Last Updated on 6 months by Shaikh Mainul Islam
কিছু জানার প্রয়োজন হলেই আমরা গুগলে সার্চ করে সে বিষয়ে বিস্তারিত জেনে নেই। কিন্তু বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল কিভাবে কাজ করে এমন প্রশ্ন কখনো মনে জেগেছে?
প্রিয় পাঠক, স্বাগত Dainik Kantha এর আজকের পোস্ট “গুগল কিভাবে কাজ করে । গুগলে পোস্ট Rank করানোর উপায়” এ।
আজকে আমরা গুগল সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, গুগল সার্চ ইঞ্জিন এর কার্যপদ্ধতি, গুগলে পোস্ট Rank করানোর উপায় সহ গুগল সম্পর্কে বিস্তারিত জানবো।
গুগল সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে
একমাত্র গুগল এমন একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন যেখানে বিশ্বের যেকোনো বিষয়ে একাধিক সব ভাষায় সকল তথ্য আপলোড করা আছে।
এসব তথ্য গুগল সরাসরি নিজে আপলোড করে রাখে না কারণ এখানে গুগল শুধু মাত্র সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে। যার সকল তথ্য থাকে গুগলে সাবমিট থাকা ওয়েবসাইটে।
আরও পড়ুনঃ গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম
আর আমরা যখন গুগলে প্রবেশ করে কিছু সার্চ করি তখন গুগল সরাসরি তার এলগরিদম দিয়ে তাদের ডাটাবেজে থাকা তথ্য যা বিভিন্ন ওয়েবসাইটে থাকে সেসব তথ্য আমাদের সার্চ রেজাল্ট হিসেবে দেয়।
কিন্তু কখনো এভাবে চিন্তা করেছেন যে কিসের উপর ভিত্তি করে গুগল আমাদেরকে সবথেকে জনপ্রিয় ও সঠিক তথ্যবহুল উত্তর সামনে দিয়ে থাকে?
হ্যা, এভাবে চিন্তা করলে নিশ্চয়ই আপনি জানতে চাচ্ছেন যে গুগল কিভাবে কাজ করে অর্থাৎ গুগলে পোস্ট Rank করে কিভাবে।
একটি নির্দিষ্ট বিষয়ে অনেক ব্লগ বা কন্টেন্ট থাকার পরেও গুগল সবসময় সঠিক এবং তথ্যবহুল পোস্ট আমাদের দিয়ে থাকে।
এটি সবার না জানলেও যারা গুগলে ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাদের জানা জরুরি।
কারণ, গুগল কিভাবে কাজ করে বা কিসের উপর ভিত্তি করে র্যাঙ্ক দেয় তা জানলেই ভালো করা যাবে।
গুগল মূলত ২০০ টির বেশি বিষয়ের উপর ভিত্তি করে পোস্ট বা কন্টেন্ট র্যাঙ্ক দিয়ে থাকে।
তবে সাধারণত ১০ টির মতো বিষয় নিয়ে কাজ করলেই গুগলে পোস্ট Rank করানো অনেক সহজ হবে।
গুগল সার্চ ইঞ্জিন এর কার্যপদ্ধতি
গুগলে যেকোনো উত্তর খুজতেই গুগল আপনাকে হাজার হাজার উত্তর সামনে এনে দেয়। কাজটি খুব সহজ মনে হলেও এর পিছনের কাজটা খুবই কঠিন একটি কাজ।
এর জন্য গুগল সার্চ ইঞ্জিন তিনটি ধাপ অনুস্মরণ করে থাকেঃ
- ওয়েব ক্রলিং – web crawling,
- ওয়েব ইনডেক্সিং – web indexing,
- পেইজ রেঙ্ক (page rank) এবং সার্চ রেজাল্ট
web crawling – ওয়েব ক্রলিং
web crawling এর আরেক নাম web spider। সারা বিশ্বে প্রতি মুহূর্তে অসংখ্য ওয়েবসাইট তৈরি হচ্ছে। এসব ওয়েবসাইটে পাবলিশ হচ্ছে অসংখ্য কন্টেন্ট।
একই বিষয়ে কোন কন্টেন্টটি সার্চ রেজাল্টে দেখাবে তা নিয়ে কাজ করে web spider বা web crawling।
আরও পড়ুনঃ ডোমেইন হোস্টিং কি । ওয়েব হোস্টিং কেন প্রয়োজন
নতুন সাইট তৈরির পর গুগল কনসোলে সাবমিট করতে হয়। আপনার ওয়েবসাইট থাকলে তা ভিজিটরদের কাছে ভিজিবল হতে হবে।
গুগলের একটি রোবোটিক সিস্টেম সফটওয়ার আছে যার নাম গুগল বট। এটি গুগল সার্চ কন্সলে এড থাকা সব ওয়েবসাইটকে প্রতিনিয়ত স্কান বা ক্রলিং করতে থাকে।
এজন্য গুগল বট রোবোটিক সফটওয়ারটি প্রথমে একটি ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে।
এরপর ওই ওয়েবসাইটে যত link এবং hyperlink আছে আর সবগুলিতে visit করে।
একই সাথে সেই ওয়েবসাইটের সব পেজগুলো ক্রলিং করতে থাকে। এইভাবে গুগলে থাকা সব ওয়েবসাইটের link কালেক্ট করে। এর মধ্যে কিছু লিংক রিপিট হলে তা বাদ দিয়ে দেওয়া হয়।
এর দ্বারা বোঝা যায় একটি link মাত্র একবার কালেক্ট করে google boot রবোটিক সফটওয়ার। ক্রলিং বিষয়টি অনেকটা পেজ রিফ্রেশের মতো।
অর্থাৎ, কিছুক্ষণ পর পর সব ওয়েবসাইটে ক্রলিং করে আসে।
ক্রলিং এর মাধ্যমে দেখা হয় ওয়েবসাইটে নতুন কোনো কন্টেন্ট পাবলিশ হইলো কি না আবার কোনো লিংক পরিবর্তন করা হইলো কি না।
অর্থাৎ, এক কথায় বললে বলা যায়, গুগল ক্রলিং এর মাধ্যমে সঠিক এবং পারফেক্ট লিঙ্কগুলো কালেক্ট করে থাকে।
এবার ক্রলিং (web crawling) থেকে প্রাপ্ত লিংক গুলো ইনডেক্সিং করার পালা। এবার ওয়েব ইন্ডেক্সিং ( web indexing) সম্পর্কে জেনে নেওয়া যাক।
web indexing – ওয়েব ইনডেক্সিং
Index বা সূচিপত্র। ক্রলিং করে ওয়েব ক্রলিং যে লিংক সংগ্রহ করে সেই লিংক গুলো google boot সাজিয়ে রাখে।
আমরা কিছু লিখে সার্চ করার পর গুগল তখন ইনডেক্স হওয়া লিঙ্কের কন্টেন্ট থেকে রিলেটেড কিওয়ার্ড খুঁজে রেজাল্টে শো করে। এইভাবে খুঁজে পাওয়াটাই মূলত সার্চ করা বলে।
একটি ওয়েবসাইটের সব কন্টেন্ট পাবলিশ হওয়ার পরে গুগল ইনডেক্স হবে তারপরেই গুগলে সার্চ রেজাল্টে শো করার যোগ্যতা অর্জন করবে।
page rank – পেইজ রেঙ্ক
গুগলের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পেইজ র্যাঙ্ক – page rank সিস্টেম। পেজ র্যাঙ্কের মাদ্ধমেই গুগল সার্চ ইঞ্জিন হিসেবে এতটা সাফল্য পেয়েছে। page rank এর মাধ্যমেই গুগল আজ সেরা সার্চ ইঞ্জিন হিসেবে পরিচিত।
আপনি গুগলে কিছু লিখে সার্চ করলেন। সার্চ রেজাল্টে অসংখ্য কন্টেন্ট লিংক দেখতে পাবেন। এর মধ্যে একদম প্রথমে কিছু লিংক দেখতে পাবেন। এই লিংক গুলো সেরা র্যাঙ্ক করা পেজ।
আর গুগল সার্চের একদম শেষের দিকে যে লিংকগুলো আসে যাতে আমরা কখনো ক্লিক ই করি না সেই পেজগুলো তুলনামূলক র্যাঙ্ক করানো পেজ না।
এই বিষয়ে একজন ভালো মানের ব্লগার অনেক বেশি ধারণা রাখেন। গুগল তার সংগ্রহ করা লিংক থেকে তথ্য খুঁজে বের করে। এবার কোন লিংকটি সবার আগে শো করাবে? যে লিংকটি র্যাঙ্ক করবে সেই লিংকটি সবার আগে শো করাবে।
র্যাঙ্ক বিবেচনা হয় মূলত, কোন কন্টেন্টটিতে খুব ভালোভাবে উত্তর দেওয়া হয়েছে। অনেকবার শেয়ার করা হয়েছে। ভিজিটর অনেক বেশি এসেছে। অনেক সময় ধরে পড়া হবে।
ওই পোস্টটি পড়ার পড়ে ভিজিটর ওই বিষয়ে আর কোনো কন্টেন্ট না পড়লে।
এছাড়াও আরও ২০০ এর বেশি কারণ আছে লিংক র্যান করানোর জন্য। ব্লগাররা এই বিষয়ে সবথেকে বেশি ধারণা রাখে।
এভাবেই মূলত গুগল একটি ওয়েবসাইটের কন্টেন্ট যাচাই বাছাই করে লিংক সরবরাহ করে। এবং ওয়েব ক্রলিং – web crawling, web indexing,page rank এবং সার্চ রেজাল্ট দেখায় এই উপায়ে।
গুগলে পোস্ট Rank করানোর উপায়
সম্পূর্ণ পোস্টটি পড়লে ইতিমধ্যে জেনেছেন গুগল ২০০ টির বেশি বিষয়ের উপর ভিত্তি করে গুগলে পোস্ট Rank করে থাকে।
তবে এর মধ্যে ১০ টির মতো ফলো করে পোস্ট করলেই কন্টেন্ট Rank করানো খুব সহজ।
গুগলে পোস্ট Rank করার জন্য নিচের বিষয়গুলি দেখুনঃ
- তথ্য বহুল পোস্ট করতে হবে,
- তুলনামূলক লো কম্পিটিশন কিওয়ার্ড দেখে পোস্ট লিখতে হবে,
- নিয়মিত নির্দিষ্ট সময়ে পোস্ট করতে হবে,
- পোস্ট রিলেটেড অন্যান্য পোস্ট ইন্টারনাল লিংক করতে হবে,
- অন পেজ এসইও এবং অফ পেজ এসইও করতে হবে।
- প্রত্যেক পোষ্টে একটি ফিচার ইমেজ যুক্ত করতে হবে।
- ওয়েবসাইটের লোডিং স্পিড ফাস্ট রাখতে হবে,
- সম্পূর্ণ পোস্ট ম্যান পাওয়ার দিয়ে লিখতে হবে (AI ব্যবহার করা যাবে না)
- একটি পোস্ট এমন ভাবে লিখতে হবে যেন ওই পোষ্টে ওই বিষয়ে সকল তথ্য দেওয়া থাকে। তবে অতিরিক্ত কিছু লেখা যাবে না।
- বিগত দিনের সকল পোস্ট একেক করে আপডেট করতে হবে নিয়মিত।
এছাড়াও অন্যান্য যেসব গুগল Ranking factor আছে সেসব দিক মাথায় রেখে বিশেষ করে উপরের বিষয়গুলি মাথায় রেখে গুগলে পোস্ট করলে অবশ্যই গুগলে পোস্ট Rank হবে।
গুগল সম্পর্কিত FAQS
১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগল প্রতিষ্ঠিত হয়।
ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন গুগলের যৌথ জনক।
২০০ এর বেশি বিষয়কে প্রাধান্য দিয়ে। তবে খুব বেশি গুরুত্ত দেওয়া হয় কয়েকটি বিষয়কে প্রাধান্য দিয়ে। যেমনঃ
১) তথ্য বহুল পোস্ট করতে হবে,
২) তুলনামূলক লো কম্পিটিশন কিওয়ার্ড দেখে পোস্ট লিখতে হবে,
৩) নিয়মিত নির্দিষ্ট সময়ে পোস্ট করতে হবে,
৪) পোস্ট রিলেটেড অন্যান্য পোস্ট ইন্টারনাল লিংক করতে হবে,
৫) অন পেজ এসইও এবং অফ পেজ এসইও করতে হবে।
৬) প্রত্যেক পোষ্টে একটি ফিচার ইমেজ যুক্ত করতে হবে।
৭) ওয়েবসাইটের লোডিং স্পিড ফাস্ট রাখতে হবে,
৮) সম্পূর্ণ পোস্ট ম্যান পাওয়ার দিয়ে লিখতে হবে (AI ব্যবহার করা যাবে না)
৯) একটি পোস্ট এমন ভাবে লিখতে হবে যেন ওই পোষ্টে ওই বিষয়ে সকল তথ্য দেওয়া থাকে। তবে অতিরিক্ত কিছু লেখা যাবে না।
১০) বিগত দিনের সকল পোস্ট একেক করে আপডেট করতে হবে
গুগল থেকে আয় করার অন্যতম উপায় হচ্ছে গুগল এডসেন্স।
এটি নিয়ে গুগলে আপনি হাজার হাজার দিকনির্দেশনা মুলক কন্টেন্ট পেয়ে যাবেন।
সুন্দর পিচাই গুগলের সিইও। তিনি ভারতের একজন নাগরিক। ২০১৫ সাল থেকে তিনি সিও হিসেবে করমরত আছেন।
গুগল কিভাবে কাজ করে টা নিয়ে সর্বশেষ
আজকে আমরা গুগল কিভাবে কাজ করে এবং গুগলে পোস্ট Rank করানোর উপায় সম্পর্কে বিস্তারিত জেনেছি।
বিশ্বের অন্যতম এত জনপ্রিয় সার্চ ইঞ্জিন নিয়ে একটি পোষ্টে বিস্তারিত লেখা সম্ভব না। পরবর্তী কোনো একটি পোষ্টে গুগল নিয়ে আরও অনেক বিষয়ে জানবো।
এই পোস্ট ছাড়াও এর অন্যান্য সকল পোস্ট পড়তে Online tips and tricks এ ভিজিট করুন।
নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ চোখ রাখুন।
11 thoughts on “গুগল কিভাবে কাজ করে । গুগলে পোস্ট Rank করানোর উপায়”