক কার্ড  নাই তারা নিকটস্থ বিকাশ ও নগদের যৌথ এজেন্ট এর কাছে গিয়ে বিকাশ ক্যাশ আউট করে নগদে ক্যাশ ইন বা সেন্ড মানি করতে পারেন।

এক্ষেত্রে বিকাশ ক্যাশ আউট খরচ প্রযোজ্য হবে। তবে ব্যাংকের ক্ষেত্রেও অ্যাপ খরচ কেটে নেয়।

আমাদের আশপাশের দোকানদার রা প্রায় ই Nagad Agent এবং Bkash Agent নিয়ে থাকে। এক্ষেত্রে তাদের শরণাপন্ন হলেই সহজেই আপনি bkash to nagad taka transfer এর কাজটি করতে পারবেন।

Bkash, Nagad releted FAQ

বিকাশ কোড নাম্বার কত?

*২৪৭#

বিকাশ কাস্টমার কেয়ার সাথে কিভাবে কথা বলব?

বিকাশ হেল্পলাইন ১৬২৪৭-এ

নগদ এর কোড নাম্বার কত?

*167# হচ্ছে নগদ একাউন্ট দেখার কোড।

নগদ ইসলামিক ক্যাশ আউট চার্জ কত?

গদ ইসলামিক অ্যাপ থেকে প্রতি হাজারে ১৫.০০ টাকা চার্জ

বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করা যায়?

সরাসরি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করা যায় না। তাই নিম্নোক্ত তিনটি উপায় অবলম্বন করে বিকাশ থেকে নগদে তাকা ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই।

১) বিকাশ সমর্থিত যেকোনো ব্যাংক ব্যবহার করে
২) ভিসা/ ডেবিড কার্ড ব্যবহার করে
৩) বিকাশ ও নগদ এজেন্টের মাধ্যমে

বিকাশ থেকে নগদে টাকা নেওয়া নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা bkash to nagad taka transfer করা যায় কি না এবং কোন কোন উপায়ে bkash to nagad balance transfer করা যায় সেসব বিষয়ে বিস্তারিত জেনেছি।

আশা করছি আজকের পোষ্ট থেকে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার, বিকাশ থেকে ব্যাংকে, ব্যাংক থেকে নগদে টাকা ট্রান্সফার করার নিয়ম বুঝতে পেরেছেন।

বিকাশ নগদ সহ  মোবাইল ব্যাংকিং সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে Mobile Banking Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.