এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড ২০২৩ । বাংলাদেশ দলের সকল আপডেট জানুন

চলমান এশিয়া কাপেড় ১৬ তম আসরের ম্যাচ। ৩১ আগস্ট বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বিকাল ৩ঃ৩০ টায় মাঠে নামবে। আর এইদিকে বাংলাদেশের সমর্থক ক্রিকেট প্রেমী -রা এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড ২০২৩ জানতে চাচ্ছে।

প্রিয় ক্রিকেট প্রেমী পাঠক, স্বাগত আমাদের আজকের পোস্ট “এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড ২০২৩ তথা বাংলাদেশ দলের সকল আপডেট” এ।

আরও পড়ুনঃ এশিয়া কাপ ২০২৩ সময়সূচি ছবি আকারে দেখে নিন আপডেট পয়েন্ট টেবিল সহ

আজকের পোষ্টে আমরা জানবো বাংলাদেশ দলের সেই ১৭ জন খেলোয়াড়ের নাম যারা এশিয়া কাপ খেলার জন্য অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়াও জানবো প্রত্যেক ম্যাচে কোন এগারো জন থাকবে মাঠের লড়াইয়ে। এবং জানব বাংলাদেশ দলের খেলা কবে এবং বাংলাদেশ সময় কখন।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড ২০২৩ এর সদস্য

ক্রিকেট কাউন্সিল এর নিয়ম অনুযায়ী যেকোনো আন্তর্জাতিক সিরিজের নির্ধারিত সময়ের আগে প্রত্যেক দল তাদের প্লেয়ারদের নাম প্রকাশ করবে। যেখানে নির্দিষ্ট একটি দল নির্ধারিত পরিমাণ অতিরিক্ত প্লেয়ার রেখে দল ঘোষণা করে।

বাংলাদেশ ও কয়েকদিন আগেই ১৭ সদস্যের দল প্রকাশ করছে। তবে শেষ মুহূর্তে ইবাদত হোসেন ইঞ্জুরি এবং লিটন দাস ইঞ্জুরিতে পরে এশিয়া কাপ ২০২৩ থেকে ছিটকে গেছে। লিতন দাসের জায়গায় এনামুল হক বিজয় কে দলে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ এশিয়া কাপ ২০২৩ সময়সূচি, ফলাফল এবং পয়েন্ট টেবিল সহ বিস্তারিত জেনে নিন

সাকিব আল হাসানের অধিনায়কত্বে এবার এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড ২০২৩ সাজানো হয়েছে। এবারের এশিয়া কাপে পঞ্চপাণ্ডবদের মধ্যে শুধু মাত্র সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম রয়েছে। রয়েছে বেশ কিছু নতুন মুখ।

গ্রুপ পর্যায়ে প্রত্যেকটি দল ২ টি করে খেলা পাবে। বাংলাদেশ বি গ্রুপে হওয়ায় ম্যাচ দুইটি হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড তালিকা ২০২৩

প্রিয় পাঠক, আমরা ইতিমদ্ধে জেনেছি যে অতিরিক্ত প্লেয়ার  স্ট্যান্ড বাই সহ মোট ১৭ জন নিয়ে বাংলাদেশ দল ঘোষণা দিয়েছে। তাহলে চলুন, এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড ২০২৩ এ যে ১৭ জনকে নেওয়া হয়েছে তাদের নাম জেনে নেই।

  1. মোহাম্মদ নাইম
  2. নাজমুল হোসেন শান্ত। (ইঞ্জুরি, পরিবর্তিত প্লেয়ার লিটন)
  3. শামিম হাসান
  4. তানজিদ হাসান
  5. তৌহিদ হৃদয়
  6. আফিফ হোসেন
  7. মেহেদি হাসান
  8. মাহেদি হাসান
  9. সাকিব আল হাসান
  10. এনামুল হক বিজয়
  11. মুশফিকুর রহিম
  12. নাসুম আহমেদ
  13. শরিফুল ইসলাম
  14. তানজিম হাসান সাকিব
  15. তাসকিন আহমেদ
  16. হাসান মাহমুদ
  17. মোস্তাফিজুর রহমান

আরও পড়ুনঃ এশিয়া কাপ লাইভ খেলা দেখার উপায় । ফ্রিতে এশিয়া কাপ দেখুন ঘরে বসে

উপরে উল্লেখিত এই ১৭ জনকে নিয়ে এশিয়া কাপ মিশনে বাংলাদেশ ক্রিকেট দল। তবে প্রত্যেক ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে অই ম্যাচে কোন ১১ জন খেলবে এবং কোন ৩ জন দ্বাদশ প্লেয়ার হিসেবে থাকবে সেটা দল থেকে অফিসিয়াল ভাবে জমা দেওয়া হবে।

তাই, বাংলাদেশ দল কোন ম্যাচে কোন কোন ১১ জন খেলবে এটা সেই ম্যাচের পূর্ব মুহূর্তে জানা যাবে।

এশিয়া কাপে বাংলাদেশ দলে সময়সূচি ২০২৩

২০২৩ সালে এশিয়া কাপের ১৬ তম আসরে বরাবরের মতো গ্রুপ পর্যায়ে খেলা হবে। যেখানে প্রত্যেক গ্রুপে তিনটি করে দল থাকছে। এবং প্রত্যেক দল গ্রুপ পর্যায়ে দুইটি করে ম্যাচ পাবে।

গ্রুপ পর্যায়ে সব খেলা শেষে প্রত্যেক গ্রুপের সেরা দুই দল করে মোট চারটি দল খেলবে সেরা চার তথা সুপার ৪ এ। তাই আপাতাত বাংলাদেশ আজ তথা ৩১ আগস্ট খেলবে শ্রীলঙ্কা এর সাথে এবং ৩ সেপ্টেম্বর গ্রুপ পর্যায়ে দুইটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ কে কতবার এশিয়া কাপ জিতেছে । এশিয়া কাপ চ্যাম্পিয়ন লিস্ট সহ বিস্তারিত

  • ৩১ আগস্ট – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, বিকাল ৩ঃ৩০ এ শুরু।
  • ৩ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম আফগানিস্তান, বিকাল ৩ঃ৩০ এ শুরু।
  • ৬ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম পাকিস্তান, বিকাল ৩ঃ৩০ এ শুরু। (সুপার ৪ এর ম্যাচ)।
  • ৯ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, বিকাল ৩ঃ৩০ এ শুরু।
  • ১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম ভারত, বিকাল ৩ঃ৩০ এ শুরু।

বিঃদ্রঃ এশিয়া কাপ ২০২৩ এ নিজেদের প্রথম ম্যাচে করুণ হারের পরে দারুণ ভাবে খেলায় ফিরেছে বাংলাদেশ। আফগানিস্তানকে বিশাল ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে টিম টাইগার। আগামি ৬ সেপ্টেম্বর ২০২৩ এ বিকাল ৩ঃ৩০ এ সুপার ৪ এর প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এশিয়া কাপ সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর

এশিয়া কাপ সম্পর্কে অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

প্রঃ ২০২৩ সালের এশিয়া কাপ এশিয়া কাপের কত তম আসর?

= ২০২৩ সালের এশিয়া কাপ এশিয়া কাপের ১৬ তম আসর। এর আগে টি টুয়েন্টি এবন ওয়ানডে সব মিলিয়ে মোট ১৫ বার এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছেহ।

প্রঃ ২০২৩ সালের এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন কে?

= সাকিব আল হাসান ২০২৩ সালের এশিয়া কাপের বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব করবেন।

প্রঃ ২০২৩ সালের এশিয়া কাপে কোন  কোন দল অংশগ্রহণ করছে?

= দুইটি গ্রুপে মোট ৬ টি দল এশিয়া কাপ ২০২৩ এ অংশগ্রহণ করছে।

গ্রুপ এঃ ভারত, পাকিস্তান এবং নেপাল।

গ্রুপ বিঃ বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা।

প্রঃ এশিয়া কাপের সকল ম্যাচ কিভাবে দেখব?

= টিভিতে গাজি স্পোর্টস এবং টি স্পোর্টস এ এশিয়া কাপ ২০২৩ এর সকল ম্যাচ দেখতে পাবেন। এছাড়া অনলাইনে দেখতে চাইলে র‍্যাবিটহোল থেকে দেখতে পারবেন তবে টাকা লাগবে। ২০ তাকায় এক ম্যাচ আর ৯৯ তাকায় ১ মাস সব খেলা দেখতে পারবেন।

প্রঃ এখন পর্যন্ত সর্বাধিক কতবার বেশি এশিয়া কাপ পেয়েছে কোন দল?

= ভারত সর্বাধিক ৭ বার এশিয়া কা জয় করে এগিয়ে আছে।

প্রঃ এশিয়া কাপ ২০২৩ এর আয়োজক দেশ কোনটি?

= মূল দেশ পাকিসতান। তবে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেশ কিছ্য ম্যাচ শ্রীলঙ্কায় হবে। তাই বলা যায় যৌথ ভাবে পাকিসতান এবং শ্রীলঙ্কা যৌথ ভাবে আয়োজন করছে।

এশিয়া কাপ নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড ২০২৩ এ কারা কারা আছেন সে সম্পর্কে জেনেছি।

আশা করছি এশিয়া কাপ ২০২৩ এ বাংলাদেশ দলের সকল তথ্য জানতে পেরেছেন। আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

Read More: Pakistan Asia cup 2023 schedule time table all details

এছাড়াও খেলাধুলা সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে খেলাধুলা ক্যাটাগরিতে ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.