জুন মাসের দিবস সমূহ জেনে নিন

প্রিয় পাঠক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পোস্ট “জুন মাসের দিবস সমূহ” এ। এই পোস্টে জুন মাসে পালিত সকল জাতীয় এবং আন্তর্জাতিক দিবসের তারিখ সম্পর্কে জানতে পারবেন।

১লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর প্রত্যেক বছর শত শত দিবস থাকে। কয়েকটি বিশেষ দিবস ব্যতিত সকল দিবসের তারিখ এবং কারণ মনে রাখা আমাদের জন্য কষ্টসাধ্য।

এজন্য মাস হিসেবে কোন মাসে কি দিবস সিরিজে আমরা প্রত্যেক মাসে কি কি দিবস রয়েছে তা জানার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আজকের এও পোস্টে আমরা জুন মাস এর দিবস সমূহ সম্পর্কে জানবো।

আরও পড়ুনঃ মে মাসের দিবস সমূহ জেনে নিন ( জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ )

এই পোস্ট থেকে আপনি জুন মাসের জাতীয় দিবস সমূহ এবং জুন মাসের আন্তর্জাতিক দিবস সমূহ সম্পর্কে জানতে পারবেন। এবং সর্বশেষে জুন মাস এর দিবস নিয়ে প্রশ্ন উত্তর পর্ব তো থাকছেই।

জুন মাসের সকল দিবস সমূহ

প্রিয় পাঠক, প্রত্যেক বছর জুন মাসে মোটামুটি ১৫ টির বেশি জাতীয় এবং আন্তর্জাতিক দিবস আছে। তবে এই দিবস পুরো মাস জুরে হওয়ায় প্রত্যেকটি দিবস ভিন্ন ভিন্ন তারিখে। চলুন, নিচের চার্ট থেকে দেখে নেই June মাস এর সকল দিবস সমূহ সম্পর্কে বিস্তারিত।

তারিখদিবসপালন শুরু
১ জুনআন্তর্জাতিক শিশু দিবস* ১৮৫৭ সাল
৪ জুনজাতীয় চা দিবস২০২০ সাল
৫ জুনবিশ্ব পরিবেশ দিবস১৯৭৪ সাল
৭ জুনছয় দফা দিবস
৮ জুনবিশ্ব মহাসাগর দিবস, বিশ্ব ব্রেইন টিউমার দিবস
১২ জুনবিশ্ব শিশুশ্রম নিরসন দিবস২০০২ সাল
১৩ জুননারী উত্ত্যক্তকরণ প্রতিরোধ দিবস বা ইভটীজিং প্রতিরোধ দিবস
১৪ জুনবিশ্ব রক্তদাতা দিবস১৯৯৫
১৭ জুনবিশ্ব মরুময়তা দিবস১৯৯৫
২০ জুনবিশ্ব শরণার্থী দিবস২০০১ 
২১ জুনবিশ্ব সঙ্গীত দিবস, বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস
২৩ জুনপলাশী দিবস১৭৫৭
২৬ জুনআন্তর্জাতিক মাদকবিরোধী দিবস১৯৮৭ 
২৭ জুনআন্তর্জাতিক এমএসএমই দিবস
June মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ

প্রিয় পাঠক উপরের চার্টের মাধ্যমে আমরা জুন মাসের সকল দিবস সমূহ সম্পর্কে জানতে পারলাম।

June মাসের দিবস নিয়ে সর্বশেষ কিছু কথা

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা জুন মাসের সকল দিবস সম্পর্কে বিস্তারিত জেনেছি। প্রত্যেক বছর জুন মাসের এইদিনগুলোতে এই দিবসগুলি পালন করা হয়ে থাকে।

আরও পড়ুনঃ শেখ রাসেলের জীবনী রচনা । শেখ রাসেল রচনা

আশা করছি জুন মাসের সকল দিবস সম্পর্কে বিস্তারিত জেনেছেন। এরপরেও এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান। অথবা ভিজিট করুন জাতীয় ক্যাটাগরিতে

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেটে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।

3 thoughts on “জুন মাসের দিবস সমূহ জেনে নিন”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.