Last Updated on 6 months by Shaikh Mainul Islam
ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি সে সম্পর্কে আমাদের অনেকেরই স্পষ্ট ধারণা নাই। ইউরোপ মহাদেশের মতো উন্নত মহাদেশ সম্পর্কে বিভিন্ন কারণে আমাদের জানার প্রয়োজন হয়।
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোষ্ট “ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি বিস্তারিত জেনে নিন” এ।
আজকের পোষ্টে আমরা ইউরোপ মহাদেশগুলোর নাম, দেশগুলোর রাজধানীর নাম সহ ইউরোপ সম্পর্কে আরও কিছু বিষয়ে জানবো।
ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে, দেশগুলির আয়তন, জনসংখ্যা, এবং রাজধানীর নাম সহ সব বিষয়ে এই পোষ্টে জানতে পারবেন। চলুন ইউরোপ এবং এর দেশগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ইউরোপ মহাদেশের পরিচিতি
৫০ টি দেশের সমন্বয়ে সবগুলি মহাদেশের মধ্যে আয়তনে ষষ্ঠ এবং জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ মহাদেশের অবস্থান ৩য়।
ইউরোপ মহাদেশের মোট জনসংখ্যা ৭৪, ৬৪,০০,০০০ জন এবং মহাদেশটির আয়তন মোট ১,০১,৮০,০০০ বর্গকিলোমিটার।
আরও পড়ুনঃ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কয়টি ও কি কি?
প্রকৃতি গত সৌন্দর্যের দিক থেকে ইউরোপ খুব এগিয়ে। এছাড়াও ইউরোপ মহাদেশের মধ্যেই বিশ্বের সবথেকে ছোট এবং সবথেকে বড় দেশ আছে।
বিশ্বের সবথেকে ছোট দেশ ভ্যাটিকান সিটি যার আয়তন 121 একর এবং সবথেকে বড় দেশ রাশিয়া যার আয়তন ৬৬ লক্ষ বর্গমাইল।
আরও পড়ুনঃ বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার ?
এর মধ্যে রাশিয়া দেশটির চারিপাশে ১৬ টি দেশ এর সাথে সংযোগ রয়েছে।
এবং রাশিয়ার অনেক বড় একটি অংশ এশিয়া মহাদেশের মধ্যে থাকলেও জনবসতি ইউরোপ মহাদেশের মধ্যে থাকা অংশে।
এশিয়া এবং ইউরোপ এর মধ্যেকার দেশকে ইউরেশিয়া মহাদেশের অন্তর্গত দেশও বলা হয়। আর এশিয়া ইউরোপ এর মধ্যে মিলিত দেশের মধ্যে অন্যতম দেশ হচ্ছে রাশিয়া।
আশা করছি ইউরোপ মহাদেশ সম্পর্কে সাধারণ একটি ধারণা পেয়েছেন।
ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি
এতক্ষণে আমরা জেনেছি যে, ইউরোপ মহাদেশে ৫০ টি দেশ আছে। এবং ৫০ টি দেশেরই নিজস্ব রাজধানী, মুদ্রা এবং ভাষা আছে।
এবার আমরা ইউরোপ মহাদেশের অন্তর্গত ৫০ টি দেশ, দেশগুলোর নাম, আয়তন, রাজধানী, জনসংখ্যা এবং মুদ্রার নাম জানবো।
আরও পড়ুনঃ ইউরোপ মহাদেশের মুসলিম দেশগুলোর নাম সহ বিস্তারিত জেনে নিন
দেশের নাম | আয়তন বর্গ কি.মি | জনসংখ্যা | রাজধানী | মুদ্রা (নাম) |
---|---|---|---|---|
রাশিয়া | ১৭,০৭৫,৪০০ | 144.2 million (2022) | মস্কো | রুবল/ রুবেল |
জার্মানি | ৩,৫৭,০২২ | 83.8 million (2022) | বার্লিন | ইউরো |
তুরস্ক | ৭৮৩,৫৬২ | 84.98 million (2022) | আঙ্কারা | লিরা |
ফ্রান্স | ৫৪৭,০৩০ | 67.97 million (2022) | প্যারিস | ইউরো |
যুক্তরাজ্য | ২৪৪,৮২০ | 66.97 million (2022) | লন্ডন | পাউন্ড স্টার্লিং |
ইতালি | ৩০১,২৩০ | 58.94 million (2022) | রোম | ইউরো |
ইউক্রেন | ৬০৩,৭০০ | 38 million (2022) | কিয়েভ | Ukrainian hryvnia |
স্পেন | ৫০৪,৮৫১ | 47.78 million (2022) | মাদ্রিদ | ইউরো |
পোল্যান্ড | ৩১২,৬৮৫ | 36.82 million (2022) | ওয়ার্সা | জলোটি |
রোমানিয়া | ২৩৮,৩৯১ | 19.05 million (2022) | বুখারেস্ট | Romanian Leu |
নেদারল্যান্ডস | ৪১,৫২৬ | 17.7 million (2022) | আমস্টারডাম | আরুবান ফ্লোরিন (আরুবা) |
কাজাখস্তান | ২,৭২৪,৯০০ | 19.62 million (2022) | আস্তানা | Kazakhstani Tenge |
গ্রিস | ১৩১,৯৫৭ | 10.43 million (2022) | অ্যাথেন্স | ইউরো |
বেলজিয়াম | ৩০,৫২৮ | 11.69 million (2022) | ব্রাসেল্স | ইউরো |
পর্তুগাল | ৯১,৫৬৮ | 10.41 million (2022) | লিসবন | Euro |
চেক প্রজাতন্ত্র | ৭৮,৮৬৬ | 10.67 million (2022) | প্রাগ | কোরুনা/ মুকুট |
হাঙ্গেরি | ৯৩,০৩০ | 9.643 million (2022) | বুদাপেস্ট | ফরিন্ট |
বেলারুশ | ২০৭,৫৬০ | 9.228 million (2022) | মিন্স্ক | ruble |
আজারবাইজান | ৮৬,৬০০ | 10.14 million (2022) | বাকু | মানাত |
সুইডেন | ৪৪৯,৯৬৪ | 10.49 million (2022) | স্টকহোম | ক্রোনা |
অস্ট্রিয়া | ৮৩,৮৫৮ | 9.042 million (2022) | ভিয়েনা | ইউরো |
বুলগেরিয়া | ১১০,৯১০ | 6.465 million (2022) | সফিয়া | লেভ |
সুইজারল্যান্ড | ৪১,২৯০ | ৭,৫০৭,০০০ | বের্ন | Swiss Franc |
সার্বিয়া | ৮৮,৩৬১ | ৭,১২০,৬৬৬ | বেলগ্রেড | দিনার |
ডেনমার্ক | ৪৩,০৯৪ | ৫,৫৬৪,২১৯ | কোপেনহেগেন | ক্রোন |
স্লোভাকিয়া | ৪৮,৮৪৫ | ৫,৪২২,৩৬৬ | ব্রাতিস্লাভা | Euro |
ফিনল্যান্ড | ৩৩৬,৫৯৩ | ৫,১৫৭,৫৩৭ | হেলসিঙ্কি | ইউরো |
নরওয়ে | ৩৮৫,১৭৮ | ৫,০১৮,৮৩৬ | অসলো | Krone |
জর্জিয়া | ৬৯,৭০০ | ৪,৬৬১,৪৭৩ | তিবিলিসি | ল্যারি |
ক্রোয়েশিয়া | ৫৬,৫৪২ | ৪,৪৩৭,৪৬০ | জাগরেব | ইউরো |
মলদোভা | ৩৩,৮৪৩ | ৪,৪৩৪,৫৪৭ | কিশিনেভ | Leu |
আয়ারল্যান্ড | ৭০,২৮০ | ৪,২৩৪,৯২৫ | ডাবলিন | Euro |
বসনিয়া ও হার্জেগোভিনা | ৫১,১২৯ | ৩,৮৪৩,১২৬ | সারায়েভো | সিরিলিক |
আর্মেনিয়া | ২৯,৮০০ | ৩,২২৯,৯০০ | ইয়েরেভান | আর্মেনিয়ান ড্রাম |
লিথুয়ানিয়া | ৬৫,২০০ | ২,৯৮৮,৪০০ | ভিলনিউস | ইউরো |
আলবেনিয়া | ২৮,৭৪৮ | ২,৮৩১,৭৪১ | তিরানা | Albanian Lek |
লাতভিয়া | ৬৪,৫৮৯ | ২,০৬৭,৯০০ | রিগা | Euro |
ম্যাসেডোনিয়া | ২৫,৭১৩ | ২,০৫৪,৮০০ | স্কপইয়ে | Denar |
স্লোভেনিয়া | ২০,২৭৩ | ২,০৫০,১৮৯ | লিউব্লিয়ানা | ইউরো |
ইস্তোনিয়া | ৪৫,২২৬ | ১,৩৪০,১৯৪ | তাল্লিন | ইউরো |
সাইপ্রাস | ৯,২৫১ | ৭৮৮,৪৫৭ | নিকোসিয়া | Euro |
মন্টিনিগ্রো | ১৩,৮১২ | ৬১৬,২৫৮ | পোডগোরিকা | Euro |
লুক্সেমবুর্গ | ২,৫৮৬ | ৪৪৮,৫৬৯ | লুক্সেমবুর্গ | ইউরো |
মাল্টা | ৩১৬ | ৩৯৭,৪৯৯ | ভাল্লেত্তা | ইউরো |
আইসল্যান্ড | ১০৩,০০০ | ৩০৭,২৬১ | রেইকিয়াভিক | ক্রোনা |
অ্যান্ডোরা | ৪৬৮ | 79,824 (2022) | আন্দরা লা ভেলিয়া | Euro |
লিশটেনস্টাইন | ১৬০ | 39,327 (2022) | ফাডুৎস | সুইস ফ্রাংক |
মোনাকো | ১.৯৫ | 36,469 (2022) | মোনাকো | ইউরো |
সান মারিনো | ৬১ | 33,660 (2022) | সান মারিনো | Euro |
ভ্যাটিকান সিটি | ০.৪৪ | 825 (2019) | ভ্যাটিকান সিটি | Euro |
ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে
প্রিয় পাঠক, এতক্ষণে উপরের চার্ট থেকে নিশ্চয়ই ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি তা জেনেছেন।
তবে, এই ৫০ টি দেশ ছাড়াও ইউরোপ মহাদেশে আরও ১২ টি দেশ আছে। তবে এই দেশ ১২ টির আয়তন অতি ক্ষুদ্র।
এছাড়া এই ১২ টি দেশের আলাদা রাজধানী, আলাদা ভাষা, আলাদা সংস্কৃতি থাকলেও মূল দেশ হিসেবে এখন পর্যন্ত ৫০ টি দেশকেই ধরা হয়।
কখনো যদি ইউরোপ থেকে এই ১২ টি দেশকে মূল দেশ হিসেবে ঘোষণা করা হয় এখানে আপডেট করে জানিয়ে দেওয়া হবে।
এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন যে, ইউরোপ মহাদেশে কয়তি দেশ আছে এবং কি কি দেশ আছে।
এছাড়াও জেনেছেন ইউরোপ মহাদেশের সব দেশের রাজধানীর নাম, আয়তন এবং জনসংখ্যা কত।
ইউরোপ মহাদেশের দেশ সম্পর্কিত FAQ
Youropeমহাদেশে প্রধানত ৫০ টি দেশ আছে। ৫০ টি দেশের নাম, রাজধানী, আয়তন এবং জনসংখ্যা সম্পর্কে এই পোষ্টে দেওয়া আছে।
ইউরোপ এর দেশ প্রধানত ৫০ টি। এছাড়াও ১২ টি দেশ আছে। তবে এই ১২ টি দেশের আয়তন অনেক কম হওয়ায় সেভাবে প্রকাশিত না।
ইউরোপে মুসলিম দেশ কয়টি ও কি কি তা আমাদের পূর্ববর্তী একটি পোষ্টে উল্লেখিত আছে। সেখান থেকে দেখে নিন।
ইউরোপের ২৭ টি দেশ নিয়ে গঠিত নন সেনজেন ভুক্ত অঞ্চল।
সেনজেন ভুক্ত দেশের তালিকা এবং বিস্তারিত জানতে নিচের লিংকটি ভিজিট করুন।
আরও পড়ুনঃ ইউরোপের সেনজেন দেশের তালিকা । ইউরোপের ২৭ টি দেশের নাম
ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি তা নিয়ে সর্বশেষ
প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি তা জেনেছি। এছাড়াও ইউরোপ মহাদেশ সম্পর্কে অনেক তথ্য জেনেছি।
আশা করছি আজকের পোস্ট থেকে ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি, দেশগুলোর নাম, রাজধানী, আয়তন, জনসংখ্যা এবং মুদ্রার নাম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
সকল মহাদেশ সহ অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আমাদের অন্যান্য সকল পোষ্ট পড়তে International Category ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোষ্ট পড়তে Dainik kantha ভিজিট করুন।
সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।
তথ্যবহুল পোস্ট। ধন্যবাদ 🥰
Very important post. Thanks a lot.
tnku bro