কে কতবার এশিয়া কাপ জিতেছে । এশিয়া কাপ চ্যাম্পিয়ন লিস্ট সহ বিস্তারিত

১৯৮৩ সালে প্রতিষ্ঠা এবং ১৯৮৪ সাল থেকে টুর্নামেন্ট শুরু থেকে ২০২৩ পর্যন্ত এশিয়া কাপের মোট ১৬ টি আসর অনুষ্ঠিত হয়েছে।কিন্তু অনেকেই জানতে চান যে কে কতবার এশিয়া কাপ জিতেছে অর্থাৎ এশিয়া কাপ চ্যাম্পিয়ন লিস্ট দেখতে চান।

প্রিয় ক্রিকেট প্রেমি পাঠক, স্বাগত আমাদের আজকের পোস্ট “কে কতবার এশিয়া কাপ জিতেছে অর্থাৎ এশিয়া কাপ চ্যাম্পিয়ন লিস্ট” এ। ১৯৮৪ থেকে ২০২৩ পর্যন্ত ওয়ানডে এবং টি টুয়েন্টি এশিয়া কাপে এশিয়া মহাদেশের অন্যতম ক্রিকেট শক্তিশালি দেশগুলো অংশ্রগ্রহণ করেছে।

আরও পড়ুনঃ ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সময়সূচি (ফলাফল সহ বিস্তারিত)

 এই পোষ্টে আমরা এশিয়া কাপের শুরু থেকে সর্বশেষ পর্যন্ত কোন দল কতবার অংশ্রগ্রহণ করেছে, কোন দল কতবার চ্যাম্পিয়ন বা রানারসআপ হইছে টা জানতে পারবো। এশিয়া কাপ সম্পর্কিত সকল তথ্য জানতে সম্পূর্ণ পোষ্টটি পড়ুন।

এশিয়া কাপের শুরু

১৯৮৪ সালে পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্য দিয়ে শুরু হয় এশিয়া কাপের প্রথম আসর। এর পর থেকে প্রতি দু বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে।

এর আগে ১৯৮৪ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ১৬ বার এশিয়া কাপের ওয়ানডে এবং টি টুয়েন্টি আসর অনুষ্ঠিত হয়েছে। যেখানে এশিয়া মহাদেশের বেশ কিছু ক্রিকেট দল অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুনঃ বিশ্বকাপে ভারত পাকিস্তান পরিসংখ্যান । সব ম্যাচের হিসাব (আপডেট সহ)

১৯৮৩ থেকে প্রতিষ্ঠিত হয়া এশিয়া কাপের প্রথম আসর ১৯৮৪ সালে অনুষ্ঠিত হয়। তখন থেকেই প্রতি দুই বছর পর পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই বিশেষ কাপের আয়োজন করেন।

আরও পড়ুনঃ বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী বাংলাদেশ

এই পোষ্টে আমরা প্রথমে দেখব কে কতবার এশিয়া কাপ জিতেছে এবং কত সালে কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে।

কে কতবার এশিয়া কাপ জিতেছে

প্রিয় পাঠক, ২০২৩ সাল পর্যন্ত এশিয়া কাপের ১৬ টি আসরের কাপ বিজয়ীদের সাল, নাম রানারস আপ দলের নাম সহ নিচে উল্লেখ করা হলোঃ

আসর – সালচ্যাম্পিয়নরানার আপআয়োজক দেশ
১ম – ১৯৮৪ভারতশ্রীলঙ্কাআরব আমিরাত
২য় – ১৯৮৬শ্রীলঙ্কাপাকিস্তানশ্রীলঙ্কা
৩য় – ১৯৮৮ভারতশ্রীলঙ্কাবাংলাদেশ
৪ র্থ – ১৯৯১ভারতশ্রীলঙ্কাবাংলাদেশ
৫ম – ১৯৯৫ভারতশ্রীলঙ্কাআরব আমিরাত
৬ষ্ঠ – ১৯৯৭শ্রীলঙ্কাভারতশ্রীলঙ্কা
৭ম – ২০০০পাকিস্তানশ্রীলঙ্কা বাংলাদেশ
৮ম – ২০০৪শ্রীলঙ্কাভারতশ্রীলঙ্কা
৯ম – ২০০৮শ্রীলঙ্কাভারতপাকিস্তান
১০ম – ২০১০ভারতশ্রীলঙ্কা শ্রীলঙ্কা
১১ম – ২০১২পাকিস্তানবাংলাদেশবাংলাদেশ
১২ম -২০১৪শ্রীলঙ্কাপাকিস্তানবাংলাদেশ
১৩ম- ২০১৬ভারতবাংলাদেশবাংলাদেশ
১৪ম – ২০১৮ভারতবাংলাদেশআরব আমিরাত
১৫ – ২০২২শ্রীলঙ্কাপাকিস্তানআরব আমিরাত
১৬ – ২০২৩ভারতশ্রীলঙ্কাশ্রীলঙ্কা
কে কতবার এশিয়া কাপ জিতেছে । এশিয়া কাপ চ্যাম্পিয়ন লিস্ট সহ বিস্তারিত

১৫ তম আসরে ভারত সবথেকে বেশি বার কাপ জয়লাভ করে। এবং পাকিস্তান শ্রীলঙ্কাও বেশ কএকবার জয় লাভ করে।

এশিয়া কাপ সম্পর্কিত প্রশ্ন উত্তর

প্রঃ এশিয়া কাপের পূর্ণ নাম কি?

= এশিয়ান ক্রিকেট কাউন্সিল হচ্ছে এশিয়া কাপের সম্পূর্ণ নাম।

প্রঃ প্রতি কয় বছর পর পর এশিয়া কাপ অনুষ্ঠিত হয়?

= প্রতি ২ বছর পর পর এশিয়া কাপ অনুষ্ঠিত হয়।

প্রঃ কত সালে এশিয়া কাপের আসর শুরু হয়?

= ১৯৮৪ সাল থেকে এশিয়া কাপের আসর শুরু হয়।

প্রঃ বাংলাদেশ কত সালে এশিয়া কাপ পায়?

= বাংলাদেশ ১৯৮৬ সাল থেকে এশিয়া কাপ খেলার সুযোগ পায়। যা এখন পর্যন্ত ধারাবাহিক আছে।

আরও পড়ুনঃ এশিয়া কাপ ২০২৩ সময়সূচি, ফলাফল এবং পয়েন্ট টেবিল সহ বিস্তারিত জেনে নিন

প্রঃ বাংলাদেশ কতবার এশিয়া কাপ জিতেছে?

= বাংলাদেশ এখন পর্যন্ত এশিয়া কাপের ফাইনালে মোট ৩ বার খেলার গৌরব অর্জন করে।

কিন্তু একবারও ফাইনালে জয় অর্জন করতে পারেনি।

প্রঃ এশিয়া কাপ কত বছর পরপর হয়?

= এশিয়া কাপ ২ বছর পরপর হয়। তবে বৈশ্বিক মহামারি এবং বিশেষ কারণে এটি কিছুতা তারতম্য হয়ে থাকে।

প্রঃ এশিয়া কাপ কে কয়বার নিয়েছে?

= ভারত ৮ বার, শ্রীলঙ্কা ৬ বার এবং পাকিস্তান ২ বার এশিয়া কাপ নিয়েছে।

প্রঃ এশিয়া কাপ বাংলাদেশ বনাম আফগানিস্তান ২০২৩ সালের ম্যাচ কবে?

= ২০২৩ সালের এশিয়া কাপের সব দলের সময়সূচি জানতে আমাদের এশিয়া কাপ ২০২৩ সময়সূচি পোষ্টটি পড়ুন।

কে কতবার এশিয়া কাপ জিতেছে । সর্বশেষ

প্রিয় পাঠক, আজকের পোষ্টে আমরা জেনেছি কে কতবার এশিয়া কাপ জিতেছে এবং কোন দল কত সালে এশিয়া কাপ পেয়েছে সে বিষয়ে বিস্তারিত।

আশা করছি এই পোস্ট থেকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন লিস্ট সহ এশিয়া কাপ সম্পর্কিত সকল তথ্য জানতে পেরেছেন।

এরপরেও এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।

এবং খেলাধুলা সম্পর্কিত আমাদের অন্যান্য সকল পোস্ট পড়তে খেলাধুলা ক্যাটাগরি ভিজিট করুন।

নিয়মিত আমাদের সকল পোস্ট পড়তে ওয়েবসাইট ভিজিট করুন। সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ Dainikkantha এ।