তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় ? নিয়ম ও নিয়ত সহ বিস্তারিত

Last Updated on 10 months by Shaikh Mainul Islam

হাদিসে এসেছে গভীর রাতে তথা রাতের শেষ দিকে আল্লাহ প্রথম আসমানে এসে বলতে থাকেন, “হে আমার বান্দারা তোমাদের কার কি দরকার আমার কাছে বলো”। অনেকেই জানতে চান যে, তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় এবং তাহাজ্জুদ নামাজের নিয়ম ও নিয়ত কি?

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের ইসলামিক পোস্ট “তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় । তাহাজ্জুদ নামাজের নিয়ম ও নিয়ত” এ।

আজকের পোষ্টে আমরা তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, তাহাজ্জুদ নামাজের নিয়ম ও নিয়ত সহ তাহাজ্জুদ নামাজ সম্পর্কিত সকল তথ্য জানবো। এছাড়া সর্বশেষে তাহাজ্জুদ নামাজ সম্পর্কে প্রশ্ন উত্তর তো থাকছেই।

তাহাজ্জুদ নামাজ কি এবং কেন পড়া হয়

তাহাজ্জুদ শব্দের অর্থ “রাত জাগা বা নিদ্রাহীন থাকা”। আর তাহাজ্জুদের নামাজ বলতে বোঝায় গভীর রাতে না ঘুমিয়ে আল্লাহর করুণা লাভের আশায় নফল নামাজ আদায় করা।

মুসলমান ধর্মালম্বীরা আল্লাহর সাহায্য লাভের আশায়, জীবনের গুনাহ মাফের আশায়, হালাল কিছু অর্জনের আশায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এক ঘুমের পরে গভীর রাতে যখন গোটা জাতি ঘুমিয়ে থাকে তখন ওজু করে নামাজে দাড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে সাহায্য কামনা করে।

একমাত্র সিজদাহ এর মাধ্যমে আল্লাহর খুব কাছে যাওয়া যায়। এর কারণ, আমরা যখন সিজদাহ দেই তখন মনে করি আমাদের সামনে মহান আল্লাহ তায়ালা আছেন।

আর তাই তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তায়ালার খুব কাছে গিয়ে মনের যত কথা যত নেক আশা সবকিছুর জন্য আল্লাহ এর নিকট করুণা কামনা করা হয়।

তাহাজ্জুদ নামাজের নিয়ম ও নিয়ত

তাহাজ্জুদ নামাজ হচ্ছে নফল ইবাদতের অন্তর্ভুক্ত। হাদিসে আসছে, মুহাম্মদ (সা:) ২ রাকাত ২ রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন।

এবং তিনি কখনো মোট ৪ রাকাত কখনো ৮ রাকাত এবং কখনো ১২ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন।

তাহাজ্জুদের নামাজের বিশেষ কোনো নিয়ম নেই। অন্যান্য সময়ে যেভাবে নফল নামাজ আদায় করা হয় সেভাবেই তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে।

মুসলমানদের তাহাজ্জুদ নামাজ পড়ার ক্ষেত্রে কিছু দিকে খেয়াল রাখতে হয়। যেমনঃ

  • সঠিক সময়।
  • নামাজের স্বাভাবিক নিয়ম – tahajjud namaz porar niom
  • তাহাজ্জুদ নামাজের নিয়ত – tahajjud namaz niyat.
  • নামাজের সময় নীরব পরিবেশ।

আরও পড়ুনঃ “সালাতুল হাজত” সালাত আদায়ের উপকার ও নিয়ম

তাহাজ্জুদ নামাজ দিনের বা রাতে যেকোনো সময়ে পড়লেই হবে না। তাহাজ্জুদের নির্দিষ্ট একটি সময় আছে।

তাহাজ্জুদের নামাজের নির্দিষ্ট সময় হচ্ছে রাত ২ টার পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত। এই সময় পর্যন্ত তাহাজ্জুদ নামাজের সঠিক এবং নির্ধারিত সময়।

তবে মধ্য রাতে যদি জেগে ওঠার সম্ভাবনা কম থাকে তাহলে এশার নামাজের পড়ে বেতের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়। তবে তাহাজ্জুদের সবথেকে উত্তম এবং সঠিক সময় হচ্ছে মধ্য রাতের পর থেকে ফজরের আগ পর্যন্ত।

তাহাজ্জুদের নামাজের জন্য নিয়ত মুখে উচ্চারণ করে পড়ার কোনো দরকার নেই। কারণ, আপনি নামাজের উদ্দেশ্যে দাঁড়ালেই নিয়ত হয়ে যায়। আর আল্লাহ অন্তর্যামী।

এরপরেও অনেকেই তাহাজ্জুদ নামাজের নিয়ত জানতে চান নামাজের শুরুতে পড়ার জন্য।

চলুন তাহাজ্জুদ নামাজের নিয়ত আরবি এবং বাংলায় দেখে নেওয়া যাক।

তাহাজ্জুদ নামাজের নিয়ত আরবিতে (বাংলা উচ্চারণ সহ)

নাওয়াইতু য়ান উছওয়া ল্লিয়া লিল্লাহি তায়আলা , রাকতাই ছালাতুল তাহাজ্জুদ, সুন্নাতু রাসুলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।


তাহাজ্জুদ নামাজের বাংলা অর্থঃ হে আল্লাহ তায়লা, আমি তোমার দিকে কিবলামুখী হয়ে তাহাজ্জুদের দুই রাকাত সুন্নত নামাজের আদায়ের জন্য হাত বাঁধছি, আল্লাহু আকবর।

আশা করছি এতক্ষণে তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় সে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছি।

এবার আমরা স্টেপ বাই স্টেপ তাহাজ্জুদ নামাজের নিয়ম তথা তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় সে সম্পর্কে বিস্তারিত জেনে নিবো।

তাহাজ্জুদ নামাজের নিয়ম । তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়

প্রিয় পাঠক, আমরা আগেই জেনেছি তাহাজ্জুদ নামাজ অন্যান্য নফল নামাজ -ই। তবুও বোঝার সুবিধার্থে পয়েন্ট আকারে উল্লেখ করা হলোঃ

আরও পড়ুনঃ ইশরাকের নামাজ পড়ার নিয়ম

নামাজের উদ্দেশ্য নিচে পয়েন্ট আকারে তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় তা জেনে নেওয়া হলো:

  • গভীর রাতে তাহাজ্জুদ নামাজের নিয়তে দাড়ানো।
  • অন্য সকল নামাজের মতো দোয়া পড়ে, সুরা ফাতিহা এবং অন্য সুরা মিলিয়ে রুকু সিজদাহ করে এক রাকাত শেষ করা।
  • দ্বিতীয় রাকাতে একই ভাবে আখেরি বৈঠকে স্বাভাবিক দোয়া ছাড়াও অতিরিক্ত যত দোয়া পড়া যায় সেগুলি পড়া।
  • ডান এবং বামে সালামের মধ্য দিয়ে নামাজ শেষ করা।

এভাবেই মূলত অন্য সকল নামাজের মতোই তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয়। তবে, নামাজের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে দোয়া করলেই দোয়া কবুল হয় সেটা জেনে সেখানে দোয়া পড়তে হয়।

মূলত গভীর রাতে যখন চারিদিক চুপচাপ নীরব সবাই গভীর ঘুমে মগ্ন তখন আল্লাহকে অন্তরের অন্তস্তল থেকে স্বরণ করে নামাজে দাড়ালে অন্যরকম অনুভুতি হয়ে থাকেহ্।

তাহাজ্জুদ নামাজের সময় রুমে আলো থাকা উচিত। অনেকে মনে করেন যে তাহাজ্জুদ নামাজ অন্ধকারে পড়তে হয়। এমন ধারণা ভুল।

প্রিয় পাঠক, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তাহাজ্জুদ নামাজের নিয়ম তথা তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়।

তাহাজ্জুদে অন্যান্য ইবাদত

প্রিয় পাঠক, তাহাজ্জুদ এর কথা মনে আসলেই আমরা তাহাজ্জুদ এর নামাজ মনে করি।

তবে, তাহাজ্জুদ অর্থ রাত জাগা বা নিদ্রাহীন থাকা। আর ইবাদত হচ্ছে আল্লাহকে খুশি করা আল্লাহর দাসত্ব করা।

আমলের দিক থেকে নামাজ সবথেকে শ্রেষ্ঠ ইবাদত বলেই তাহাজ্জুদে আমরা কেঁদে কেঁদে অশ্রু ফেলার জন্য নফল ইবাদত নামাজকেই মনে করে থাকিহ।।

তবে, তাহাজ্জুদের ইবাদত মানেই শুধুমাত্র তাহাজ্জুদ এর নামাজ নাহ্। বরং গভীর রাতে কোরআন তিলাওয়াত, জিকির সহ অন্যান্য সব ইবাদতই তাহাজ্জুদ এর ইবাদত।

তাই, এমনটা ভাবার কোনো কারণ নেই যে তাহাজ্জুদের ইবাদত শুধুই তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদের সময়ে আরও যেসব ইবাদত করা যায় তার মধ্যে অন্যতম হচ্ছেঃ

  • কোরআন তিলাওয়াত
  • আল্লাহর নামে জিকির করা
  • বিভিন্ন দোয়া পড়ে আল্লাহর কাছে মোনাজাত করা
  • আল্লাহর কাছে গভীর মোনাজাতে তার করুণা কামনা করা
  • ইত্যাদি সহ সকল ইবাদত গ্রহণ যোগ্য।

আশা করছি তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় এই পোস্ট থেকে এতক্ষণে বুঝতে পারছেন তাহাজ্জুদের ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত কি কি এবং কি কি করা যাবে তাহাজ্জুদের সময়ে।

তাহাজ্জুদ নামাজের ফজিলত সমূহ

আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত যেঃ রাসুল্লুল্লাহ (সাঃ) বলেন, প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ প্রথম আসমানের কাছাকাছি আসেন এবং তার বান্দাদের উদ্দেশ্যে বলতে থাকেন,

কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, কে আছো আমার কাছে সাহায্য চাইবে। আমি আল্লাহ তমাদের ক্ষমা এবং অনুগ্রহ করতে চাই”।

আরও পড়ুনঃ তারাবি নামাজের নিয়ত । তারাবির নামাজের নিয়ম কানুন জেনে নিন

আর যেখানে আল্লাহ নিজে ক্ষমা কামনার জন্য আহব্বান করেন সেখানে ক্ষমা পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।

এছাড়া আল্লাহর কাছে যাবতীয় অনুগ্রহ কামনা করলে সেটিও আল্লাহ কবুল করে নেন প্রায় সবক্ষেত্রেই।

আমাদের জন্য পৃথিবী ক্ষণস্থায়ী। মৃত্যুর পরের জীবনের জন্য আমাদের আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করতে হবে সঠিক পথে থেকে জীবন পরিচালনা করতে পারার জন্য।

তাই, তাহাজ্জুদের নামাজ কিংবা তাহাজ্জুদের সময়ের ইবাদতের ফজিলত অনেক অনেক গুরুত্বপূর্ণ।

মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম

অনেকে মনে করেন যে, তাহাজ্জুদ নামাজের ক্ষেত্রে পুরুষ মহিলার ক্ষেত্রে নিয়ম কিংবা বিধান আলাদা। এদের এমন ধারণা সম্পূর্ণ ভুল।

ইসলামে মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম সম্পূর্ণ একই। তবে মহিলাদের তাহাজ্জুদ নামাজের ক্ষেত্রেও পাক পবিত্র থাকার বিষয়টি নিশ্চিত করতে হবেহ।

এছাড়া মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার আলাদা কোনো নিয়ম নেই। বরং পুরুষ মহিলা সবার ক্ষেত্রে তাহাজুদ নামাজের নিয়ম ও নিয়ত একই।

শুধুও কেবল মাত্র মহিলাদের নামাজের সময় যেসব আদব এবং বিধান মানতে হয় তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রেও সেইসব মেনে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়।

Tahajjud namaj releted FAQS

তাহাজ্জুদ নামাজের নিয়ম কি?

তাহাজ্জুদ নামাজের বিশেষ কোনো নিয়ম নেই। তাহাজ্জুদ নামাজ হচ্ছে নফল নামাজ।
তবে এর নির্দিষ্ট সময় হচ্ছে মধ্য রাতের পর থেকে ফজরের আগ পর্যন্ত।

তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল?

Tahajjud namaj নফল নামাজ।

তাহাজ্জুদ নামাজের আগে যে যিকির করতে হয়?

তাহাজ্জুদ নামাজের আগে আপনাকে অবশ্যই যিকির করতে হবে বিষয়টা এমন নাহ।
তাহাজ্জুদের নামাজের সাথে যিকিরের কোনো সম্পৃক্ততা নেই। তবে দুইটি ই ইবাদত হিসেবে গণ্য।

তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয়?

তাহাজ্জুদ নামাজের সর্বোত্তম সময় হচ্ছে মধ্য রাতের পর থেকে ফজরের আগ পর্যন্ত।
তবে মধ্য রাতে ঘুম ভাঙ্গার সম্ভাবনা কম থাকলে এশার নামাজের পর এবং বেতের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ আদায় করা যায়।

তাহাজ্জুদ নামাজ কয় রাকাত?

তাহাজ্জুদের নামাজের কোনো নির্ধারিত সিমা নেই।
তবে, নবীজি তাহাজ্জুদের নামাজ কখনো ৪ রাকাত কখনো ৮ রাকাত কখনো ১২ রাকাত পড়তেন।

তাহাজ্জুদ নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয়?

Tahajjud namaj পড়ার জন্য সুরা ফাতিহার সাথে যেকোনো সুরা যুক্ত করে পড়তে পারেন। অন্যান্য নামাজের মতোই।

তাহাজ্জুদ নামাজ কি অন্ধকারে পড়তে হয়?

না। তাহাজ্জুদ নামাজ অন্ধকারে পড়তে হবে। এরকম কোনো তথ্য ইসলামের আলোকে পাওয়া যায়নি।

tahajjud namaz koto rakat ?

Tahajjud namaz 2 rakat/ 4 rakat/ 8 rakat kingba 12 rakat o porte paren. ekhetre nirdisto kono rakat nai. tobe 2 rakat kore joto iccah toto pora jabe.

তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় । সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোস্ট “তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়” থেকে আমরা তাহাজ্জুদ নামাজ সম্পর্কিত প্রায় সকল বিষয়ে জেনেছি।

আশা করছি তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় কিংবা তাহাজ্জুদ নামাজের নিয়ত ও নিয়ম নিয়ে এই পোষ্টটি পড়ার পড়ে আর কোনও অজানা কিছু থাকবে নাহ।

এছাড়াও এই বিষয়ে আমাদের ইসলাম ক্যাটাগরি থেকে অন্যান্য পোস্ট পড়তে Islamic info Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।

সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha  এ।

1 thought on “তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয় ? নিয়ম ও নিয়ত সহ বিস্তারিত”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.