বাংলাদেশ অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট

Last Updated on 5 months by Shaikh Mainul Islam

সময়ের সাথে সাথে বিশ্বের সাথে এগিয়ে যেতে বাংলাদেশেও অনলাইনে কেনাকাটার পরিমাণ বাড়ছে। আর তাই দেশের অনেকেই প্রথম অবস্থায় বাংলাদেশ অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট জানতে চান।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “বাংলাদেশ অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট । Bangladesh online shopping website list” এ।

আজকের পোষ্টে আমরা বাংলাদেশের সেরা সব Online Shopping গুলোর ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন, bangladesh online shopping সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বাংলাদেশে অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট

ইতিমধ্যে বাংলাদেশের ডে বাই ডে অনলাইনে কেনাকাটার পরিমাণ বেড়ে চলছে। আর এর উপর ভিত্তি করে প্রথম থেকেই প্রায় প্রতিদিন নতুন নতুন অনলাইন শপ গড়ে উঠছে।

আর এইসব Online shop গুলো তাদের ওয়েবসাইটের নির্দিষ্ট ক্যাটাগরিতে নির্দিষ্ট প্রোডাক্ট মূল্য এবং ডিটেইল সহ ছবি প্রয়োজনে ভিডিও আপলোড করে রাখেন। পাশে থাকে অর্ডার করার অপশন।

সেখান থেকে গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী পণ্যটি অর্ডার করে। আর অর্ডার কনফার্ম হওয়ার পরেই শপিং সাইট গুলো হোম ডেলিভারি করে গ্রাহকের দরজায় পণ্য পাঠিয়ে দেন।

এক্ষেত্রে অনলাইন শপিং গুলো ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ(ওয়েবসাইটকে অ্যাপ এ গুছানো) আকারে দিয়ে ব্যবহার করার উপায় তৈরি করে রাখে।

এবার আমরা দেশের স্বনামধন্য অন্যতম সেরা কিছু অনলাইন শপিং এর ওয়েবসাইট এবং তাদের সম্পর্কে জানবো।

দারাজ অনলাইন শপিং

২০১২ সালে পাকিস্তান থেকে শুরু করা দারাজ এখন পাকিস্তান, বাংলাদেশ, নেপাল সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে সফলতার সাথে অনলাইন শপিং এর সকল সার্ভিস দিয়ে থাকে তাদের গ্রাহকদের।

দারাজ মূলত সকল প্রোডাক্ট তাদের সেলার দের থেকে গ্রাহকদের নিকট পৌঁছে দেয়। অর্থাৎ দারাজে চাইলে আপনিও বিজনেস করতে পারেন।

দারাজের অফিসিয়াল ওয়েবসাইট

দারাজের অফিসিয়াল মোবাইল অ্যাপ

তবে দারাজ নিজস্ব ভাবেও পণ্য সংগ্রহ করে বিক্রি করে থাকে। পণ্য বিক্রির ক্ষেত্রে দারাজ সবসময় কম দামে বিক্রি করার চেষ্টা করে। দারাজে আপনি নিত্ত প্রয়োজনীয় থেকে সবকিছু পাবেন।

আড়ং অনলাইন শপিং

দেশের অন্যতম প্রতিষ্ঠান ব্রাকের মালিকানাধীন অনলাইন শপ হচ্ছে আড়ং। দেশের বিভিন্ন জায়গায় আড়ং এর আউটলেট বা শো-রুম আছে।

এছাড়াও আড়ং অনলাইনে তাদের কারিগরদের পণ্য সহ তাদের সংগ্রহীত সকল পণ্য বিক্রি করে।

আড়ং এর অফিসিয়াল ওয়েবসাইট

আড়ং এর অফিসিয়াল মোবাইল অ্যাপ

Aarong সাধারণত সারা দেশের হস্ত শিল্পিদের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করে। এছাড়াও বিভিন্ন নামীদামী প্রোডাক্ট সহ আড়ং নিজেদের নামেই ব্রান্ড তৈরি করে তাদের ব্রান্ডের পণ্য বিক্রি করে।

স্বপ্ন অনলাইন শপিং

দেশের ACI লজিস্টিকস লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে স্বপ্ন শপিং। স্বপ্ন অনলাইন অফলাইন দুই ভাবেই দেশের প্রোডাক্ট বিক্রি করছে।

স্বপ্ন এর অফিসিয়াল ওয়েবসাইট

স্বপ্ন এর অফিসিয়াল মোবাইল অ্যাপ

shwapno সাধারণত নিত্ত প্রয়োজনিয় সকল জিনিস বিক্রি করে। পাশাপাশি স্বপ্নে সব ধরণের নামি দামি ব্রান্ডের সকল পণ্য পাওয়া যায়।

chaldal online shopping

২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়াসিম আলিম তার কয়েকজন সহযোগী নিয়ে ঢাকার গুলশানে একটি গুদাম ঘর নিয়ে চালডাল এর যাত্রা শুরু করেন।

চালডাল এর অফিসিয়াল ওয়েবসাইট

চাল ডাল এর অফিসিয়াল মোবাইল অ্যাপ

চালডাল মূলত নিত্ত প্রয়োজনীয় জিনিস যেমন, কাঁচা বাজার, মাছ মাংস, চাল, ডাল সহ এমন সব জিনিস অর্ডার করার ৫০ মিনিটের মধ্যে গ্রাহকের বাসায় পৌঁছে দেয়।

অন্যান্য জনপ্রিয় অনলাইন শপিং সাইট

এছাড়াও আরও কিছু বেশ জনপ্রিয় অনলাইন শপিং নাম এবং তাদের ওয়েবসাইট নাম নিচে উল্লেখিতঃ

শপিং নামওয়েবসাইট
১. দারাজ1. daraz.com.bd
২. চালডাল2. chaldal.com
৩. আজকের ডিল3. ajkerdeal.com
৪. প্রিয়শপ4. priyoshop.com
৫. অথবা5. othoba.com
৬. রকমারি6. rokomari.com
৭. পিকাবো7. pickaboo.com
৮. সাজগোজ8. www.shajgoj.com
৯. বিডিশপ9. bdshop.com
১০. ফুডপান্ডা10.foodpanda.com.bd
Bangladesh online shopping website list

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.