জুমার নামাজ কত রাকাত । জুমার নামাজের নিয়ত

Last Updated on 6 months by Shaikh Mainul Islam

প্রিয় পাঠক, স্বাগত আমাদের আজকের পোস্ট “জুমার নামাজ কত রাকাত, জুমার নামাজের নিয়ত অর্থাৎ জুমার নামাজ নিয়ে বিস্তারিত” এ। এই পোষ্টটি প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি।

সপ্তাহে একটি দিন পবিত্র জুমার দিন। জুমার দিন পালিত হয় শুক্রবার। জুমার নামাজ মসজিদে গিয়ে ইমামের পিছনে আদায় করতে হয়। সম্মিলিত ভাবে ছাড়া বা নিজ বাসায় বা ব্যক্তি মালিকানা জায়গায় জুমার নামাজ পড়া নিষিদ্ধ।

আজকের পোষ্টে আমরা জানবো জুমার নামাজ কত রাকাত, জুমার নামাজের নিয়ত, জুমার নামাজ পড়ার নিয়ম সহ জুমার নামাজ নিয়ে বিস্তারিত জানবো।

জুমার নামাজ কত রাকাত

অনেক মুসল্মান ভাই জানতে চান যে জুমার নামাজ কত রাকাত? আপনাদের জুমার নামাজ কত রাকাত তা জানতে হলে নিচের লেখাটি পড়ুন।

জুমার নামাজের ৩ টি ভাগ রয়েছে। জুমার নামাজের শুরুতে ৪ রাকাত কাবলাল জুমা বা সুন্নতে মুয়াক্কাদা নামাজ পড়তে হয় জুমার ২ রাকাত ফরজ নামাজের আগে।

এরপর ইমামের পিছনে জামাতে ২ রাকাত জুমার ফরজ নামাজ আদায় করতে হয়। এরপর শেষে ৪ রাকাত বাদাল জুমা বা সুন্নত নামাজ আদায় করতে হয়।

আরও পড়ুনঃ “সালাতুল হাজত” সালাত আদায়ের উপকার ও নিয়ম

এছাড়া আপনি চাইলে জুমার দিনে মসজিদে প্রবেশ করে জুমার আগে বা পরে নফল নামাজ পড়তে পারেন। এতে আপনার সাওয়াব বেশি হবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন।

আশা করছি, আপনি জুমার নামাজ কত রাকাত তা জানতে পেরেছেন।

এরপরেও আমরা নিচে জুমার নামাজ কত রাকাত তা জেনে নিবো ধাপ অনুযায়ী।

  • সুন্নতে মুয়াক্কাদা/ কাবলাল জুমা ৪ রাকাত।
  • জুমার ফরজ নামাজ ২ রাকাত।
  • সুন্নতে বাদাল/ সুন্নত নামাজ ৪ রাকাত।

এতক্ষণে নিসচই বুঝতে পারছেন যে জুমার নামাজ কত রাকাত এবং কি কি। কত রাকাত নামাজ কোন সময়ে পড়তে হয়।

প্রিয় পাঠক, এবার আমরা জুমার নামাজের নিয়ত সম্পর্কে বিস্তারিত জানবো।

জুমার নামাজের নিয়ত

প্রিয় পাঠক, আমরা সবাই অবগত যে, জুমার নামাজ আমরা সবাই মসজিদের গিয়ে পড়ি। কারণ জুমার নামাজ কোনও ব্যক্তি মালিকানাধীন জায়গায় পড়া যায় না।

তাই মসজিদে গিয়ে জুমার নামাজ পড়ি। আর আমরা যখন বাসা থেকে মসজিদে রওনা দেই তখনই নামাজের নিয়ত হয়ে যায়।

আবার আমরা যখন মসজিদের প্রবেশ করি তখন আমরা জুমার নামাজ পড়ার উদ্দেশ্য নিয়ে প্রবেশ করি।

এসময়ে আমাদের অন্যান্য নামাজের মতো জুমার নামাজের নিয়ত ও হয়ে যায়।

শুধু মাত্র হজ এবং উমরাহ্‌ হজ ব্যতিত ইসলামে অন্য কোন নামাজ বা ইবাদতে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনও বিধান নেই।

কারণ, নামাজের নিয়ত মুখে উচ্চারণ করে পড়ার কোনও বিষয় না।

আরও পড়ুনঃ ইশরাকের নামাজ পড়ার নিয়ম

নামাজের নিয়ত নয় শুধু সবকিছুর নিয়ত ই মনের ভিতরের বিষয়, মনে মনে সঙ্কল্প করার বিষয়। তাই জুমার নামাজের নিয়ত মুখে উচ্চারণ করে পড়ার কোনও প্রয়োজন নেই।

এতক্ষণে আমরা জুমার নামাজ কয় রাকাত এবং জুমার নামাজের নিয়ত সম্পর্কে বিস্তারিত জেনেছি।

এবার আমরা জুমার নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো।

জুমার নামাজ পড়ার নিয়ম

প্রিয় পাঠক, সব নামাজে পড়ার নিয়ম আছে। ঠিক একই ভাবে জুমার নামাজ পড়ার নিয়ম আছে। চলুন জেনে নেওয়া যাক জুমার নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

জুমা আরবি শব্দ। জুমার বাংলা অর্থ সম্মিলিত হওয়া। সপ্তাহের একটি দিন শুক্রবার সকল মুসলমান একত্রিত হয়। এদিন সম্মিলিত নামাজ জুমার নামাজ ফরজ দুই রাকাত নামাজ আদায় করে।

মোয়াজ্জিনের একামত দেওয়ার পর ইমামের তাকবিরের সাথে পেটে হাত বাধতে হবে। এরপর ছানা পড়তে হবে। এরপর ইমাম যখন সুরা কেরাত স্পষ্ট করে পরবে তখন মন দিয়ে শুনতে হবে।

এছাড়া দুই রাকাত নামাজের সইব জায়গায় অন্যান্য স্বাভাবিক নামাজের মতো রুকু সিজদাহ এবং আখেরি বৈঠকে নামাজ শেষ করতে হবে।

আরও পড়ুনঃ তারাবি নামাজের নিয়ত । তারাবির নামাজের নিয়ম কানুন জেনে নিন

এই নিয়মে জুমার নামাজ পড়তে হবে। ইমামকে অনুস্মরণ করে তার সঙ্গে দুই রাকাত ফরজ জুমার নামাজ আদায় করতে হবে।

আশ করছি, জুমার নামাজ পড়ার নিয়ম সম্পর্কে সু স্পষ্ট ধারণা আপনাদের দিতে পেরেছি।

প্রিয় পাঠক, এতক্ষণে আমরা জুমার নামাজ কয় রাকাত, জুমার নামাজের নিয়ত এবং জুমার নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনেছি।

এবার আমরা জুমা সম্পর্কিত অধিক জিজ্ঞেসিত কিছু প্রশ্ন উত্তর জানবো।

জুম নামাজ সম্পর্কিত FAQS

জুমার নামাজ কয় রাকাত?

জুমার নামাজ মোট ১০ রাকাত। প্রথম চার রাকাত সুন্নতে মুয়াক্কাদা, ২ রাকাত ফরজ এবং শেষে ৪ রাকাত সুন্নত নামাজ।

জুমা অর্থ কি?

জুমা আরবি শব্দ। জুমার বাংলা অর্থ হচ্ছে সম্মিলিত হওয়া কিংবা একত্রিত হওয়া।

জুমার নামাজ বলতে বোঝায় সকল মুসলমান একত্রিত হয়ে ২ রাকাত ফরজ নামাজ যেটা জুমার নামাজ হিসেবে পরিচিত সেই নামাজ পড়া হয়।

জুম্মা মোবারক বলা যাবে কি?

না। জুম্মা মোবারক বলা নবি, সাহাবি এমনকি কোরআন হাদিসে উল্লেখিত কোনো আমল না। তাই এটি করা বিদাত।

ইসলামিক স্কলাররা একে বিদাত মনে করেন। তাই জুম্মা মোবারক বলা যাবে না।

জুমার নামাজ নিয়ে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা জেনেছি জুমার নামাজ কত রাকাত, জুমার নামাজের নিয়ত এবং জুমার নামাজ পড়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

আরও পড়ুনঃ শবে কদরের নামাজের নিয়ম । শবে কদরের নামাজের নিয়ত (বিস্তারিত)

আশা করছি এই পোস্ট থেকে আপনি জুমার নামাজ কত রাকাত এবং জুমার নামাজের নিয়ম সহ এই সব বিষয়ে জানতে পেরেছেন।

এরপরেও এই বিষয়ে আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

এবং ইসলাম সম্পর্কিত আমাদের সকল পোস্ট পড়তে Islamic Category এ ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেটে অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.