Last Updated on 1 year by Shaikh Mainul Islam
বছরে শুধু মাত্র রমজান মাসেই রোজা রাখার পাশাপাশি তারাবির নামাজ আদায় করতে হয়। আর তাই তারাবির নামাজ কত রাকাত এবং কিভাবে পড়বেন তা জানা জরুরি।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “তারাবির নামাজ কত রাকাত এবং কিভাবে পড়বেন” এ।
আজকের পোষ্টে আমরা তারাবির নামাজ কি এবং কত রাকাত, তারাবি নামাজ পড়ার সথিক নিয়ম, তারাবি নামাজের নিয়ত এবং তারাবি নামাজের মোনাজাত সহ বিস্তারিত জানবো।
তারাবির নামাজ কি
হাদিসে এমনটা এসেছে যে ‘রোজার পূর্ণতা পায় তারাবির নামাজের মধ্য দিয়ে। অর্থাৎ অধিক সওয়াব সহ রোজায় কোনোরকম ঘাটতি হলে তা তারাবি নামাজের মাধ্যমে সংশোধন হয়।
রমজান মাসে প্রতিদিন এশার চার রাকাত ফরজ এবং দুই রাকাত সুন্নত নামাজের পর দুই রাকাত করে দশ সালামের মধ্য দিয়ে ২০ রাকাত নামাজ আদায় করা হয়। এই নামাজকে তারাবির নামাজ বলা হয়।
আরও পড়ুনঃ লাইলাতুল কদরের দোয়া
তারাবির নামাজ ২০ রাকাত। অন্যান্য নামাজের মতো সুরা ফাতিহার সাথে অন্যান্য সুরা দিয়েও এই নামাজ পরা যায় যাকে সুরা তারাবি বলা হয়।
আর পবিত্র কোরআনের সকল সুরা দিয়ে যে তারাবি পড়া হয় তাকে খতম তারাবি বলা হয়।
আরও পড়ুনঃ রোজার নিয়ত ও ইফতারের দোয়া (উচ্চারণ সহ বাংলা অর্থ)
মসজিদে খতম তারাবি হলে সেখানে জামাতের সাথে পরেও খতম তারাবির মধ্য দিয়ে এক খতম কোরআন পড়ার সাওয়াব পাওয়া যায়।
তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে আল্লাহকে তার বান্দারা তাদের ধৈর্য এবং আল্লাহর হুকুম পালনের বিষয়ে অবগত করে থাকেন।
সারাদিন রোজা রাখার পরে ইফতারের কিছুক্ষণ পরেই দীর্ঘ ২০ রাকাত নামাজ আদায় করা সত্যিকার মুমিনদের দ্বারাই একমাত্র সম্ভব। এই নামাজ অন্য নামাজের মতোই পড়তে হয়।
তারাবি নামাজের নিয়ম ও নিয়ত
তারাবির নামাজ হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা। তবে এই নামাজেওয়েছে অনেক সাওয়াব। তারাবির নামাজের নিয়ম হচ্ছে, ফরজ রোজা রাখতে হবে।
এবং এশার ফরজ এবং সুন্নত নামাজের শেষে ২ রাকাত করে ২০ রাকাত নামাজ আদায় করতে হবে তারাবির নামাজের নিয়তে।
তারাবির নামাজের নিয়ত মূলত যখন আপনি তারাবি পড়বেন বলে মন স্থির করেন এবং নামাজে দাঁড়ান তখন তারাবির নামাজের নিয়ত হয়ে যায়। তবে তারাবি নামাজের আলাদা নিয়ত আছে।
বাংলা এবং আরবি দুই ভাবেই তারাবির নামাজের নিয়ত করা যায়। নিচে বাংলা অর্থ এবং উচ্চারন সহ তারাবির নামাজের নিয়ত দিয়ে দেওয়া হয়েছে।
আরবিতে তারাবি নামাজের নিয়তঃ
نويت ان ا لى لله تعالى ر كعتى صلوة التراويح سنة ر سول الله تعالى متوجها الى جهة الكعبة الشريفة الله اكبر
তারাবি নামাজের নিয়তের বাংলা উচ্চারণঃ
‘নাওয়াাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, রকাআতাই সালাতিত্ত তারাবিহ, সুন্নাতে রসুলিল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি, আল্লাহু আকবার’।
বাংলায় তারাবি নামাজের নিয়ত (আরবির বাংলা অর্থ);
আমি কেবলামুখি হয়ে দুই রাকাত তারাবির সুন্নতে মুয়াাক্কাদাহ নামাজ আদায়ের নিয়তে তারাবির নামাজ আদায় করছি, আল্লাহু আকবার।
(আপনি জামাতে নামাজ পড়লে এটুকু যোগ করতে হবে যে এ ইমামের পেছনে পড়ছি)।
তারাবি নামাজ পড়ার নিয়ম
এশার নামাজের ৪ রাকাত ফরজ এবং ২ রাকাত সুন্নত শেষে নামাজের নিয়ত করে দুই রাকাত করে নামাজ আদায় করে আখেরি বৈঠক শেষে সালাম ফিরাতে হবে।
এভাবে আপনার দুই রাকাত নামাজ আদায় করা শেষ হবে। এরপর আবার একই ভাবে আবার দুই রাকাত নামাজ আদায় করতে হবে।
এভাবে আপনাকে ২০ রাকাত নামাজ আদায় করতে হবে। এবং প্রত্যেক চার রাকাত শেষে একটি দোয়া পড়া অতি উত্তম।
তবে আপনি এখানে অন্যান্য যেকোনো দোয়া বা মোনাজাত করতে পারেন।
আরও পড়ুনঃ রোজা ভঙ্গের কারণ, মাকরুহ, যখন রাখা লাগবে না
চার রাকাত শেষে একটু জিরিয়ে নিতে পারেন। এ সময়ে আপনি যেকোনো দোয়া করতে পারেন। তবে আমাদের দেশে বহুল প্রচলিত দয়াতি নিচে দেওয়া হচ্ছে।
এবং ২০ রাকাত নামাজ শেষে আপনি তারাবি নামাজের মোনাজাত করে তারাবির নামাজ শেষ করবেন।
প্রত্যেক দুই রাকাত শেষে এই দোয়া পড়বেনঃ
سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ
প্রতি ৪ রাকাত তারাবির নামাজ শেষে দোয়ার বাংলা উচ্চারণঃ
‘সুব হানাজিল মুলকি ওয়ালমালাকুতি, সুবহানা জিল ইয্যাতি ওয়াল আঝ-মাতি ওয়াল হায়-বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রি য়ায়ি ওয়াল ঝাবারুতি।
সুবহানাল মালি-কিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদা; সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ’।
তারাবি নামাজের মোনাজাত
উপরে উল্লেখিত নিয়ম অনুসারে আপনার যখন ২ রাকাত তারাবির নামাজ আদায় করা হয়ে যাবে তখন আপনি তারাবির নামাজের মোনাজাত করবেন।
নিচে তারাবির নামাজের মোনাজাত আরবি বাংলা দুই ভাবেই উল্লেখ করে হলও।
আরবিতে তারাবি নামাজের মোনাজাতঃ اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ – اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ
বাংলায় তারাবি নামাজের মনাজাত উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নানাস আলুকাল জান্না-তা ওয়া নাউজুবিকা মিনান নার। ইয়া খলিক্বাল জান্নাতি ওয়াননার।
আরও পড়ুনঃ শাওয়াল মাসের রোজা রাখার নিয়ম
বিরহ মাতিকা ইয়া আঝিঝু ইয়াগফফার, ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রাহিমু ইয়া জাব্বার – ইয়া খলিকু ইয়া বার্রক।
আল্লাহুম্মা আঝিরনা মিনান নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার রহিমিন’।
আরও পড়ুনঃ এই দোয়া গুনাহ মাফ এর দোয়া যা পড়ে ঘুমালে জীবনের সকল গুনাহ মাফ হয়ে যায়
আপনি যদি নিজ বাসায় বসে সুরা তারাবি পড়েন এবং এর কোনও এক বা একাধিক দোয়া আপনার মুখস্ত না থাকে তাহলে আপনি যা জানেন তা বাংলায় দোয়া করলেও হবে।
তবে ক্রমান্বয়ে শিখে ফেলা কঠিন নয় তাই শেখার চেষ্টা করবেন।
তারাবির নামাজ নিয়ে সর্বশেষ
আজকের পোষ্টে আমরা জেনেছি তারাবির নামাজ কত রাকাত এবং কিভাবে পড়বেন সেই বিষয়ে বিস্তারিত।
জেনেছি তারাবি নামাজের নিয়ত, তারাবি নামাজের দোয়া, তারাবি নামাজের মোনাজাত সহ তারাবি নামাজ সম্পর্কে সবকিছু।
আশা করছি আজকের পোস্ট থেকে তারাবির নামাজ কত রাকাত এবং কিভাবে পড়বেন এ সম্পর্কে সবকিছু জানতে বুঝতে পেরেছেন খুব সহজেই।
আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়ে আরও জানার এবং আমল করার তৌফিক দিন, আমিন।
রোজা এবং ইসলাম সম্পর্কে আরও অনেক বিষয়ে জানতে আমাদের Islamic info Category ভিজিট করুন।
এবং নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন।
এছাড়া সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।