গুগল এডসেন্স একাউন্ট নিরাপদ রাখতে করনীয় । Google Adsense Account

Last Updated on 11 months by Shaikh Mainul Islam

প্রিয় পাঠক, স্বাগত “গুগল এডসেন্স একাউন্ট নিরাপদ রাখতে করনীয়” শিরোনামে আজকের পোষ্টে। আজকে আমরা গুগল এডসেন্স নিরাপদ রাখার জন্য কি করতে হবে এবং কি করা যাবে না সেই সম্পর্কে বিস্তারিত জানবো।

আপনি যেহেতু এডসেন্স একাউন্ট নিরাপদ রাখার জন্য করনীয় সম্পর্কে জানতে এই পোস্টটি পড়তে আসছেন সেহেতু আমি নিশ্চিত আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আর একজন কন্টেন্ট ক্রিয়েটরের ইনকামের অন্যতম উপায় গুগল এডসেন্স।

তাই প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর (ইউটিউব এবং গুগল) এর Goole Adsense Account নিরাপদ রাখার বিষয়ে জানা অত্যন্ত জরুরি।

আজকের পোষ্টে আমরা জানবো, গুগল এডসেন্স একাউন্ট কি, কিভাবে Google Adsense Account থেকে টাকা আয় করতে হয়, Google Adsense Account নিরাপদ রাখতে করনীয় সহ Google Adsense Account সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত।

গুগল এডসেন্স একাউন্ট কি ?

কন্টেন্ট ক্রিয়েটর (ইউটিউব এবং গুগল) দের ইনকামের জন্য গুগলের একটি এড নেটওয়ার্ক হচ্ছে গুগল এডসেন্স।

আর গুগল বা ইউটিউব থেকে আয় করার সকল ক্রাইটেরিয়া ফিলাপ হওয়ার পড় একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ইউটিউব চ্যানেল কিংবা ব্লগ ওয়েবসাইটে গুগল এডসেন্স একাউন্ট ব্যবহার করে গুগল এডনেটওয়ার্ক থেকে আয় করা শুরু করে।

আরও পড়ুনঃ google adsense account ।গুগল এডসেন্স থেকে টাকা আয় করার উপায়

অনলাইনে ছরিয়ে ছিটিয়ে থাকা হাজার এড নেটওয়ার্ক এর মধ্যে গুগল এডসেন্স সবার সেরা এবং শতভাগ নিরাপদ।

এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে Google Adsense Account কি এবং কি জন্য ব্যবহার করা হয়।

Google Adsense Account কি, কিভাবে গুগল এডসেন্স একাউন্ট ব্যবহার করে টাকা আয় করা যায় এবং কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব তা জেনে নিন।

এবার আমরা আমাদের আজকের পোস্টের মূল বিষয় Google Adsense Account নিরাপদ রাখতে করনীয় কি সে সম্পর্কে জানবো।

গুগল এডসেন্স একাউন্ট ডিজেবল/ সাস্পেন্ড হওয়ার কারণ

 প্রিয় পাঠক, সততার সাথে কাজ করলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের Google Adsense Account কখনো ডিজেবল বা সাস্পেন্ড হবে নাহ।

আরও পড়ুনঃ  ব্লগিং করে কত টাকা আয় করা যায় ? ব্লগিং সম্পর্কে বিস্তারিত জেনে নিন

হ্যাঁ। অফলাইনের কাজের মতো অনলাইন কিংবা সব কাজে সততা এবং ধৈর্যের দরকার সবার আগে।

কন্টেন্ট ক্রিয়েটর রা জানেন কেন তাদের গুগল এডসেন্স একাউন্ট বাতিল বা সাস্পেন্দ হতে পারে।

কারণ গুগল থেকে কিছু শর্ত মেনেই গুগল এডসেন্স এপ্রুভ পাইতে হইছে।

চলুন গুগল এডসেন্স বাতিল বা সাস্পেন্ড হওয়ার কিছু কারণ জেনে নেওয়া যাকঃ

  • নিজের কন্টেন্ট নিজে দেখলে এবং এড এ ক্লিক করলে।
  • গুগল এড লোডিং মেথড (ফেক মেথড) ব্যবহার করে অবৈধ উপায়ে ক্লিক এবং ভিজিটর আনলে।
  • কপি পেস্ট করে অন্যের কন্টেন্ট দীর্ঘদিন সাইটে পাবলিশ করলে।
  • যে ইমেইল এ গুগল এডসেন্স একাউন্ট খোলা সেই ইমেইল একাউন্টে কোনও সমস্যা হলে।
  • অবৈধ ভাবে এডসেন্স এর ইনকাম বাড়াতে চাইলে।
  • বন্ধুর ফোন কিংবা অন্য কারোর ফোন থেকে নিজে নিজের পোস্টের এড এ ক্লিক করলে।
  • গুগল এডসেন্স এর প্রকাশিত নিওমের বাহিরে গিয়ে গুগল এডসেন্স থেকে একাউন্ট বাতিল বা সাস্পেন্ড করে দিবে।

মূলত এসব কারণেই একটি গুওল এডসেন্স একাউন্ট সাস্পেন্ড বা বাতিল হয়।

মূল কথা হচ্ছে, Google Adsens Account বাতিল হয় গুগলের নির্দেশনার বাহিরে গিয়ে কিছু করলেই। আর গুগলের নীতিমালা বা নির্দেশনা এর ভিতরে অন্যতম হচ্ছে উপরে উল্লেখিত বিষয়গুলো।

আরও পড়ুনঃ গুগল এডসেন্স পাওয়ার উপায় । গুগল এডসেন্স একাউন্ট

প্রিয় পাঠক, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সৎ থেকে আপনাকে Google Adsense Account নিয়ে কাজ করতে হবেহ।

ঠিক কি কি কারণে Google Adsense Account বাতিল বা সাস্পেন্ড হতে পারে সেই বিষয়গুলো যখন জেনেছেন তখন এটা বুঝতে বাকি নেই যে কি কি করতে হবে সোনার হরিণ নামে পরিচিত Google Adsense Account নিরাপদ রাখতে।

তবুও চলুন, Google Adsense Account নিরাপদে রাখতে আরও কি কি বিষয়ে সতর্ক থাকা উচিত তা জেনে নেওয়া যাক।

Google Adsense Account নিরাপদ রাখতে করনীয়

প্রিয় পাঠক, আপনি যদি ইতিমধ্যে আপনার কন্টেন্ট এ Google Adsense Account ব্যবহার করে আয় করা শুরু করেন অথবা করবেন ভাবছেন তাহলে আপনার পরবর্তী নিরাপত্তার জন্য এই বিষয়গুলো আপনার জানা খুবই জরুরি।

চলুন তাহলে গুগল এডসেন্স একাউন্ট নিরাপদ রাখতে কি কি করতে হবে তা জেনে নেওয়া যাক।

  • নিজের কন্টেন্ট নিজে ভিজিট করা যাবে না।
  • অন্য কোনও ডিভাইস থেকে নিজে নিজে ক্লিক করা যাবে না।
  • সবসময় সৎ থেকে কাজ করতে হবে।
  • কন্টেন্ট এর প্রতি মনোযোগ দিয়ে অবশ্যই মনোযোগী হতে হবে।
  • গুগলের আপডেট নীতিমালার দিকে খেয়াল রাখা।
  • যে ইমেইল এ এডসেন্স একাউন্ট সেই মেইল থেকে রিস্কি বা ১৮ + বা অন্য ঝামেলা পূর্ণ কোনও সাইট ভিজিট করা যাবে না।
  • ইমেইল এর মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, ইমেইল আইডি কারোর সাথে শেয়ার করা যাবে না।
  • ইমেইল একাধিক দিভাইসে লগইন করা ঠিক না। এতে কিছু না হলেও অন্যান্য দিক চিন্তা করে এটা না করাই অতি উত্তম।
  • গুগল এডসেন্স এর পাবলিশার্স আইডি নাম্বার শেয়ার না করা উত্তম।

প্রিয় পাঠক, এর মধ্যে অনেক বিষয় আছে া মানুষ করছে তবুও তাদের এডসেন্স একাউন্ট কিছু হচ্ছে না।

তাই বলে আপনি এই কাজগুলি থেকে বিরত থাকবেন, যদি আপনার কাছে আপনার এডসেন্স একাউন্টি অনেক বেশী গুরুত্বপূর্ণ হয়ে থাকে।

মোট কথা হচ্ছে অনেক কষ্টের উপারজন একটি গুগল এডসেন্স একাউন্ট থেকে ইনকাম করা। আর সেটি বিভ্রান্ত মুলক কথা বার্তা শুনে খোয়াতে বসার কোনও কাজ করা যাবে না।

আশা করছিGoogle Adsense Account নিরাপদ রাখাতে কি করতে হবে, কি করতে হবে না এবং কোন দিকে লক্ষ্য রাখতে হবে সে সম্পর্কে পুরনাঙ্গ একটি ধারণা পেয়েছেন।

গুগল এডসেন্স সম্পর্কিত FAQS

এডসেন্স থেকে কি আসলেই টাকা আয় করা যায়?

জি, হ্যাঁ। গুগল এডসেন্স থেকে বিশ্বের কোটি কোটি মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে। তবে সেই পর্যন্ত পৌঁছানোর জন্য সঠিক গাইডলাইন প্রয়োজন।

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব?

এই বিষয়ে আমাদের পূর্ববর্তী পোস্ট আছে। অনলাইন ইনকাম ক্যাটাগরি থেকে দেখে নিন।

কিভাবে ব্লগ থেকে আয় করা যায়?

ব্লগিং করে আয় করার অন্যতম উপায় হচ্ছে গুগল এডসেন্স ব্যবহার করা। এছাড়াও এফিলিয়েট মার্কেটিং, সেবা বা পণ্য বিক্রয় সহ আরও একাধিক ভাবে ব্লগিং করে আয় করা যায়।

গুগল এডসেন্স পেতে কি কি লাগে?

গুগল এডসেন্স এ এপ্রুভ পেতে আপনার চ্যানেল বা ওয়েবসাইটে মোটামুটি বেশ পরিমাণ কন্টেন্ট থাকতে হবে।

থাকতে হবে ইউনিক ভিজিটর। এবং গুগলের অন্যান্য ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। বিস্তারিত জেনে নিন।

গুগল এডসেন্স সম্পর্কে সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা গুগল এডসেন্স একাউন্ট নিরাপদ রাখতে করনীয় কি এবং কি করলে গুগল এডসেস্ন বাতিল বা সাস্পেন্ড হয় তা জেনেছি।

আরও পড়ুনঃ কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব

আশা করছি গুগল এডসেন্স সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন।

এরপরেও আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

এবং এই সম্পর্কিত আমাদের অন্যান্য পোস্টগুলি পড়ার জন্য Online income category ভিজিট করুন।

আমাদের সকল পোস্ট পড়তে নিয়মিত ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।