কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে (চ্যাম্পিয়ন লিস্ট আপডেট)

Last Updated on 5 months by Shaikh Mainul Islam

১৯১৬ সাল থেকে দক্ষিণ আমেরিকায় ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতি এক বছর পর পর কোপা আমেরিকা ফুটবল কাপ আয়োজন করা হয়। তাই অনেকেই জানতে চান যে কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে তার লিস্ট।

প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে (চ্যাম্পিয়ন লিস্ট আপডেট সহ)” এ।

আরও পড়ুনঃ আর্জেন্টিনা vs brazil পরিসংখ্যান । ব্রাজিল আর্জেন্টিনার পরিসংখ্যান

আজকে আমরা জানবো, কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট (সর্বশেষ আপডেট) দে। জানবো কোন দল কত সালে কাপ পেয়েছে, ব্রাজিল এবং আর্জেন্টিনা সহ সকল দলের কোপা আমেরিকা জয়ের রেকর্ড সম্পর্কে বিস্তারিত।

কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে

ফুটবলের রাজত্ব মূলত দক্ষিণ আমেরিকায়। যেখানে ফুটবলে রাজত্ব করা দলগুলো রয়েছে। ১৯১৬ সাল থেকে দক্ষিণ আমেরিকায় ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতি এক বছর পর পর কোপা আমেরিকা ফুটবল কাপ আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ কোপা আমেরিকা ২০২৪ সময়সূচী, গ্রুপ, দল, ফলাফল সহ বিস্তারিত

পরবর্তীতে বিভিন্ন কারণে দুই বছর পর পর এই কাপ আয়োজন করা হয়।এরপর কিছু বছর তিন বছর পরপর এবং সর্বশেষ প্রতি চার বছর পর পর আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন লিস্ট

সালকাপ জয়ী দল
১৯১৬উরুগুয়ে
১৯১৭উরুগুয়ে
১৯১৯ব্রাজিল
১৯২০উরুগুয়ে
১৯২১আর্জেন্টিনা
১৯২২ব্রাজিল
১৯২৩উরুগুয়ে
১৯২৪উরুগুয়ে
১৯২৫আর্জেন্টিনা
১৯২৬উরুগুয়ে
১৯২৭আর্জেন্টিনা
১৯২৯আর্জেন্টিনা
১৯৩৫উরুগুয়ে
১৯৩৭আর্জেন্টিনা
১৯৩৯পেরু
১৯৪১আর্জেন্টিনা
১৯৪২উরুগুয়ে
১৯৪৫আর্জেন্টিনা
১৯৪৬আর্জেন্টিনা
১৯৪৭আর্জেন্টিনা
১৯৪৯ব্রাজিল
১৯৫৩আর্জেন্টিনা
১৯৫৫আর্জেন্টিনা
১৯৫৬উরুগুয়ে
১৯৫৭আর্জেন্টিনা
১৯৫৯আর্জেন্টিনা
১৯৫৯উরুগুয়ে
১৯৬৩বলিভিয়া
১৯৬৭উরুগুয়ে
১৯৭৫পেরু
১৯৭৯প্যারাগুয়ে
১৯৮৩উরুগুয়ে
১৯৮৭উরুগুয়ে
১৯৮৯ব্রাজিল
১৯৯১আর্জেন্টিনা
১৯৯৩আর্জেন্টিনা
১৯৯৫উরুগুয়ে
১৯৯৭ব্রাজিল
১৯৯৯ব্রাজিল
২০০১কলম্বিয়া
২০০৪ব্রাজিল
২০০৭ব্রাজিল
২০১১উরুগুয়ে
২০১৫চিলি
২০১৬চিলি
২০১৯ব্রাজিল
২০২১আর্জেন্টিনা
কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে । কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট

১৯১৬ সাল থেকে সর্বশেষ এখন পর্যন্ত মোট ৪৭ বার কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে। এখন আমরা দেখবো কোপা আমেরিকা কে কতবার নিয়েছে সর্বাধিক বার সেই বিষয়ে বিস্তারিত।

সর্বাধিক কোপা জয়ী দল

এখন পর্যন্ত মোট ৪৭ বার অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকা কাপে সর্বাধিক চ্যাম্পিয়ন হয়ে একসাথে প্রথমে আছে উরুগুয়ে এবং আর্জেন্টিনা। উরুগুয়ে এবং আর্জেন্টিনা দুই দলই এখন পর্যন্ত মোট ১৫ বার কোপা আমেরকা কাপ জয়ের স্বাদ পেয়েছে।

আরও পড়ুনঃ ফিফা বিশ্বকাপ ২০২২ সময়সূচি । বিশ্বকাপ ফুটবল ২০২২ সময়সূচি

এরপর ৯ বার কোপা আমেরিকা নিয়ে সর্বোচ্চ দ্বিতীয় কাপ জয়ী দল হিসেবে আছে ব্রাজিল। ব্রাজিল এখন পর্যন্ত ৩৭ বার কোপা আমেরিকা কাপে অংশগ গ্রহণ করে ৯ বার কাপ জয়ী হয়েছে।অন্যদিকে আর্জেন্টিনা ৪৩ বার কোপা আমেরিকায় অংশগ্রহণ করে ১৫ বার কাপ জয়ী হয়েছে।

আরও পড়ুনঃ ব্যালন ডি অর কে কতবার পেয়েছে (আপডেট সহ)

নিচের চার্ট থেকে দেখে নেওয়া যাক কোন দল সর্বাধিক কত বার কোপা আমেরিকা কাপ খেলছে এবং কতবার কোপা আমেরিকা কাপ জয় করেছে।

দলচ্যাম্পিয়নকোপায় অংশগ্রহণ
আর্জেন্টিনা১৫৪৩
উরুগুয়ে১৫৪৫
ব্রাজিল৩৭
প্যারাগুয়ে৩৮
চিলি৪০
পেরু৩৩
কলম্বিয়া২৩
বলিভিয়া২৮
সর্বাধিক কে কতবার কোপা আমেরিকা কাপ জয়ী হয়েছে

উপরের চার্ট থেকে দেখা যাচ্ছে ১৫ বার করে দুইটি দল কোপা আমেরিকা কাপ জিতেছে।

দল দুইটি হচ্ছেঃ আর্জেন্টিনা এবং উরুগুয়ে।

এর পরে কম কোপা আমেরিকা কাপ খেলেও ৯ টি কোপা আমেরিকা কাপ নিয়েছে Fifa ranking এর প্রথম দল ব্রাজিল।

আর্জেন্টিনা যে যে সালে কোপা আমেরিকা কাপ নিয়েছে তা হচ্ছেঃ

১৯২১, ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯, ১৯৯১, ১৯৯৩, ২০২১।

উরুগুয়ে যে যে সালে কোপা আমেরিকা কাপ নিয়েছে তা হচ্ছেঃ

১৯১৬, ১৯১৭, ১৯২০, ১৯২৩, ১৯২৪, ১৯২৬, ১৯৩৫, ১৯৪২, ১৯৫৬, ১৯৫৯, ১৯৬৭, ১৯৮৩, ১৯৮৭, ১৯৯৫, ২০১১।

ব্রাজিল যে যে সালে কোপা আমেরিকা কাপ নিয়েছে তা হচ্ছেঃ ১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭, ২০১৯।

প্যারাগুয়ে যে যে সালে কোপা আমেরিকা কাপ নিয়েছে তা হচ্ছেঃ ১৯৫৩, ১৯৭৯।

চিলি যে যে সালে কোপা আমেরিকা কাপ নিয়েছে তা হচ্ছেঃ ২০১৫, ২০১৬।

পেরু যে যে সালে কোপা আমেরিকা কাপ নিয়েছে তা হচ্ছেঃ ১৯৩৯, ১৯৭৫।

এছাড়াও কলম্বিয়া ২০০১ সালে একবার এবং বলিভিয়া ১৯৬৩ সালে একবার করে কোপা আমেরিকা জয় লাভ করে।

কোপা আমেরিকা সম্পর্কিত FAQS

কোপা আমেরিকা কত বছর পরপর অনুষ্ঠিত হয়?

২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত কোপা আমেরিকা প্রতি টিন বছর পরপর হলেও ২০০৭ সাল থেকে প্রতি চার বছর পরপর আয়োজন করা হয়

তবে, এর মধ্যে শুধু মাত্র ২০১৬ সালের কোপা আমেরিকা এই ধারাবাহিকতার বাহিরে ছিলও।

কোপা আমেরিকা কাপ থেকে দলের র‍্যাঙ্কিং হয় ?

না। কোপা আমেরিকা শুধু মাত্র দক্ষিণ আমেরিকার ফুটবল খেলার সাথে জড়িত দেশগুলো নিয়ে অনুষ্ঠিত হয়। তাই কোপা আমেরিকার পরিসংখ্যানের উপর ভিত্তি করে কোনো ফুটবল দলকে সেরা মনে করে না বিশ্ব ফুটবল ফেডারেশন ফিফা।

ফিফা মূলত বিশ্বকাপ খেলার উপর ভিত্তি করে দলের র‍্যাঙ্কিং প্রকাশ করে থাকে।

তাই কোপা আমেরিকা শুধু মাত্র দক্ষিণ আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকে।

আর্জেন্টিনা কতবার কোপা আমেরিকা কাপ নিয়েছে ?

আর্জেন্টিনা সর্বশেষ ২০২১ সাল পর্যন্ত মোট ৪৩ বার কোপা আমেরিকা কাপে অংশগ্রহণ করে।

এর মধ্যে ১৫ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আর্জেন্টিনার কোপা জয়ের সালঃ ১৯২১, ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯, ১৯৯১, ১৯৯৩, ২০২১।

ব্রাজিল কতবার কোপা আমেরিকা কাপ নিয়েছে ?

ব্রাজিল সর্বশেষ ২০২১ সাল পর্যন্ত মোট ৩৭ বার কোপা আমেরিকায় অংশগ্রহণ করে।

এর মধ্যে ৯ বার চাম্পিয়ন হওয়ার সাদ গ্রহণ করে দলটি।

ব্রাজিলের কোপা জয়ের সালঃ ১৯১৯, ১৯২২, ১৯৪৯, ১৯৮৯, ১৯৯৭, ১৯৯৯, ২০০৪, ২০০৭, ২০১৯।

কোপা আমেরিকার প্রথম আসর শুরু হয় কত সাল থেকে?

প্রথম কোপা আমেরিকা কাপ অনুষ্ঠিত হয় ১৯১৬ সালে। প্রথম কোপা আমেরিকা আসরে উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়।

কোপা আমেরিকা কাপ নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা কোপা আমেরিকা কাপ কে কতবার পেয়েছে এবং কোন দল মোট কয়বার কোপা বিশ্বকাপ জয় করছে সে সম্পর্কে বিস্তারিত জেনেছি।

আশা করছি এই পোষ্টটি পড়ার পরে আপনি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিস্ট এর আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।

এরপরেও কোপা আমেরিকা কাপ সম্পর্কিত আরও কিছু জানার থাকলে আমাদের Football Category ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে  Dainik kantha ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ  Dainikkantha এ।

7 thoughts on “কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে (চ্যাম্পিয়ন লিস্ট আপডেট)”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.