৭ মার্চ সংক্রান্ত সকল প্রশ্ন উত্তর । ৭ মার্চের জানা অজানা সবকিছু

বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পিছনে অনেক বড় ভুমিকা ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের। তাই আজকে আমরা ৭ মার্চ সংক্রান্ত সকল প্রশ্ন উত্তর জানবো।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকে পোস্ট “৭ মার্চ সংক্রান্ত সকল প্রশ্ন উত্তর । ৭ মার্চের জানা অজানা সবকিছু” এ।

আজকের পোষ্টে আমরা ৭ মার্চের জানা অজানা অবকিছু জানবো। জানবো ৭ মার্চের ভাষণ সম্পর্কিত সব বিষয়ে বিস্তারিত।

৭ই মার্চের ভাষণের গুরুত্ব

বাঙ্গালী জাতির মতো আর কোনও দেশ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেনি। তাই গোটা বিশ্বে বাংলাদেশকে সম্মানের সাথে দেখা হয়।

কিন্তু এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পিছনে কত যে নির্মম কাহিনী তা একমাত্র বাঙ্গালী জাতি ই জানে।

আর পড়ুনঃ ৭ মার্চের ভাষণ রচনা । ঐতিহাসিক ৭ মার্চ রচনা

১৯৪৮ সালে ভারত পাকিস্তান ভাগের পর থেকেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যেন সব বিষয়ে একের পর এক ঝামেলা লেগেই থাকতো।

আর সেসব ঝামেলায় প্রত্যেকবার পূর্ব পাকিস্তানের সাথে অন্যায় করা হয়েছিল। যার প্রতিবাদে শুরু থেকেই বিভিন্ন সময়ে দেশের ছাত্র, জনতা বিভিন্ন ভাবে প্রতিবাদ করেন।

কিন্তু শুন্য হাতে একটি দেশের সুচনা করানো এতটাও সহজ ছিল না। যেখানে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব আমরণ চেষ্টা করেছেন দেশ স্বাধীনের।

আরও পড়ুনঃ  ৭ মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য

এর ফলস্বরূপ, শেখ মুজিব ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দান বর্তমান সহ্রাওয়ারদি উদ্যানে এক অইতিহাসিক ভাষণ দেন।

সেখানে তিনি, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার আহবান জানান সারা দেশের মানুষকে। রাস্তা ঘাট বন্ধ সহ সব ধরনের অফিস্ল আদালত বন্ধের নির্দেশ দেন।

আরও পড়ুনঃ ৭ মার্চের পূর্ণাঙ্গ ভাষণ pdf । বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ লিখিত

তার এই ঐতিহাসিক ভাষণের কারনেই সেদিন বাঙ্গালী জাতি এক হয়ে খালি হাতেই পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পান।

দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে ঝাপিয়ে পরে স্বাধীনতা যুদ্ধে। এবং দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর জয় লাভ করে।

সকল বাঙ্গালিকে এক করাই ছিল ৭ মার্চের অন্যতম গুরুত্ব। একই সাথে সার্বিক দিক নির্দেশনা, যা ৭ মার্চের ১৮ মিনিটের ভাষণে ফুটে উঠে।

৭ মার্চ সম্পর্কিত FAQS

৭ মার্চের ভাষণে কয়টি দাবি ছিল?

৪ টি দাবি ছিলও ৭ মার্চের ভাষণেঃ

১) চলমান সামনিক আইন প্রত্যহার
২) সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া
৩) গণহত্যার তদন্ত করা এবং
৪) নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

৭ মার্চের ভাষণ কত মিনিট কত সেকেন্ড ছিল?

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের সময় ১৮ মিনিট, শব্দ ১১০৫।

৭ই মার্চের ভাষণ লিখিত pdf download কিরার উপায়?

আমাদের একটি পোষ্টে ৭ মার্চের সম্পূর্ণ ভাষণ লিখিত এবং pdf আকারে প্রকাশ করে আছে। লিংক এই পোষ্টে দেওয়া আছে।

৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি দেয় কবে? 

২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।

৭ মার্চের ভাষণ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়?

সর্বশেষ ৭ মার্চের ভাষণটি ম্রো ভাষায় অনুবাদ করা হয়।

অনুবাদ করেন পাহাড়ি জাতিগোষ্ঠীর লেখক ইয়াংঙান ম্রো।

৭ মার্চের ভাষণ কয়টি ভাষায় অনূদিত হয়?

এখন পর্যন্ত ১৩টি ভাষায় ৭ মার্চের ভাষণটি অনুবাদ করা হয়।

১৯৭১ সালের ৭ মার্চ কি বার ছিল?

১৯৭১ সালের ৭ মার্চ দিনটি ছিলো রবিবার।

৭ মার্চের জানা অজানা সবকিছু

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা ৭ মার্চ সংক্রান্ত সকল প্রশ্ন উত্তর তথা ৭ মার্চের জানা অজানা সবকিছু জানতে পেরেছি। এছারা ৭ মার্চ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর জেনেছি।

আশা করছি এই পোস্ট থেকে 7 march sonkranto sokol proshno utor জানতে পেরেছেন।

৭ মার্চ সহ সকল জাতীয় দিবস সম্পর্কে আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে National Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে  Dainik kantha ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.