বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখার উপায় ২০২৩  । মোবাইলে ফ্রিতে বিশ্বকাপ দেখুন

চলছে ক্রিকেট বিশ্বকাপের ১৩ তম আসর। এবারের ওয়ানডে বিশ্বকাপ চলছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। কাজের ফাকে ক্রিকেট প্রেমিরা বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখার উপায় ২০২৩ জানতে চেয়ে থাকেন।

প্রিয় পাঠক, স্বাগত Dainikkantha এর আজকের পোস্ট “বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখার উয়ায় ২০২৩ । মোবাইলে ফ্রিতে বিশ্বকাপ খেলা দেখার উয়ায়” এ।

আজকের পোষ্টে আমরা জানবো, টেলিভিশন বাদে হাতে থাকা মোবাইল দিয়ে কিভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখা যায়, এবং চাইলে কিভাবে নাম মাত্র টাকা দিয়ে খেলা দেখার উপায় সম্পর্কে সবকিছু।

বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখার উপায় ২০২৩

বেশ কয়েকবছর থেকে দেশ কিংবা দেশের বাহিরে ক্রিকেট ম্যাচ হলে তা আগের মতো এর ফ্রিতে দেখা যায় না।

প্রত্যেকটি ম্যাচ কিংবা সিরিজের জন্য আলাদাভাবে কিছু টাকা খরচ করতে হয়।

কিন্তু, আপনি যদি একতু সতর্কতা মুলক চালাকি করতে পারেন তাহলে এবারের বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখার উপায় ২০২৩ অনুযায়ী আপনি ফ্রিতে বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখতে পারবেন।

আরও পড়ুনঃ সাকিব আল হাসান জীবন কাহিনী 

এবার প্রশ্ন জাগছে কিভাবে? চলুন দেখে নেওয়া যাক কয়ভাবে মোবাইলে বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখা যায়ঃ

  • মাই বিএল অ্যাপ থেকে টফি অ্যাপ এ প্রবেশ করে।
  • ফেসবুক সার্চ অপশনে গিয়ে সার্চ দিয়ে।
  • বিভিন্ন অ্যাপ এবং ওয়েবসাইট ব্যবহার করে।
  • আপনার ওয়াইফাই এর সারভার ব্যবহার করে।
  • র‍্যাবিটহোল অ্যাপ থেকে (প্রিমিয়াম)।

এছাড়াও আরও বেশ কিছু উপায়ে আপনি ফ্রি এবং প্রিমিয়াম দুই ভাবেই বিশ্বকাপ ক্রিকেট লাইভ খেলা দেখতে পারবেন।

তবে, অনলাইনের মাধ্যমে সব থেকে বেশি খেলা দেখা হয়ে থাকে এই কয়েকটি উপায়ে।

এবার চলুন একেক করে দেখে নেওয়া যাক বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখার উপায় ২০২৩ঃ

মাই বিএল – MY BL থেকে লাইভ ক্রিকেট বিশ্বকাপ

  • ডাউনলোড MY BL অ্যাপ
  • লগইন ইওর বাংলালিংক নাম্বার
  • ওপেন এন্ড ক্লিক বিশ্বকাপ ফিচার ইমেজ
  • ক্লিক সার্ভার ১ বা ২ এন্ড ইনজয় বিশ্বকাপ ম্যাচ লাইভ।

আপনি বাংলালিংক সিম ব্যবহার করছেন? তাহলে খেলা দেখা নিয়ে এত চিন্তা কেন? এখন ই বাংলালিংক সিম এর অফিসিয়াল অ্যাপ MY BL ডাউনলোড করে নিন।

আগে থেকে ডাউনলোড করা থাকলে আপডেট করে নিন। এবার অ্যাপটি ওপেন করুন।

ওপেন করার সাথে সাথে বিশ্বকাপ খেলা সম্পর্কিত ফিচার ইমেজ দেখতে পাবেন। ওই ইমেজের উপরে ক্লিক করুন।

আরও পড়ুনঃ টি ২০ বিশ্বকাপ কে কতবার নিয়েছে?

এবার আপনার সামনে টফি অ্যাপ ওপেন হবে। এবার খেলা দেখতে পাওয়ার অপশন দেখতে পাবেন। যেখানে ২ টি সার্ভার দেখা যাবে। যদি সার্ভার ১ এ কাজ না হয় তাহলে সার্ভার ২ এ প্রবেশ করবেন।

সার্ভার একাধিক হওয়ার কারণ তুলনামুলক অনেক বেশি মানুষ একসাথে দেখলে একটি সার্ভারে কাভার করা যায় না। তাই ঝামেলাহীন খেলা দেখতে মাই বিএল ইন্সটল করুন এখন ই।

ফেসবুকে ফ্রিতে বিশ্বকাপ দেখার উপায়

আপনি যদি মাই বিএল সিম ব্যবহার না করেন বা আশপাশের কারো সিম থেকে মাই বিএল এ লগইন করতে না পারেন তাহলে কি আপনি খেলা দেখতে পারবেন না?

অবসশই ফ্রি বিশ্বকাপ লাইভ দেখতে পারবেন। এজন্য আপনাকে আপনার ফেসবুক সার্চ অপশনে গিয়ে যেইদিন যে দুই দলের ম্যাচ দেখবেন সেই দুই দল (উদাহরণঃ Bang VS Afg Live match today) লিখে সার্চ করবেন।

এরপর লাইভ অপশনে গেলেই দেখতে পারবেন শত শত ফেসবুক পেজ থেকে এই দুই দলের ম্যাচ লাইভ করে দেখাচ্ছে। এখানে দেখবেন কোন লাইভটি সবথেকে বেশি মানুষ দেখছে সেই লাইভ ওপেন করবেন।

আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ কে কতবার নিয়েছে (আপডেট সহ) 

কারণ, সবথেকে ক্লিয়ার এবং এড কম দেওয়া খেলা বেশি মানুষ দেখে। তাই আপনি সেই খেলাটি ই দেখবেন।

তবে ফেসবুক থেকে লাইভ খেলা দেখতে গিয়ে একটা সমসসা হতে পারে। সেটি হচ্ছে কিছুক্ষণ পর কেটে যেতে পারে।

এর কারণ, যে পেজ থেকে খেলা দেখাচ্ছে সেই পেজ নিয়ম বহির্ভূত ভাবে খেলা দেখাচ্ছে না হলে আপনার ইন্টারনেট কানেকশন সমস্যা।

তাই, এমন সমস্যা দেখা দিলে রিফ্রেশ দিয়ে আবার চেষ্টা করলেই ফেসবুক থেকে বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখতে পারবেন একদম নিশ্চিন্তে।

অন্যান্য যেসব উপায়ে বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ দেখা যাবে

আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে আপনার ওয়াইফাই এর একটি সার্ভার আছে সেখানে গিয়ে সকল টিভি চ্যানেল থেকে খেলা দেখতে পারবেন।

এজন্য আপনার ওয়াইফাই প্রোভাইডার কে নক করলে তিনি ওয়াইফাই এর ডেডিকেট সার্ভার আইপি আপনাকে দিবেন।

এছাড়াও র‍্যাবিটহোল সহ অন্যান্য আরও কিছু অ্যাপ আছে। যেখানে আপনি ম্যাচ প্রতি টাকা অথবা সম্পূর্ণ সিরিজ ৫০ থেকে ১০০ টাকার মধ্যে কিনতে পারবেন খুব সহজে।

আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সময়সূচি (ফলাফল সহ বিস্তারিত)

এছাড়াও আপনি অনলাইনে বিভিন্ন উপায়ে খেলা দেখতে পারবেন। এজন্য আপনি গুগল ইউটিউবে সার্চ করে অন্যান্য উপায় জেনে সেভাবে খেলা দেখতে পারবেন।

আপনি চাইলে বাসায় বসে টিভিতে খেলা দেখতে পারেন একাধিক চ্যানেলে। বিশেষ করে ভারত বাংলাদেশের বেশ কিছু টিভি চ্যানেল।

বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখার উপায় ২০২৩ নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, Dainikkantha এর আজকের পোস্ট থেকে বিশ্বকাপ ক্রিকেট লাইভ দেখার উপায় ২০২৩ সম্পর্কে জেনেছি।

আশা করছি এই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে পেরেছেন। এরপরেও যদি আরও কিছু জানার থাকে নিচে কমেন্ট করে জানান।

খেলাধুলা সম্পর্কিত আরওআমাদের সকল পোস্ট পড়তে Sports Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainikkantha ভিজিট করুন।

এছাড়া সর্বশেষ আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha ভিজিট করুন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.