প্রেমে প্রতারিত হলে কি করবেন? ক্ষমা নাকি পদক্ষেপ? 

Last Updated on 9 months by Shaikh Mainul Islam

Divorce, Separation, Argument, Angry
বিচ্ছেদ, প্রতীকী ছবি- দৈনিক কণ্ঠ

প্রেম সবার জীবনেই আসে। কিন্তু সবার জীবনে প্রেম স্থায়ী হয় না। বর্তমান সময়ে প্রেম মানেই প্রতারণা এবং ক্ষমা বোঝায়। কেউ ভালোবেসে প্রতারণা করলে সেই কষ্ট, ব্যথা, বিশ্বাসঘাতকতা ফেস করতে হয়। যার কারণে আর কখনোই সঙ্গীকে একবিন্দু বিশ্বাসের সুজোগ থাকে না। অন্যদিকে প্রতারক ব্যক্তি নিজের মধ্যে পাপবোধ অনুভব করলেও ফিরে পায় না সঙ্গীর বিশ্বাস। 

এ নিয়ে ইটাইমস লাইফস্টাইলের এক জরিপে দেখা যায় প্রতারক সঙ্গীকে ক্ষমা করতে চাওয়া লোকের সংখ্যা শতকরা ৩১ ভাগ। অন্যদিকে ক্ষমা করতে না চাওয়া লোকের পরিমাণ ৬৯ ভাগ। 

৩১ ভাগ লোকের ক্ষমা করতে চাওয়ার পিছনে অন্যতম কারণ হিসেবে দেখা যায়, 

দ্বিতীয়বার সুযোগ 

অনেক মানুষ দ্বিতীয়বার সুযোগ দিতে চায়।তার প্রিয় মানুষটি যদি বড় রকমের প্রতারণাও করে থাকে তখনো তাকে ছেরে দেওয়ার আগে আরও একবার সুযোগ দিতে চায়। এমন লোকদের মতে,

মানুষটি ভুল সংশোধন করে আগের থেকে ভালো হতে পারে। ভালো পথে ফিরে আসতে পারে। 

নিজ পরিবারের কথা ভেবে 

নিজ পরিবারের দিকে তাকিয়েও মানুষ তার প্রতারক সঙ্গীকে ক্ষমা করতে চায়। কারণ হিসেবে জানা যায়, অনেকের পরিবার ও সন্তান আছে। তার সঙ্গী প্রতারনা করলেও একবার ক্ষমা করলে সে ভালো হতে পারে।

সন্তানদের কথা চিন্তা করে সঠিক পথে ফিরে আসতে পারে। এমন কঠিন সিদ্ধান্ত নেয় শুধু সন্তানদের তালাকপ্রাপ্ত পরিবারে বড় হতে না হয়।

এজন্য জীবন সঙ্গীর চরম অপরাধকেও ক্ষ মা করে দেয়। যাতে ছিন্নমূল বাবা-মায়ের সাথে সন্তানদের জীবন পাড় করতে না হয়।  

পেশাদারের সাহায্য

অনেকে না চাওয়া সত্তেও পেশাদারিত্তের কারণে সঙ্গীকে ক্ষমা করে। কিন্তু এদের মধ্যে এক ধরনের দ্বন্দ্বপূর্ণ অনুভূতি তা করা থেকে বিরত রাখে।

সে সময়ে পেশাদার ম্যারিজ কাউন্সেলর উপযুক্ত সমাধান দিয়ে থাকে। 

আরও পড়ুনঃ সম্পর্ক ভেঙ্গে যায় যে পাঁচ কারণে 

প্রতিশোধ নিতে 

Argue, Angry, Husband And Wife, Wife
সবক্ষেত্রে ক্ষমা মহৎ গুন না।

জরিপ অনুসারে ৩১ ভাগ লোকের প্রায় ৩০ ভাগ লোকই প্রতারক সঙ্গীকে ক্ষমা করতে চায়। শুধু মাত্র তাদের মতো করে আঘাত করার জন্য। একই ভাবে আঘাত করতে যাতে করে খুব সহজ হয়।

তবে, প্রতিশোধের এই নেতিবাচক আবেগ শুধু মাত্র আঘাত ও বেদনাকেই ডেকে আনে। 

ক্ষমা সবার জন্য না 

জরিপে শতভাগের বাকি ৬৯ ভাগ মানুষ প্রতারক সঙ্গীকে ক্ষমা করার সম্পূর্ণ বিরুদ্ধে ভোট দিয়েছে।

তারা এমন একটি দল যারা সঙ্গীকে আঘাত করলে তাদের ক্ষমা করতে পারে না। এই লোকদের মতে,

“ প্রতারণা করা শুধু মাত্র ভুলই নয়, এটি সম্পর্ককে সম্পূর্ণ নষ্ট করে দেয়। পুনরায় কখনোই বিশ্বাস গরে উঠতে দেয় না”।  

পরিস্থিতি এবং নিজের বিবেক

প্রকৃত অর্থে যে মানুষ আপনার সাথে প্রতারণা করতে পারে সে আর যা হোক আপনার পারফেক্ট জীবনসঙ্গী হতে পারে না।

সংবেদনশীল হতে হবে তবে এতটা আবেগী নয়। আপনার জীবনে এমন অনাখাঙ্খিত ঘটনা ঘটলে আপনি নিজের

বিবেকের কাছে প্রশ্ন করুন। আবেগ দিয়ে নয় বরং বিবেক এবং বাস্তবতাকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিন।

আরও পড়ুনঃ রোজায় শসা খাওয়ার উপকারিতা- বেঁচে যেতে পারে প্রাণ

আরও পড়ুনঃ ভালোবাসায় দুজনই সমান, তবুও কমতি কোথায়?

দৈনিক কণ্ঠ ব্লগ / লাইফস্টাইল

2 thoughts on “প্রেমে প্রতারিত হলে কি করবেন? ক্ষমা নাকি পদক্ষেপ? ”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.