ভ্যালেন্টাইন্স ডে এসএমএস । ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস

ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস, যা পালিত হয় গোটা বিশ্বব্যাপী। ভালোবাসা প্রকাশের নির্দিষ্ট কোনও সময় না থাকলেও প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি পৃথিবীর অনেক দেশে বিসেশ করে পশ্চিমা দেশে পালন করা হয়। আজকে আমরা ভ্যালেন্টাইন্স ডে এসএমএস  দেখবো। এবং ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস দেখবো।

ভালোবাসা দিবসে মূলত সন্তান বাবা মায়ের প্রতি, ভাই বোনের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসার একটি বহিঃপ্রকাশ করবে। কিন্তু আমাদের দেশ সহ অন্যান্য দেশে ভালোবাসা দিবস যেন শুধু মাত্র প্রেমিক – প্রেমিকা যুগলদের জন্য।

আরও পড়ুনঃ সম্পর্ক ভেঙ্গে যায় যে পাঁচ কারণে 

আজক্কের পোষ্টে ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস দেখবো।  অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে এসএমএস দেওয়া যায় এমন কিছু লেখা দেখবো। দেখবো পরিবারের সদস্যদেরকে উদ্দেশ্য করে ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস দেওয়ার জন্য স্ট্যাটাস।

দেখবো প্রিয় জনদের সাথে  ভ্যালেন্টাইন্স ডে এসএমএস উপলক্ষে স্ট্যাটাস  দেওয়ার জন্য কিছু লেখা।

পরিবারকে ভ্যালেন্টাইন্স ডে স্ট্যাটাস

নিচে কয়েকটি ইউনিক ভ্যালেন্টাইন্স ডে স্ট্যাটাস লিখে দেওয়া হলো। এর যেকোনো একটি লেখা কপি করে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে স্ট্যাটাস দিতে পারেন। অথবা কপি করে এডিট করেও দিতে পারেন।

“বাবা – মা, তোমাদেরকে ভালোবাসাটা কখনো প্রকাশ করা হয়নি,

কিন্তু তোমরা আমার কি, তোমাদের স্থান আমার কোথায় একমাত্র আমি -ই ভালো জানি।

আমার বাবা-মা পৃথিবীর সেরা বাবা- মা।”

আপু, তোকে ভালবাসবো কিভাবে,
তর ভালোবাসা গ্রহণ করেই সময় পাই  না।
আমাকেও একটু  আমার বোনকে ভালবাসতে দিস আপু।

“আমার পরিবারকে ভালোবাসি আমি সপ্তাহে সাতদিন, বছরে ৩৬৫ দিন।

আমার পরিবার আমার  গর্ব। সবসময় ভালো থেকো বাবা-মা  ভাইয়া ও আপু।”

“পরিবার কখনো পর হয় না,

যা  হয় সব মান অভিমান।

ভাই কখনো পর হয় না,

যা হয় তার পুরোটাই দূরত্ব।

আসোনা আজকের দিনে ভুলে  যাই সব দূরত্বের বাধা।”

“আমার ভালোবাসার উৎপত্তিস্থল আমার পরিবার,আমার পরিবার সেরা পরিবার।

পরিবারের এক একজন আমার কাছে দেবতা।

তাদের জন্য আমার পুরো ভালোবাসাটা।”

উপরের পাঁচটি ভ্যালেন্টাইন্স ডে স্ট্যাটাস হিসেবে যেকোনো একটি ভ্যালেন্টাইন ডে এসএমএস  হিসেবে দিতে পারেন আপনার পরিবারের সদস্যদের। এছাড়াও পরিবারের লোকদের উদ্দেশ্য করে ভ্যালেন্টাইন্স ডে স্ট্যাটাস হিসেবে দিতে পারেন আপনার সোশ্যাল একাউন্টে।

এবার আমরা ভ্যালেন্টাইন ডে এসএমএস হিসেবে ভ্যালেন্টাইন্স ডে স্ট্যাটাস হিসেবে পোস্ট দেওয়ার মতো কিছু এসএমএস দেখবো। চলুন দেখে নেওয়া যাক ভ্যালেন্টাইন্স ডে স্যাতাস এর জন্য ভ্যালেন্টাইন ডে এসএমএস হিসেবে কিছু পোস্ট করার মতো মেসেজ।

ভ্যালেন্টাইন ডে তে প্রিয় মানুষকে নিয়ে স্ট্যাটাস

নিচে বেশ কয়েকটি ভ্যালেন্টাইন্স ডে স্ট্যাটাস দেওয়ার জন্য ভ্যালেন্টাইন ডে এসএমএস দেওয়া হলও। এর যেকোনো একটি আপনি কপি করে এডিট প্রয়োজন হলে এডিট করে শেয়ার করতে পারেন আপনার প্রিয় মানুষকে উদ্দেশ্য করে।

হে প্রিয়, তুমি যেভাবে এসেই আমার অগ্রগতিতে ভুমিকা রেখেছ,

এভাবে পাশে থাকলে আমি বিশ্ব জয় করে এনে দিবো।

তুমি বরং থেকে যেও প্রিয় বুঝলে,

তুমি আমার পরিবার হয়ে যাও।

আমি আমার পরিবার আর তোমাকে আমার জীবনে সবসময় চাই।

ভালোবাসা দিবসেও ভালোবাসা প্রকাশ করতে ব্যর্থ,

তুমি তো সবই বুঝো। আমাকে তুমি ই না হয় নাও গ্রহণ করে।

আমি তোমাকে সপ্তাহে সাতদিন ভালোবাসি। আমি তোমাকে ৩৬৫ দিন ভালোবাসি।

তুমি আমার প্রেমিকা ই নও শুধু, তুমি আমার জীবন পার্টনার।

এভাবে ঘোষণা দিয়ে শুধু একটি মাত্র দিনে আমি তোমাকে ভালবাসতে দিবস পালন করতে পারবো না।

কারণ, তুমি আমার লাইফে আসার পর আমার প্রতিটা দিনই একএকটি ভালোবাসা দিবস।

খারাপ সময়ে আমায় যেভাবে মানসিক সাপোর্ট দিয়েছে প্রিয়,

তোমাকে ভালবেসে ভালোবাসা দেওয়ার মতো সুযোগ দেওয়ার জন্য হলেও ভালো সময়ে থেকে যেও।

উপরে বেশ কয়েকটি ভ্যালেন্টাইন ডে এসএমএস দেখলাম। এর প্রত্যেকটি এসএমএস আপনার  পছন্দমত ভ্যালেন্টাইন্স ডে স্ট্যাটাস হিসেবে ব্যবহার করা যাবে। আশা করছি এই স্ট্যাটাস এসএমএস এর মধ্যেই আপনার পছন্দের ভ্যালেন্টাইন ডে এসএমএস পেয়ে যাবেন। এবং এখান থেকে দিতে পারবেন ভ্যালেন্টাইন্স ডে স্ট্যাটাস হিসেবে।

ভ্যালেন্টাইন্স ডে স্ট্যাটাস দেওয়া নিয়ে সর্বশেষ

আজকের পোষ্টে ভ্যালেন্টাইন্স ডে এসএমএস দেওয়ার জন্য কিছু ইউনিক লেখা দেখেছি।আজকের লেখাগুলি ভ্যালেন্টাইন্স ডে স্ট্যাটাস হিসেবেও ব্যবহার করতে পারবেন যেকোনোভাবে।আশা  করছি আজকের পোস্টটি থেকে আপনাদের প্রয়োজন পূরণ হয়েছে।

আরও পড়ুনঃ  ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালোবাসা দিবস । ভালোবাসা দিবস ও ইসলাম

আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। এবং চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

3 thoughts on “ভ্যালেন্টাইন্স ডে এসএমএস । ভ্যালেন্টাইন ডে স্ট্যাটাস”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.