হজের নিয়ম কানুন । শুরু থেকে শেষ পর্যন্ত হজ্জ করার নিয়ম

Last Updated on 6 months by Shaikh Mainul Islam

প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট “হজের নিয়ম কানুন তথা হজ্জ করার নিয়ম এর শুরু থেকে শেষ” এ। হজ পালনকারী প্রত্যেক মুসলমানের জন্য এই পোষ্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সামর্থ্য অনুযায়ী কোনও মুসলমানের জীবনে একবার হলেও হজ করা ফরজ বলে পবিত্র কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। কিন্তু পবিত্র মক্কা শরীফে হজ করতে গিয়ে হজের সঠিক নিয়ম না জানার কারণএ অনেকেই বিব্রত অবস্থায় পরে থাকেন।

তাই, আজকের পোষ্টে আমরা হজের নিয়ম কানুন সম্পর্কিত সকল বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্তও জানবো।

এই পোষ্টে আমরা প্রথমে জানবো, হজের ফরজ সমু, হজের ওয়াজিব সমূহ, হজের সুন্নত ও নফল সমূহ সম্পর্কে বিস্তারিত।

আরও পড়ুনঃ ২০২৪ সালের কুরবানির ঈদ কত তারিখে

পোস্টের দ্বিতীয় অংশে আমরা হজ্জের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আরবি জিলহজ মাসের ৮ তারিখ থেকে ১২ কিংবা ১৩ তারিখ পর্যন্তও কোন দিন কোন সময়ে হজের অংশ হিসেবে কি কি করতে হয় তা জানবো।

আজকের পোষ্টটি তুলনামুলক বড় হবে। তবে, একজন হজ পালনকারীর অবশ্যই এই পোষ্টটি সম্পূর্ণ পড়া উচিত। এই পোষ্টটি সম্পূর্ণ পড়লে হজ সম্পর্কে খুঁটিনাটি সব বিষয়ে জানা যাবে।

চলুন তাহলে, হজের নিয়ম কানুন সম্পর্কিত সকল বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

হজ্জ কি । হজ পালনের নিয়ম

হজ্জ অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। ইসলামি শরিয়তের পরিভাষায় “আল্লাহর ঘর পবিত্র কাবা শরিফ জিয়ারত করাকে হজ্জ বলে”।

নিশ্চয়ই বুঝতে পারছেন হজ্জ কাকে বলে বা হজ্জ কি সে বিষয়ে।

ইসলামের পাঁচটি স্তম্ভের মদ্ধে অন্যতম একটি হচ্ছে হজ্জ। সামর্থ্য থাকা সাপেক্ষে জীবনে একবার হলেও কাবা শরিফ তাওয়াফ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ।

হজের নিয়ম কানুন যদি আপনাকে জানতে এবং বুঝতে হয় তাহলে হজের ফরজ কয়টি, হজের ওয়াজিব এবং নফল কয়টি সে সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে।

আরও পড়ুনঃ শুক্রবারে আসরের পরের আমল । আসরের পরের বিশেষ আমল জেনে নিন

কারণ, আপনি যদি হজের ফরজ, সুন্নত এবং ওয়াজিব এই তিনটি বিষয়ে জানেন এবং মানতে পারেন তাহলেই আপনার হজ করা সম্পন্ন হবে।

তাই, চলুন আজকের আজকের পোষ্টের এই পর্যায়ে হজের ফরজ সমূহ, হজের ওয়াজিব সমূহ, হজের সুন্নত সমূহ, হজের নফল সমূহ জেনে নেওয়া যাক। 

হজের ফরজ সমূহ

হজের ফরজ তিনটি। এই তিনটি ফরজের মধ্যে কারোর কোনো একটি ফরজ ছুটে গেলে বা ভঙ্গ হলে তার হজ সম্পন্ন হবে না।

তাই হজের তিনটি ফরজ পালনের দিকে একজন হজকারী ব্যক্তির সর্বাধিক খেয়াল রাখতে হবে।

হজের ফরজ তিনটি। হজের তিনটি ফরজ হচ্ছেঃ

আরও পড়ুনঃ কুরবানির প্রশ্ন উত্তর । কুরবানির আলোচনা

  • ইহরামের নিয়ত বা ইচ্ছা করা,
  • অকুফে আরাফা করা, ৯ জিলহজ জোহর থেকে ১০ জিলহজ ফজরের পূর্ব পর্যন্ত যেকোনো সময় আরাফাতের ময়দানে অবস্থান করা,
  • তাওয়াফে জিয়ারত করা, ১০ জিলহজ ভোর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যেকোনো সময় কাবাঘর তাওয়াফ বা সাতবার প্রদক্ষিণ করা।

আরও পড়ুনঃ কোরবানির দোয়া । কোরবানি সম্পর্কে হাদিস 

হজের এই তিন ফরজ একজন হাজীকে পালন করতেই হবে।

তা না হলে তার হজ সম্পন্ন হবে না। তাই হজের ফরজ সম্পর্কে খুব সঠিক ভাবে জানা একান্ত জরুরি। চলুন হজের তিনটি ফরজ নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ইহরামের নিয়ত বা ইচ্ছা করা । হজের নিয়ম

৮ জিলহজ হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। হজের শুরুতেই হাজিদের কাজ হচ্ছে ইহরাম বাধা নিয়ত করা। ইহরাম বাধা হচ্ছেঃ

প্রথমে নিজেকে পাক পবিত্র করতে হবে। সেক্ষেত্রে গোসল করলে ভালো হয়। এরপর আতর বা সুগন্ধি নিতে হবে। এর আগে শরিরের সকল অবাঞ্চিত লোম পরিষ্কার করতে হবে। নখ কাটতে হবেহ।

এরপর শরিরের সেলাই করা কাপ ছেরে সেলাইবিহীন কাপর পরিধান করতে হবে। এরপর হজের নিয়ত মুখে উচ্চারণ করে আদায় করতে হবে।

হজের নিয়ত আপনি বাংলা বা আরবি উভয় ভাষায় করতে পারবেন। এখান থেকে হজের নিয়ত জেনে নিন হজের নিয়ত আরবি ও বাংলা । হজ্জের নিয়ত নিয়ে বিস্তারিত

অকুফে আরাফা করা

হজ শুরুর পর থেকে ৯ জিলহজ জোহর থেকে ১০ জিলহজ ফজরের পূর্ব পর্যন্ত যেকোনো সময় কিছুটা সময় হলেও আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। সকল হাজীগণ একসাথেই এই কাজটি করে থাকেন।

তাওয়াফে জিয়ারত করা

অকুফে আরাফা করার শেষে ১০ জিলহজ ভোর বেলা থেকে ১২ জিলহজ সূর্যাস্ত তথা সন্ধ্যার আগ পর্যন্ত যেকোনো সময় কাবাঘর তাওয়াফ বা সাতবার প্রদক্ষিণ করতে হয়।

এটিও সকল হাজীগণ একসাথেই প্রদক্ষিণ করে থাকেন। সেক্ষেত্রে নতুন হাজীদের কোন সমসস্যা হয় না।

আপনি যদি একজন হজ আদায় কারী হয়ে থাকেন এই তিনটি জরুরি বিষয় আপনাকে মাথায় রেখেই হজের সকল ধাপ সম্পন্ন করতে হবে।

হজের ওয়াজিব সমূহ

আবারো বলছি হজ কে পরিপূর্ণ করার জন্য হজের ফরজ, সুন্নত ওয়াজিব সমূহ জানতে এবং পরিপূর্ণ ভাবে মানতে হবে। তাহলেই আপনার হজ সম্পন্ন করতে খুব সহজ হবে।

এই পোষ্টের এবারের এই পর্যায়ে আমরা হজের ওয়াজিব সমূহ জানবো।

চলুন হজের নিয়ম কানুন এর এই পোস্ট থেকে হজের ওয়াজিব সমূহ জেনে নেওয়া যাক।


হজের ওয়াজিব হচ্ছে সাতটি। হজের ওয়াজিব সাতটি হচ্ছেঃ

  • আরাফাত হতে মিনায় ফেরার পথে মুজদালিফায় ১০ জিলহজ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু সময় অবস্থান করা।
  • সাফা এবং মারওয়া সাই করা বা দৌড়ানো।
  • ১০, ১১ এবং ১২ জিলহজ জামরায় শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করা।
  • তামাত্তু ও কিরান হজহ হলে কোরবানি করা।
  • মাথার চুল কামিয়ে বা ছোট ছোট করে কেটে ইহরাম খুলে ফেলা।
  • বিদায়ী তাওয়াফ সম্পন্ন করা।
  • মদিনা শরিফে রওজাতুন নবী (সা.) বা নবীর কবর জিয়ারত করা। (আসান ফিকাহ, ইউসুফ ইসলাহি, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা: ২৫১)।

হজের সম্পন্ন করার জন্য হজের তিনটি ফরজের পরেই আপনাকে এই সাতটি ওয়াজিব শতভাগ মাথায় রেখে সম্পন্ন করতে হবে।

চলুন, এবার আমরা হজের সুন্নত সমূহ জেনে নেই।

হজের সুন্নত সমূহ

প্রিয় পাঠক, হজের সুন্নত ১০ টি। হজের ফরজ ৩ টি, ওয়াজিব ৭ টির পরে হজের সুন্নত এই তিনটি আপনাকে অবশ্যই সম্পন্ন করতে হবে একই গুরুত্বের সাথে।

চলুন হজের সুন্নত ১০ টি জেনে নেওয়া যাক। হজের নিয়ম কানুন এর মধ্যে অন্তর্ভুক্ত হজের সুন্নত হচ্ছেঃ

  • তাওয়াফ করা। ইফরাদ ও কিরান হজকারীর নিজের তাওয়াফ করতে হবে।
  • তাওয়াফের সময় প্রথম তিন চক্কর সৈনিকের মতো বীরদর্পের সাথে সম্পন্ন করা।
  • খলিফা অথবা তাঁর প্রতিনিধি তিন দিন তিন জায়গায় খুতবা প্রদান করবয়ে। সেখানে ভাষণ দিবে এবং ৭ 
  • জিলহজ কাবা শরিফের হারাম শরিফে, ৯ জিলহজ আরাফাতে মসজিদে নামিরাতে এবং ১১ জিলহজ মিনায়।
  • ৮ জিলহজ মক্কা শরিফ থেকে মিনায় গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এবং রাতে একই স্থানে অবস্থান করবে।
  • ৯ জিলহজ সূর্যোদয়ের পর মিনা থেকে আরাফাতের দিকে রওনা দিতে হবে।
  • অকুফে আরাফা অথবা আরাফাতে অবস্থানের জন্য সকালে গোসল করতে হবে।
  • ৯ জিলহজ আরাফাতে অবস্থান করে সূর্যাস্তের পর মুজদালিফার দিকে রওনা করতে হবে।
  • ১০, ১১ এবং ১২ জিলহজ মিনায় রাত্রি যাপন করতে হবে।
  • মিনা থেকে মক্কা শরিফ প্রত্যাবর্তনের সময় “মুহাচ্ছার” নামের এলত স্থান আছে সেখানে কিছু সময় অবস্থান করা।

প্রিয় মুসলমান, হজের ফরজ, হজের ওয়াজিব এবং হজের সুন্নত মানতে পারলেই ব্যক্তির হজ কবুল হবে।

হজের নিয়ম কানুন নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোস্ট থেকে আমরা হজের নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনেছি।

আশা করছি এই পোস্ট থেকে হজের শুরু থেকে শেষ পর্যন্ত সকল নিয়ম জানতে পেরেছেন।

এরপরে হজ সম্পর্কিত আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

এবং হজ এবং কোরবানি নিয়ে আমাদের সকল পোস্ট পড়তে Islamic info Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.